ঘুরাফিরি - খাইদাই

ঘুরাফিরি - খাইদাই ঘরে যতই স্বাস্থকর খাবার রান্না হোক
রাস্তার মোড়ের খাবার না খেলে তৃপ্তি মিটে না�������������

Marry that man who calls you back after an argument just to remind you that no matter how difficult things get he isn't ...
31/12/2024

Marry that man who calls you back after an argument just to remind you that no matter how difficult things get he isn't going to leave you.

হাজারটা সংগ্রাম করে তোমাকে নিজের করে রাখতে চাই, ছোট একটা অজুহাত দেখিয়ে চলে যেও না!🥹❤️
28/12/2024

হাজারটা সংগ্রাম করে তোমাকে নিজের করে রাখতে চাই, ছোট একটা অজুহাত দেখিয়ে চলে যেও না!🥹❤️

যানবাহন ও ড্রাইভার🚌🚈🚊🚖🚗🛺নিচের ছবিগুলো আজকের (২২ ডিসেম্বর ২০২৪) মাওয়া হাইওয়ের চিত্র। এ জেনো অভিশপ্ত এক ঠাণ্ডা মর্গ। এই দে...
22/12/2024

যানবাহন ও ড্রাইভার
🚌🚈🚊🚖🚗🛺

নিচের ছবিগুলো আজকের (২২ ডিসেম্বর ২০২৪) মাওয়া হাইওয়ের চিত্র। এ জেনো অভিশপ্ত এক ঠাণ্ডা মর্গ। এই দেশ কি ড্রাইভারদেরকে সভ্য বানাতে পারবে না কখোনো!

এটা কি খুব কঠিন কাজ?

একদমই তা মনে হয় না। কারন এই ড্রাইভারদেরকেই ক্যান্টনমেন্টের ভিতরের রাস্তায় ছেড়ে দেন। দেখবেন তাদের মত্য সভ্য ভদ্র ড্রাইভার দ্বিতীয়টি নেই। কিন্তু বাইরে এরাই দেখবেন এক গাড়ির ওপরে আরেক গাড়ি, এক গাড়ির পাছায় আরেক গাড়ি লাগিয়ে দিয়ে পুরো রাস্তা জুড়ে ত্রাশ সুচনা করে বসে থাকে ঘন্টার পর ঘন্টা। তার মানে ঠেলার নাম বাবাজি! তাদেরকে কঠোর ভাবে নিয়ন্ত্রন ভিন্ন অন্য কোনো পথ খোলা নেই নেই নেই!

আর যাত্রিদের সাথে তাদের খারাপ ব্যাবহারের কথা নাই বা বললাম..🤕🤕🤕🤮🤮🤮🤮। বাসে বসে তাদের আচরন যখন সহ্য করি তখন ভাবি জন্মেছি যখন এই পচা দেশে এর চেয়ে ভালো ব্যাবহার আর ব্যাবস্থা আশা করি কি করে! মিচকি মিচকি হাসি আর মেনে নেই! আর মনে মনে ভাবি এম্বাসি গুলোতে দেশ ত্যাগিদের দীর্ঘলাইন শুধু একটা ভালো চাকরি বা অর্থকরির জন্যে নয় সেখানে জড়িয়ে আছে আরো অগনিত যৌক্তিক কারন। যা শুধু আবেগ দিয়ে পুরোনীয় নয়।

জঘন্য এই ব্যাবস্থার নিপাত চাই
✊✊✊✊✊✊✊✊✊✊

শেয়ার করুন যদি আপনিও আমার মতই
তাদের দারা প্রতিনিয়ত অত্যাচারিত হন।

🇧🇩💗🇧🇩

- হারাতে দিলে মানুষ হারায়, রাখতে জানলে একসাথে শেষ সূর্যাস্ত দেখা যায়!♥️✨
21/12/2024

- হারাতে দিলে মানুষ হারায়, রাখতে জানলে একসাথে শেষ সূর্যাস্ত দেখা যায়!♥️✨

লাইফে খুব সাদামাটা একজন মানুষ দরকার! যার খুব বেশি কিছুতেই এট্রাকশন নেই! আমি বলতে শুধুই আমি! প্রত্যেকটা সিদ্ধান্তে আমি, প...
11/11/2024

লাইফে খুব সাদামাটা একজন মানুষ দরকার! যার খুব বেশি কিছুতেই এট্রাকশন নেই! আমি বলতে শুধুই আমি! প্রত্যেকটা সিদ্ধান্তে আমি, প্রত্যেকটা প্রতিজ্ঞায় আমি, প্রত্যেকটা ভালো ও খারাপ সময়ে আমি, যার স্পর্শ কিংবা ছোয়ায় একান্ত আমি, যার আবেগে আমি যার অনুভূতিতে আমি!❤️😜💔

তোমাকে নিয়ে কোন একদিন চায়ের শহরে যাবো প্রিয়..🥺☕💔🥺তোমার গাড়ির পিছনে চড়ে🥰🙃
09/11/2024

তোমাকে নিয়ে কোন একদিন চায়ের শহরে যাবো প্রিয়..🥺☕💔🥺তোমার গাড়ির পিছনে চড়ে🥰🙃

একটা সম্পর্ক সেখানেই সুন্দর যেখানে বিশ্বাস,ভরসা, ভালোবাসা আর সম্মান আছে। আছে একে অপরের প্রতি, শ্রদ্ধাবোধ, যত্নশীলতা, দায়...
08/11/2024

একটা সম্পর্ক সেখানেই সুন্দর যেখানে বিশ্বাস,ভরসা, ভালোবাসা আর সম্মান আছে। আছে একে অপরের প্রতি, শ্রদ্ধাবোধ, যত্নশীলতা, দায়িত্বশীলতা। সম্পর্কের মানে এই নয় সবসময় একে অপরকে বুঝতেই হবে। মাঝে মাঝে ছাড় দিতেও শিখতে হয়। মূলত সম্পর্কের কদর করাটা ভীষণ জরুরি। একটা সম্পর্কে ভালোবাসার সাথে মান- অ'ভিমান হবে,কথা কা'টাকাটি হবে, হঠাৎ রা'গে দুরত্ব তৈরি হবে। কিন্তু এই দূ'রত্ব যত তাড়াতাড়ি সম্ভব ঘুঁ'চিয়ে নিতে হবে।

সম্পর্কে একে অপরকে ভালো রাখাটা যেমন মুখ্য বিষয়। তেমনি মানসিক শান্তির কারণ হওয়াটাও বিশাল ব্যাপার। প্রতিটি সম্পর্কে কথা ছো'ড়াছুড়ি হয়,অ'ভিযোগের ঝুড়ি নিয়ে বসে যাওয়া হয়। হয়তো ভালোবাসার কমতিতে এমনটা ঘটে। অধিকারের জায়গা থেকে অ'ভিযোগ আসে। এটুকু না ঘটলে অপরদিকের মানুষটা কি করে বুঝতে পারতো তার জন্য কতটা ভালোবাসা আছে প্রিয়জনের মনে! যে ভালোবাসার সামান্য কমতিতেই হু'লুস্থুল কান্ড পর্যন্ত বেঁধে যায়।

একটা সম্পর্ক শুধু সম্পর্কই হয়না। সেখানে আত্মিক টান থাকলে সম্পর্কটা অন্যরকম সুন্দর হয়। আর আত্মিক সম্পর্কগুলোতে ভালোবাসার গভীরতা সবসময়ই বেশি থাকে। এই সম্পর্কগুলো গড়ে ওঠে মূলত বিশ্বাসের জায়গা পাকাপোক্ত হলেই। তাই সম্পর্কের বোঝাপড়া দিন দিন বাড়তে থাকে। সামান্য ঝড় এই ভালোবাসার গল্প থামিয়ে দিতে পারেনা। যত দিন যায় ভালোবাসা তত বৃদ্ধি পায়, কমেনা।
❤️💌💌

হেমন্তের সকালের এক টুকরো সোনালী রোদ আমার নীড় এ এসেছে🍂এবারের শরৎ কে বিদেয় জানাতে মোটেও ভালো লাগে নি🥹🥹
07/11/2024

হেমন্তের সকালের এক টুকরো সোনালী রোদ আমার নীড় এ এসেছে🍂এবারের শরৎ কে বিদেয় জানাতে মোটেও ভালো লাগে নি🥹🥹

মাঝে মাঝে  নিজেকে খুশি করতে,আমি কল্পনা ব্যবহার করি!🌸🖤
05/11/2024

মাঝে মাঝে নিজেকে খুশি করতে,
আমি কল্পনা ব্যবহার করি!🌸🖤

আলহামদুলিল্লাহ আমিও পেয়ে গেলাম মনটাইজেশন আপনাদের সাপোর্টও ভালোবাসায় কৃতজ্ঞ থাকব সবার কাছে।❤️‍😍🌹
18/10/2024

আলহামদুলিল্লাহ
আমিও পেয়ে গেলাম মনটাইজেশন
আপনাদের সাপোর্টও ভালোবাসায় কৃতজ্ঞ থাকব সবার কাছে।❤️‍😍🌹

17/10/2024

Hi everyone! 🌟 You can support me by sending Stars – they help me earn money to keep making content that you love.

Whenever you see the Stars icon, you can send me Stars.

ফুল দেওয়ার চেয়েও ফুলের মতো যত্নে রাখা মানুষের বেশি প্রয়োজন। 💚🌸ফুলের মতো রাখতে পারলে জীবন সুন্দর।🖤💔❤️‍🔥
15/10/2024

ফুল দেওয়ার চেয়েও ফুলের মতো যত্নে রাখা মানুষের বেশি প্রয়োজন। 💚🌸
ফুলের মতো রাখতে পারলে জীবন সুন্দর।🖤💔❤️‍🔥

চা পছন্দ করা মানুষ গুলোর মন, চায়ের মতোই সুন্দর হয় !! 🌸 😊💜❤️☕☕
08/10/2024

চা পছন্দ করা মানুষ গুলোর মন, চায়ের মতোই সুন্দর হয় !! 🌸 😊💜❤️☕☕

একটা আপু লিখেছিলো….আমাদের ভালোবাসাটা এমনি এমনি পূর্ণতা পায়নি,, সে আমার পরিবারের কাছে আমাকে যেভাবে চেয়েছিলো।❤️আন্টি আপনি ...
26/09/2024

একটা আপু লিখেছিলো….
আমাদের ভালোবাসাটা এমনি এমনি পূর্ণতা পায়নি,, সে আমার পরিবারের কাছে আমাকে যেভাবে চেয়েছিলো।❤️

আন্টি আপনি তো মা, সন্তানের কষ্ট বুঝেন আমি আপনার মেয়েকে ভিক্ষা চাইতেছি, “আপনার মেয়েকে আমাকে দিয়ে দেন” কথা দিলাম কোনদিন কষ্ট দিবো না, না ওরে কখনো কান্না করতো দিবো। নিজের সবটা দিয়ে আগলে রাখবো। আন্টি আপনার মেয়েকে আমি অনেক ভালোবাসি! আমাকে খালি হাতে ফিরিয়ে দিবেন না,, ওরে আমি ভিক্ষা চাইতেছি!!

পাওয়ার ইচ্ছা থাকলে আর চাওয়ার মতো চাইলে সব পাওয়া যায়।😊

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when ঘুরাফিরি - খাইদাই posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category