কিশোর হেলাল হাফিজ প্রেম করতেন হেলেন নামে এক কিশোরীর সাথে। নেত্রকোনায় তারা প্রতিবেশী ছিলেন!
দারোগার মেয়ের সাথে স্কুল শিক্ষকের ছেলের প্রেম মেনে নেননি দারোগা বাবু। মেয়েকে বিয়ে দিয়ে দেন এক সিনেমা হলের মালিকের সাথে ঢাকায়।
হেলাল হাফিজও চলে আসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে। তার একমাত্র কবিতার বই বের হয়। নাম "যে জলে আগুন জ্বলে!"
হেলেনের স্বামী বইমেলা থেকে বইটি কিনে হেলেন কে উপহার দেন। হেলেন দেখেন পুরো কবিতার বই জুড়ে কবির আকুতি। তাকে না পাওয়ার। হেলেন সে কবিতার বই পড়ার পর মানসিকভাবে আঘাত পেয়ে আস্তে আস্তে পাগল হয়ে যান। স্বামী তাকে তালাক দেয়।
নেত্রকোনায় বাবার বাড়ি ফিরে যান হেলেন। তাকে শেকল দিয়ে ঘরে বেঁধে রাখতে হয়। হেলাল হাফিজ নিজেকে কখনো ক্ষমা করতে পারেননি। কিংবা সে প্রেম থেকে বের হতে পারেননি। তাই আর কখনো বিয়ে করেননি। খুব গুছিয়ে থাকতেন। গোছালো মানুষ ছিলেন। তাকে দেখে বুঝা যেত না, ভেতরে ভেতরে তার ভেতর এতটা ভাঙ্গন।
আজ তিনি মারা গেছেন। ওয়াশরুমে পড়ে ছিল মৃতদেহটি। একা একাই থাকতেন একটা হোটেলরুমে সারাজীবন। তার কবিতা থেকে চিরবিরহী যুবক আওড়াবে চিরকাল-
'যে জলে আগুন জ্বলে' হাতে নিয়ে বলবে-
"কষ্ট নেবে কষ্ট
হরেক রকম কষ্ট আছে
কষ্ট নেবে কষ্ট।
লাল কষ্ট নীল কষ্ট কাঁচা হলুদ রঙের কষ্ট
পাথর চাপা সবুজ ঘাসের সাদা কষ্ট
আলোর মাঝে কালোর কষ্ট
মাল্টি কালার কষ্ট আছে
কষ্ট নেবে কষ্ট।
ঘরের কষ্ট পরের কষ্ট পাখি এবং পাতার কষ্ট
দাড়ির কষ্ট
চোখের বুকের নখের কষ্ট,
একটি মানুষ খুব নীরবে নষ্ট হবার কষ্ট আছে
কষ্ট নেবে কষ্ট।
প্রেমের কষ্ট ঘৃণার কষ্ট নদী এবং নারীর কষ্ট
অনাদর ও অবহেলার তুমুল কষ্ট
ভুল রমনী ভালোবাসার
ভুল নেতাদের জনসভার
তাসের খেলায় দুইটি জোকার নষ্ট হবার কষ্ট আছে
কষ্ট নেবে কষ্ট।
আর কে দেবে আমি ছাড়া
আসল শোভন কষ্ট
কার পুড়েছে জন্ম থেকে কপাল এমন
আমার মতো ক’জনের আর
সব হয়েছে নষ্ট,
আর কে দেবে আমার মতো হৃষ্টপুষ্ট কষ্ট।"
16/12/2024
নতুন স্বপ্ন নিয়ে মহান বিজয় দিবস পালিত হচ্ছে আজ
১৬ ডিসেম্বর | সোমবার | দৈনিক লাখোকন্ঠ
15/12/2024
যাদের মহান আত্ম-ত্যাগের বিনিময়ে পেয়েছি স্বাধীনতা, বিজয়ের পতাকা আর মানচিত্রের অধিকার;
সেসব মহৎপ্রাণ বীরশহীদ এবং জীবিত প্রত্যেক বীরমুক্তিযোদ্ধার প্রতি বিনম্র শ্রদ্ধা ও অকৃত্রিম ভালোবাসা জানাই। সাম্য-শান্তি এবং ন্যায় ভিত্তিক কল্যাণময় মানবিক সমাজ ও রাষ্ট্র বিনির্মাণ হোক
আমাদের আজকের আন্তরিক অঙ্গিকার।
দৈনিক লাখোকন্ঠ’র পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি-
মহান স্বাধীনতা দিবসের রক্তিম শুভেচ্ছা।
Be the first to know and let us send you an email when দৈনিক লাখোকণ্ঠ - Daily Lakhokantho posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.
Contact The Business
Send a message to দৈনিক লাখোকণ্ঠ - Daily Lakhokantho:
“নিরাপদ সড়ক চাই” এর উদ্যোগে
আলোচনা সভা চলছে।
সরাসরি যুক্ত আছি জাতীয় প্রেসক্লাব থেকে
ভিডিওচিত্র: এম এস শবনম শাহীন
#লাইভ #নিসচা #প্রেসক্লাব #লাখোকন্ঠ
“নিরাপদ সড়ক চাই” এর উদ্যোগে
আলোচনা সভা চলছে।
সরাসরি যুক্ত আছি জাতীয় প্রেসক্লাব থেকে
ভিডিওচিত্র: এম এস শবনম শাহীন
#লাইভ #নিসচা #প্রেসক্লাব #লাখোকন্ঠ
নোয়াখালীর বসুরহাট পৌরসভা ৫নং ওয়ার্ড যুব দলের আয়োজনে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত।
আবদুল্লাহ আল মামুন ঃ কোম্পানীগঞ্জ (নোয়াখালী)
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার ৫নং ওয়ার্ডে যুব দলের উদ্যোগে সম্প্রতি দেশের চলমান পরিবেশ পরিস্থিতি নিয়ে একটি সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
(৩০ নভেম্বর) অনুষ্ঠিত এই সমাবেশে হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ, সাংবাদিক এবং বসুরহাট পৌরসভা যুবদলের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক জাহেদুর রহমান রাজন।
তার বক্তব্যে তিনি বলেন, "বর্তমান সময়ে সমাজে সম্প্রীতি রক্ষা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সব ধর্ম ও সম্প্রদায়ের মানুষ মিলেমিশে একত্রে কাজ করলেই শান্তি ও উন্নয়ন নিশ্চিত করা সম্ভব।"
অনুষ্ঠানের অন্যান্য বক্তারা সম্প্রীতি বজায় রাখতে এবং সকল সম্প্রদায়ের মধ্যে পারস্পরিক সহমর্মিতা বৃদ্ধি করার আহ্বান জানান।
এই আ
ক্রেতা শূন্য মোবাইল দোকানগুলো,ষ্টারণ প্লাজার মোবাইল মার্কেট বিকেলে ৫ টায়।#reals
যে ভাবে তৈরি করা হচ্ছে পুরান ঢাকার বাখরখানী.
কোম্পানীগঞ্জে উৎসবমুখর পরিবেশে মেধা বিকাশ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
কোম্পানীগঞ্জে উৎসবমুখর পরিবেশে মেধা বিকাশ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
নোয়াখালীর কোম্পানীগঞ্জে কোম্পানীগঞ্জ কিন্ডার গার্ডেন অ্যাসোসিয়েশনের উদ্যোগে আজ সকাল ১০টায় এক উৎসবমুখর পরিবেশে মেধা বিকাশ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় প্রায় ৪ হাজার ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করে।
অভিযোগ ও সমাধান:
পরীক্ষার শুরুতে অভিভাবকদের পক্ষ থেকে কিছু অভিযোগ উত্থাপন করা হয়। সকাল সাড়ে দশটায় বৃত্তি পরিচালনা কমিটি তাৎক্ষণিকভাবে সকল সমস্যার সমাধান করে। এর পর পরীক্ষায় অংশগ্রহণকারীরা স্বতঃস্ফূর্তভাবে পরীক্ষা সম্পন্ন করে। জানা যায়, অনেক ছাত্র-ছাত্রী নির্ধারিত সময়ে এডমিশন ফি জমা না দিয়েও পরীক্ষায় অংশগ্রহণের জন্য ভিড় করে।
পরীক্ষার ব্যবস্থাপনা ও পরিচালনা:
পরীক্ষা পরিচালনা কমিটির সভাপতি আবু নাছের সাংবাদিকদের জানান, এটি কোম্পানীগঞ্জ কিন্ডার গার্ডেন অ্যাসোসিয়েশনের প
স্বস্তি নেই নিত্য পণ্যের বাজারেও...
আসুন জেনে নিন, আজকের কুষ্টিয়ায় কাঁচা বাজারের দর-দাম কেমন চলছে.....
সরাসরি যুক্ত আছেন কুষ্টিয়া জেলা প্রতিনিধি-সামরুজ্জামান (সামুন)
নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের অধীনে ১৬ পোরসভার মহাপরিকল্পনা-প্রণয়ন
রাজাপুরে বিএনপির বিশাল কর্মী সমাবেশ অনুষ্ঠিত
রাজাপুরে বিএনপির একটি বিশাল কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উক্ত সমাবেশে সভাপতিত্ব করেন সিরাজপুর ২নং ওয়ার্ডের আবু সুপিয়ান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মাঈন উদ্দিন মাসুম।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিরাজপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবদুল মালেক, উপজেলা বিএনপির সদস্য এডভোকেট মাছুম, সাবেক ছাত্রনেতা মিজানুর রহমান মিলন, এবং সাবেক ২ নং ওয়ার্ড বিএনপির সাবেক সেক্রেটারি নূর মোহাম্মদ প্রবাসী।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিরাজপুর ২নং ওয়ার্ড বিএনপির নেতা নুর আলম।
উক্ত সমাবেশে বিএনপির নেতাকর্মীদের উজ্জীবিত উপস্থিতি ছিল লক্ষ্যণীয়, যা দলীয় ঐক্য ও শক্তি প্রদর্শনের একটি গুরুত্বপূর্ণ উদাহরণ।
সমাজমঙ্গলের ভাবনা থেকেই লাখোকণ্ঠ পথচলা শুরু । তবে সমাজ কথাটাতো বেশ বড় বিষয়। তাই এই পথচলার কাজকে একটু ভেঙে ভেঙে এগুতে হচ্ছে । সমাজের ভদ্রলোকেদের কথা, শিক্ষিতসমাজের কথা, ক্ষমতাধরদের কথা, সরকারপাটি, বিরোধীপার্টির কথা, দেশবাসী অনেক শুনেছে । লাখোকণ্ঠ এবার কিছুটা অন্যদিকে চোখ রাখতে চায়, অন্যত্র কান পাততে চায়। মুক্তিযুদ্ধের চেতনাকে হৃদয়ে ধারন করে লাখোকণ্ঠের পথ চলা ।
তবে লাখোকণ্ঠ প্রকাশ করতে চায় গ্রামের মধ্যে ‘প্রান্তিক আঁধার গ্রামের খবর; শহরের মধ্যে অলিগলি-ঘুপচি-শহরতলীর খবর; শ্রমিকের মধ্যে যারা অধিকার বঞ্চিত, যারা অগণিত অথচ ‘প্রান্তিক,’অসংগঠিত’ নামে পরিচিত তাদের খবর। উপকুলিয় অঞ্চলের ভাঙ্গা-গড়ার সাথে নিত্য লড়াই করা মানুষের খবর,জেলে-প্রান্তিক চাষির কথা। পরিবারের মধ্যে মেয়েদের খবর, এমনকী বাচ্চাদের আর বয়স্ক বলে যারা বাতিল তাদের খবর। লাখোকণ্ঠ এসব খবরের দেওয়া নেওয়া করতে গিয়ে যে বিশ্ব রাজনীতি, বিশ্বপ্রকৃতি ও পরিবেশ-পরিমন্ডলের মধ্যে আমাদের ঠাঁই, অবশ্যই তার খবরও সমানতালেই রাখতে চায় । কারণ আমরা সবাইতো এই প্রকৃতিরই সন্তান। লাখোকণ্ঠ আপনাদের কেবল হাত গুটিয়ে থাকা পাঠক হিসেবেই চায় না। লাখোকণ্ঠ মনে করে, যে একজন পাঠক সে একজন লেখকও।
বিশ্বজোড়া মাটির মানুষেদের নিয়ে আমাদের এই ‘ লাখোকণ্ঠ। অনেক চড়াই উৎরাই ফেরিয়ে লাখোকণ্ঠ ৩ বছর শেষ করে ৪ বছর বয়সের পথ চলা শুরু করেছে । নিয়মিত প্রকাশিত হওয়ার পাশা- পাশি ২৪ ঘন্টার সারা দেশের সংবাদ “লাখোকণ্ঠ.কম ” প্রকাশ হচ্ছে,সাথে থাকছে “লাখোকণ্ঠ ২৪ লাইভ টিভি চ্যানেল’ । আমরা কৃতজ্ঞ চিতে স্মরণ করছি, যারা বিভিন্ন ভাবে লাখোকণ্ঠকে আকুণ্ঠ সহযোগিতা করেছে তাদের সকলকে ও সকল প্রতিষ্ঠানকে। বাকী দিন গুলোতেও লাখোকণ্ঠের পথ চলার সাথে সবাইকে পাবো এই প্রত্যাশা করছি।