Rubayet Rabbi

Rubayet Rabbi Let's spread positivity

এটা আমার ইউটিউব চ্যানেলের এনালিটিক্স।মজার বিষয় হচ্ছে, ইউটিউবের ভিডিও মানুষ শেয়ারও করে! ৩.৫ কে শেয়ার।আসলে দিনের নির্দিষ্ট...
21/12/2024

এটা আমার ইউটিউব চ্যানেলের এনালিটিক্স।

মজার বিষয় হচ্ছে, ইউটিউবের ভিডিও মানুষ শেয়ারও করে! ৩.৫ কে শেয়ার।

আসলে দিনের নির্দিষ্ট একটা সময় (৮-৯ ঘণ্টা) আমার রুটি-রুজির জন্য দিতে হয়। তার পরে যে সময়টা বেঁচে থাকে, সেটা কন্টেন্ট ক্রিয়েশনের জন্য দেওয়া হয়।

ভেবেছিলাম ২০২৪ সালের শেষ ১০০ দিন কন্টিনিয়াসলি ভিডিও তৈরি করব। সেটা শর্টস হোক বা লং ভিডিও।

এই কারণে ১০০ দিনের জন্য আমার ফেসবুক আইডিটা ডিঅ্যাকটিভ করে রাখা, যেন কোনো ডিসট্রাকশন ছাড়াই ভিডিও বানাতে পারি।

যাই হোক, কিছুটা হলেও সেটা করতে পেরেছি, আলহামদুলিল্লাহ!

ব্যস্ততার কারণে লাস্ট কয়েকটা মাস বই-খাতা একটু কমই পড়া হয়েছে। বিশেষ করে এই Self help টাইপের বই।গতকাল এই ৪টি অসাধারণ বই কি...
08/12/2024

ব্যস্ততার কারণে লাস্ট কয়েকটা মাস বই-খাতা একটু কমই পড়া হয়েছে। বিশেষ করে এই Self help টাইপের বই।

গতকাল এই ৪টি অসাধারণ বই কিনেছি। এগুলো পড়ে এখানকার দারুণ সব টপিক নিয়ে রিল বা ২-৩ মিনিটের ভিডিও দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ (আমার ফে/সবুক পেজে)।

আপনার পড়ে ভালো লেগেছে এমন একটি Self help টাইপের বইয়ের নাম কমেন্টে জানাতে পারেন, ধন্যবাদ।

ছবিতে যাকে দেখতে পাচ্ছেন এই ব্যক্তির নাম ‘Roel van de paar'। তিনি পৃথিবীর প্রথম এবং একমাত্র ব্যক্তি যিনি ইউ/টিউবে ২ মিলি...
01/12/2024

ছবিতে যাকে দেখতে পাচ্ছেন এই ব্যক্তির নাম ‘Roel van de paar'। তিনি পৃথিবীর প্রথম এবং একমাত্র ব্যক্তি যিনি ইউ/টিউবে ২ মিলিয়ন অর্থাৎ ২০ লাখ ভিডিও আপলোড করেছেন।

এই কারণে তিনি ২০২২ সালে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস অর্জন করেন।

আমেরিকার এই ব্যক্তি মূলত কম্পিউটার এবং টেকনিকাল প্রবলেমের উপর ভিডিও তৈরি করে থাকেন।

©Rubayet Rabbi

আমার পড়া ১০ টি Self-development বই।1. The Almanack Of Naval Ravikant2. Think and Grow Rich3. Rich Dad Poor Dad4. Keep go...
20/11/2024

আমার পড়া ১০ টি Self-development বই।

1. The Almanack Of Naval Ravikant

2. Think and Grow Rich

3. Rich Dad Poor Dad

4. Keep going

5. Atomic habits

6. Eat That Frog

7. The 7 Habits of Highly Effective People

8. The psychology of money

9. The Subtle Art of Not Giving a F*ck

10. Steal Like an Artist

এর মধ্যে আপনি কোন কোন বইটি পড়েছেন চাইলে কমেন্টে জানাতে পারেন।

এবং এর বাইরে পড়া বইয়ের নামও জানাতে পারেন।

আলহামদুলিল্লাহ! সম্প্রতি আমরা ইউটিউবে ৫ হাজার সাবস্ক্রাইবারের ছোট্ট একটা মাইলফলক ক্রস করেছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।এখানে...
15/11/2024

আলহামদুলিল্লাহ! সম্প্রতি আমরা ইউটিউবে ৫ হাজার সাবস্ক্রাইবারের ছোট্ট একটা মাইলফলক ক্রস করেছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।

এখানে একটু বলে রাখা দরকার, যেহেতু আমার চ্যানেলের অধিকাংশ ভিডিও গুলো ইতিহাস, ভু-রাজনীতি, ইত্যাদি টাইপের। যার কারণে এখানে অনেক ইনফরমেশনের দরকার পড়ে।

আর এই সকল ইনফরমেশন গুলো সাধারণত আমি দেশি-বিদেশি বিভিন্ন পত্রিকা, ম্যাগাজিন এবং বই থেকে নিয়ে থাকি।

সব সময় চেষ্টা করি ভালো একটা সোর্স থেকে এই ইনফরমেশন গুলো কালেক্ট করার। তারপরও মাঝে মধ্যে হয়তো কোন একটা “সাল বা নাম” ইত্যাদি টুকটাক ভুল হয়ে যায়। যার কারণে আমি আন্তরিকভাবে দুঃখিত।

আর হ্যাঁ, আমার কোন ভিডিওতে এরকম যদি কোন ভুল হয়ে থাকে তাহলে আমি কারেকশনটা কমেন্ট বক্স এবং ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়ার চেষ্টা করব। আর যে সোর্স থেকে নেওয়া সেই সোর্সের লিঙ্ক দেওয়ার চেষ্টা করব।

আশা করি সামনের ভিডিও গুলো ভালো হবে।

Thanks again!

23/09/2024

বাংলাদেশে রাষ্ট্র*ধর্ম ইস*লাম ঘোষণা করেন হুসেইন মুহাম্মদ এরশাদ।

29/08/2024

লাল পাসপোর্ট কারা পেয়ে থাকে?

27/08/2024

রানা প্লাজা ধ/সের কারণ ৷ The tragedy of Rana Plaza

20/08/2024

ওয়াজেদ মিয়াকে আপনি কতটুকু চেনেন?

বাবা মুুক্তিযোদ্ধা না হলেও মুক্তিযোদ্ধা কোটায় চাকরি নিয়েছেন ডিবি হারুন
16/08/2024

বাবা মুুক্তিযোদ্ধা না হলেও মুক্তিযোদ্ধা কোটায় চাকরি নিয়েছেন ডিবি হারুন

15/08/2024
শেখ হাসিনার পতনের পর যে সকল বিষয়গুলো নিয়ে তুমুল আলোচনা হচ্ছে তার মধ্যে প্রথম অবস্থানে রয়েছে আয়নাঘর এবং দ্বিতীয় অবস্থানে ...
14/08/2024

শেখ হাসিনার পতনের পর যে সকল বিষয়গুলো নিয়ে তুমুল আলোচনা হচ্ছে তার মধ্যে প্রথম অবস্থানে রয়েছে আয়নাঘর এবং দ্বিতীয় অবস্থানে রয়েছে ছবির এই ব্যক্তিটি।

নাম বাবর। পুরো নাম লুৎফুজ্জামান বাবর। কেনো তাকে নিয়ে এত আলোচনা হচ্ছে? বিএনপি'র ভারপ্রাপ্ত সভাপতি তারেক রহমানের সাথে তার কিসের সম্পর্ক? ভারতের সেভেন সিস্টার্সে তিনি কেন দশ ট্রাক অ/স্ত্র পাঠাতে চেয়েছিলেন?

১৯৫৮ সালের ১০শে অক্টোবর জন্মগ্রহণ করেন লুৎফুজ্জামান বাবর। তাঁর প্রাতিষ্ঠানিক শিক্ষা এইচএসসি পর্যন্ত।

তিনি ১৯৯১ সালে প্রথমবারের মতো নেত্রকোনা থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।

এরপর ১৯৯৬ সাল এবং সর্বশেষ ২০০১ সালে নেত্রকোনা থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।

২০০১ সালে, বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোট, বাংলাদেশে সরকার গঠন করার পর যে কয়েকজন ব্যক্তি প্রবলভাবে প্রভাবশালী হয়ে উঠেছিলেন, তাদের মধ্যে লুৎফুজ্জামান বাবর ছিলেন অন্যতম।

অনেকেই মনে করেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানের সাথে তার ঘনিষ্ঠ সম্পর্ক থাকার কারণে। তার ক্ষমতা ছিল চোখে পড়ার মত।

ক্ষমতার শুরুর দিকে বাবর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ছিলেন, আর মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী হিসাবে ছিলেন বিমান বাহিনীর সাবেক প্রধান মার্শাল আলতাফ হোসেন চৌধুরী।

তবে মন্ত্রণালয়ে বাবরকেই সবচেয়ে ক্ষমতাবান বলে মনে করা হতো।

এবং একটা সময়, মন্ত্রিপরিষদে রদবদলের মাধ্যমে কিছুদিন পরে আলতাফ হোসেন চৌধুরীকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সরিয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে পাঠানো হয়। আর এরপর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আর কোন পূর্ণাঙ্গ মন্ত্রী নিয়োগ দেয়নি তৎকালীন বিএনপি সরকার, এর ফলে বাবর এককভাবেই মন্ত্রণালয় চালাতেন।

অনেকেই মনে করেন, লুৎফুজ্জামান বাবর ভারত সরকারের কাছে একটা আতঙ্কের নাম। কারণ তিনি ভারতের সেভেন সিস্টার্সে বিদ্রোহী দল বানিয়ে দিয়ে ভারতে অস্থিতিশীল করার চেষ্টা চালিয়ে ছিলেন।

মূলত সেভেন সিস্টারস হলো, ভারতের উত্তর-পূর্ব প্রান্তের রহস্যে ঘেরা ৭টি রাজ্য। যাদের একত্রে বলা হয় সেভেন সিস্টার্স।
এ ঘটনার যাত্রা শুরু হয় ১৯৭২ সালে। সে বছর ত্রিপুরার একজন বিখ্যাত সাংবাদিক, জ্যোতি প্রকাশ সাইকিয়া একটি রেডিও টক-শোতে ভারতের অরুণাচলপ্রদেশ, মেঘালয়, আসাম, মণিপুর, মিজ়োরাম, নাগাল্যান্ড এবং ত্রিপুরা রাজ্যকে সেভেন সিস্টার্স নাম দেন।

এই সাতটি রাজ্যের উপরে তিনি একটি বইও লেখেন যার নাম 'ল্যান্ড অফ সেভেন সিস্টারস'। মূলত এরপরই এই নামটি জনপ্রিয়তা অর্জন করে।

এ সাত রাজ্যের আয়তন প্রায় ২,৫৫,৫১১ বর্গকিলোমিটার, যা ভারতের মোট এলাকার প্রায় ৭ শতাংশ।
এসব রাজ্যগুলো একে অপরের ওপর নির্ভরশীল হলেও সংস্কৃতি ও পরিবেশের দিক থেকে তারা স্বতন্ত্র।

তাদের মধ্যে জাতিগত এবং ধর্মীয় বৈচিত্র্য বিদ্যমান থাকলেও রাজনৈতিক, সামাজিক এবং অর্থনৈতিক ক্ষেত্রে মিল রয়েছে।

এসব রাজ্যের বেশিরভাগ মানুষই আদিবাসী এবং উপজাতি সম্প্রদায়ের।

মূলত আসামের মাধ্যমে রাজ্যগুলো ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত হয়েছে। তবে আগে এসব রাজ্য ভারতের অন্তর্ভুক্ত ছিল না। স্থানীয় আদিবাসী রাজারা দীর্ঘদিন এসব অঞ্চল শাসন করেন। যার ফলে গারো, খাসিয়া, ত্রিপুরা, বোরো এবং মিজো আদিবাসীরা দীর্ঘদিন ধরে নাগাল্যান্ড, মণিপুর, অরুণাচল, মিজোরাম ও আসাম রাজ্য নিয়ে স্বাধীন ভূমি গড়ার প্রেক্ষিতে আন্দোলন করে আসছে।

আর ২০০৪ সালে, সেখানের আন্দোলনকারীদের ১০ ট্রাক অ/স্ত্র সরবরাহ করতে চেয়েছিলেন এই লুৎফুজ্জামান বাবর। কিন্তু শেষ পর্যন্ত করতে পারেননি।

এ ঘটনার পর অনেকেই মনে করেন, বাবরের উদ্দেশ্য ছিল সেভেন সিস্টারসকে বাংলাদেশের সাথে একত্রিকরণ।

আর এই অ/স্ত্র সরবরাহের ঘটনায়, ২০০৭ সালের ২৮শে মে, তত্ত্বাবধায়ক সরকারের সময় আ/টক হন লুৎফুজ্জামান বাবর।

এবং ২০০৭ সালের ৩০ অক্টোবর অ/স্ত্র মামলায় তাকে ১৭ বছরের কা/রাদণ্ড দেওয়া হয়।

এছাড়াও এখান থেকে পায় ২০ বছর আগে অর্থাৎ ২০০৪ সালে, রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের এক সমাবেশে গ্রে/নেড হামলার সাথে সংযুক্ত থাকার কারণে ২০১৮ সালের ১০ অক্টোবর তারেক রহমানসহ ১৯ জনের যাব/জ্জীবন কা/রাদণ্ড এবং এই লুৎফুজ্জামান বাবর ও সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টুসহ ১৯ জনের মৃ/ত্যুদণ্ডের রায় দেয় নিম্ন আদালত।

এর পাশাপাশি, অবৈধ সম্পদ অর্জন ও তথ্য গোপনের অভিযোগে তার বিরুদ্ধে ২০০৮ সালের ১৩ জানুয়ারি রমনা থানায় মাম/লা করে দুর্নীতি দমন কমিশন।

সোর্স: BBC Bangla, The daily star, সমকাল, Bangla vision, দেশ রুপান্তর, ভোরের কাগজ

09/08/2024

কেনো পাকিস্তান বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছিল?

আঙ্গুল তুলে জানায়, "এক দফা এক দাবি।"
03/08/2024

আঙ্গুল তুলে জানায়, "এক দফা এক দাবি।"

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Rubayet Rabbi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Rubayet Rabbi:

Videos

Share

Category