মুহূর্ত টিভি

মুহূর্ত টিভি প্রতিটি মুহূর্ত ও প্রতিটি সময়
আপনার জন্যই আপনার পাশেই সবার আগে নিউজ পেতে আমাদের সাথেই থাকুন

১২মিনিট মাত্র 😭😭
19/12/2024

১২মিনিট মাত্র 😭😭

সরকারি প্লটের জন্য আবেদন করবেন যেভাবে: স্টেপ বাই স্টেপ গাইডসরকারি প্লটের জন্য আবেদন প্রক্রিয়াটি সাধারণত নির্দিষ্ট সংস্থ...
22/11/2024

সরকারি প্লটের জন্য আবেদন করবেন যেভাবে: স্টেপ বাই স্টেপ গাইড

সরকারি প্লটের জন্য আবেদন প্রক্রিয়াটি সাধারণত নির্দিষ্ট সংস্থার মাধ্যমে পরিচালিত হয়। নিচে সাধারণ ধাপগুলো উল্লেখ করা হলো:

১. ঘোষণা পর্যবেক্ষণ করুন

সরকারি প্লট বা আবাসন প্রকল্পের জন্য আবেদন শুরু হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ (যেমন, RAJUK, CDA, বা অন্যান্য উন্নয়ন কর্তৃপক্ষ) পত্রিকা, তাদের অফিসিয়াল ওয়েবসাইট, এবং সামাজিক যোগাযোগমাধ্যমে বিজ্ঞপ্তি প্রকাশ করে।

বিজ্ঞপ্তি থেকে আবেদন ফর্ম জমার সময়সীমা ও প্রয়োজনীয় নথিপত্রের তালিকা নোট করুন।

---

২. আবেদন ফর্ম সংগ্রহ করুন

বিজ্ঞপ্তিতে উল্লেখিত লিঙ্ক থেকে আবেদন ফর্ম ডাউনলোড করুন।

কিছুক্ষেত্রে নির্ধারিত অফিস থেকে আবেদন ফর্ম সংগ্রহ করতে হয়।

---

৩. প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত করুন

আপনার ন্যাশনাল আইডি কার্ড, ট্যাক্স আইডি (যদি প্রয়োজন হয়), ব্যাংক স্টেটমেন্ট, এবং আয়ের উৎসের প্রমাণসহ নথিপত্র প্রস্তুত করুন।

নথিপত্রের তালিকা সাধারণত আবেদন বিজ্ঞপ্তিতে দেওয়া থাকে।

---

৪. ফর্ম পূরণ করুন

ফর্মে সঠিক তথ্য প্রদান করুন।

স্থায়ী ঠিকানা, পেশা, এবং পরিবারের আয়ের বিবরণ সঠিকভাবে উল্লেখ করুন।

---

৫. আবেদন ফি জমা দিন

নির্ধারিত ব্যাংক অ্যাকাউন্টে আবেদন ফি জমা দিন।

জমা দেওয়ার রসিদ সংরক্ষণ করুন এবং আবেদন ফর্মের সঙ্গে যুক্ত করুন।

---

৬. আবেদন জমা দিন

ফর্ম এবং প্রয়োজনীয় নথিপত্র নির্ধারিত ঠিকানায় সরাসরি জমা দিন।

কিছু ক্ষেত্রে অনলাইনে আবেদন জমা দেওয়ার সুযোগও থাকে।

---

৭. ভর্তি তালিকা ও ড্র প্রক্রিয়া

আবেদন জমা দেওয়ার পরে একটি যাচাই প্রক্রিয়া পরিচালিত হয়।

পরবর্তী ধাপে ড্র (লটারির মাধ্যমে) ফলাফল ঘোষণা করা হয়।

---

৮. প্লট বরাদ্দ পেলে পরবর্তী প্রক্রিয়া

ড্র-তে আপনার নাম থাকলে বরাদ্দপত্র গ্রহণ করুন।

নির্ধারিত সময়ে প্লটের মূল্য পরিশোধ করুন এবং জমির মালিকানার কাগজপত্র সংগ্রহ করুন।

---

টিপস:

1. বিজ্ঞপ্তি অনুযায়ী সময়মতো আবেদন করুন।

2. সব নথিপত্র নির্ভুলভাবে প্রস্তুত রাখুন।

3. কোনো সন্দেহ থাকলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হেল্পলাইনে যোগাযোগ করুন।

এই প্রক্রিয়াগুলো অনুসরণ করে আপনি সহজেই সরকারি প্লটের জন্য আবেদন করতে পারবেন।

১০ লাখ লোক নিবে দক্ষিন কোরিয়া
28/09/2024

১০ লাখ লোক নিবে দক্ষিন কোরিয়া

এই ফলের নাম কি আপনাদের আঞ্চলিক ভাষায়
14/04/2024

এই ফলের নাম কি আপনাদের আঞ্চলিক ভাষায়

রাত ২.৩০ টায় রোগীটা মারা গেল। বয়স প্রায় ৭০, সাথে শুধু স্ত্রী।জিজ্ঞেস করলাম, বাড়িতে খবর দিয়েছেন? রোগী তো সন্ধ্যা থেকেই খা...
11/03/2024

রাত ২.৩০ টায় রোগীটা মারা গেল। বয়স প্রায় ৭০, সাথে শুধু স্ত্রী।
জিজ্ঞেস করলাম, বাড়িতে খবর দিয়েছেন? রোগী তো সন্ধ্যা থেকেই খারাপ ছিলো। কেউ আসেনি?

এরপর এক নিষ্ঠুর বাস্তবতার মুখোমুখি হলাম যার জন্য আমার কোন মানসিক প্রস্তুতি ছিল না--

রোগীর দুই ছেলে, বড় জন সৌদি আরব, ছোট ছেলে বাড়িতে। বড় ছেলের জোরাজুরিতেই হাসপাতালে আসা। ছোট ছেলের আপত্তি অগ্রাহ্য করে কেন হাসপাতালে আনা হলো, এই অপরাধে বৃদ্ধ বাবাকে একবারও দেখতে আসেনি সে। উল্টো তাকে বাবার খারাপ অবস্থা জানানো হলে তার ভাষ্য ছিলো-
" আমি তো হাসপাতালে নিতে বলিনাই, সৌদি থিকা আইসা বাপেরে দেইখা যাইতে কও"!

জিজ্ঞেস করলাম, আত্মীয় স্বজন?

জানালো কেউ আসবে না, যখন তাদের প্রয়োজন ছিল তখন এসেছে। এখন লাশ নিতে আসলে যদি দুই পয়সা খরচ করতে হয়!
রাত ২.৩০ টায় ষাটোর্ধ্ব নারী তার সদ্য প্রয়াত স্বামীকে নিয়ে একটি উপজেলা হাসপাতালের ওয়ার্ডে, সাথে নেই কোন চেনা মুখ! কল্পনা করতেও বোধহয় কষ্ট হয়!
আমাকে জিজ্ঞেস করলেন, কয়টা বাজে? আজান দিতে আর কতক্ষণ?
আমি বললাম বেশিক্ষণ না, দুই-আড়াই ঘণ্টা!

ভদ্রমহিলা আমার হাত ধরে ফেললেন-
"আমারে হাসপাতাল থেকে বাইর করে দিয়েন না, সকাল হইলেই ভ্যান নিয়া চইলা যামু"!

শোকার্ত নারীটি যেন ঠিকমতো শোক প্রকাশ করারও সুযোগ পাচ্ছে না। একবার লাশের কাপড় ঠিক করছে, কিছুক্ষণ দোয়া পড়ছে, কিছুক্ষণ আস্তে আস্তে কান্না করছে, আবার একা একা এই লাশ বাড়ি পর্যন্ত কিভাবে নিয়ে যাবে সেটাও বোধহয় আনমনে ভাবছে।

আমি শুধু তার মাথায় হাত রেখে আস্তে করে বলতে পারলাম, "থাকেন। কোন সমস্যা নাই"।

ওয়ার্ড থেকে বের হয়ে ৭০ বছরের বৃদ্ধের দিকে তাকিয়ে ভাবতে লাগলাম জীবন ঠিক কতটা নিষ্ঠুর হতে পারে। শেষ পরিণতি হিসেবে মৃত্যুর পর লাশটা নেওয়ার মানুষটাও নেই।
আহারে জীবন!

এই জীবন নিয়ে আবার কত বড়াই!
অথচ ঠিকমতো দাফন-কাফন পাবো কিনা তার কোন নিশ্চয়তা নেই!

-ডাঃ মোঃ সেলিম

©©©

😔 ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন আহ্ আমরা মানুষের জীবন কত ছোট, ভাবতেই শরীরটা আচমকা চমকে উঠলো, কিছুদিন আগেই দেখেছি...
27/02/2024

😔 ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন
আহ্ আমরা মানুষের জীবন কত ছোট, ভাবতেই শরীরটা আচমকা চমকে উঠলো, কিছুদিন আগেই দেখেছিলাম এই ভাইটা হাফেজ থেকে টিকটকার হয়ে দিনের লাইন থেকে সরে গেছিল, তার কিছুদিন পর নিজের ভুল বুঝতে পেরে সে আবারও দিনের পথে ফিরে আসছিল, আজ হঠাৎ শুনি সে নাকি মারা গেছে, হয়তো মহান আল্লাহ্ তাকে পছন্দ করছিল তাই পথভ্রষ্ট থেকে তাকে সরিয়ে এনে সঠিক বুঝ দিয়ে দুনিয়া থেকে নিয়ে গেছেন, আমাদের জীবন কতোই না ছোট, তবুও আমরা কত রঙ তামাশার মাঝে নিজেকে হারিয়ে ফেলছি😢আল্লাহ্ ভাইটাকে জান্নাতুল ফেরদাউস নসীব করুক আমিন..🤲🤲

টাকায় নাকি আট মণ চাল পাওয়া যেত শায়েস্তা খাঁর আমলে। তবে মাছে-ভাতে বাঙালি তখন ইলিশ মাছ কত টাকায় কিনতেন, সে হিসাব ততটা প্রচ...
03/08/2023

টাকায় নাকি আট মণ চাল পাওয়া যেত শায়েস্তা খাঁর আমলে।
তবে মাছে-ভাতে বাঙালি তখন ইলিশ মাছ কত টাকায় কিনতেন,
সে হিসাব ততটা প্রচলিত নয়।
এখন কৃষকদের এক কেজি ইলিশ মাছ কিনতে হয় দেড় মণ ধানের বিনিময়ে।

কোথায় হারিয়ে গেল আমার সোনালী অতীত আমার প্রনের সোনার বাংলা হারিয়ে ফেলেছি এই শান্তি মাখানো দিন গুলো
30/07/2023

কোথায় হারিয়ে গেল
আমার সোনালী অতীত
আমার প্রনের সোনার বাংলা
হারিয়ে ফেলেছি এই শান্তি মাখানো দিন গুলো

বিষে ভরা বিষাক্ত 😱এই পোকা থেকে সবাই সাবধান 🙏5 মিনিটে অসুস্থ হবেন😢Shear In Post 🙏
27/07/2023

বিষে ভরা বিষাক্ত 😱
এই পোকা থেকে সবাই সাবধান 🙏
5 মিনিটে অসুস্থ হবেন😢
Shear In Post 🙏

সর্বশেষ কবে মায়ের হাতের রান্না খেয়েছেন??
25/07/2023

সর্বশেষ কবে
মায়ের হাতের রান্না খেয়েছেন??

হারিয়ে যাচ্ছে সোনালী মুহুর্ত গুলো হারিয়ে যাচ্ছে মায়াএমন দৃশ্য এখন আর দেখা যায় না। কার কার দেখার সৌভাগ্য হয়েছে?
22/07/2023

হারিয়ে যাচ্ছে সোনালী মুহুর্ত গুলো হারিয়ে যাচ্ছে মায়া
এমন দৃশ্য এখন আর দেখা যায় না। কার কার দেখার সৌভাগ্য হয়েছে?

হাইরে জীবনহেরে যায় শুধুই সন্তান
22/07/2023

হাইরে জীবন
হেরে যায় শুধুই সন্তান

ছোট্ট বেলার মুহুর্ত এর কথা মনে পড়ে গেল। এই ধরনের অভিজ্ঞতা কারোর আছে #মুহূর্তটিভি  #মুহূর্ত
20/07/2023

ছোট্ট বেলার মুহুর্ত এর কথা মনে পড়ে গেল।
এই ধরনের অভিজ্ঞতা কারোর আছে
#মুহূর্তটিভি #মুহূর্ত

মা....যার জীবনে এই মুহুর্ত আসে নাই সে লাইফের কোন মজাই ভোগ করতে পারে নাই,আপনার এলাকার আঞ্চলিক ভাষায় মায়ের কথা টা কি হতে প...
20/07/2023

মা....
যার জীবনে এই মুহুর্ত আসে নাই
সে লাইফের কোন মজাই ভোগ করতে পারে নাই,
আপনার এলাকার আঞ্চলিক ভাষায়
মায়ের কথা টা কি হতে পারে বলে যান

#মুহূর্তটিভি #মুহূর্ত

বাবার হোটেল থেকে বের হলেই বুঝা যায় পৃথিবীতে এক মুঠো ভাতের মূল্য কত
20/07/2023

বাবার হোটেল থেকে বের হলেই বুঝা যায়
পৃথিবীতে এক মুঠো ভাতের মূল্য কত

আল্লাহর কুদরত যেখানে সবাই শেষ মনে করেনআসলে সেখনেই শেষ নয়....
20/07/2023

আল্লাহর কুদরত
যেখানে সবাই শেষ মনে করেন
আসলে সেখনেই শেষ নয়....

ছবিটা দেখে মনে হচ্ছে-মা যেনো তার সন্তানকে হাত ইশারায় কাছে ডাকছে..!!!😲😲😲
19/07/2023

ছবিটা দেখে মনে হচ্ছে-মা যেনো তার সন্তানকে হাত ইশারায় কাছে ডাকছে..!!!😲😲😲

ছবির মানুষটিকে আপনার চেনা চেনা লাগতেই পারে।তবে আপনি জেনে আশ্চর্য হবেন যে, এই ছেলেটি বেঁচে ছিল এখন থেকে প্রায় ৮,৩০০ বছর আ...
19/07/2023

ছবির মানুষটিকে আপনার চেনা চেনা লাগতেই পারে।

তবে আপনি জেনে আশ্চর্য হবেন যে, এই ছেলেটি বেঁচে ছিল এখন থেকে প্রায় ৮,৩০০ বছর আগে। আজকের নরওয়ের ভূমিতে।

১৯০৭ সালে তার কঙ্কাল খুঁজে পাওয়া যায়। ১৫ বছর বয়সে মৃত্যুর সময় তার উচ্চতা ছিল ৪ ফুট ১ ইঞ্চি। সেই কঙ্কাল থেকেই ফেসিয়াল রিকন্সট্রাকশনের মাধ্যমে তার চেহারা আনুমানিক এই ছবি তৈরি করা হয়েছে।

কার্টেসি: Oscar Nilsson



#মুহূর্তটিভি

Address

Dhaka
1212

Telephone

+8801789123789

Website

Alerts

Be the first to know and let us send you an email when মুহূর্ত টিভি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to মুহূর্ত টিভি:

Videos

Share