Jagoron 6tv

Jagoron 6tv Jagoron 6tv official page
A unique organization of best news videos.

জরুরী বার্তামুহতারাম আব্বাজান হযরত মাওলানা নূরুল ইসলাম ওলীপুরী সাহেব হাফিযাহুল্লাহ সম্পর্কে কিছুক্ষণ আগে থেকে অনেকেই ফোন...
12/11/2025

জরুরী বার্তা
মুহতারাম আব্বাজান হযরত মাওলানা নূরুল ইসলাম ওলীপুরী সাহেব হাফিযাহুল্লাহ সম্পর্কে কিছুক্ষণ আগে থেকে অনেকেই ফোন দিচ্ছেন যে, তিনি নাকি এক্সিডেন্ট করেছেন, ব্যথা পেয়েছেন ইত্যাদি (নাঊযু বিল্লাহ)
খবরটা কিছুটা গুজব বলা যায়। কারণ গাড়িতে পেছনের একটা গাড়ি এসে ধাক্কা দেয়ায় গাড়ির সামান্য কিছু ক্ষতি হয়েছে বটে কিন্তু কেউ হতাহত হননি এবং মুহতারাম আব্বাজান কোন ব্যাথা পাননি পুরোপুরি সুস্থ আছেন আলহামদুলিল্লাহ। সুতরাং এক্সিডেন্ট করে তিনি ব্যাথা পেয়েছেন এমন কোন গুজবে কেউ কান দেবেন না এবং সত্য মিথ্যা যাচাই না করে কোন খবর প্রচার করা থেকে বিরত থাকবেন প্রিয় ভাইয়েরা আমার। Qamar Al Islam

08/11/2025

মালাকুল মউত ও দাউদ (আঃ) এর ঘটনা। মাওলানা মুজাহিদুল ইসলাম মাহমুদী নেত্রকোনা #ওয়াজ

08/11/2025

বাদশা হারুনুর রশিদের অবাক করা ঘটনা। মাওলানা ক্বারী নূরে আলম সিদ্দিকী

18/10/2025

আল্লাহর সৃষ্টির বিশালতা নতুন ওয়াজ | হাফেজ মাওলানা তৌহিদুল ইসলাম

16/10/2025

অন্ধকার কবরের আলোচনা | অসাধারণ কন্ঠে ওয়াজ | মাওলানা তৌহিদুল ইসলাম

15/10/2025

মাতা পিতা সম্পর্কে কষ্টের ওয়াজ | হাফেজ মাওলানা তৌহিদুল ইসলাম | #ওয়াজ

14/10/2025

সত্যিকার মুমিনের গুণ | সুমধুর কন্ঠে ওয়াজ | হাফেজ মাওলানা তৌহিদুল ইসলাম

13/10/2025

রুহের জগতে আমরা কেমন ছিলাম? সেরা নতুন ওয়াজ | হাফেজ মাওলানা তৌহিদুল ইসলাম

08/10/2025

এক কুলাঙ্গার মোহতামিমের কারনে
একজন অসহায় শিক্ষক মাদ্রাসার খেদমত বাদ দিয়ে ব্যবসার কাজে নিয়োজিত হলেন।😡

বিদায় নিয়েছি জুন মাসের ১ তারিখ।😭

মে মাসের ২৮ তারিখ হঠাৎ বাসা থেকে কল আসে ইমারজেন্সি বাসায় যেতে হবে। দাদা এবং আম্মু অসুস্থ।
কল কেটে মুহতামিম সাহেবের কাছে গেলাম।
বললাম হুজুর বাসা থেকে কল আসছে দাদা এবং আম্মু দুজনেই অসুস্থ। আমাকে বাসায় যেতে হবে। আমার ছুটি লাগবে। উনি আমাকে ছুটি দিতে চাচ্ছিলেন না৷ তখন আমি বললাম আমার তো প্রায় দুই মাসের মত বাসায় যাওয়াও হয়নি এবং মাসিক ছুটি টাও কাটাইনি, আর এখন ইমারজেন্সি না হলেও যেতাম না।

তখন আমাকে বললো আচ্ছা আপনি রেডি হয়ে একটু পরে আসেন। আমি আপনার জন্য টাকা ম্যানেজ করতেছি।
আমি অফিস থেকে বের হয়ে রুমে গিয়ে রেডি হয়ে এসে দেখি অফিসের তালা মারা। তখন প্রায় আদা ঘন্টা অপেক্ষা করার পর উনাকে কল দিলাম। কিন্তু আমার কল ধরে না। সাতটা কল দিলাম একটা কল ও ধরে নাই। আসর থেকে মাগরিব পর্যন্ত অপেক্ষা করলাম। মাগরিবের নামাজ পড়ে আরো চার টা কল দিলাম। একটা কল ও ধরে নাই।

কল যেহেতু ধরতেছেনা তো আমি পাশের রুমের হুজুরকে বলে বাসায় চলে যাই। মধ্যে খানে ২৯,৩০ তারিখ বাসায় থাকি। এক তারিখ সকাল বেলা মুহতামিম সাহেব কল করে বললো আপনি আর আশা লাগবে না৷ জিজ্ঞেস করলাম কেন? উত্তর দিলো আমাদের আর শিক্ষক লাগবে না।
যারা আছে তাদের দিয়ে হবে। আমি বললাম আচ্ছা ঠিক আছে। তাহলে আমার মে মাসের বেতন গুলো পাঠিয়ে দেন। তখন উনি বললো কিসের বেতন, আপনি চলে গেছেন। আপনার কোন বেতন দেওয়া হবে না৷ আমি বললাম
আমি তো একে বারেই আসি নাই। বাসায় অসুস্থ তাই আসছি। উনি বললেন গেছেন তো, আর বেতন পাবেন না।
এর পর আমাকে সব যায়গা থেকে ব্লক করে দেয়৷
অন্য নাম্বার থেকে কল দিলেও ধরেনা।

আজও সেই বেতন আমি পাইনি।
মাদরাসা কিশোরগন্জ কুলিয়ারচর ধারিয়াকান্দি
নাম্বার - 01968-141048

বর্তমানে এই সমস্ত মুহতামিমদের কারণে
শিক্ষকরা খেদমত ছেড়ে ব্যবসা ধরতেছে।
কপি HM Nayemul Islam থেকে।

ইন্দোনেশিয়ায় মাদ্রাসা ভবন ধ"সে প্রা"ণ"হা"নি বেড়ে ৩৬
05/10/2025

ইন্দোনেশিয়ায় মাদ্রাসা ভবন ধ"সে প্রা"ণ"হা"নি বেড়ে ৩৬

29/09/2025

ঈদে মিলাদুন্নবী নিয়ে বাহাস | অতঃপর যে কান্ড করলেন এনায়েত উল্লাহ আব্বাসী। Dr. Inayetullah Abbasi ঈদেমিলাদুন্নবী #এনায়েতউল্লাহ_আব্বাসী

24/09/2025

এনায়েত উল্লাহ আব্বাসীর ছাত্রের বউ তালাk | ফতোয়া ভাইরাল

Address

Kishoreganj Dhaka

2310

Telephone

+8801707935061

Website

Alerts

Be the first to know and let us send you an email when Jagoron 6tv posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Jagoron 6tv:

  • Want your business to be the top-listed Media Company?

Share