惠理基金.v5

惠理基金.v5 A place where greatness is made.

 #পূর্ণাঙ্গ বাণিজ্যিক এবং বিশ্বমানের চলচ্চিত্র দিয়ে নতুন আরেকটি অধ্যায়।🎬🎬🎬🎬🎬🙏🙏🙏🙏♥️♥️♥️💯💯💯💯নতুনরূপে ফিরছে     এই প্রথম ...
09/11/2024

#পূর্ণাঙ্গ বাণিজ্যিক এবং বিশ্বমানের চলচ্চিত্র দিয়ে নতুন আরেকটি অধ্যায়।
🎬🎬🎬🎬🎬🙏🙏🙏🙏♥️♥️♥️💯💯💯💯

নতুনরূপে ফিরছে এই প্রথম যৌথ প্রযোজনার চলচ্চিত্র দিয়ে শুরু করতে যাচ্ছে প্রতিষ্ঠানটি।।

প্রাথমিকভাবে চূড়ান্ত হয়েছে ছয়টি দেশের স্বনামধন্য বড় প্রযোজনা প্রতিষ্ঠান এক হয়ে প্রজেক্টে টি তৈরি করবে ।।

এবং এর সংখ্যা আরো বাড়তে পারে ইনশাল্লাহ।
প্রতিষ্ঠানের পক্ষ থেকে সবকিছু বড় আয়োজনের মাধ্যমে অফিশিয়াল অ্যানাউন্সমেন্ট আসবে খুব শীঘ্রই।

প্রতিষ্ঠানটি সিদ্ধান্ত নিয়েছে এই প্রজেক্টে প্রতিষ্ঠিত শিল্পীদের পাশাপাশি একেবারেই নতুন অথবা পরীক্ষিত অভিনয় শিল্পীদের গুরুত্বপূর্ণ চরিত্রে কাজ করার সুযোগ করে দেয়ার।
প্রাথমিক কিছু ধারনা এই চলচ্চিত্র সম্পর্কে।

#শতভাগ প্রফেশনাল মানসিকতার হতে হবে প্রতিটি টিম মেম্বারকে।

#অবশ্যই বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় এবং সফল একজন চলচ্চিত্র পরিচালক এবং অ্যাসোসিয়েট ডিরেক্টর হিসেবে আরো বড় চমক আসছে বেশ কয়েকটি বড় দেশে পরিচালকদের সমন্বয়ে এই চলচ্চিত্রটি নির্মাণের প্রাথমিকভাবে সিদ্ধান্ত বা পরিকল্পনা করা হয়েছে।

#একদম নতুন এক জোড়া নায়ক নায়িকা অথবা মুখ্য চরিত্রে অবশ্যই থাকছে এই চলচ্চিত্রে।

#নারী এবং পুরুষ চরিত্র সহ বিভিন্ন বয়সের অভিনেতা ও অভিনেত্রীদের কাজ করার সুযোগ থাকবে।

#এই প্রজেক্ট এর সাথে দেশের এবং দেশের বাইরের নতুন ইনভেস্টার প্রজেক্ট পার্টনার হিসেবে কাজ করার সুযোগ থাকবে।

#দেশের বাইরের একেবারেই নতুন ভালো এবং বিশুদ্ধ ইংরেজি জানা একজন বাংলাদেশী নাগরিক অথবা বাংলাদেশের নায়িকা নেয়া হবে ইংরেজিতে কথা বলা দুঃখ হওয়া জরুরী আগ্রহী যারা রয়েছেন যোগাযোগ করতে পারেন আমার সাথে ইনবক্সে।

#পুরো টিম শুটিংয়ে যাবার আগে চার মাসের একটা ওয়ার্কশপ সেশন করানো হবে বেশ কয়েকটি দেশে চলচ্চিত্রটি শুটিংয়ের পরিকল্পনা করা হয়েছে।

#টেকনিশিয়ান থেকে শুরু করে পুরো টিম সাজানোর পরিকল্পনা হয়েছে দেশ এবং দেশের বাইরের সমন্বয়ে।

#আগ্রহে যারা রয়েছেন তারা আমার ইনবক্সে যোগাযোগ করতে পারেন।

#দেশের এবং দেশের বাইরে ইনভেস্টারদের শেয়ারহোল্ডার হিসেবে শুধু অর্থ লগ্নী নয় লজিস্টিক সাপোর্টের মাধ্যমেও এই প্রজেক্টে যুক্ত করার সুযোগ রয়েছে।

#অবশ্যই অভিনেতা-অভিনেত্রীদের শিক্ষাগত যোগ্যতা, মঞ্চ অথবা অন্যান্য মাধ্যমে বিশেষ দক্ষতাকে বিবেচনায় রাখা হবে, ভালো পারিবারিক ব্যাকগ্রাউন্ড, উচ্চতা, এক্সট্রা কারিকুলাম, উচ্চারণ , সহ সকল কিছুকে প্রাধান্য দিয়ে অডিশনের এর মাধ্যমে শিল্পী নির্বাচন করার পরিকল্পনা রয়েছে।।

প্রজেক্ট এর বিষয়ে বিস্তারিত ধারাবাহিকভাবে আপনাদের সাথে শেয়ার করা হবে।

#যে কোন বিষয়ে জানার জন্য অথবা আগ্রহী যারা রয়েছেন যোগাযোগের জন্য আমার সাথে প্রাথমিকভাবে ইনবক্সের মাধ্যমে যোগাযোগ করতে পারবেন।
সবাইকে ধন্যবাদ।

বিশ্বাস করি নতুন এই যাত্রায় সবার ভালোবাসা, সহযোগিতা আশীর্বাদ পাবে প্রতিষ্ঠানটি।
Followers 2

14/09/2024

আগামি ১৪ তারিখ বিকেল ৪টায় অভিনয় শিল্পী সংঘ এর অফিসে সাধারণ সদস্যদের সাথে সংগঠনের সংকটময় সময়ে আড্ডায় বসছি। এবং নিজেরা নিজেদের মধ্যে সংকট নিয়ে আলোচনা করবো, কি ভাবে সংগঠনের সংকট কাটিয়ে সকল সদস্যদের নিয়ে সংগঠনের সম্মান ফিরে পেতে পারে, এবং সকল সদস্যদের জন্য সংগঠনে সুন্দর পরিবেশ গড়ে তুলা যায়। মনে রাখবেন এটা কোন সংগঠনের মিটিং নয়, সাধারণ সদস্যদের আড্ডা আলোচনা। আসুন নিজেরা কথা বলি। যেন সংগঠন কোন অদৃশ্য মাফিয়া দ্বারা নিয়ন্ত্রন না হয়। সকল সদস্যের মতামত গৃহীত হয়।

ধন্যবাদ
সাধারণ সদস্য
অভিনয় শিল্পী সংঘ বাংলাদেশ

Wahid Iqbal Marshal Followers 2 Wahid Iqbal Marshal

#শিল্পীর #সমান #অধিকার #চাই

   Wahid Iqbal MarshalHighlightSweet Dish Entertainmentwahid Iqbal Marshal fan Iqbal MarshalSVF🙏🙏🙏❤️❤️❤️🎬
21/08/2024




Wahid Iqbal Marshal
Highlight
Sweet Dish Entertainmentwahid Iqbal Marshal fan
Iqbal MarshalSVF
🙏🙏🙏❤️❤️❤️🎬

13/08/2024

সকল প্রকার দলীয়করণ মুক্ত এবং রাজনৈতিক প্রভাবমুক্ত একটি সুন্দর সুষ্ঠু সংস্কৃতি অঙ্গন চাই এই ইন্ডাস্ট্রিতে কোন বৈষম্য চাই না।
আমি আমার ন্যায্য অধিকারের জন্য কথা বলবই এটা আমার অধিকার।
কোন ধরনের ব্যাকগ্রাউন্ড ছাড়া,
যে কেউ এসে আজকে আমাদের ইন্ডাস্ট্রিতে অভিনেতা-অভিনেত্রী হয়ে যায় ।
কারো আত্মীয়,
কারো বন্ধু,
কারো স্বজন,
কেউ সরকারি চাকরিজীবী ,
কেউ মন্ত্রী,
কেউ আমলা,
কেউ সরকারি রাজনৈতিক দলের প্রভাবশালী কর্তা,
ব্যক্তি,
উনাদের ইচ্ছেমতো ওনার অভিনেত্রী অভিনেতা হয়ে যান‌।

অথচ বছরের পর বছর ধরে এটিকে পেশা হিসেবে নিয়ে, মঞ্চ করে ,থিয়েটার করে বিভিন্ন মাধ্যমে নিজেকে তৈরি করে যারা যোগ্যতা নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে তাদের কোন মূল্যায়ন করা হচ্ছে না ।

দিনের পর দিন তাদের কোণঠাসা করে রাখা হচ্ছে একজন সরকারি কর্মকর্তা মন চাইলো যখন তখন তিনি অভিনেতা বনে যাচ্ছে ।
শক্তি দেখিয়ে রাজনৈতিক প্রভাব খাটিয়ে এই ধরনের অন্যায় অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়াবার এটাই সঠিক সময়।
বাকিটা আপনার বিবেককে প্রশ্ন করুন।

12/08/2024

পুরো বাংলাদেশ জুড়ে যেখানে সংস্কার চলছে আমাদের সংস্কৃতি অঙ্গনের সংস্কার এখনই করা জরুরী নয় কি?
শ্রেণী বৈষম্য, সিন্ডিকেট প্রথা, সকল সিন্ডিকেট ভেঙে যোগ্যতা অনুযায়ী সুষম কর্মক্ষেত্র কর্মপরিবেশ তৈরি করা এখন সময়ের দাবি,
এখনো যদি আমাদের চোখ কান না খোলে তাহলে আর কবে খুলবে?
মুষ্টিময় কিছু মানুষ আমার ক্যারিয়ার ধ্বংস করে দেবে,
আমার কাজ নষ্ট করে দেবে একের পর এক কাজ থেকে বাদ দিয়ে দেবে,
আমি অনেক বড় চক্রান্তের শিকার আমার ক্যারিয়ার হুমকির মুখে।
এসবের ভয়ে কথা বলা বন্ধ রাখবো?
আমি স্বাধীন না হতে পারলেও আমার ভবিষ্যৎ প্রজন্ম অন্তত স্বাধীন হোক।
এই ইন্ডাস্ট্রিতে আর বৈষম্য চাই না ,
আর সিন্ডিকেট চাই না,
যারা আমার সাথে একমত দয়া করে লিখাটি কপি করে আপনার ওয়াল থেকে পোস্ট করুন,
আমরা কেউ কারো প্রতিপক্ষ নই। আমরা সবাই একটি সুস্থ সুন্দর কর্মক্ষেত্র চাই।
শুধু একটাই কথা মনে করিয়ে দিতে চাই।
সবার সমান অধিকার,
সবার যোগ্যতা অনুযায়ী কর্মক্ষেত্র চাই,
এই ইন্ডাস্ট্রি মুষ্টিময় কিছু মানুষের ইন্ডাস্ট্রি নয়, এই ইন্ডাস্ট্রি শুধু কর্পোরেটের ইন্ডাস্ট্রি নয়,
এই ইন্ডাস্ট্রি লভিঙবাজের ইন্ডাস্ট্রি নয়,
এই ইন্ডাস্ট্রি সাপ্লায়ার এর ইন্ডাস্ট্রি নয়,
কথা দিচ্ছি আজকের পর আমার অধিকারের জন্য যে কোন জায়গায় যেকোনো অবস্থাতে আপসহীন ভাবে আমি ন্যায্য কথা বলব প্রতিবাদ করব, অবশ্যই সাক্ষী প্রমাণসহ।
এই মিডিয়া ইন্ডাস্ট্রিকে পুঁজি করে দিনের পর দিন একটি বিশাল বড় চক্র তাদের ব্যক্তি স্বার্থ নিয়ে কাজ করছে এবং আমরা সবাই সেটা কম বেশি জানি শুধুমাত্র ভয়ে আমরা কথা বলতে পারি না।
যেখানে ছোট ছোট শিশু নির্ভয়ে পুরো দেশটাকে ১৭ বছর পর স্বাধীন করেছে।
সেখানে আমরা কি পারবো না আমাদের এই সুন্দর ইন্ডাস্ট্রি টাকে স্বাধীন করার জন্য ন্যায্য এবং সঠিক কথা বলতে?
আমাদের ভেতরটা কি এতটাই মরে গেছে আমরা সবাই যদি সবার জায়গা থেকে ন্যায্য এবং সঠিক কথা বলি তাহলে আমার বিশ্বাস মুষ্টিময় কিছু দুষ্টু এবং দালাল চক্র এই স্বৈরাচার সরকারের মতো দ্রুত লেজ গুটিয়ে পালাবে।
কারন আমার পুরোটা জীবন আমি এই ইন্ডাস্ট্রির জন্য উৎসর্গ করেছি ।
সকল প্রকার দলীয়করণ মুক্ত এবং রাজনৈতিক প্রভাবমুক্ত একটি সুন্দর সুষ্ঠু সংস্কৃতি অঙ্গন চাই এই ইন্ডাস্ট্রিতে কোন বৈষম্য চাই না।
আমি আমার ন্যায্য অধিকারের জন্য কথা বলবই এটা আমার অধিকার।
বহিরাগত নামধারী শুধুমাত্র মিডিয়া ব্যবসা কে খোলস বানিয়ে এর আড়ালে যারা নোংরামি করে চলছে যারা এই ইন্ডাস্ট্রিকে কলুষিত করছে যারা এই ইন্ডাস্ট্রি সুযোগ নিয়ে বিভিন্ন অপকর্ম করছে তাদের মুখোশ উন্মোচন হবে।
কারো সঠিক কোন প্রমাণসহ যৌক্তিক অভিযোগ থাকলে আমাকে জানাবেন আমি প্রকাশ করবো।
আমি আওয়াজ তুললাম এবং এখন থেকে নিয়মিত তুলবো বাকিটা আল্লাহ ভরসা।
Akash Ranjan Khijir Hayat Khan Mynul Hasan Khokon Wahid Iqbal Marshal Wahid Iqbal Marshal Tashdik Shahriar Khan Afnaf Shamol

     Wahid Iqbal Marshal Sweet Dish Entertainment Wahid Iqbal Marshal wahid Iqbal Marshal fan club Highlight Follower To...
09/06/2024


Wahid Iqbal Marshal Sweet Dish Entertainment Wahid Iqbal Marshal wahid Iqbal Marshal fan club Highlight Follower To Follower group

Address

Plot A-27, Road-1, Niketon
Dhaka
1212

Alerts

Be the first to know and let us send you an email when 惠理基金.v5 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to 惠理基金.v5:

Share