21/10/2024
হিন্দুত্ব, হিন্দু ধর্মের ও ভারতীয়ত্বের সমার্থকতা দাবি করলেও সেই দাবি ইতিহাসসিদ্ধ নয়। বরং হিন্দুত্ব হিন্দু ধর্মের বহিরঙ্গের কয়েকটি বৈশিষ্ট্য নিয়ে সাজিয়ে গুজিয়ে প্রস্তুত করা এক রাজনৈতিক বিশ্বাস যা বিশেষ প্রকার রাজনৈতিক পরিচিতিকে প্রতিষ্ঠা করতে উদ্যত। হিন্দুত্ববাদীরা আশা করেন যে, তাঁদের এই বিশ্বাস আগামী দিনে ভারতের রাজনৈতিক ও সামাজিক জীবনকে এক সুর ও এক লয়ে বেঁধে ফেলতে সমর্থ হবে। তাঁদের এই প্রত্যাশা সাম্প্রতিক সময়ে জনমানসের একটি বড় অংশের মধ্যে বিপুল উৎসাহের সঞ্চারও করেছে। কিন্তু শেষ পর্যন্ত হিন্দুত্বের অভীষ্ট কি সিদ্ধ হবে? ভারতের বহুত্ববাদের মধ্যে একতার যে মহান ঐতিহ্য রয়েছে, যা দেশের মানুষের জাতিগত, ভাষাগত এবং সম্প্রদায়গত ভিন্নতাকে ঐকতানে বেঁধে রেখেছে, তা কি ক্রমশ এক কেন্দ্রীভূত জাতিবাদী রাষ্ট্রের ভাবনায় রূপান্তরিত হবে? ভারতীয় সমাজ, ধর্ম, রাজনীতি কি তার ‘ডিফল্ট সেটিং’ থেকে বেরিয়ে আসতে পারবে? উত্তরের জন্য আমাদের অপেক্ষা করতে হবে।
আরো পড়ুন লিল্কে
হিন্দুত্ববাদ কি হিন্দু, হিন্দুত্ব হিন্দুস্তান