Sultana Kakon

Sultana Kakon "এমনি করে যায় যদি দিন যাক না
মন উড়েছে উড়ুক নারে,মেলে দিয়ে রঙিন পাখনা"
(6)

I've just reached 13K followers! Thank you for continuing support. I could never have made it without each one of you. 🙏...
14/01/2025

I've just reached 13K followers! Thank you for continuing support. I could never have made it without each one of you. 🙏🤗🎉

ভাষারা উঁকি দেয় কচিত,যখন ছাই রঙা চাদর মেলেকুয়াশারা সাজায় শিশিরের মেলা।ঘাসের উপর জল বিন্দু হারালেশব্দরা পাড়ি জমায় নি:শব্দ...
14/01/2025

ভাষারা উঁকি দেয় কচিত,
যখন ছাই রঙা চাদর মেলে
কুয়াশারা সাজায় শিশিরের মেলা।
ঘাসের উপর জল বিন্দু হারালে
শব্দরা পাড়ি জমায় নি:শব্দের দেশে।
আর আমার এই নির্বোধ অভিমান
জমা হয় ধুসর প্রভাত শেষে। 🫥

-২০২৫

ᩣシ

নাও বড়ইয়ের ভর্তা খাওমুখের জল সামলাও🤗😍 ᩣシ
13/01/2025

নাও বড়ইয়ের ভর্তা খাও
মুখের জল সামলাও🤗😍

ᩣシ

মানুষের জীবনের কত অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে।দুর্ঘটনা যখন ঘটে যায়, আমরা ভাবি কেন আগে সতর্কহলাম না। আশেপাশের কাছের মানুষেরাও ব...
13/01/2025

মানুষের জীবনের কত অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে।
দুর্ঘটনা যখন ঘটে যায়, আমরা ভাবি কেন আগে সতর্ক
হলাম না। আশেপাশের কাছের মানুষেরাও বলে আগেই বোঝা উচিৎ ছিল। নিজের সাথে নিজের বোঝাপড়া চলে
অবিরত। কিন্তু আসলেই কি মানুষ পারে আসন্ন সকল যা
কিছু ঘটে সব অনুমান করে তা প্রতিহত করতে?
হা ভুল হয়তো শুধরে নিয়ে পরবর্তীতে সাবধান থেকে কিছুটা প্রীতিহীন ঘটনা এড়ানো যেতে পারে।
কিন্তু সৌভাগ্যের আবডালে দুর্ভাগ্য ও যে বিরাজিত
একথাও মানতে হবে।
ᩣシ

চট্রগ্রাম  টি- গার্ডেনে গিয়ে সব চেয়ে বড় প্রাপ্তি এই" ঠান্ডা খেজুরের রস" সংগ্রহ করে যিনি খাইয়েছেন,তিনি একজন অমায়িক ভদ্রলো...
12/01/2025

চট্রগ্রাম টি- গার্ডেনে গিয়ে সব চেয়ে বড় প্রাপ্তি এই" ঠান্ডা খেজুরের রস" সংগ্রহ করে যিনি খাইয়েছেন,
তিনি একজন অমায়িক ভদ্রলোক। যাঁকে দোয়া এবং শ্রদ্ধায় মনে রাখলাম।

ᩣシ

বটবৃক্ষ তলে মৌন সুধা লয়েকত যে কবি কাব্যিক বেঁঁধেছিল গানতাঁদের সকল ছন্দ কবিতা উজ্জীব আজোশুধু প্রান হয়ে গেছে ম্লান।🫥 ᩣシ   ...
12/01/2025

বটবৃক্ষ তলে মৌন সুধা লয়ে
কত যে কবি কাব্যিক বেঁঁধেছিল গান
তাঁদের সকল ছন্দ কবিতা উজ্জীব আজো
শুধু প্রান হয়ে গেছে ম্লান।🫥

ᩣシ

ভাবনার যে কত রঙ,মর্ত্যের কুয়াশারা কিপলক ঘুরিয়ে দেখবেএকদিন কেউ হেথাদাঁড়িয়ে আছে কি নেই!খুঁজবে কি তার ঘনীভূত রুপ-বৈচিত্র‍্য...
11/01/2025

ভাবনার যে কত রঙ,
মর্ত্যের কুয়াশারা কি
পলক ঘুরিয়ে দেখবে
একদিন কেউ হেথা
দাঁড়িয়ে আছে কি নেই!
খুঁজবে কি তার ঘনীভূত
রুপ-বৈচিত্র‍্যে ডুবে থাকা
মুগ্ধ কাতর চোখ জোড়া!

ᩣシ

**তরল দুধ নষ্ট হলে দই হয়ে যায়। সেই দইয়ের মুল্য কিন্তু দুধের চেয়ে বেড়ে যায়। যদি এটা আরো প্রকটভাবে হয়,সেটা পনির হয়ে য...
11/01/2025

**তরল দুধ নষ্ট হলে দই হয়ে যায়।
সেই দইয়ের মুল্য কিন্তু দুধের চেয়ে বেড়ে যায়। যদি এটা আরো প্রকটভাবে হয়,সেটা পনির হয়ে যায়।
দই এবং দুধের চেয়ে পনিরের মূল্য অনেক বেশি।
**আঙুরের রস টক হলে তা ওয়াইনে রূপান্তরিত হয়,এবং সেই পানীয় আঙ্গুর রসের চেয়েও দামী।
সুতরাং ভুল হল সেই অভিজ্ঞতা যা আপনাকে একজন ব্যক্তি হিসেবে আরো সজ্ঞান করে তোলে।🙂
**ভুল হলো একমাত্র সুযোগ যার মাধ্যমে
নতুন করে শুরু করার প্রয়াস মেলে।
*আমরা ভুল থেকে শিখি যা আমাদের ধীরে ধীরে
নিখুঁত মানুষ হিসেবে গড়ে উঠতে সাহায্য করে।


ᩣシ

নিরবতার অনেক ভাষা,শুনতে চাইলে কান পাতো❤️😊 ᩣシ
10/01/2025

নিরবতার অনেক ভাষা,
শুনতে চাইলে কান পাতো❤️😊

ᩣシ

মানো আর না মানোমানুষের চেয়ে প্রকৃতি আপন❤️   ᩣシ
10/01/2025

মানো আর না মানো
মানুষের চেয়ে প্রকৃতি আপন❤️

ᩣシ

10/01/2025

টি- গার্ডেন ট্যুরটা বি-স্মৃতিময় হয়ে থাকবে আজীবন।🫥

ᩣシ

😶 নিস্তব্ধতা 😶 অ্যানেকোইক চেম্বার' নামে আমেরিকায় একটা নীরব রুম আছে। যা পৃথিবীর সবচেয়ে নিস্তব্ধ রুম। সেই রুমটা এতোটাই নী...
10/01/2025

😶 নিস্তব্ধতা 😶

অ্যানেকোইক চেম্বার' নামে আমেরিকায়
একটা নীরব রুম আছে। যা পৃথিবীর সবচেয়ে নিস্তব্ধ রুম।

সেই রুমটা এতোটাই নীরব যে ওখানে একজন মানুষ কিছুক্ষন থাকার পর তার নিজের হার্টবীটের শব্দ শুনতে পায়। এর কিছুক্ষন পর শিরার ভেতর দিয়ে যে রক্তপ্রবাহিত হয় সেটার শব্দও শুনতে পায়।

অদ্যাবধি রুমটিতে মানুষ সর্বোচ্চ ৪৫ মিনিট পর্যন্ত থাকতে পেরেছে। বেশিরভাগ মানুষই ১৫-২০ মিনিটের মধ‍্যে বেরিয়ে আসতে বাধ‍্য হয়।

নিরবতার চিৎকার অনেক ভয়ংকর। নিস্তব্ধতা মানুষকে শেষ করে দেয়। তেমনি নিরব মানুষও অনেক ভয়ংকর। কোন চঞ্চল মানুষ যদি হঠাৎ নিম্তব্ধ হয়ে যায় তাকে ভয় পাওয়া উচিত। ওই মানুষ হয় নিজেকে শেষ করে দেবে নয়তো অন‍্যকে।
চারদিকে এতো শব্দ দূষণ,এতো হৈ চৈ তারপরও আমরা ঠিকই টিকে আছি। কিন্তু শব্দহীন রুমে মানুষ ৪৫ মিনিটের বেশি টিকতে পারে না। এর বেশি ট্রাই করতে গেলে পাগল হয়ে ফিরতে হবে।

এই অ্যানেকোইক চেম্বার রুমের শব্দ স্তর হলো -20.35 ডেসিবেল (dB)।

আর মাটির সাড়ে ৩ হাত নিচে এই শব্দের মাত্রা আরো কম, আরো অন্ধকার, আরো ভয়ংকর। অ্যানেকোইক চেম্বার থেকে চাইলেই দৌড়ে বেরিয়ে আসা যায়। কিন্তু সাড়ে ৩ হাতের ওই চেম্বার থেকে বের হওয়ার কোন সুযোগ নেই। যুগের পর যুগ অনন্ত কাল ওই চেম্বারে থাকতে হবে। এই লিখাটি যারা পড়ছেন, এই শতাব্দির কোন এক সময় সবাই যার যার চেম্বারে চলে যাবেন। কোন উপায় নেই, কোন মেডিসিন নেই।
আমাদের কিছুক্ষনের জন‍্য এই খেলাঘরে সাময়িক উম্মাদনা আর এর মধ‍্যেই কত হানাহানি মারামারি।

কত কত জনের কাছে কত দেনা পাওনা বাকী। কত জনের কাছে ক্ষমা চাওয়া বাকী। অনেকের সাথে হয়তো জীবনের শেষ দেখাটি হয়ে গেছে।
তাই এই চেম্বারে ঢুকে যাওয়ার আগেই মন থেকে সকল ঘৃণা অভিমান দূর করে প্রিয় মানুষগুলোকে আরেকবার জড়িয়ে ধরতে হবে। আরেকবার কাছাকাছি আসতে হবে। পৃথিবীতে থাকতেই আমাদের পরবর্তী চেম্বারকে আলোকিত করার জন‍্য যা যা করার দরকার করতে হবে।

লিখা: নেট।

ᩣシ

I got 30 reactions and 34 replies on my recent top post! Thank you all for your continued support. I could not have done...
10/01/2025

I got 30 reactions and 34 replies on my recent top post! Thank you all for your continued support. I could not have done it without you. 🙏🤗🎉

মাটির মানুষ মাটির ঘরেটিকে থাকার লড়াই করেজীবন যেখানে যেমনসুখ শান্তি আনন্দ ধারন ঠিক সেখানে তেমন।🙂 ᩣシ               #গ্রামী...
10/01/2025

মাটির মানুষ মাটির ঘরে
টিকে থাকার লড়াই করে
জীবন যেখানে যেমন
সুখ শান্তি আনন্দ ধারন
ঠিক সেখানে তেমন।🙂

ᩣシ

#গ্রামীণজীবন

এইগুলি কার কার অপছন্দের খাবার?🤗 ᩣシ
08/01/2025

এইগুলি কার কার অপছন্দের খাবার?🤗

ᩣシ

মানসিক ভাবে ভীষন বিধস্ত একজন মানুষ কিন্তু পোস্ট দেয়াতো বন্ধ করা যাবে না! ᩣシ
08/01/2025

মানসিক ভাবে ভীষন বিধস্ত একজন মানুষ
কিন্তু পোস্ট দেয়াতো বন্ধ করা যাবে না!

ᩣシ

08/01/2025

আজকে টি- গার্ডেন ছেড়ে যাচ্ছি, শহর অভিমুখে।

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sultana Kakon posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sultana Kakon:

Videos

Share

Category