Final match cupa America champion 🏆 video
বাচ্চাদের মসজিদে নিয়ে যাওয়া প্রসঙ্গে কিছু কথা
বাচ্চাদের মসজিদে নিয়ে যাওয়া প্রসঙ্গে কিছু কথা
একবার রাসূল সাল্লাললাহু আলাইহি ওয়াসাল্লাম জামাতের একটা সিজদাহ খুব দীর্ঘায়িত করলেন। এতোই দীর্ঘায়িত করলেন যে, সাহাবাগন (রাদিয়াল্লাহু আনহুমা) ভাবলেন হয়তো আল্লাহর রাসূল সাল্লাললাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো সমস্যা হয়েছে, অথবা তার উপর ওহী নাযিল হচ্ছে। তাই তিনি সিজদাহ থেকে উঠতে পারছেন না।
সালাত শেষে সাহাবাগন দীর্ঘ সালাতের ব্যাপারে প্রশ্ন করতে লাগলেন। কেউ বললেন, 'হে আল্লাহর রাসূল! আপনার কি তখন কোন সমস্যা হচ্ছিলো?'
আবার কেউ বললো, 'জিবরাঈল কি তখন আপনার ওপর ওহী নিয়ে এসেছিলো?'
রাসূল সাল্লাললাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 'এরকম কিছুই হয়নি আমার। আসলে, আমি যখন সিজদায় ছিলাম তখন আমার নাতী হাসান আমার কাঁধে চেপে বসেছিলো। ওর মনের আশা পূরণ হওয়ার আগে ওকে ঘাঁড় থেকে নামাতে মন চাইছিলো না আমার'।
নবিজী যখন সালাত পড়ছিলেন, তখন তার দৌহিত্র হাসান গিয়ে ঘাঁড়ে চেপে বসলো। এতে করে কিন্তু নবিজী সাল্লাললাহু আলাইহি ওয়াসাল্লাম মোটেও বিরক্ত হননি। সালাত শেষ করে হাসানকে ধমক দেননি। হাসানের পিতা আলী রাদিয়াল্লাহু আনহুকে শাসিয়ে দেননি তাকে মসজিদে আনার জন্য। এমনকি, হাসান ঘাঁড়ে চেপে বসায় রাসূল সাল্লাললাহু আলাইহি ওয়াসাল্লামের সালাতেও মনোযোগে বিঘ্ন ঘটেনি। তিনি পরেরদিন মসজিদের ফটকে বিলবোর্ড টানিয়ে দেননি- 'মসজিদে বাচ্চা নিয়ে প্রবেশ নিষেধ'।
অধুনা আমাদের দেশে একদল মুরব্বি মুসল্লির আবির্ভাব ঘটেছে। তারা মসজিদে বাচ্চাদের একেবারে সহ্যই করতে পারেন না। মসজিদে বাচ্চা দেখলেই তারা রেগে অগ্নিশর্মা হয়ে যান। এই যে, উত্তরার মসজিদে তো ব্যানার-ফেস্টুন টেনেই বলা হলো- মসজিদে বাচ্চা নিয়ে আসবেন না।
মসজিদে বাচ্চা এলে এদের সালাতের ডিস্টার্ব হয়। এরা নবিজী সাল্লাললাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতেও বড় নামাজী কিনা, এজন্য!!
আমি তাজ্জব হয়ে ভাবি- এই দেশে ব্যাঙের ছাতার মতোন ললিতকলা একাডেমি খুলে সেক্যুলাররা বাচ্চাদের নাচ, গান শিখাচ্ছে। ছোট ছোট বাচ্চাদের কতো যত্নের সাথেই এরা সকালবেলা রবীন্দ্র সঙ্গীত শেখায়! আর, আমাদের মুরব্বিকূল বাচ্চাদের মসজিদেই ঢুকতে দিবেনা। এরা যেদিন সালাতের ফিকহ শিখা শেষ করবে, সেদিনই এরা মসজিদে আসতে পারবে।
আমাদের তরুণ প্রজন্ম এমনিতেই রসাতলে যাচ্ছে দিন দিন। চারদিকের ফিতনার জালে বন্দী হয়ে তারা দূরে সরে যাচ্ছে দ্বীন থেকে৷ আগামী প্রজন্মকে তো একেবারে মসজিদে আনাই নিষেধ করে দিচ্ছি। তো, আগামী
মহেশখালীতে মুখোমুখি সংঘর্ষে দুটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত
মহেশখালীতে মুখোমুখি সংঘর্ষে দুটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত
রাজধানী ঢাকাতে দিনে দুপুরে চাঁদাবাজি!!! প্রশাসন নিরব ভূমিকা পালন করছে। অসহায় হয়ে মানুষ গুলো তাদের (চাঁদাবাজদের) টাকা দিচ্ছে। বাদ যাচ্ছে না গ্রাম থেকে আসা অসহায় হতদরিদ্র মানুষ, সি এন জি চালক, রিক্সা চালক, রাজধানীর গাবতলী এবং ফার্মগেট একই চিত্র। আমরা চাই প্রশাসন চাঁদাবাজদের কঠোর হস্তে ধমন করুক।
ঢাকা হাসপাতালে মায়ের চোখের সামনে ডাক্তারের অভাবে যেভাবে মারা গ...
ঢাকা হাসপাতালে মায়ের চোখের সামনে ডাক্তারের অভাবে যেভাবে মারা গেল এই শিশুটি!!!! কি দোষ ছিল এই অবুঝ শিশুটির? এর দায় দায়িত্ব কার? এই লজ্জা সমস্ত ডাক্তারি পেশার, এই লজ্জা সমস্ত ডাক্তার এর, আমরা ধিক্কার জানাই ঐ সমস্ত ডাক্তারদের যারা সরকারী কর্মকর্তা হয়েও সে প্রাইভেট ক্লিনিক এ চেম্বারে সময় দেয় এবং ১০০০, ৮০০ টাকার ভিজিট নিয়ে রোগি দেখে।
জুনায়েদ নামের ওই তরুণ টানা প্রায় ১০ মিনিট তার সমবয়সী নুরুল্লাহ নামে এক তরুণকে উপর্যুপরি কিল, ঘুষি ও লাথি মারেন। সবার মুখে একই প্রশ্ন কে এই জুনায়েদ?
ভ্যান ডিজেল এবং দীপিকার প্রথম ভিডিও
ভ্যান ডিজেলের সঙ্গে দীপিকার প্রথম লুক প্রকাশ