PAGOL MON

PAGOL MON সবাই পেজটি ফলো দিয়ে সাথেই থাকুন ধন্যবাদ

19/09/2023

সবার পেজটি ফলো করো

17/09/2023

ফানি বিডিও ভালো লাগলে পেজটি ফলো দিয়ে একটা লাইক দাও

রাত তিনটার দিকে প্রেমিকার ফোন ওয়েটিং..!ফোন ধরতেই বললাম -ওয়েটিং কেন?তার উত্তর -"সুজন তুমিকি আমাকে সন্দেহ করো?"আমি বললাম,আ...
17/09/2023

রাত তিনটার দিকে প্রেমিকার ফোন ওয়েটিং..!
ফোন ধরতেই বললাম
-ওয়েটিং কেন?
তার উত্তর
-"সুজন তুমিকি আমাকে সন্দেহ করো?"
আমি বললাম,আরে না না সমস্যা থাকতেই পারে এইখানে সন্দেহের কি আছে।

কয়েকদিন আগে দেখলাম যমুনাতে ছিঁড়াফাটা প্যান্ট পরা এক ছেলের সাথে হাত ধরে ঘুরে বেরাচ্ছে এগিয়ে গিয়ে বললাম
-এই ছেলে কে?
সে উত্তর দিল -সুজন তুমিকি আমাকে সন্দেহ করো?
আমি বললাম-আরেনা ছোট ভাই ব্রাদার থাকতেই পারে এইখানে সন্দেহের কি আছে।

একদিন খুব কাছের এক ছোটভাই কল দিয়ে বললো "ভাই ভাবিরতো বিয়ে ঠিক হয়ে গেছে আপনিতো ছ্যাকা খাইলেন😯
"সাথে সাথেই প্রেমিকারে কল দিয়ে কইলাম ঘটনাকি সত্যি?
সে বলে
-দেখো বিয়েটা আমার বাবার জন্য করা। বাবার হার্টের অসুখ তাই বিয়েটা করতেছি। কিন্তু আমিতো তোমাকেই ভালোবাসি। কিছুদিন পরেতো আমি তোমার কাছেই ফিরে আসব।
-আমি আমতা আমতা করে বললাম-কিন্তু..?
সে উওর দিল-দেখো আমি ভার্জিন আর তোমার কাছে আমি ভার্জিন হিসেবেই ফিরে যাবো।
আমি বললাম-কিন্তু...
আমার বলার আগেই সে উত্তর দিলো
-কিন্তু কি তুমিকি আমাকে সন্দেহ করো?
-আমি বললাম আরেনা এইখানে সন্দেহের কি আছে। সমস্যা হতেই পারে।

কিছুদিন পর প্রেমিকাকে ছোট একটা বাচ্চা কোলে নিয়ে হাটতে দেখলাম। এগিয়ে গিয়ে বললাম এই বাচ্চা কে?
-সে উত্তর দিল এই বাচ্চা আমারই। কিছুদিন আগেই হয়েছে। আমি আমতা আমতা করে বললাম-কিন্তু তুমিতো বলেছিলে...আমি বলার আগেই সে উত্তর দিলো
-দেখো সুজন হঠাৎ কি করে যেন কি হয়েগেলো।আমি আসলে বুঝতে পারিনি। বিশ্বাস করো আর কখনো এমন হবেনা এইটাই শেষ বাচ্চা। আমি তোমাকে অনেক ভালোবাসি।তুমি আমার জন্য ওয়েট করো আমি ফিরে আসব।
আমি কিছু বলতে যাবো এর আগেই সে বলে উঠলো
-তুমিকি আমাকে সন্দেহ করো?

একটা স্কুল দিয়েছি বাচ্চাদের পড়াই। পড়াতে ভালোই লাগে।একদিন সেখানে আমার প্রেমিকা এসে উপস্থিত সাথে ৪-৫ টা বাচ্চা। দেখেই বোঝা যায় পিঠেপিঠি বাচ্চা এগুলো। কিছু বলার আগেই সে বলে উঠলো এগুলো তার বাচ্চা! স্বামি অশিক্ষিত তাই পরিবার পরিকল্পনা সম্পর্কে কোনো ঙ্গান নেই যার ফলে এই দশা।
আমি কিছু বলতে যাবো তার আগেই সে বলে উঠলো জানি সুজন তুমি কি বলতে চাও।কিন্তু বিশ্বাস করো আমি চেষ্টা করছি আর কিছুদিনের মধ্যেই আমি তোমার কাছে চলে আসবো।😔

এখন আমার বুড়ো বয়স। কোনো রকমে লাঠি নিয়ে পথচলি। বাবা-মা,ভাই-বোন কেউ নেই আর আমি প্রেমিকার আশায় এখনো বিয়ে করিনি।দেখাশুনা করার কোনো মানুষ আমার নাই।পাশের বাড়ির মতিনের ছেলে রহমান কিছুদিন ধরে বলছে সুজন আঙ্কেল এই বয়সে আপনার একটা নার্সের ব্যবস্থা করে দেই। অসুখ-বিসুখে আপনার সেবা-যত্ন করবে।
কিছুদিন ধরে জ্বরে ভুগছি। দেখবার মতো কেউ নেই। রহমান একটা নার্সের ব্যবস্থা করে দিয়েছে। সে-ই সেবাযত্ন করছে টুকটাক। মেয়েটা দেখতে বেশ সুন্দর।যৌবন থাকলে বিয়ে করতাম। সে খুব সেবাযত্ন করছে আমার এইযে এখন তুলে খাওয়াচ্ছে।এমন সময় ঘরে এক বৃদ্ধা মহিলার প্রবেশ জীবনে দেখছি বলে মনে হয়না।
নার্সকে বললাম তুমি কন্টিনিউ করো। এমন সময় সেই বৃদ্ধা এগিয়ে এসে বলল-
-সুজন এই ছিলো তোমার মনে?তুমি আমার জন্য ওয়েট করতে পারলানা
অবশেষে তুমি কিনা,একটা মেয়ের বয়সি মেয়েকে ছি সুজন ছিহ আমার ভাবতেও কষ্ট হচ্ছে
তোমার ভালোবাসা এতোটাই নগন্য যে আর কটাদিন অপেক্ষা করতে পারলেনা।😥
কন্ঠ শুনে বুঝলাম আরে এইটাতো আমার সেই প্রেমিকা।কিছু বলতে যাবো বরাবরের মতো সেই আগে বললো.!
-এই ছিল তোমার মনে?এইজন্যই ছেলেদের বিশ্বাস করতে নেই। আমি ভুল করেছি তোমার মতো ছেলেকে ভালোবেসে। আমি তোমাকে ঘৃণা করি আই হেইট ইউ সুজন ।😣
-এবার আমিও বললাম তুমিওতো বলেছিলে সেই কবে আমার কাছে তুমি ভার্জিন হিসেবেই ফিরে আসবে। কিন্তু এখনতো আমার আর কিছুই করার নেই।

-সে বলে উঠলো"-আমিতো এখনো ভার্জিন সুজন"🙂
মাথা ঘুরতে লাগলো, মনে হয় প্রেসার বেড়ে যাচ্ছে। সাইন্সের সব থিওরি উল্টে দিয়ে পাঁচটা বাচ্চার মা হওয়ার পরও আমার প্রেমিকা নিজেকে ভার্জিন দাবি করে।কিছু বলতে যাবো এর আগেই সে বরাবরের মতো বলে উঠলো-
-"সুজন তুমিকি আমাকে সন্দেহ করো"??🙉

লে হালুয়া 🥴

গল্প টা পড়ে কেমন লাগলো অবশ্যই জানাবেন আর পেইজটি ফলো দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ।❤️

Address

TANGILE
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when PAGOL MON posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Nearby media companies


Other Digital creator in Dhaka

Show All