Shapla Tv শাপলা টিভি

Shapla Tv শাপলা টিভি Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Shapla Tv শাপলা টিভি, News & Media Website, House No-22, Block-D, Road No-3, Aftab Nagar, Dhaka.
(1)

শাপলা টিভি বাংলা জনপ্রিয় আইপি টিভি, অক্সফোর্ড সোলার টেকনোলজি কোম্পানি লিমিটেড এর একটি মিডিয়া প্রতিষ্ঠান, ২০১৭ সাল থেকে শাপলা টিভি যাত্রা শুরু করে , শাপলা টিভি বাংলা বষ্টুনিষ্ঠ সংবাদ প্রকাশে বদ্ধ পরিকর

16/01/2025

> "আল্লাহ্‌ প্রতিটি জিনিসের জন্য একটি নির্ধারিত সময় স্থির করেছেন।"
— (সুরা আত-তালাক, 65:3)

দর্শনা থানা পুলিশের মাদকবিরোধী অভিযান: দুই কেজি গাঁজা ও পাখি ভ্যান জব্দ, গ্রেফতার ১
16/01/2025

দর্শনা থানা পুলিশের মাদকবিরোধী অভিযান: দুই কেজি গাঁজা ও পাখি ভ্যান জব্দ, গ্রেফতার ১

15/01/2025
15/01/2025

একুশে পদক প্রাপ্ত খোদাবক্স শাহ এর তিরোধান অনুষ্ঠান - আলমডাঙ্গার জাহাপুর থেকে সরাসরি.......

নারী উদ্যোক্তা সোশ্যাল ইনফ্লুয়েন্সার রোবাইয়াত ফাতিমা তনির স্বামী শাহাদাৎ হোসাইন আর নেই। তিনি ব্যংককে চিকিৎসাধীন ছিলেন। ...
15/01/2025

নারী উদ্যোক্তা সোশ্যাল ইনফ্লুয়েন্সার রোবাইয়াত ফাতিমা তনির স্বামী শাহাদাৎ হোসাইন আর নেই। তিনি ব্যংককে চিকিৎসাধীন ছিলেন। সামাজিক মাধ্যমে খবরটি নিশ্চিত করেছেন তনি নিজেই।

আজ বুধবার নিজের ফেসবুকে তনি লিখেছেন, সে আর নাই। ব্যাংকক সময় রাত ৩.০৩ মিনিটে আমাকে সারাজীবনের মতো একা করে চলে গেছে।

শুভ সকাল
14/01/2025

শুভ সকাল

(একটি হারানো বিজ্ঞপ্তি.)_কোন সহৃদয়বান ব্যক্তির যদি এই মহিলাটির খোঁজ পেয়ে থাকেন দয়া করে এই নাম্বারে যোগাযোগ. করবেন..(01...
13/01/2025

(একটি হারানো বিজ্ঞপ্তি.)_
কোন সহৃদয়বান ব্যক্তির যদি এই মহিলাটির খোঁজ পেয়ে থাকেন

দয়া করে এই নাম্বারে যোগাযোগ. করবেন..(01998377285)🙏🙏/গ্রাম নতিডাঙ্গা ইউনিয়ন বাড়াদী
থানা আলমডাঙ্গা
জেলা চুয়াডাঙ্গা

জুলাই আন্দোলন শুধু একটি সরকারকে উৎখাত করার উদ্দেশ্যে হয়নি। আন্দোলনের উদ্দেশ্যেই ছিল বৈষম্যহীন সাম্যের নতুন বাংলাদেশ গড়ার...
11/01/2025

জুলাই আন্দোলন শুধু একটি সরকারকে উৎখাত করার উদ্দেশ্যে হয়নি। আন্দোলনের উদ্দেশ্যেই ছিল বৈষম্যহীন সাম্যের নতুন বাংলাদেশ গড়ার। পরবর্তীতে যে সরকার ক্ষমতা আসবে তারা যেন এই আন্দোলনকে নেতিবাচক অর্থে ব্যবহার করতে না পারে সেজন্যও জুলাই ঘোষনাপত্র অত্যন্ত প্রয়োজনীয়।

আসলাম হোসেন
আহ্বায়ক
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন,
চুয়াডাঙ্গা জেলা।

10/01/2025

জমে উঠেছে আলমডাঙ্গার পুরাতন মোটরসাইকেল হাট

চুয়াডাঙ্গা নেহালপুরে অবৈধভাবে বালি উত্তোলন। চুয়াডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসারের অভিযান। ভ্রাম্যমান আদালতের মাধ্যমে দুই...
09/01/2025

চুয়াডাঙ্গা নেহালপুরে অবৈধভাবে বালি উত্তোলন।
চুয়াডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসারের অভিযান।
ভ্রাম্যমান আদালতের মাধ্যমে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা জরিমানা আদায়।

স্টাফ রিপোর্টার:চুয়াডাঙ্গা সদর উপজেলার নেহালপুরে অবৈধভাবে মাটি ও বালি উত্তোলনের দায়ে নুর গনি (৫৫) নামের এক ব্যক্তিকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ২লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। ভ্রাম্যমান আদালতের বিচারক চুয়াডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এম সাইফুল্লাহ এ আদালত পরিচালনা করেন।
আদালতের বিচারক সাংবাদিকদের জানান, বেশ কিছুদিন থেকে ঐ এলাকাবাসীর পক্ষ থেকে অবৈধভাবে বালু উত্তোলনের খবর আসে আমার কাছে। বিভিন্ন তথ্য উপাত্ত ও বিশ্বস্ত লোকের মারফত বিষয়টি নিশ্চিত হওয়ার পর গতকাল এই অভিযান পরিচালনা করা হয় । অভিযান কালে প্রায় ২ কিলোমিটার পথ পাড়ি দিয়ে পায়ে হেঁটে ঘটনাস্থল নেহালপুর ইউনিয়নের নেহালপুর গ্রামের পশ্চিম পাড়া বেলের মাঠ পৌঁছায়। সেখানে পৌঁছানোর আগে এলাকার একাধিক মানুষের কাছে ঘটনাস্থল কোথায় জানতে চাইলে তাদের অনেককেই বলতে শোনা গেছে, চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসারের সাথে আলাপ করেই নাকি বালু উত্তোলন করা হচ্ছে । অথচ আমার কাছে বালু উত্তোলন বিষয়ে কেউ কোন আবেদন-ই জমা দেননি। আমার যতটুকু মনে পড়ে আমি চুয়াডাঙ্গায় যোগদানের কয়েকদিন পরে এক ভদ্রলোক আমাকে ফুলেল শুভেচ্ছা দিতে এসেছিলেন। তিনি তাৎক্ষণিকভাবে আমাকে বলেছিলেন কোন একটি জায়গায় কিছু বালু লাগবে। সে সময় ভিড়ের মধ্যে তাকে আমি অনুমোদন তো দূরের কথা এ বিষয়ে কোন কথাই তাদের সাথে বলেনি। অথচ ঘটনাস্থলে পৌঁছে দেখি ১টি ড্রেজার, এসকেভেটর ও দশটি ট্রাক্টর দিয়ে ব্যবসায়িক উদ্দেশ্যে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছিল। স্থানীয় লোকজনের মাধ্যমে জানতে পারি নুর গনি ও খাইরুল আলম যুদ্ধ নামে দুই ব্যক্তি পার্টনারে এ বালু উত্তোলন করে থাকে। পরে নুরগনিকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে বালু মহল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০'র ১৫ ধারা মোতাবেক ২লক্ষ ৫০ হাজার টাকা অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়। আদালত চলাকালীন সময়ে দোষী ব্যক্তির নিকট জনেরা জরিমানা টাকা পরিশোধ করলে কারাদণ্ড থেকে অব্যাহতি দেওয়া হয়।
আদালতের বিচারক চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার এম সাইফুল্লাহ আরো বলেন, বালুমহল ও মাটি ব্যবস্থাপনা আইনে ভ্রাম্যমান আদালত পরিচালনা অব্যাহত থাকবে। অবৈধভাবে মাটি ও বালি উত্তোলন বিষয়ে যেকোনো তথ্য থাকলে সরাসরি উপজেলা নির্বাহী অফিসারের দপ্তরে জানানোর জন্য সর্বসাধারণের প্রতি আহ্বান জানানোর অনুরোধ রইল ।
এলাকাবাসী সূত্রে জানাগেছে,অবৈধভাবে বালু উত্তোলনকারী মাখালডাঙ্গা গ্রামের নুরগনি মাখালড্ঙ্গা ইউনিয়ন বিএনপি'র সভাপতি ও তার পার্টনার খাইরুল আলম যুদ্ধ দর্শনা থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক।
ভ্রাম্যমান আদালত পরিচালনায় সহযোগিতা করেন হিজলগাড়ী ক্যাম্প পুলিশের একটি চৌকশ টিম ও আদালত সহকারি চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসারের নাজির এস এম রাসেল।

বিয়ে করার ভালো একটা সুযোগ।  কাজে লাগাইতে পারেন।------এটি আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশনের এমন একটি উদ্যোগ যেখানে বিয়ের সম্প...
08/01/2025

বিয়ে করার ভালো একটা সুযোগ। কাজে লাগাইতে পারেন।
------
এটি আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশনের এমন একটি উদ্যোগ যেখানে বিয়ের সম্পূর্ণ খরচ বহন করবে ফাউন্ডেশন।
ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় থাকছে:
১. বর-কনের জন্য বিয়ের পোশাক।
২. কনের সাজসজ্জার সকল সামগ্রী।
৩. বিবাহ রেজিস্ট্রির খরচ।
৪. প্রতিটা বর-কনের ১০০ জন অতিথির জন্য বিশেষ খাবারের আয়োজন।
৫. কমিউনিটি সেন্টার ভাড়া।
৬. প্রয়োজনে পরবর্তী কাউন্সিলিং সেবা।
৭.কক্সবাজার ফ্রি হানিমুন প্যাকেজ!!

শুভ বিয়ের 📅 তারিখ: ১৮ জানুয়ারি ২০২৫
রেজিষ্ট্রেশনের শেষ তারিখ: ১০ই জানুয়ারী ২০২৫

যে শর্তগুলো মানতে হবে:
১. যৌতুক নেওয়া যাবে না।
২. ধার্য্য দেনমোহর সম্পূর্ণ আদায় করে দিতে হবে।

আপনার পরিচিত স্বল্প সামর্থ্যের বর-কনেকে এই সুযোগ নিতে উৎসাহিত করুন।

বর-কনে রাজী থাকলে বিনামূল্যের বিয়েতে আগ্রহীদের রেজিস্ট্রেশন লিংক:
https://ashfoundation.ngo/events/register/27/?country=Bangladesh

সাড়ে ৭ বছর পর মায়ের সাথে দেখা তারেক রহমানের
08/01/2025

সাড়ে ৭ বছর পর মায়ের সাথে দেখা তারেক রহমানের

07/01/2025

???
গণভবন দখলের ঘোষণা সর্বপ্রথম কে দেন?

চিকিৎসার উদ্দেশ্যে‌ বিদেশে যাচ্ছেন বেগম খালেদা জিয়া
07/01/2025

চিকিৎসার উদ্দেশ্যে‌ বিদেশে যাচ্ছেন বেগম খালেদা জিয়া

Address

House No-22, Block-D, Road No-3, Aftab Nagar
Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Shapla Tv শাপলা টিভি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share