Roky The Unstoppable

Roky The Unstoppable পেইজটি 'Follow' দিয়ে, সাথে থাকুন।

23/07/2025

পুরুষ মানুষ হচ্ছে সৃষ্টির সবচেয়ে রহস্যময় প্রাণী!

21/07/2025

আহারে মৃত্যু কত নিকটবর্তী!
সাধারণত স্কুল ছুটি হওয়ার কিছুক্ষণ আগে বাচ্চাদের অনেক আনন্দ লাগে। ১০ মিনিট পরেই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের ছুটি হওয়ার কথা ছিলো কিন্তু আজ যেসব বাচ্চারা একেবারে দুনিয়া থেকে ছুটি নিয়েছে তাদের আত্মার মাগফেরাত কামনা করি। আর যারা বেঁচে আছে তাদের সুস্থতা কামনা করি।

12/07/2025

ইঁদুর ভুল করে যখন আর্মিদের রেশন খায়!
লে ইঁদুরের অবস্থা।🤣

ভিডিও: সংগৃহীত

10/07/2025

বর্ষা মোটেও চমৎকার ঋতু না!

26/06/2025

মন খারাপ তোমার? আমারও! | ডা. সাকলায়েন রাসেল

07/06/2025

আল্লাহ যেন আমাদের মাঝে দুঃখের চিহ্ন মুছে দেন এবং ভালোবাসার আলোয় হৃদয় পূর্ণ করেন। ঈদ মোবারক!

02/06/2025

মা শুধুই একটা শব্দ নয়, এটা একটা অনুভূতি, যা আমাদের সারা জীবন আগলে রাখে।
“মায়ের ভালোবাসা কখনো মেয়াদোত্তীর্ণ হয় না, এটি চিরন্তন।”

28/05/2025

কড়ায় গন্ডায়, একটুও ভুল হবে না!🤣

27/05/2025

ইমান হোক পর্বতসম, নিয়ত হোক স্বচ্ছ।
-------------------------------------------------------
একজন লিবিয়ান যুবক, নাম তাঁর আমের।

পাসপোর্ট জটিলতার কারনে লোকটিকে (হজযাত্রী) নিরাপত্তা বাহিনিরা আটকে দেয়। তাকে ছাড়াই উড়াল দেয় বিমান,তখন সে কান্না করতে থাকেন। নিরাপত্তা বাহিনিরা তাকে শান্তনা দিয়ে বলেন" মন খারাপ করোনা,আল্লাহ হয়তো তোমার জন্য এবারের হজ্জ কবুল করেনি। -লোকটি উত্তর দেয়,আমি হজ্জের নিয়তে এসেছি,আমার বিশ্বাস বিমান আবার ফেরত আসবে আমাকে নিতে। পরক্ষণেই খবর এলো যান্ত্রিক ত্রুটি থাকার কারনে বিমান পুনরায় ফেরত আসছে।

আসার পর ত্রুটি সেরে নেয় এবং ক্যাপ্টেইন তাকে না নিয়ে প্লেন নিয়ে ২ বারের মতো উড়াল দেয়।

এরপর ঝড়ের কারনে বিমান আবার ৩য় বারের মতো ফিরে এসে জরুরি অবতরন করেন। এরপর ক্যাপ্টেইন ওই যাত্রীকে বলেন " আল্লাহর কসম আমি আর উড়বোনা,যতোক্ষণ না আপনি প্লেনে উঠেন। অবশেষে সব জটিলতা শেষ করে বিমান তাকে নিয়েই সৌদি আরবে হজ্জের উদ্দেশ্যে রওনা দেয়।
"কালেক্টেড"

22/05/2025

তোমার মনের শহরে আমি ছাড়া কারো প্রবেশ নিষিদ্ধ করতে গিয়ে, আমি নিজেই নিষিদ্ধ ঘোষিত হলাম।💔

'ইতি তোমার আমি' নাটকের দৃশ্য!

বিজ্ঞান বলে, প্রিয় মানুষ বিশ্বাস ভেঙ্গে চলে গেলে যে পরিমাণ কষ্ট হয়, তা মানব দেহের ১০টা পাঁজরের হাড় একসাথে ভাঙার সমান। ক...
19/05/2025

বিজ্ঞান বলে, প্রিয় মানুষ বিশ্বাস ভেঙ্গে চলে গেলে যে পরিমাণ কষ্ট হয়, তা মানব দেহের ১০টা পাঁজরের হাড় একসাথে ভাঙার সমান। কিংবা হার্ট এ‍্যাটাক করলে যে পেইন হয়, মস্তিষ্ক সেটা অনুভব করে। ততটাই ক্ষতির সম্মুখীন হয় একজন মানুষ, যতটা বড় কোনো এক্সিডেন্টে হয়ে থাকে।

অথচ কি আশ্চর্য, ভয়ঙ্করভাবে কারো হৃদয় ভেঙে ব‍্যথা দেওয়ার পরও নিজের প্রতি সামন‍্য লজ্জাবোধ বা রিগ্রেট না নিয়ে বেঁচে থাকে কিছু মানুষ! মাঝে মাঝে আমার জানতে ইচ্ছে করে কারো জীবনে এতটা অসহনীয় ব‍্যথা উপহার দিয়ে কীভাবে রাতে শান্তিতে ঘুমায় তারা। মানুষ বলেই বোধহয় সম্ভব। কারো হৃদয় ভাঙার মতো অপরাধ করতে তাদের বিবেকে বাধে না!

আদালত কাউকে হৃদয় ভাঙার অপরাধের জন্য সাজা দিতে পারে না। কারণ লোকচক্ষুর অন্তরালে ঘটে যাওয়া সাক্ষী ছাড়া অপরাধগুলোকে আমরা অপরাধ বলেই মনে করি না। কিন্তু যে মানুষ নীরবে সবকিছু সয়ে যায়, একমাত্র সে-ই জানে প্রতিটা মিনিট সেকেন্ড কীভাবে ব‍্যাথা লুকিয়ে বাঁচতে হয়! নিজের ভিতরে কতটা ট্রমা নিয়ে স্বাভাবিক জীবন যাপন করার অভিনয় করে যেতে হয়!

কিছু মানুষ তো অবশ‍্যই আছে যারা কমার্শিয়াল, হৃদয়ের সম্পর্কটাকে তারা বিজনেস হিসেবেই নেয়। তারা প্রেম প্রেম গেমটা খুব ভালো খেলে! সবচেয়ে বেশি কষ্ট পায় সেনসেটিভ মানুষগুলো। তারা না পারে সহ্য করতে, না পারে কাউকে বলে হালকা হতে।

দিনশেষে কিছু মানুষ রিকভার করে হয়তোবা, তবে কেউ কেউ চিরদিনের জন‍্য মানসিক রোগী হয়ে বেঁচে থাকে। তাই কারো সাথে নিজেকে জড়িয়ে, পরে তার মন ভাঙার আগে একবার চিন্তা করবেন, সেই মানুষটা আপনার দেওয়া মিথ‍্যা ভালোবাসার যন্ত্রণা সহ‍্য করতে পারবে কিনা! কারো জীবনটা ছারখার করার আগে একটু ভেবে দেখবেন, আপনার দেওয়া মিথ্যা প্রতিশ্রুতির অদৃশ‍্য আঘাত তাকে পুরোপুরি দুমড়ে মুচড়ে দেবে কিনা!
©️

18/05/2025

মুনার জীবনে একদিন মামা, লীনা ও বাবু ফিরে আসবে; মামুনের দেয়া ক্ষতটাও সময়ের সাথে সাথে মলিন হয়ে যাবে কিন্তু কখনোই পূরণ হবে না 'বাকের ভাই'- এর জন্য তার হৃদয়ে শূণ্যতা; সেখানে "কোথাও কেউ নেই"!

Address

Jhenaidah
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Roky The Unstoppable posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Roky The Unstoppable:

Share