08/10/2025
এক কুলাঙ্গার মোহতামিমের কারনে
একজন অসহায় শিক্ষক মাদ্রাসার খেদমত বাদ দিয়ে ব্যবসার কাজে নিয়োজিত হলেন।😡
বিদায় নিয়েছি জুন মাসের ১ তারিখ।😭
মে মাসের ২৮ তারিখ হঠাৎ বাসা থেকে কল আসে ইমারজেন্সি বাসায় যেতে হবে। দাদা এবং আম্মু অসুস্থ।
কল কেটে মুহতামিম সাহেবের কাছে গেলাম।
বললাম হুজুর বাসা থেকে কল আসছে দাদা এবং আম্মু দুজনেই অসুস্থ। আমাকে বাসায় যেতে হবে। আমার ছুটি লাগবে। উনি আমাকে ছুটি দিতে চাচ্ছিলেন না৷ তখন আমি বললাম আমার তো প্রায় দুই মাসের মত বাসায় যাওয়াও হয়নি এবং মাসিক ছুটি টাও কাটাইনি, আর এখন ইমারজেন্সি না হলেও যেতাম না।
তখন আমাকে বললো আচ্ছা আপনি রেডি হয়ে একটু পরে আসেন। আমি আপনার জন্য টাকা ম্যানেজ করতেছি।
আমি অফিস থেকে বের হয়ে রুমে গিয়ে রেডি হয়ে এসে দেখি অফিসের তালা মারা। তখন প্রায় আদা ঘন্টা অপেক্ষা করার পর উনাকে কল দিলাম। কিন্তু আমার কল ধরে না। সাতটা কল দিলাম একটা কল ও ধরে নাই। আসর থেকে মাগরিব পর্যন্ত অপেক্ষা করলাম। মাগরিবের নামাজ পড়ে আরো চার টা কল দিলাম। একটা কল ও ধরে নাই।
কল যেহেতু ধরতেছেনা তো আমি পাশের রুমের হুজুরকে বলে বাসায় চলে যাই। মধ্যে খানে ২৯,৩০ তারিখ বাসায় থাকি। এক তারিখ সকাল বেলা মুহতামিম সাহেব কল করে বললো আপনি আর আশা লাগবে না৷ জিজ্ঞেস করলাম কেন? উত্তর দিলো আমাদের আর শিক্ষক লাগবে না।
যারা আছে তাদের দিয়ে হবে। আমি বললাম আচ্ছা ঠিক আছে। তাহলে আমার মে মাসের বেতন গুলো পাঠিয়ে দেন। তখন উনি বললো কিসের বেতন, আপনি চলে গেছেন। আপনার কোন বেতন দেওয়া হবে না৷ আমি বললাম
আমি তো একে বারেই আসি নাই। বাসায় অসুস্থ তাই আসছি। উনি বললেন গেছেন তো, আর বেতন পাবেন না।
এর পর আমাকে সব যায়গা থেকে ব্লক করে দেয়৷
অন্য নাম্বার থেকে কল দিলেও ধরেনা।
আজও সেই বেতন আমি পাইনি।
মাদরাসা কিশোরগন্জ কুলিয়ারচর ধারিয়াকান্দি
নাম্বার - 01968-141048
বর্তমানে এই সমস্ত মুহতামিমদের কারণে
শিক্ষকরা খেদমত ছেড়ে ব্যবসা ধরতেছে।
কপি HM Nayemul Islam থেকে।