Focusbd24

Focusbd24 News/Media/Publishing আমাদের চেষ্টা আপনাদের কাছে সঠিক তথ্য তুলে ধরা। অজনাকে আপনার চোখের সামনে নিয়ে আসা।

04/12/2024
12/01/2024

আসলে কে এই মেজর সিনহা???

রংপুরের বিখ্যাত হাঁড়িভাঙা আম🍋🍋যারা হাঁড়িভাঙা আম পছন্দ করেন। তারা তাড়াতাড়ি অর্ডার করুন। সাথে থাকছে আম্রপালী 🍋 (আম রুপালী)...
20/06/2021

রংপুরের বিখ্যাত হাঁড়িভাঙা আম🍋🍋
যারা হাঁড়িভাঙা আম পছন্দ করেন। তারা তাড়াতাড়ি অর্ডার করুন।
সাথে থাকছে
আম্রপালী 🍋 (আম রুপালী)
হিম সাগর🍋
ল্যাংড়া🍋
নাগ ফজলী 🍋
বারিফোর🍋
যোগাযোগঃ ০১৬১৩ ৬৬ ১৬ ৫০

মনোহরগন্জে একমাত্র আমরাই দিচ্ছি ১০০% কার্বাইড ও ফরমালিন মুক্ত আম।রাজশাহী / চাপাইনবয়াবগঞ্জ / রংপুর / নওগাঁ / খাগড়াছড়ির ...
19/06/2021

মনোহরগন্জে একমাত্র আমরাই দিচ্ছি ১০০% কার্বাইড ও ফরমালিন মুক্ত আম।
রাজশাহী / চাপাইনবয়াবগঞ্জ / রংপুর / নওগাঁ / খাগড়াছড়ির নানান জাতের আম আমরাই দিচ্ছি।
এখানে পাবেন....
#হিমসাগর
#ল্যাংড়া
#নাগফজলী
#আম্রপালী(রুপালী)
#হাড়ীভাঙা
#বারিফোর
আম পেতে এখনই অর্ডার করুন।
যোগাযোগঃ ০১৬১৩-৬৬ ১৬ ৫০

08/02/2018

★গাড়ী ভাড়া –“ALLION”New Shape

★দৈনিক ভাড়া=২৮০০ টাকা
★মাসিক ভাড়া=৫৫০০০ টাকা
★বিয়ে এবং অনুষ্ঠানের জন্য থাকছে স্পেশাল সার্ভিস।
★সাথে থাকছে আমাদের স্মার্ট ড্রাইভার।

☏+880 1705 980 005
☏+88 01670 550 495 (WhatsApp,Imo)

#দৈনিক বডি রেন্ট প্যাকেজ-
★দৈনিক ভাড়া=২৮০০ টাকা (10 Hours)
★Base Fare =১৫০০ টাকা (3 Hours)
★আমাদের দৈনিক ভাড়া ২৮০০ টাকা ঢাকা সিটির ভেতরের জন্য প্রযোজ্য। ঢাকার বাহিরের জন্য ১০০০ টাকা + হবে (আলোচনা সাপেক্ষে)
★১০ ঘণ্টা শেষ হলে তারপর থেকে অবারটাইম হিসেবে পারঘণ্টা ১০০ টাকা চার্জ ধরা হবে।

#গাড়ীতে যে সব সুবিধা থাকবে-
★আমাদের স্মার্ট ড্রাইভার।
★টিস্যু বক্স ১টি
★পেছনে সামনে টোটাল ৪টি হেড এবং বেক পিলো (বালিশ)।
★৫০০ml মাম পানি।
★অরিজিনাল হেবি সাউন্ড সিস্টেম,মোবাইল থেকে ব্লটুথ প্লে,১৬জিবি গান লোডেড,৪টি গানের সিডি,ভিডিও দেখার সুবিধা।

#পারকিং লোকেশান-
এয়ারপোর্ট,কাওলার, ঢাকা।

#বিঃদ্রঃ- আমরা ব্যাক্তিগত গাড়ী দিয়ে সার্ভিস প্রদান করে থাকি বলে গাড়ী স্বল্পতার কারনে অগ্রিম বুকিং ব্যাতিত ইনস্ট্যান্ট বুকিং সার্ভিস মাজেমাজে ব্যাহত হতে পারে।

24/10/2017

#মানুষেরঃকষ্টেঃপাশেঃদাড়াই
একদিন হযরত মুহাম্মাদ (সাঃ) বিবি
আয়েশা (রাঃ) কে ডেকে জিজ্ঞেস
করলেন, হে আয়েশা, আজকে আমি
অনেক খুশি, তুমি আমার কাছে যা
চাইবে তাই দেব, বল তুমি কি চাও?
হযরত আয়েশা (রাঃ) চিন্তায় পড়ে গেলেন, হঠাৎ
করে তিনি এমন কি চাইবেন, আর যা মন চায় তা তো
চাইতে পারেন না! যদি কোন ভুল কিছু চেয়ে
বসেন, নবীজী যদি কষ্ট পেয়ে যান? এমন
অনেক প্রশ্নই মনে জাগতে লাগলো! আয়েশা
(রাঃ) নবীজী কে বললেন, আমি কি আব্বুর কাছ
থেকে কিছু পরামর্শ নিতে পারি?
নবীজী বললেন, ঠিক আছে তুমি
পরামর্শ নিয়েই আমার কাছে চাও।
আয়েশা (রাঃ) উনির আব্বু হযরত
আবু বকর (রাঃ) এর কাছে পরামর্শ
চাইলেন।
আবু বকর (রাঃ) বললেন, যখন কিছু চাইবেই, তাহলে
তুমি মুহাম্মাদ (সাঃ) এর কাছে, মিরাজের রাতে আল্লাহ
পাক রাব্বুল আ'লামীন এর সাথে হইছে এমন কোন
গোপন কথা জানতে চাও।
আর কথা দাও নবীজী যা বলবেন তা
সর্বপ্রথম আমাকে জানাবে।
আয়েশা (রাঃ) নবীজী (সাঃ) এর কাছে
গিয়ে মিরাজের রাতের কোন এক গোপন কথা
জানতে চাইলেন, যা এখনও কাউকে বলেন নি।
মুহাম্মাদ (সাঃ) মুচকি হেসে দিলেন, বললেন বলে
দিলে আর গোপন থাকে কি করে! একমাত্র
আবুবকর ই পারেন এমন বিচক্ষণ প্রশ্ন করতে।
মুহাম্মাদ (সাঃ) বলতে লাগলেন, হে
আয়েশা আল্লাহ আমাকে মিরাজের
রাতে বলেছেন, "হে মুহাম্মাদ (সাঃ) তোমার
উম্মাতের মধ্যে যদি কেউ, কারো ভেঙ্গে
যাওয়া মন জোড়া লাগিয়ে দেয় তাহলে আমি তাহাকে
বিনা হিসাবে জান্নাতে পৌঁছে দেব।
(সুবাহানআল্লাহ)
প্রতুশ্রুতি মত, আয়েশা (রাঃ) ইনার
আব্বু হযরত আবুবকর (রাঃ) এর কাছে
এসে নবীজীর বলে দেওয়া এই কথাগুলো
বললেন।
শুনে আবুবকর (রাঃ) কাঁদতে শুরু করলেন। আয়েশা
(রাঃ) আশ্চর্য
হয়ে জিজ্ঞেস করলেন, আব্বু আপনি
তো কত ভেঙ্গে যাওয়া মন জোড়া
লাগিয়েছেন, আপনার তো সোজা
জান্নাতে যাওয়ার কথা কাঁদছেন কেন?
আবুবকর (রাঃ) বললেন, আয়েশা এই
কথাটার উল্টা চিন্তা করে দেখো, কারো
ভাঙ্গা মন জোড়া লাগালে যেমন আল্লাহ সোজা
জান্নাতে দিবেন, কারো মন ভাঙলে ও আল্লাহ যদি
সোজা
জাহান্নামে দিয়ে দেন, আমি না জানি
নিজের অজান্তে কতজনের মন ভেঙেছি।
আল্লাহ যদি আমাকে
জাহান্নামে দিয়ে দেন, সেই চিন্তায়
আমি কাদতেছি।
(সুবাহানআল্লাহ)
এই হলো আমাদের ইসলাম, দুনিয়ায় থেকে
জান্নাতের সুসংবাদ পাওয়ার পরেও এইভাবে চিন্তা
করেন। এইভাবে ইসলাম আমাদেরকে শিক্ষা দেয়,
কাউকে কষ্ট না দিতে, মানুষের কষ্টে পাশে
দাড়াতে।

Address

Dhanmondi
Dhaka
1209

Alerts

Be the first to know and let us send you an email when Focusbd24 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Focusbd24:

Videos

Share