Urmi Habiba

Urmi Habiba Hi! I am Urmi Habiba, a professional digital marketer. I'm Urmi Habiba.I'm professional digital marketer.

08/04/2023

Hi! I am Urmi Habiba, a professional digital marketer,SEO, content creator &canva designer.

08/04/2023
08/04/2023

Digital marketing

মার্কেটিং :কোন কিছু প্রচারনা করাই হলো মার্কেটিং।

ডিজিটাল মার্কেটিং :ডিজিটাল ডিভাইস অর্থাৎ (মোবাইল, কম্পিউটার, ইন্টারনেট ইত্যাদি ব্যবহার করে কোন পন্য বা সার্ভিস এর প্রচারণা হলো ডিজিটাল মার্কেটিং। অর্থাৎ অনলাইন প্রচারণা। (গুগল থেকে সংরক্ষিত)

ডিজিটাল মার্কেটিং এর গুরুত্ব :নন ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে বাজারে নতুন পণ্য বা সার্ভিস আসলে তাদের কিছু কর্মী ঘরে ঘরে গিয়ে সেই পণ্যের গুণাগুণ, প্রয়োজনীয়তা সম্পর্কে জানিয়ে দেয়। এতে পণ্যের গুণাবলিগুলো নির্দিষ্ট ব্যাক্তিসমষ্ঠির মধ্যে সীমাবদ্ধ থাকে যা ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে বিশ্বব্যাপী মানুষের কাছে ছড়িয়ে দেওয়া যায় খুব সহজেই।তাছাড়া বর্তমান সময়ে ৪০০কোটিরও বেশি মানুষ ইন্টারনেট ব্যবহার করছে এবং এর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। (গুগল থেকে সংরক্ষিত)। এক্ষেত্রে অনলাইন প্রচারণাটা বেশি জনপ্রিয়তা পাচ্ছে।🫠🫠

ডিজিটাল মার্কেটিং এর প্রকারভেদ :
★Search Engine Marketing (SEM)
★Social Media Marketing (SMM)
★Search Engine optimization (SEO)
★Affiliate Marketing
★Content Marketing
★Display Advertising
★Viral Marketing
★Video Marketing

ক্যারিয়ার হিসেবে ডিজিটাল মার্কেটিং :ডিজিটাল প্রযুক্তির এ যুগে সবকিছু ডিজিটাল ভাবে হবে এটাই স্বাভাবিক। বাজারে কোন নতুন পণ্য আসলে তা প্রচারণার জন্য একটা মার্কেটার প্রয়োজন। আর ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে খুব সহজেই পণ্য বা সার্ভিসের গুণাগুণ বিশ্বব্যাপী কাস্টমারের কাছে পৌঁছে যায়। তাই বিশ্বের ৮৬%কোম্পানি তাদের পণ্যের মার্কেটিং এর জন্য ডিজিটাল পদ্ধতিকেই বেছে নিয়েছে।(গুগল থেকে সংরক্ষিত)। এছাড়া ডিজিটাল মার্কেটিং এর সেক্টর তুলনামূলক বড় হওয়া ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে যে কেউ নিজেদের ক্যারিয়ার সুনিশ্চিত করতে পারে। 😊

ডিজিটাল মার্কেটিং থেকে আয়:ডিজিটাল মার্কেটিংকে ক্যারিয়ার হিসেবে নেওয়ার মাধ্যমে অনেকেই নিজেদের ক্যারিয়ারকে সুনিশ্চিত করেছে। বিশ্বের একশটা চাকরির মধ্যে ডিজিটাল মার্কেটিং ৩১তম😊😊😊(গুগল থেকে সংরক্ষিত)। এছাড়া একজন ডিজিটাল মার্কেটার এর বাৎসরিক আয় ৮৯ লক্ষ টাকা (গুগল থেকে সংরক্ষিত) 🤑🤑

ডিজিটাল মার্কেটিং যেভাবে শিখবেন:
★অনলাইনে কোর্স করা।
★ট্রেনিং সেন্টার থেকে শেখা।
★প্রাইভেট টিউটরের কাছ থেকে শেখা।
★নিজে নিজে শেখা।

ডিজিটাল মার্কেটিং শিখে যা যা করতে পারেন:

★মার্কেটার হিসেবে কাজ করা।
★ফ্রীল্যান্সার হিসেবে মার্কেটপ্লেসে কাজ করা।
★সার্ভিস দেওয়া।
★কোর্স করানো।
★নিজে ব্যবসা করা।

সর্বোপরি ভাবে বলতে গেলে ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে বর্তমান এই চাকুরী সংকট পরিস্থতিতে নিজেকে মুক্ত পেশায় নিযুক্ত করা যায়। নিজের একটা উজ্জ্বল ভবিষ্যৎ আশা করা যায়।

03/03/2023

Address

Mirkadim, Munshiganj
Dhaka

Opening Hours

09:00 - 17:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when Urmi Habiba posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share


Other Digital creator in Dhaka

Show All