The University Press Limited (UPL)

The University Press Limited (UPL) A leading publisher in Bangladesh with an aim to build a knowledge-based society. www.uplbooks.com

ইউনেস্কো মিশনের সহযোগিতায় ১৯৫৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান প্রতিষ্ঠিত হয়েছিল। প্রতিষ্ঠার পর থেকেই বিভাগটি বাংল...
05/01/2025

ইউনেস্কো মিশনের সহযোগিতায় ১৯৫৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান প্রতিষ্ঠিত হয়েছিল। প্রতিষ্ঠার পর থেকেই বিভাগটি বাংলাদেশে সমাজবিজ্ঞান পাঠ ও চর্চার পথিকৃৎ হিসেবে কাজ করেছে। রাষ্ট্র, রাজনীতি, উন্নয়ন পরিকল্পনাসহ বহু বিষয়ে গুরুত্বপূর্ণ বিতর্ক তৈরির মাধ্যমে বাংলাদেশে সামাজিক বিজ্ঞানে তর্ক এবং আলোচনার ক্ষেত্র তৈরি করেছে বিভাগটি। এই বইটি মূলতঃ বাংলাদেশ রাষ্ট্র-নির্মাণে সমাজবিজ্ঞান বিভাগের অবদান এবং আন্তর্জাতিক মান ও গ্রহণযোগ্যতা অর্জনে বিভাগটির অঙ্গীকারকে তুলে ধরেছে।

এই সংকলনটির আরেকটি কারণেও তাৎপর্যপূর্ণ, কেননা গৌরবোজ্জল সব অর্জন সত্ত্বেও বিভাগটি প্রতিষ্ঠার ৬৫ বছরে এধরণের সংকলন এর আগে তৈরি হয় নি। সযত্নে বাছাইকৃত প্রবন্ধগুলো বাংলাদেশে সমাজবিজ্ঞান চিন্তার বিবর্তন এবং বিষয় হিসেবে সমাজবিজ্ঞানের সাম্প্রতিক অগ্রগতির গতিপথ দেখাবে। সংকলিত প্রবন্ধগুলোর সবগুলোই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের সাথে যুক্ত আছেন বা ছিলেন, এমন সমাজবিজ্ঞানীদের রচিত। এ বইটি নৃবিজ্ঞান, অর্থনীতি, উন্নয়ন অধ্যয়ন, রাষ্ট্রবিজ্ঞান এবং জনস্বাস্থ্যের মতো সম্পর্কিত বিষয়গুলোর গবেষক, শিক্ষক এবং উৎসাহী পাঠকদের জন্য চিন্তার খোরাক যোগাবে।

'Society and Sociology in Bangladesh: A South Asian Perspective' বইটি। ২০% ছাড়ে বইটির মূল্য ৯৬০ টাকা।

#সামাজিকবিজ্ঞান
#উন্নয়নশাস্ত্র
#বাংলাদেশবই

#সামাজিকরূপান্তর
#গ্লোবালাইজেশন
#নব্যউদারনীতি
#বাংলাদেশেরউন্নয়ন
#তারুণ্যওসংস্কৃতি
#গবেষণাবই
#জাতিগঠন
#অর্থনীতিবিজ্ঞান
#নীতিনির্ধারণ






'Small Loans, Big Dreams' is a classic account of the origins and development of microfinance in Bangladesh by Dr. Muham...
05/01/2025

'Small Loans, Big Dreams' is a classic account of the origins and development of microfinance in Bangladesh by Dr. Muhammad Yunus and the Grameen Bank. Alex Counts, a protégé of Yunus and founder of the Grameen Foundation, paints vivid portraits of the determined women he came to know, whose lives have been transformed by the opportunity to launch small businesses—first in the countryside of Bangladesh, and later in downtown Chicago, where an experimental project brought the microfinance method to America.

In this new edition, Counts traces the history of microfinance, exploring the ways Grameen Bank has evolved in response to challenges ranging from economic downturns to environmental crises. He addresses critics who have questioned the value of the Grameen model and describes the lasting legacy of Yunus’s remarkable vision. Small Loans, Big Dreams illustrates how microfinance can play a critical role in reducing inequality by enabling underprivileged people to participate creatively in the global economy.

To pre-order, please send your address and phone number to our page inbox or call us directly at +8801917733741.

অধ্যাপক আব্দুর রাজ্জাক-এর পিএইচডি অভিসন্দর্ভ পলিটিক্যাল পার্টিস ইন ইন্ডিয়া-এর বাংলা অনুবাদ ভারতের রাজনৈতিক দল। উপনিবেশিক...
05/01/2025

অধ্যাপক আব্দুর রাজ্জাক-এর পিএইচডি অভিসন্দর্ভ পলিটিক্যাল পার্টিস ইন ইন্ডিয়া-এর বাংলা অনুবাদ ভারতের রাজনৈতিক দল। উপনিবেশিক আমলে উপমহাদেশে রাষ্ট্র ক্ষমতা কীভাবে চর্চিত হতো এবং হিন্দু-মুসলিম সাম্প্রদায়িক রাজনীতির উদ্ভব ও ফলাফল সন্ধান অধ্যাপক রাজ্জাকের অন্যতম আগ্রহের জায়গা।

অধ্যাপক রাজ্জাক এই গ্রন্থে উপনিবেশিক ইতিহাসকে যে প্রেক্ষাপট থেকে দেখেছেন, তা একইসাথে ছিল অভিনব ও যুগান্তকারী। উপনিবেশিক আমলাতন্ত্র প্রায় স্বতন্ত্র সত্ত্বা হিসেবে ভূমিকা রেখে পরাধীন ভারতবর্ষের রাজনীতির গতিপথ যে নির্ধারণ করে দিয়েছে, তা অধ্যাপক রাজ্জাকই এই গ্রন্থে সম্ভবত প্রথম পূর্ণাঙ্গরূপে উপস্থাপন করেছেন। শিক্ষিত মধ্যবিত্ত ভারতীয়ের মনের বিকাশ ও রাজনৈতিক ভূমিকা বিষয়ে অধ্যাপক রাজ্জাকের বিশ্লেষণ পরবর্তীকালের চিন্তাবিদদের ওপর বিপুল প্রভাব রেখেছে। উপনিবেশিক আইনি কাঠামোর ভেতরে রাজনৈতিক দলগুলোর জন্ম ও বেড়ে ওঠার বাস্তবতা অধ্যাপক রাজ্জাক যেভাবে দেখিয়েছেন, সেটাও আমাদের ইতিহাসকে নতুনভাবে মূল্যায়নে বাধ্য করবে।

উপমহাদেশের উপনিবেশিক আমল কতভাবে আমাদের বর্তমানকেও প্রভাবিত করছে, সেই উপলব্ধিটি গভীরতর হবে এই গ্রন্থটি পাঠে। এই কারণেই গবেষণাটি সম্পন্ন হবার প্রায় পঁচাত্তর বছর পর গ্রন্থাকারে ইংরেজি ও বাংলা ভাষায় প্রকাশ পেলেও এর তাৎপর্য মলিন হয়নি একদমই, বরং এই গ্রন্থটি আজও অজস্র নতুন চিন্তাসূত্র উন্মোচন করতে সক্ষম।

অধ্যাপক রাজ্জাক গভীরমাত্রায় তাঁর সমসাময়িক ও পরবর্তীকালীন রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক চিন্তাকে প্রভাবিত করেছেন। নিমগ্ন অনুসন্ধানী ও ধ্যানী অধ্যাপক আবদুর রাজ্জাকের ভারতের রাজনৈতিক দল গ্রন্থটি থেকে সেই ছাপ কোথায় কোথায় এবং কোন মাত্রায় উপস্থিত, সেটা যেমন পাঠক বারংবার অনুভব করবেন, তেমনি আজকের রাজনীতি, প্রশাসন ও আমলাতন্ত্র, সাম্প্রদায়িকতা এবং সমাজসম্পর্ক বিষয়ে উৎসুক গবেষক ও পাঠক পাবেন নতুনতর দিগন্তের হদিস।

বইটি প্রি- অর্ডার করলেই পাচ্ছেন সারাদেশে ফ্রি ডেলিভারির সুবিধা। সংগ্রহ করতে আপনার ঠিকানা এবং ফোন নাম্বার লিখে ইনবক্স করুন আমাদের পেইজে অথবা সরাসরি কল করুন +৮৮০১৯১৭৭৩৩৭৪১ – এই নম্বরে।

#আব্দুররাজ্জাকের #থিসিস







#ভারতেররাজনৈতিকদল
#উপনিবেশিকইতিহাস
#হিন্দুমুসলিমরাজনীতি
#আমলাতন্ত্র
#সাম্প্রদায়িকতা
#রাজনৈতিকদল
#সমাজবিজ্ঞান
#গবেষণা
#ইতিহাসচর্চা

“দালাল” শব্দটি দেশের লক্ষ লক্ষ প্রবাসী শ্রমিকদের জীবনের সুখ-দুঃখ, স্বপ্ন ও স্বপ্নভঙ্গের সাথে সম্পর্কিত। প্রবাসে যেতে ইচ্...
05/01/2025

“দালাল” শব্দটি দেশের লক্ষ লক্ষ প্রবাসী শ্রমিকদের জীবনের সুখ-দুঃখ, স্বপ্ন ও স্বপ্নভঙ্গের সাথে সম্পর্কিত। প্রবাসে যেতে ইচ্ছুক মানুষগুলো তাদের মাধ্যমেই বিদেশে পাড়ি দেন।

দালালদের নিয়ে খুব বেশি গবেষণা হয়নি। অথচ এই গুরুত্বপূর্ণ পেশার মানুষেরা যেমন অজস্র পরিবারের সর্বনাশের কারণ হয়েছেন, তেমনি অজস্র তরুণকে বিদেশে পাঠানোতেও তাদের পেশাদার ভূমিকা রয়েছে।

বিদেশে যেতে ইচ্ছুক শ্রমিকদের জন্য দালালরা একদিকে ভরসা, আরেকদিকে প্রতারণা, অন্যায্য পরিমান অর্থ আদায় ইত্যাদি অভিযোগও এই পেশাটির সাথে জড়িত।

দালালদের কিভাবে আইনসম্মত করা সম্ভব? কিভাবে এই পেশায় স্বচ্ছতা আনা যায়? কী কী প্রাতিষ্ঠানিক বন্দোবস্ত করা হলে বিদেশে যেতে আগ্রহী মানুষগুলো আর প্রতারণার শিকার হবেন না?

অধ্যাপক সি আর আবরার ও অধ্যাপক তাসনীম সিদ্দিকী উভয়েই দীর্ঘদিন ধরে অভিবাসী প্রশ্নটি নিয়ে কাজ করে আসছেন।

অর্ডার করতে আপনার ঠিকানা ও ফোন নাম্বার লিখে ইনবক্স করুন আমাদের ফেসবুক পেইজে অথবা সরাসরি কল করুন +৮৮০১৯১৭৭৩৩৭৪১-- এই নম্বরে।
#অভিবাসীরগল্প
#স্বপ্নওবাস্তবতা
#দালালেরপ্রতারণা
#অভিবাসনসম্পর্কিতগবেষণা
#প্রবাসীরজীবন
#রেমিট্যান্সঅর্থনীতি
#প্রবাসীরপরিবার
#অভিবাসনসমাজেরপ্রভাব
#প্রতারণারশিকার
#অভিবাসীশ্রম









We are delighted to announce the Publication Ceremony of 'Small Loans, Big Dreams', authored by Alex Counts. The event i...
04/01/2025

We are delighted to announce the Publication Ceremony of 'Small Loans, Big Dreams', authored by Alex Counts. The event is scheduled for Saturday, January 11, 2025, at 4 PM at the UPL Head Office in Farmgate.

'Small Loans, Big Dreams' is a classic account of the origins and development of microfinance in Bangladesh by Dr. Muhammad Yunus and the Grameen Bank. Alex Counts, a protégé of Yunus and founder of the Grameen Foundation, paints vivid portraits of the determined women he came to know, whose lives have been transformed by the opportunity to launch small businesses—first in the countryside of Bangladesh, and later in downtown Chicago, where an experimental project brought the microfinance method to America.

In this new edition, Counts traces the history of microfinance, exploring the ways Grameen Bank has evolved in response to challenges ranging from economic downturns to environmental crises. He addresses critics who have questioned the value of the Grameen model and describes the lasting legacy of Yunus’s remarkable vision. Small Loans, Big Dreams illustrates how microfinance can play a critical role in reducing inequality by enabling underprivileged people to participate creatively in the global economy.

The address of UPL Head Office:
74/B/1, Green Road, RH Home Center (Level-3)
2nd Floor, Suite # 232-239, Farmgate
Your presence at this occasion will be an inspiration to us.

ইউপিএল পরিবেশিত অভিবাসন বিষয়ক একগুচ্ছ বই। বইগুলো পাওয়া যাবে ১৫ শতাংশ ছাড়ে। তবে সবগুলো একসাথে কিনলে ২৫ শতাংশ ছাড় ও সারাদে...
04/01/2025

ইউপিএল পরিবেশিত অভিবাসন বিষয়ক একগুচ্ছ বই। বইগুলো পাওয়া যাবে ১৫ শতাংশ ছাড়ে। তবে সবগুলো একসাথে কিনলে ২৫ শতাংশ ছাড় ও সারাদেশে ফ্রি ডেলিভারি তো থাকছেই।

অভিবাসন বিষয়ক ৪টি বই
১/ অভিবাসীর অকথিত গল্প: স্বপ্ন ও বাস্তবতা
২/ Social cost of Migration
৩/ Impact of Migration on poverty and Growth in Bangladesh.
৪/ Making Dalals Visible

অর্ডার করতে আপনার ঠিকানা ও ফোন নাম্বার লিখে ইনবক্স করুন আমাদের ফেসবুক পেইজে অথবা সরাসরি কল করুন +৮৮০১৯১৭৭৩৩৭৪১-- এই নম্বরে।
#অভিবাসীরগল্প
#স্বপ্নওবাস্তবতা
#দালালেরপ্রতারণা
#অভিবাসনসম্পর্কিতগবেষণা
#প্রবাসীরজীবন
#রেমিট্যান্সঅর্থনীতি
#প্রবাসীরপরিবার
#অভিবাসনসমাজেরপ্রভাব
#প্রতারণারশিকার
#অভিবাসীশ্রম









সমাজ, ঐতিহ্য ও ইতিহাস-সচেতন কথাসাহিত্যিক আখতারুজ্জামান ইলিয়াস-এর আজ মৃত্যুবার্ষিকী। বাংলা সাহিত্যকে গভীরভাবে ঋদ্ধকারী এই...
04/01/2025

সমাজ, ঐতিহ্য ও ইতিহাস-সচেতন কথাসাহিত্যিক আখতারুজ্জামান ইলিয়াস-এর আজ মৃত্যুবার্ষিকী। বাংলা সাহিত্যকে গভীরভাবে ঋদ্ধকারী এই লেখকের প্রয়াণদিবসে ইউপিএল পরিবার-এর পক্ষ থেকে জানাই গভীর শ্রদ্ধা ও ভালোবাসা।

বুয়েটের প্রয়াত অধ্যাপক জহুরুল হক বাংলা ভাষায় বিজ্ঞান চর্চায় অনন্য ভূমিকা রেখেছিলেন। তাঁর রচিত 'মানুষের শক্তি' গ্রন্থটি ব...
04/01/2025

বুয়েটের প্রয়াত অধ্যাপক জহুরুল হক বাংলা ভাষায় বিজ্ঞান চর্চায় অনন্য ভূমিকা রেখেছিলেন। তাঁর রচিত 'মানুষের শক্তি' গ্রন্থটি বিজ্ঞানবিষয়ক জনপ্রিয় বাংলা গ্রন্থের ইতিহাসে একটি অনন্য স্থান অধিকার করে আছে। এই বইটিতে সহজবোধ্য বাংলায় শক্তির একটি বৈজ্ঞানিক ব্যাখ্যা হাজির করেছেন অধ্যাপক জহুরুল হক। বাংলাদেশে নবায়নযোগ্য শক্তি নিয়ে গবেষণাও তাঁর হাত দিয়েই শুরু হয়েছিল।

কাজ করবার দৈহিক শক্তি যে-কোনো জীবিত প্রাণীর জন্য বেঁচে থাকবার প্রথম ও প্রধান শর্ত। হাতিয়ার ব্যবহার বা আগুনের আবিষ্কারের মাধ্যমে আদিম মানুষ যান্ত্রিক শক্তির যে সূচনা ঘটিয়েছিল, আধুনিক নভোযান বা তথ্যপ্রযুক্তি তারই ধারাবাহিকতা।

মানুষের শক্তি মুক্তধারা থেকে ১৯৮১ সালে প্রথম প্রকাশিত হয়, কিন্তু এর প্রাসঙ্গিকতা এখনও ফুরায়নি। শক্তির উত্তরোত্তর বহুবিধ ব্যবহার সভ্যতাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। শক্তির ব্যবহারের নবীনতম দৃষ্টান্তগুলোর সাথে পাঠকদের পরিচিত করিয়ে দেওয়ার লক্ষ্যে নতুন এ সংস্করণের শেষের পরিচ্ছেদে জ্বালানি বিষয়ে আধুনিক কিছু বিষয়ের অবতারণা করা হয়েছে।
কিশোরদের জানার আগ্রহ মেটাতে বিজ্ঞান ও যুক্তির সাহায্যে গুণগত তথ্যের ভিত্তিতে জ্বালানি সম্পর্কে ধারণা তৈরি করার ক্ষেত্রে এ-বইটি সাহায্য করবে।

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং প্রথিতযশা বিজ্ঞান-লেখক ড. আবু মোহাম্মদ জহুরুল হক পদার্থবিদ্যায় বিএসসি (অনার্স) করে যুক্তরাষ্ট্রের কলম্বিয়া ইউনিভার্সিটি থেকে এমএসসি এবং যুক্তরাজ্যের লন্ডন ইউনিভার্সিটির অধীনে কুইন মেরি কলেজ থেকে ১৯৬২ সালে পিএইচডি সম্পন্ন করেন।

জহুরুল হক অনুবাদক হিসেবেও খ্যাতিমান ছিলেন। লেখালেখির স্বীকৃতিস্বরূপ ১৯৭৯ সালে ‘বাংলা একাডেমি পুরস্কার’ এবং ১৯৯৬ সালে ‘স্বাধীনতা পদক’ পান। বিজ্ঞানের খেলাঘর (অনু. ১৯৫৯), জীবন ও বিজ্ঞান (১৯৬৮), তড়িৎ কৌশল পরিচয় (১৯৭২), হাল সাকিন (১৯৭৫), ছোট্ট এক রাজকুমার (অনু. ১৯৮৬), বিশ শতকের বিজ্ঞান ভাবনা (১৯৯৬) ইত্যাদি তাঁর উল্লেখযোগ্য গ্রন্থ।

বইটির মূল্য ২০ শতাংশ ছাড়ে ৩৭০ টাকা। অর্ডার করতে আপনার ঠিকানা ও ফোন নাম্বার লিখে ইনবক্স করুন আমাদের ফেসবুক পেইজে অথবা সরাসরি কল করুন +৮৮০১৯১৭৭৩৩৭৪১-- এই নম্বরে।
#মানুষের_শক্তি
#বাংলাবিজ্ঞান
#বিজ্ঞানচর্চা
#নবায়নযোগ্যশক্তি


#শক্তিরব্যবহার
#বিজ্ঞানগ্রন্থ

#বাংলাসাহিত্য
#প্রাকৃতিকশক্তি


#শক্তিরবৈজ্ঞানিকব্যাখ্যা

নীরদ সি চৌধুরী বহুকাল ধরেই একটা ধাঁধা হিসেবে রয়ে গেছেন। কেন নীরদ সুদূর অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পরবাসী হলেন? কেনইবা তিনি...
03/01/2025

নীরদ সি চৌধুরী বহুকাল ধরেই একটা ধাঁধা হিসেবে রয়ে গেছেন। কেন নীরদ সুদূর অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পরবাসী হলেন? কেনইবা তিনি আপন সংস্কৃতি থেকে বিচ্ছিন্ন হয়ে ঔপনিবেশিক শাসকের সংস্কৃতির জন্য দেওয়ানা পরিণত হলেন? ইসলাম ও মুসলমানদের বিষয়ে নীরদ সি চৌধুরীর বিশেষ দৃষ্টিভঙ্গির ব্যাখ্যা কী? নীরদের সদা বিষণ্ণতার উৎস কী?

ইয়ান অ্যালমন্ড এই সব প্রশ্নেরই জবাব দেয়ার চেষ্টা করেছেন 'নীরদ সি চৌধুরীর মন' গ্রন্থটিতে। এসব ঘটনার ব্যাখ্যা দিতে গিয়ে তাঁকে আশ্রয় নিতে হয়েছে মনোবিশ্লেষণ তত্ত্বের, উত্তর-ঔপনিবেশিক তত্ত্বের, মার্কসবাদের, ‘অ্যাফেক্ট থিওরি’ বা 'দেহাবেগ' তত্ত্বের এবং ইতিহাসবাদের। এখন পর্যন্ত নীরদ চৌধুরীকে নিয়ে যতগুলো বই লেখা হয়েছে, নীরদ সি চৌধুরীর মন তাদের মাঝে সবচেয়ে তথ্যবহুল এবং গভীর। সাহিত্য, ইতিহাস, দর্শন কিংবা রাজনীতিতে আগ্রহ আছে এমন যে কারো জন্যই এ বই গুরুত্বপূর্ণ।

নীরদ সি চৌধুরী (১৮৯৭-১৯৯৯) জন্মেছিলেন ময়মনসিংহের কিশোরগঞ্জে। বাংলা ভাষার ইতিহাসে অন্যতম বিতর্কিত লেখক নীরদ সি চৌধুরী সাহিত্য জীবন শুরু করেন আলোচিত বিদ্রূপাত্মক পত্রিকা শনিবারের চিঠি-তে লেখালেখির মধ্য দিয়ে। বাংলা ভাষায় চারটি বই লিখলেও তাঁর প্রধান পরিচিতি ইংরেজি ভাষার লেখক হিসাবেই। মৃত্যুর পরও তাঁকে ঘিরে কৌতূহল ও বিতর্কের সমাপ্তি ঘটেনি। 'আত্মঘাতী বাঙালী', 'বাঙালী জীবনে রমণী', 'The Autobiography of an Unknown Indian' প্রভৃতি গ্রন্থে তাঁর প্রকাশিত বক্তব্য ও দৃষ্টিভঙ্গি তাঁকে আজও আলোচিত এবং প্রাসঙ্গিক রেখেছে।

ইয়ান অ্যালমন্ড বিশ্বসাহিত্যের অধ্যাপক। বর্তমানে তিনি অধ্যাপনা করছেন যুক্তরাষ্ট্রের জর্জটাউন বিশ্ববিদ্যালয়ের কাতার শাখায়। পড়াশোনা করেছেন যুক্তরাজ্যের এডিনবরা বিশ্ববিদ্যালয়ে। সেখান থেকেই বিশ্বসাহিত্যে গবেষণার জন্য পিএইচডি ডিগ্রি প্রাপ্তি। এখন পর্যন্ত তাঁর প্রকাশিত গ্রন্থের সংখ্যা পাঁচ। তাঁর সুখ্যাতি মূলত ইসলাম ও সুফিবাদ সম্পর্কে তাঁর গবেষণামূলক কাজের জন্য। তাঁর বাকি চারটি বইয়ের নাম হলো টু ফেইথস, ওয়ান ব্যানার (হারভার্ড, ২০০৯), হিস্ট্রি অব ইসলাম অ্যান্ড জার্মান ঘট (রুটলেজ, ২০০৯), দ্য নিউ অরিয়েন্টালিস্টস (আই বি টরিস, ২০০৭) এবং সুফিজম অ্যান্ড ডিকন্সস্ট্রাকশন (রুটলেজ, ২০০৪)। আরবি, ফার্সি, কোরিয়ান সহ এখন পর্যন্ত সাতটি ভাষায় তাঁর লেখা অনুদিত হয়েছে।

বাংলা অনুবাদক:
হাসান আল জায়েদ ইউল্যাব বিশ্ববিদ্যালয়ের ইংরেজি সাহিত্যের শিক্ষক। তিনি বাংলা এবং ইংরেজি দুই ভাষাতেই লেখালেখি করেন।

রায়হান রহমান পেশায় ইঞ্জিনিয়ার। বুয়েট থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং-এ পড়াশোনা করার পর এমএ করেছেন ইংরেজি সাহিত্যে। বাংলা এবং ইংরেজি দুই ভাষাতেই সমান দক্ষ, তাই লেখালেখিও দুই ভাষাতেই।

বইটির ছাড়কৃত মূল্য ৩০৫ টাকা। বইটি সংগ্রহ করতে ঠিকানা ও ফোন নাম্বার লিখে ইনবক্স করুন আমাদের ফেসবুক পেইজে অথবা সরাসরি কল করুন +৮৮০১৯১৭৭৩৩৭৪১ এই নম্বরে।

#ইয়ানঅ্যালমন্ড #নীরদসিচৌধুরীরমন #মনোবিশ্লেষণ #তত্ত্ব #উত্তরঔপনিবেশিক #মার্কসবাদ #অ্যাফেক্টথিওরি #দেহাবেগ #ইতিহাসবাদ #মন #সাহিত্য #ইতিহাস #দর্শন #রাজনীতি

আকবর আলী খানের এই মৌলিক গবেষণা গ্রন্থটি বাংলাদেশের আমলাতন্ত্রের জটিলতা এবং দুর্বলতার একটি অকপট বিশ্লেষণ। লেখক নিজেই তার ...
03/01/2025

আকবর আলী খানের এই মৌলিক গবেষণা গ্রন্থটি বাংলাদেশের আমলাতন্ত্রের জটিলতা এবং দুর্বলতার একটি অকপট বিশ্লেষণ। লেখক নিজেই তার জীবনের শ্রেষ্ঠ সময়টি অতিবাহিত করেছেন আমলাতন্ত্রের মাঝে।

"Gresham's Law Syndrome and Beyond: An Analysis of the Bangladesh Bureaucracy" বইটি আকবর আলি খানের অন্যতম শ্রেষ্ঠ একটি কাজ হিসেবে বিবেচিত। প্রকাশের পর থেকে এটি আমলাতন্ত্র বিষয়ে পাঠকদের নতুন করে ভাবতে বাধ্য করেছে, অজস্র মৌলিক প্রশ্ন ও বিতর্কেরও জন্ম দিয়েছে। বাংলাদেশের আমলাতন্ত্র, প্রশাসন, সরকার পদ্ধতি, স্থানীয় সরকার, রাষ্ট্রব্যবস্থা নিয়ে আগ্রহী যে কারও পছন্দের তালিকায় এই গ্রন্থটি ওপরের দিকেই থাকবে।

শুরু থেকেই বাংলাদেশ ক্রমাগত কেনো শাসনব্যবস্থায় পিছিয়ে যাচ্ছে, সেই কারণটিই আকবর আলী খান এখানে অনুসন্ধান করতে চেয়েছেন। আমলাতন্ত্রের সংকট নিয়ে আলোচনার প্রয়োজনে বইটিতে বাংলাদেশের আমলাতন্ত্রের ঐতিহাসিক বিকাশ নিয়ে একটা ধারণা দেয়া হয়েছে। অন্য দেশগুলোর বাস্তব অভিজ্ঞতার সাথে তুলনামূলক আলোচনা এই বইটিতে হাজির করা হয়েছে এবং স্বাধীনতা-পরবর্তী নানান সময়ের প্রভাবও মূল্যায়ন করা হয়েছে। বাংলাদেশের আমলাতন্ত্র নিয়ে সবগুলো কমিশনের প্রতিবেদন এবং সেগুলোর পর্যালোচনা, বাস্তবায়ন নিয়েও একটা সম্যক ধারণা এই গ্রন্থে পাঠক পাবেন।

"Gresham's Law Syndrome and Beyond: An Analysis of the Bangladesh Bureaucracy" বইটির ছাড়কৃত মূল্য মাত্র 560 টাকা। বইটি অনলাইনে অর্ডার করলেই পাচ্ছেন পাচ্ছেন সারাদেশে ফ্রি ডেলিভারির সুবিধা এবং ২০% মূল্যছাড়। অনলাইনে বইটি সরাসরি সংগ্রহ করতে আপনার ঠিকানা এবং ফোন নাম্বার লিখে ইনবক্স করুন আমাদের পেইজে অথবা সরাসরি কল করুন +৮৮০১৯১৭৭৩৩৭৪১ এই নম্বরে।

#গবেষণা #মৌলিকগবেষণা #অর্থনীতি #আমলাতন্ত্র #প্রশাসন #বাংলাদেশ #ইউপিএল #ইউপিএলবুকস #দিইউনিভার্সিটিপ্রেসলিমিটেড #জ্ঞানভিত্তিকসমাজগঠনেইউপিএল "

ইউপিএল প্রকাশিত আমলাতন্ত্র, প্রশাসন ও গণনীতি বিষয়ক বইসমূহ। একসাথে ৩টা কিনলে ২৫শতাংশ ও ৬টা কিনলে ৩০শতাংশ ছাড়! সেইসাথে সার...
03/01/2025

ইউপিএল প্রকাশিত আমলাতন্ত্র, প্রশাসন ও গণনীতি বিষয়ক বইসমূহ। একসাথে ৩টা কিনলে ২৫শতাংশ ও ৬টা কিনলে ৩০শতাংশ ছাড়! সেইসাথে সারাদেশে ফ্রি ডেলিভারি তো থাকছেই!

1. Gresham's Law Syndrome and Beyond: An Analysis of the Bangladesh Bureaucracy
2.. Local Government in Bangladesh
3. Overcoming the Governance Crisis in Dhaka City
4. From Government to Governance: Expanding the Horizon of Public Administration to Public Management
5. Public Service Delivery in Bangladesh: Parliament, Public Policy and Local Government
6. Governance and Integrity: The National Integrity System in Bangladesh
7. Governance & the Governed.
8. Towards good governance.
9. Friendly Fires, Humpty Dumpty Disorder, and Other Essays

অর্ডার করতে আপনার ঠিকানা ও ফোন নাম্বার লিখে ইনবক্স করুন আমাদের ফেসবুক পেইজে অথবা সরাসরি কল করুন +৮৮০১৯১৭৭৩৩৭৪১-- এই নম্বরে।

#আমলাতন্ত্র #জনপ্রশাসন #প্রশাসন #দুর্নীতি #সংস্কার #আইন #বাংলাদেশ

পৃথিবীর বিভিন্ন ভাষার মত বাংলা ভাষাতেও মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহে-ওয়াসাল্লাম-এর উপর অসংখ্য গ্রন্থ রচিত ও ...
03/01/2025

পৃথিবীর বিভিন্ন ভাষার মত বাংলা ভাষাতেও মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহে-ওয়াসাল্লাম-এর উপর অসংখ্য গ্রন্থ রচিত ও সংকলিত হয়েছে। হযরত (দ.)-এর জীবন ও আদর্শ নিয়ে রচিত বর্তমান গ্রন্থ নবী পরিচয় ইসলামী চিন্তাবিদগণ কর্তৃক প্রশংসিত একখানা গ্রন্থ। এই গ্রন্থে লেখক মহানবী হযরত মুহাম্মদ (দ.)-এর আদর্শ ও কর্মময় জীবনকে যেভাবে সুসংগত যুক্তির মাধ্যমে উপস্থাপন করেছেন তা বিরল।

লেখক মহানবীর জীবন ও আদর্শের বিভিন্ন বৈশিষ্ট্যকে জ্ঞান-বিজ্ঞানের কষ্টি পাথরে যুক্তির আলোকে এমনভাবে তুলে ধরেছেন, যা যেকোন বিদগ্ধজনকেই অনায়াসে আকৃষ্ট করে। গ্রন্থটিতে বিশ্বনবীর পরিচয় সার্থকভাবে বর্ণিত হয়েছে। ফলে এটি ইসলাম ধর্মাবলম্বীসহ সকল ধর্মের মানুষের কাছেই তথ্যপূর্ণ ও সাবলীল গ্রন্থ হিসেবে দেখা দেবে।

বইটির লেখক মাওলানা মমতাজ উদ্দীন আহমেদ প্রথমে কোলকাতা ও পরে ঢাকা আলিয়া মাদরাসায় অধ্যাপনা করেছন। এছাড়াও, তিনি ঢাকায় 'বড় মাওলানা ছাহেব' নামে খ্যাতি লাভ করেছিলেন।

লন্ডন বিশ্ববিদ্যালয়ের আরবী ও মধ্যপ্রাচ্য বিদ্যা বিভাগের অধ্যাপক আলফ্রেড গিয়োমকে বিবেচনা করা হতো আরবী ভাষা, ইসলাম ধর্ম ও এই অঞ্চলটি বিষয়ে অন্যতম প্রভাবশালী পণ্ডিত হিসেবে। পশ্চিমা পৃথিবীতে ইসলাম ও প্রাচ্য জগত নিয়ে এমনকি অ্যাকাডেমিক মহলেও যে বিদ্বেষ, অপপ্রচারের রাজত্ব ছিলো, তা থেকে মুক্ত করতে যারা ভূমিকা রেখেছেন, তাদের মাঝে অন্যতম ব্যক্তিত্ব হলেন আলফ্রেড গিয়োম।

আলফ্রেড গিয়োমের “ইসলাম” গ্রন্থটি সঙ্গতকারণেই প্রথম প্রকাশের পর থেকে এখন পর্যন্ত পৃথিবী জুড়ে সমান জনপ্রিয়। নয়টি অধ্যায়ে বিভক্ত এই বইতে ইসলামের ঐতিহাসিক পটভূমি, নবীর আবির্ভাব, আল কোরআন ও নবিজীর হাদিসের সংরক্ষণ ও এর পাঠ, ইসলামী সাম্রাজ্যের বিকাশ ও বিস্তার, ইসলামী দর্শন ও ধর্মমতের বিকাশ, মরমীবাদ এবং আধুনিক পৃথিবীতে ইসলামের অবস্থান বিষয়ে আলোচনা করা হয়েছে।

ইসলাম বিষয়ে আলোচনার সময়ে আলফ্রেড গিয়োম যথাসম্ভব পদ্ধতিগতভাবে নিরপেক্ষতা অবলম্বন করেছেন। এর ফলে যে কোন পাঠক ভাবাবেগ কিংবা বিদ্বেষ মুক্ত হয়ে ইসলামের উদ্ভব ও বিকাশ যেমন ইতিহাসগতভাবে বুঝতে পারবেন, তেমনি বিশ্বব্যাপী ইসলামী সভ্যতা ও সংস্কৃতি ছড়িয়ে পড়ার রাজনৈতিক ও সামাজিক কারণগুলোও উপদ্ধতি করতে পারবেন। যে কোন মহান সভ্যতাকে বুঝতেই আসলে যে দৃষ্টিভঙ্গি অত্যন্ত জরুরি।

ইসলামের বুনিয়াদ ও ইতিহাস সম্পর্কে মৌলিক ধারণাগুলো অর্জনে অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করবে আলফ্রেড গিয়োমের বই “ইসলাম”। এর অনুবাদটিও অত্যন্ত সাবলীল ও ঝরঝরে বাংলা হওয়াতে পাঠকরাও বইটি পড়তে আনন্দ পাবেন।

অনূদবাদক মোজাফফর হোসেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের বিভাগীয় চেয়ারম্যান হিসেবে অবসর গ্রহণ করেছেন।

পবিত্র কোরআন মজীদ সম্পর্কে জানার উৎসাহ নিয়ে যাঁরা "কোরআন পরিচয়" পাঠে ব্রতী হবেন, তাঁদের জন্য কালামে মজীদ সম্পর্কিত অসংখ্য উত্তর এতে সন্নিবেশিত হয়েছে। কোরআন মজীদ সম্পর্কিত বিভিন্ন খুঁটিনাটি বিষয় এই গ্রন্থে উঠে এসেছে।

কোরআন কখন কিভাবে, কোথা থেকে নাযিল হলো, কার প্রতি নাযিল হলো, কিভাবে তা অদ্যাবধি অক্ষত থাকলো, পূর্বে নাযিলকৃত অন্যান্য আসমানী কিতাবের সাথে কোরআন মজীদের সম্পর্ক বা সামঞ্জস্য কি, স্থায়ী সুরক্ষার ব্যবস্থাটা কি, অবতরণের নিখুঁত বিবরণ, পাঠরীতি নিয়ে বিভ্রান্তির নিরসন, যতিচিহ্নসমূহের ব্যবহার কিভাবে সন্নিবেশিত হয়েছে এবং সূরাহ্, আয়াত, পারা ইত্যাদি বিষয়ে গভীর তথ্যবহুল আলোচনা এ গ্রন্থে বিশ্লেষিত হয়েছে।
আদি মানব থেকে শুরু করে মানবজাতির ক্রমবিকাশ এবং তাদের ইতিহাস-ঐতিহ্য মহাগ্রন্থ কোরআন মজীদে কিভাবে বর্ণিত হয়েছে, মানব সৃষ্টির মূল রহস্য, নবী-রছুল ও ওলীগণের বিবরণ, আল্লাহ্ প্রেমিক সৎকর্মশীল এবং অসৎ, দাম্ভিক-অহংকারী মানুষদের বিষয়াবলী কিভাবে কোরআন মজীদে আলোচিত হয়েছে তাও জানা যাবে এ গ্রন্থ পাঠে। এমনকি পাক কোরআন ও বর্তমান আধুনিক জ্ঞান বিজ্ঞানের পারস্পরিক গভীর সম্পর্ক অত্যন্ত সাবলীলভাবে এ গ্রন্থে বর্ণিত হয়েছে।

অর্ডার করতে আপনার ঠিকানা ও ফোন নাম্বার লিখে ইনবক্স করুন আমাদের ফেসবুক পেইজে অথবা সরাসরি কল করুন +৮৮০১৯১৭৭৩৩৭৪১-- এই নম্বরে।

#ইসলাম #মুসলিম #সাম্রাজ্য #আরব #মুসলমান
#ইসলাম #নবী #রাসুল #মহানবী #হযরত #বই #বাংলাদেশ #নবীজীবনী

সাংবাদিকতার সূত্রে শুধু নন, অনূবাদ সাহিত্যের কারণেও ঊর্মি রহমান পাঠকদের কাছে সমাদৃত একটি নাম। মনে পড়ে টুকরো স্মৃতি গ্রন...
02/01/2025

সাংবাদিকতার সূত্রে শুধু নন, অনূবাদ সাহিত্যের কারণেও ঊর্মি রহমান পাঠকদের কাছে সমাদৃত একটি নাম। মনে পড়ে টুকরো স্মৃতি গ্রন্থে ঊর্মি রহমান পঞ্চাশের দশক থেকে শুরু করে সত্তরের দশক ও তার পরবর্তী সময়ের ঢাকা, খুলনা এবং পার্বত্য চট্টগ্রামের প্রাকৃতিক, সামাজিক ও রাজনৈতিক পরিবর্তনের ধারাবাহিক বর্ণনার পাশাপাশি সাংবাদিকতার বৈচিত্র্যময় ঘটনার স্মৃতি রোমন্থন করেছেন। ঊনসত্তরের গণঅভ্যুত্থানসহ তৎকালীন পূর্ব-পাকিস্তানের প্রগতিশীল গণতান্ত্রিক আন্দোলনে তাঁর সক্রিয় ভূমিকার বিবরণ এখানে মিলবে।

মুক্তিযুদ্ধের দিনগুলোতে নিপীড়ন ও সংগ্রামের চিত্রও পাঠক এখানে পাবেন। পঞ্চাশ ও ষাটের দশকের সৃজনশীল নানান ক্ষেত্রে সক্রিয় নারী হিসেবেও ঊর্মি রহমানের স্মৃতিকথার মূল্য বিপুল। পুরুষতান্ত্রিক সমাজের অসংখ্য বাধা তাঁকে অতিক্রম করতে হয়েছে। নানান দেশ ভ্রমণের অভিজ্ঞতাও হয়েছে ঊর্মি রহমানের। সংবাদকর্মীর চোখে ওই সময়ের পৃথিবীরও কিছু টুকরো কিন্তু অর্থপূর্ণ দৃশ্যও লেখক পাঠকের জন্য তুলে রেখেছেন এই বইটিতে।

স্মৃতিকথা পড়তে আগ্রহী যে কেউ মনে পড়ে টুকরো স্মৃতি গ্রন্থটি পাঠ করে আনন্দ পাবেন। আর, বাংলাদেশের ইতিহাস, মুক্তিযুদ্ধের ইতিহাস, নারীর ইতিহাস, প্রগতিশীল সংগ্রামের ইতিহাস বা বাংলাশের সমাজ পরিবর্তনের ইতিহাসের আগ্রহী পাঠক, গবেষক এবং ইতিহাসবিদেরা এই গ্রন্থে পাবেন অজস্র মূল্যবান সূত্র।

বইটি সংগ্রহ করতে আপনার ঠিকানা ও ফোন নাম্বার লিখে ইনবক্স করুন আমাদের ফেসবুক পেইজে অথবা সরাসরি ফোন করুন +৮৮০১৯১৭৭৩৩৭৪১ এই নম্বরে।

#বইপ্রেমী #ইউপিএল #বই #লেখক #ইতিহাস #বাংলাদেশ
#স্মৃতি #আত্নজীবনী #মুক্তিযুদ্ধ #স্মৃতিকথা #স্বাধীনবাংলা

একজন সাহিত্যিক কিভাবে এবং কেন রাজনৈতিক কর্মী থেকে শুরু করে দার্শনিক, সকলের জন্য অবশ্যপাঠ্য হয়ে ওঠেন, তার অন্যতম বড় উদাহর...
02/01/2025

একজন সাহিত্যিক কিভাবে এবং কেন রাজনৈতিক কর্মী থেকে শুরু করে দার্শনিক, সকলের জন্য অবশ্যপাঠ্য হয়ে ওঠেন, তার অন্যতম বড় উদাহরণ নগুগি ওয়া থিয়োঙ্গো।

উপনিবেশিক মনোবৃত্তি আমাদের চিন্তা ও কাজকে কতভাবে দাসত্বে আটকে রাখে, সেটা নিয়ে আমরা কতটুকু সচেতন? ‘মনোজগতের বিউপনিবেশায়ন’ গ্রন্থটিকে ভাষা ও ভাষার রাজনীতি-বিষয়ে অন্যতম প্রভাবশালী কাজ হিসেবে গণ্য করা হয়।

আফ্রিকার সাহিত্য ও সংস্কৃতির সমৃদ্ধ ঐতিহ্যকে ঔপনিবেশিক শাসকরা যে প্রক্রিয়ায় সমগ্র মহাদেশটি থেকে হটিয়ে দিয়েছিল, সেটকে নগুগি ওয়া থিয়োঙ্গো উন্মোচন করেছেন এই গ্রন্থটিতে। পাশাপাশি সে প্রক্রিয়ারই ধারাবাহিকতা কিভাবে স্বাধীনতার পরও অব্যাহত ছিল, সেটাকেও দেখিয়েছেন। এর বিরুদ্ধে সংগ্রামের পথও নগুগি দেখিয়েছেন তার এই যুগান্তকারী গ্রন্থটিতে।

এই প্রবন্ধগুলো সাহিত্যতত্ত্বের গবেষকদের কাছে যেমন আকর্ষণীয়, রাজনৈতিক কর্মীদের কাছেও তেমনই প্রাসঙ্গিক। নগুগির নিজের ও অন্য বহু মানুষের অজস্র অভিজ্ঞতার বিবরণ এবং সেগুলোর বিশ্লেষণ এ বইটিকে একদিকে সহজবোধ্য ও আকর্ষণীয় করেছে, অন্য দিকে নগুগির তাত্ত্বিক চিন্তাকে বাস্তবের শক্ত জমিনও প্রদান করেছে।

সূচি:
ভূমিকা: সংগ্রামের সর্বজনীন ভাষার দিকে
অধ্যায় ১: আফ্রিকার সাহিত্যের ভাষা
অধ্যায় ২: আফ্রিকার থিয়েটারের ভাষা
অধ্যায় ৩: আফ্রিকার কল্পকাহিনির ভাষা
অধ্যায় ৪: প্রাসঙ্গিকতার সন্ধান

সংগ্রহ করতে আপনার ঠিকানা ও ফোন নাম্বার লিখে ইনবক্স করুন আমাদের ফেসবুক পেইজে অথবা সরাসরি কল করুন +৮৮০১৯১৭৭৩৩৭৪১-- এই নম্বরে। আর ৮০০ টাকার উপরে অর্ডার করলে ডেলিভারি চার্জ ফ্রি।

কবিতা দিয়েই বিশ্ববিখ্যাত নাট্যকার ব্রেখটের সাহিত্য জীবনের সূচনা হয়েছিল। তাঁর বত্রিশটি কবিতার বাংলা অনুবাদ নিয়ে এই সংকলন।...
02/01/2025

কবিতা দিয়েই বিশ্ববিখ্যাত নাট্যকার ব্রেখটের সাহিত্য জীবনের সূচনা হয়েছিল। তাঁর বত্রিশটি কবিতার বাংলা অনুবাদ নিয়ে এই সংকলন।

কবিতাগুলো ভঙ্গি ও বিষয়ের দিক দিয়ে অনন্য।সমকালীন কবিতা হলেও সেগুলো যেন মহাকালকে ছুঁয়েছে তার চেতনার অবিনশ্বরতা দিয়ে। জার্মানিতে শুধু নয়, সারা পৃথিবীতে এখনও সেগুলো সমান জনপ্রিয়। 'বেশ্যা ইভলিন রো'-র গাঁথা জার্মান ও ইংরেজি উভয় ভাষাতেই আজও তরুণরা গিটার নিয়ে গান।

অনেকেই মনে করেন শেকসপিয়র বড়ো নাট্যকার ছিলেন– একথা বলা খণ্ডিত সত্য, কারণ তিনি বড়ো কবিও ছিলেন। এমন কথা বের্টল্ট ব্রেখ্‌ট সম্বন্ধেও প্রযোজ্য। কবিতা দিয়েই তাঁর সাহিত্যযাত্রার শুরু। কবিতাই ব্রেখ্‌টকে প্রবিষ্ট করিয়েছে নাটকে এবং পরবর্তী সময়ে তাঁর সকল জীবনদর্শনের বিকাশ ঘটেছে নাটকেই। তাই একথা বললে ভুল হবে না যে বের্টল্ট ব্রেখ্‌ট মূলত কবি। কিন্তু বিষয়টি তাঁর নিজের দেশেও বহুদিন অজ্ঞাত ছিল; সম্ভবত একারণে যে কবিতা ছিল তাঁর একান্ত বাগান, ফলে কবিতা প্রকাশের ব্যাপারে তিনি ছিলেন উদাসীন। প্রখ্যাত অনুবাদক আবদুস সেলিম অনূদিত এই কবিতা সংকলনটি বের্টল্ট ব্রেখ্‌ট-এর কাব্য-প্রতিভার আভাস বাঙালি পাঠকের কাছে সফলভাবে হাজির করে।

অনুবাদক আবদুস সেলিম পেশায় ইংরেজি ভাষা ও ভাষাতত্ত্বের অধ্যাপক। তিনি লিবিয়ার টিচার্স ট্রেনিং কলেজের পাশাপাশি ইংল্যান্ড, যুক্তরাষ্ট্র ও জার্মানিতে শিক্ষকতা করেছেন। নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ে তিনি অনুষদ সদস্য ছিলেন। তিনি রামেন্দু মজুমদারের থিয়েটার স্কুলে থিয়েটারের নন্দনতত্ত্ব শেখান।

তাঁর প্রথম অনুবাদগ্রন্থ বের্টল্ট ব্রেখ্‌ট রচিত নাটক 'The Life of Galileo Galilei'-র বাংলা অনুবাদ 'গ্যালিলিও' প্রকাশিত হয় ১৯৭৫ সালে, এটি বাংলাদেশে অন্যতম দর্শক-নন্দিত মঞ্চনাটক। বাংলাদেশের ষাট দশকের প্রধান কবিদের কবিতার ইংরেজি অনুবাদ 'Selected Poems from Bangladesh' আবদুস সেলিমের আর একটি উল্লেখযোগ্য অনুবাদকর্ম। তাঁর অন্যান্য প্রকাশিত গ্রন্থের মাঝে আছে নাটক সংকলন 'পাঁচ মঞ্চনাটক', 'নাট্যত্রয়ী', তিন খণ্ডে প্রকাশিত উনিশটি নাটকের সংকলন অনুবাদ নাটক সমগ্র 'Violated in 1971'; আবদুস সেলিম-এর ইংরেজি অনুবাদ 'Binodini' যা ইয়েল বিশ্ববিদ্যালয়ে নাট্যকলা বিভাগের পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত।

ইউপিএল ইতোপূর্বে আবদুস সেলিমের অনুবাদে 'অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড'-এর বাংলা অনুবাদ প্রকাশ করেছে। এছাড়াও তাঁর অনুবাদে 'সাতটি ধ্রুপদী ও আধুনিক নারীবাদী নাটক' অচিরেই প্রকাশিত হবে।
সূচি:
কবি পরিচয়
প্রাথমিক পর্যায়ের কবিতা ও কিছু বন্দনা
পরবর্তী অনুরাগের ও প্রথম শহুরে কবিতা
শহুরে প্রভাব
সংশয়ের কবিতা
নির্বাসনের প্রথম কয়েক বছর
ব্যঙ্গ কবিতা
অন্ধকারতম সময়
আমেরিকার কবিতা
নতুন করে গড়ার কবিতা
শেষ-পর্যায়ের কবিতা

বইটির ছাড়কৃত মূল্য মাত্র ২০০ টাকা। বইটি সংগ্রহ করতে সরাসরি কল করুন +৮৮০১৯১৭৭৩৩৭৪১-এই নম্বরে অথবা আপনার ঠিকানা ও ফোন নাম্বার লিখে ইনবক্স করুন আমাদের ফেসবুক পেইজে।

#অনুবাদ #কবিতা #সংকলন #নাট্যকার #মহাকাল #ভাষাতত্ত্ব #কবি #থিয়েটার #নন্দনতত্ত্ব

বাংলাদেশের ইতিহাসের দুইটি আকর্ষণীয় প্রসঙ্গ চা বাগান এবং পুরান ঢাকা, আর এগুলোর বর্ণনা যদি হয় নিখুঁত এবং হাস্যরসাত্মক, তাহ...
02/01/2025

বাংলাদেশের ইতিহাসের দুইটি আকর্ষণীয় প্রসঙ্গ চা বাগান এবং পুরান ঢাকা, আর এগুলোর বর্ণনা যদি হয় নিখুঁত এবং হাস্যরসাত্মক, তাহলে তো কথাই নেই! লেখক আনোয়ারুল আজিম তাঁর জীবনের একটি অংশ কাটিয়েছেন চা বাগানে। চা বাগানে অতিবাহিত সেই জীবনের গল্প বলে "My Life in Tea"। এই ঝরঝরে ভাষায় লেখা আত্মজীবনীতে পাঠকেরা চা বাগানের বৈচিত্র্যময় সংস্কৃতি, সেখানকার উৎপাদন ব্যবস্থা, চা বাগানে ব্যবহৃত পরিভাষাগুলো সম্পর্কে জানতে পারবেন। প্রতিদিনের সাধারণ এক কাপ গরম চা-এর পেছনে কী পরিমাণ শ্রম ঢালতে হয় সেই তথ্য পাঠককে নতুনভাবে ভাবাবে। বইটিকে আরও সমৃদ্ধ করেছে উনিশ শতকের মাঝামাঝি থেকে পুরান ঢাকা কেমন ছিলো, তার অসাধারণ বিবরণ।

পঞ্চাশের দশকের সাদাকালো ঢাকাকে জীবন্ত করে তুলেছেন আনোয়ারুল আজিম তার স্মৃতিকথায়। সেইসাথে তুলে ধরেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাখ্যান, মধ্যবিত্ত পরিবারের মানসিক-সামাজিক দিক, চা-বাগানের উপর মুক্তিযুদ্ধের প্রভাব এবং শহরের জীবন এবং চা-বাগানের জীবনের মধ্যে পার্থক্য। বইটির পাতায় পাতায় পাঠকেরা শুধুমাত্র চা বাগানের সৌন্দর্যের বিবরণই নয়, বরং চা-বাগানের সংস্কৃতিতে ব্রিটিশ প্রভাব এবং বিদ্যমান শ্রেণিবিন্যাস সম্পর্কে জানতে পারবেন। এই বইটি লেখক আনোয়ারুল আজিমের ঘটনাবহুল এবং দুঃসাহসিক জীবনের একটি প্রাণবন্ত বিবরণ।

'My Life in Tea'-এর ছাড়কৃত মুল্য মাত্র ৭৭০ টাকা এবং সারাদেশে ফ্রি ডেলিভারি। বইটি অর্ডার করতে আপনার ঠিকানা এবং ফোন নাম্বার লিখে ইনবক্স করুন আমাদের ফেসবুক পেইজে অথবা সরাসরি কল করুন +৮৮০১৯১৭৭৩৩৭৪১- এই নম্বরে।

#আত্মজীবনী #স্মৃতিকথা #চাবাগান #ঢাকা #ইউপিএল #দিইউনিভার্সিটিপ্রেসলিমিটেড #জ্ঞানভিত্তিকসমাজগঠনেইউপিএল

বাংলাদেশের গ্রাম সমাজ গত কয়েক শতকে যে বিপুল রূপান্তরের মধ্য দিয়ে যাচ্ছে, তার স্বরূপটিকে চিহ্নিত করবার চেষ্টা করা হয়েছ...
01/01/2025

বাংলাদেশের গ্রাম সমাজ গত কয়েক শতকে যে বিপুল রূপান্তরের মধ্য দিয়ে যাচ্ছে, তার স্বরূপটিকে চিহ্নিত করবার চেষ্টা করা হয়েছে এই বইটিতে। গ্রাম শব্দটি শুনলেই আমাদের মনে ভেসে ওঠে সবুজ প্রান্তর, দিগন্তজোড়া জমিতে ধান চাষ, নদী বা পুকুরে মাছ চাষ, কৃষিকাজে মগ্ন কৃষক, মানুষ ইত্যদি।

সুজলা—সুফলা, শস্য—শ্যামলা গ্রামের গোলা ভরা ধান আর পুকুর ভরা মাছের বয়ান আমরা গল্প-উপন্যাসে পাই, তার কতটুকু সত্যিকারের গ্রামের বাস্তবতাকে প্রতিফলিত করে? বা, গ্রামকে এককভাবে ‘কৃষিভিত্তিক সমাজ’ হিসেবেই উপস্থাপন করা গবেষণাগুলোতে গ্রামের সংজ্ঞায়ন কতটুকু কার্যকর আছে? গ্রামের বদলটি শুধু রাস্তাঘাট ও যানবাহন, রাইসমিল, ইট ভাটা বা ঘর—দালানের সংখ্যা দিয়েও বোঝা যাবে না। গ্রামের ক্ষমতা কাঠামো এবং সমাজ সম্পর্কেও বিপুল বদল এসেছে। যাতায়াতের বিকাশের কারণে কাজের সুযোগ বৃদ্ধি, বাণিজ্যিক শিল্প ও কৃষির বিস্তার, পর্যটনের বিকাশ, প্রবাস থেকে আসা বৈদেশিক মুদ্রা প্রভৃতি মিলে বাংলাদেশের গ্রাম সমাজকে মৌলিকভাবেই বদলে দিয়েছে। এই বদলে যাওয়া আবহেই বাংলাদেশের গ্রামকে নতুন করে সংজ্ঞায়িত করতে চেষ্টা করেছে ‘একুশ শতকের গ্রাম ও কৃষক সমাজ’ গ্রন্থটি।

এই কাজটি করতে গিয়ে অনেকগুলো নতুন প্রশ্নেরও মুখোমুখি হয়েছেন লেখক। গ্রামীণ জনগোষ্ঠী গ্রামকে কীভাবে সংজ্ঞায়িত করেন? শহুরে সাহিত্যিক বা গবেষকের উপস্থাপিত গ্রাম কতখানি প্রতিফলিত করে গ্রামের বাস্তবতাকে? নৃবিজ্ঞানী, সমাজবিজ্ঞানী, অথর্নীতিবিদ কিংবা রাজনীতি নিয়ে যারা ভাবেন, এমন সকলেই এই গবেষণাটি থেকে প্রয়োজনীয় অনেক অন্তর্দৃষ্টির সন্ধান পাবেন।

অনলাইনে বইটি অর্ডার করতে আপনার ঠিকানা ও ফোন নাম্বার লিখে ইনবক্স করুন আমাদের ফেসবুক পেইজে।

#গ্রাম #অর্থনীতি #কৃষি #কৃষক #সমাজবিজ্ঞান #সমাজ #গ্রামীণঅর্থনীতি

Address

R H Home Centre, Suite 232-239, Level 3, 74/B/1 Green Road
Dhaka
1215

Opening Hours

Monday 09:00 - 19:00
Tuesday 09:00 - 19:00
Wednesday 09:00 - 19:00
Thursday 09:00 - 19:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 19:00

Telephone

+8801917733741

Alerts

Be the first to know and let us send you an email when The University Press Limited (UPL) posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to The University Press Limited (UPL):

Share