18/08/2021
মায়াবী লেক | শেরপুর
পাখির চোখে শেরপুরের পর্যটনের নতুন সম্ভাবনা “মায়াবী লেক”
রোড প্ল্যান :
ঢাকা থেকে শেরপুর হয়ে ঝিনাইগাতী। এরপর বর্ডার রোড ধরে বালিজুরি
বালিজুরি ব্রীজের ঠিক ৫০ মিটার আগেই ডান পাশে কাঁচা রাস্তা দিয়ে একেবারে লেকে পৌঁছাবেন। কাঁচা রাস্তাটুকু খারাপ, তবে বাইকে যাওয়া যাবে।
যারা শ্রীবরদী দিয়ে আসবেন -
ঢাকা থেকে শেরপুর হয়ে শ্রীবরদী। এরপর ভায়াডাংগা হয়ে বালিজুরী।
এরপর ব্রীজ পার হয়েই হাতের বামে কাঁচা রাস্তা।
অসম্ভব সুন্দর একটা জায়গা, সবুজের সমারোহ দেখবেন, লালমাটি দেখবেন, লেক দেখবেন, অবশ্যই পাহাড়ের টিলায় উঠবেন।কারণ টিলার উপরে অফুরান শীতল বাতাস, মনে হবে টং পেতে এখানেই থেকে যাই।
লেকের ২-৩ কি.মি এর মধ্যে এখন পর্যন্ত কোন দোকানপাট নেই। প্রয়োজনে বালিজুরী বাজার থেকে কিছু শুকনা খাবার এবং পানীয় জল নিয়ে যাবেন। কারণ পাহাড়ের টিলায় উঠলে ক্ষুধা লাগবে।
এখানে ছিনতাই /ডাকাতির কোন ভয় নেই। এখন পর্যন্ত কোন দুর্ঘটনা ঘটেনি।অনুরোধ জায়গাটা নোংরা করবেন না। চিপসের প্যাকেট/ পলিথিন/ বোতল এগুলা ফেলবেন না, স্থানীয়দের সাথে খারাপ আচরণ থেকে বিরত থাকুন।
আশা করি খুব ভালো একটা ট্যুর হবে।
আর হ্যাঁ, শেরপুরের পর্যটন বিকাশে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন।
ধন্যবাদ।