fiver digital marketing

fiver digital marketing সাপোর্ট করুন সাপোর্ট পাবেন

11/12/2024

🖤🖤

23/11/2024
💔❤️‍🩹
19/11/2024

💔❤️‍🩹

রাত গভীর। অন্ধকার ঘরের জানালা দিয়ে ম্লান চাঁদের আলো ঢুকেছে। জানালার পাশে দাঁড়িয়ে থাকা মেয়েটি হাতে একটা পুরোনো বই ধরে আছে...
18/11/2024

রাত গভীর। অন্ধকার ঘরের জানালা দিয়ে ম্লান চাঁদের আলো ঢুকেছে। জানালার পাশে দাঁড়িয়ে থাকা মেয়েটি হাতে একটা পুরোনো বই ধরে আছে। সে বইয়ের পাতায় ডুবে থাকলেও, মনটা কোথায় যেন হারিয়ে গেছে। একটা দীর্ঘশ্বাস ফেলল সে। বইয়ের মলাটে লেখা ছিল, "তুমি আমার দূরে থাকা প্রেম, কাছে থাকার ছায়া।"

মেয়েটির নাম রুহি। সে প্রতিদিনের মতো আজও তার পুরোনো অভ্যাসে ডুব দিয়েছে। কিন্তু এই বইটা আজই প্রথম হাতে নিয়েছে। বইয়ের প্রতিটি শব্দ যেন তাকে কোথাও টেনে নিয়ে যাচ্ছে, এমন একটা জায়গায় যেখানে সে কখনো যায়নি, কিন্তু খুব চেনা মনে হয়। শব্দগুলো তার মনে নানা স্মৃতি উসকে দিচ্ছে—একটা চিঠি, একটা হাসি, কিংবা হয়তো একটা ভুল বোঝাবুঝি।

জানালার বাইরে একটা ঝড় আসছে। বাতাসে জানালার পর্দা নড়ছে। রুহি হঠাৎ অনুভব করল, কেউ যেন তার দিকে তাকিয়ে আছে। সে পেছনে ফিরে তাকাল। ঘরে কেউ নেই, তবু তার মনে হলো, অদেখা কেউ তাকে ডাকছে, কিছু বলতে চাইছে।

(চলবে...)

এই গ্রামটি যেন প্রকৃতির সঙ্গে বন্ধুত্ব করে বাঁচার গল্প বলে।মাটির ঘর আর ছনের চাল আমাদের দাদু-নানুদের সময়ের স্মৃতি জাগায়। ...
18/11/2024

এই গ্রামটি যেন প্রকৃতির সঙ্গে বন্ধুত্ব করে বাঁচার গল্প বলে।মাটির ঘর আর ছনের চাল আমাদের দাদু-নানুদের সময়ের স্মৃতি জাগায়। গ্রামের নারীরা একসঙ্গে চলা যেন একতা আর সহযোগিতার সুন্দর উদাহরণ।

এখানকার পরিবেশ মনে করিয়ে দেয়, শান্তি আসলে সরলতায় লুকিয়ে আছে।এই দৃশ্য দেখলে মনে হয়, প্রকৃতি আর মানুষের জীবনের মিল কত গভীর।

বৃষ্টির অপেক্ষামিনারুল প্রতিদিন সন্ধ্যার সময় বারান্দায় এসে দাঁড়ায়। তার চোখ সবসময় উপরের দিকে, সুরাইয়ার জানালার দিকে।...
17/11/2024

বৃষ্টির অপেক্ষা

মিনারুল প্রতিদিন সন্ধ্যার সময় বারান্দায় এসে দাঁড়ায়। তার চোখ সবসময় উপরের দিকে, সুরাইয়ার জানালার দিকে। সে জানে, সুরাইয়া প্রতিদিন এই সময়ে বারান্দায় আসে, বৃষ্টি হলে তো কথাই নেই। সুরাইয়ার বৃষ্টি ভালোবাসার গল্পটা যেন প্রতিদিন নতুন করে তাকে আকর্ষণ করে।

সুরাইয়া ছোট থেকেই বৃষ্টি ভালোবাসে। বৃষ্টি মানেই তার কাছে মুক্তি, আনন্দ, এবং এক অদ্ভুত শান্তি। আজও সে বারান্দায় দাঁড়িয়ে বৃষ্টিতে হাত বাড়িয়ে আছে। তার চুল ভিজে এক অদ্ভুত সুন্দর আভা তৈরি করেছে। তার মুখে একটা মিষ্টি হাসি—যেন বৃষ্টি তার কোনো পুরনো বন্ধু।

মিনারুল নিচে দাঁড়িয়ে তাকে দেখছে। তার চোখে একটা অদ্ভুত মুগ্ধতা। সে মনে মনে বলল, "তুমি আমার, আমি তোমার বৃষ্টির প্রিয়।" এই কথাগুলো সে বহুবার বলেছে নিজের মনে, কিন্তু কখনো সুরাইয়ার সামনে বলতে পারেনি।

আজ সুরাইয়া হঠাৎ নিচের দিকে তাকাল। তাদের চোখাচোখি হলো। এক মুহূর্তের জন্য দুজনেই স্থির হয়ে গেল। বৃষ্টির ফোঁটা যেন থেমে গিয়েছে তাদের জন্য। সুরাইয়ার ঠোঁটে লাজুক হাসি ফুটল, আর মিনারুল যেন সাহস খুঁজে পেল।

সে মৃদু গলায় বলল, "সুরাইয়া, বৃষ্টি যেমন তোমার প্রিয়, তেমনই তুমি আমার।"

সুরাইয়া কিছু না বলে হাসল। হয়তো সেই হাসিতেই ছিল তাদের গল্পের নতুন শুরুর ইঙ্গিত। বৃষ্টি তখনও পড়ছিল, কিন্তু এবার সেটা তাদের ভালোবাসার সাক্ষী হয়ে।

শেষ।

17/11/2024

ফলো করো

17/11/2024

, 🤣🤣🤣🤮

শুভ সকাল,, 🥰
17/11/2024

শুভ সকাল,, 🥰

শুভ সকাল,,, 🥰🫶
16/11/2024

শুভ সকাল,,, 🥰🫶

শুভ সকাল
15/11/2024

শুভ সকাল

good night... Everyone
14/11/2024

good night... Everyone

"শুভ সকাল! নতুন সূর্যের আলোয় শুরু হোক আপনার দিন।"
14/11/2024

"শুভ সকাল! নতুন সূর্যের আলোয় শুরু হোক আপনার দিন।"

"শুভ সকাল! নতুন সূর্যের আলোয় শুরু হোক আপনার দিন।"
12/11/2024

"শুভ সকাল! নতুন সূর্যের আলোয় শুরু হোক আপনার দিন।"

যারা এখনো লাইনে আছেন ফলো করেন ব্যাক দিবো
12/11/2024

যারা এখনো লাইনে আছেন ফলো করেন ব্যাক দিবো

“খারাপ হওয়ার জন্য ভালো কাজ না করে হাত গুটিয়ে বসে থাকাই যথেষ্ঠ”
12/11/2024

“খারাপ হওয়ার জন্য ভালো কাজ না করে হাত গুটিয়ে বসে থাকাই যথেষ্ঠ”

শুভ দুপুর,,, 🥰
12/11/2024

শুভ দুপুর,,, 🥰

সুপ্রভাত,, 🌄
11/11/2024

সুপ্রভাত,, 🌄

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when fiver digital marketing posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share