কাঠগোলাপ

কাঠগোলাপ ফুল প্রেমী❤️☺️(আবেগের শহর) 🤍🥀

আজকের চাঁদ (১২/০১/২০২৫)
12/01/2025

আজকের চাঁদ

(১২/০১/২০২৫)

10/01/2025

সাজেক, নেপাল,মালদ্বীপ বিভিন্ন জায়গায় ঘুরাঘুরির ছবি ফেসবুকে কখনো শেয়ার করি না। কারণ নজর ভয়ংকর জিনিস। তারচেয়েও ভয়ংকর হলো আমি কখনো ঐখানে যাই নি।

10/01/2025

লেখাটা অসম্ভব সুন্দর 🌸❤️

খুব বেশি প্রেম না থাকুক। যেটুকু থাকুক সবটা যেনো সত্যি হয়। অল্পটুকু ভালোবাসা থাকুক তবে তা যেনো চিরস্থায়ী হয়। হুট করে জীবনে এসে অনেক বেশি ভালোবেসে আবার হটাৎ করে হারিয়ে না যাক। মানুষটা আসুক ধীরে কিংবা দেড়িতে। তবে থেকে যাক শেষ অব্দি। রোজ ভালোবাসুক একটু একটু করে।

ফুলেতেই সুখ, ফুলেতেই মায়া, ফুলেতেই মুগ্ধতা🌸❤️
09/01/2025

ফুলেতেই সুখ, ফুলেতেই মায়া, ফুলেতেই মুগ্ধতা🌸❤️

08/01/2025

অতীত দিয়ে কখনো মানুষকে বিচার করবেন না, মানুষ শিখে, মানুষ বদলায় মানুষ এগিয়ে যায়!❤️‍🩹

08/01/2025

"আমি" মানেই এক রহস্যময় চরিত্র..

খিলখিলিয়ে হাসির মাঝেও কিভাবে যে চুপটি করে মনখারাপ লুকিয়ে রাখবো, তুমি কখনোই বুঝে উঠতে পারবা নাহ!😊🖤

08/01/2025

ঠকে যাচ্ছেন, তাই না? জীবনের প্রত্যেকটা ক্ষেত্রেই নিজেকে হারিয়ে ফেলেছেন, তাই না? সমস্যা নেই, ঠকে যান, আরো ঠকেন দেখবেন একদিন ঠকতে ঠকতেই, জিতে যাবেন।🖤🌸

08/01/2025

অতি আবেগি ব্যক্তিরা সঠিক হলেও তর্কে জিতেনা কখনোই, কেননা তাদের ঠোঁটে যুক্তি আসার আগেই চোখে পানি চলে আসে!❤️

08/01/2025

রাসূল(সাঃ)বলেন,
যে ব্যক্তি আল্লাহর কাছে তিন বার জান্নাত প্রার্থনা করে,জান্নাত আল্লাহর কাছে দোয়া করে, হে আল্লাহ! তাকে জান্নাত দান করো।
তিরমিজি -২৫৭২।

07/01/2025

আপনাকে কেউ ভালোবাসে আর কেউ আপনাকে মন থেকে চায়, দুইটার মধ্যে পার্থক্য অনেক। ভালো তো যে কেউই বাসতে পারে, ভালোবাসতে টাকা লাগে না, রেস্পন্সিবিলিটি থাকেনা, তাছাড়া এই সস্তা ভালোবাসার যুগে ভালোবাসা একেবারে মূল্যহীন, আজ আছে তো কাল নেই।
কিন্তু আপনাকে যে পেতে চায় তার কাছে আপনিই শেষ বিকল্প। এই চাওয়ার মধ্যেই আসল ভালোবাসা নিহিত। এই চাওয়ার মধ্যেই পাওয়ার তীব্র আকুতি, এই চাওয়ার মধ্যেই দায়িত্ববোধ, এই চাওয়ার মধ্যেই সুখ-দুখ, এই চাওয়ার মধ্যেই আপনাকে না পাওয়ার বা হারানোর ভয়। যে আপনাকে চাইবে সে যেকোনো পরিস্থিতিতে যেকোনো কিছুর মূল্যেই আপনাকে চাইবে। আপনাকে বিকল্প হিসেবে না ভেবে প্রায়োরিটি হিসেবে দেখবে।

It's not about who likes you or loves you. It's all about who keeps choosing you constantly. So, make your decision wisely.❤️

06/01/2025

ভালোবাসলে পরিবারের বি'রুদ্ধে যেতে হয়, হ্যাঁ এটা স্বা'র্থপরতা নয় ,যদি আপনার পরিবার নিজের সন্তানের মূল্য থেকে নিজেদের মান সম্মানকে বেশি মূল্যবান ভাবে তবে দুঃখিত, আপনার পরিবার'ই উল্টো স্বা'র্থপর। নিজের জন্য বাঁ'চতে শিখুন, অন্যকে খুশি করার জন্য নয়।নইলে আজ থেকে ৬০ বছর পর একটি রুম এ একা বসে ভাববেন 'নিজের জন্য বাঁচলাম কই।

আপনার ভালোবাসা আপনার ভুল নয়, আপনার ভালোবাসার মানুষকে আপনার জীবনসঙ্গী হিসেবে বেছে নেয়ার অধিকার আপনার আছে। যদি আপনার এই সঠিক সিদ্ধান্তের জন্য আপনার পরিবার ক'ষ্ট পায়, তাহলে ধৈর্য ধরুন ,অপেক্ষা করুন। মানুষটাকে হারাতে দিবেন না, ভালোবাসার মানুষ একবার হারালে ইহকালে আর ফিরে পাবেন না।ভালোবাসলে লড়াই করতে হয়। চোখের জল ফেলতে হয়।

আফসোস নিয়ে ৬০ বছর বাঁচার থেকে ভালোবাসার মানুষটি হোক জন্ম জন্মান্তরের!❤️‍🩹

কথা দিয়ে কথা রাখতে পারলে সব ভালোবাসাই পূর্ণতা পাই। আর ভালোবাসায় যদি বিশ্বাস আর ভরসা থাকে তাহলে এভাবে যুগ যুগ একসাথে কাটিয়ে দেওয়া যায়🌸

বছরের প্রথম চাঁদ ❤️🌙
03/01/2025

বছরের প্রথম চাঁদ ❤️🌙

ভোরে ঝড়ে পরা শিউলিরা জানে আমি কতটা যত্নশীল।   #ফুল  #শিউলি
02/01/2025

ভোরে ঝড়ে পরা শিউলিরা জানে আমি কতটা যত্নশীল।

#ফুল #শিউলি

01/01/2025

May this cycle bring new strength in the light of the Holy Qur'an and the Sunnah of the Prophet Muhammad (Sallallahu 'alayhi wa sallam) to achieve all our goals for the pleasure of almighty Allah.
"Happy 2025"

এ শহরের অর্ধেক সৌন্দর্য বাগানবিলাস আর অর্ধেক তুমি...! 💖🍂
31/12/2024

এ শহরের অর্ধেক সৌন্দর্য বাগানবিলাস আর অর্ধেক তুমি...! 💖🍂

30/12/2024

মায়াবী এই রাত মিষ্টি এই চাঁদ কোন দূর পথে ধরে তোমার হাত
ভাবনায় হেঁটে দিচ্ছি পাড়ি কল্পনা'টা জমছে ভারি ছোট বেলার
প্রাইমারী ইস্কুলের বার্ষিক পরীক্ষা শেষে দীর্ঘ ছুটির মতোই
ভয়ংকর সুন্দর তুমি-☺️

30/12/2024

ওই যে কিছু ছেলে আছে না, যারা একটু শান্ত স্বভাবের। নিজের যত্ন নেয় না একেবারেই। চুলগুলো বেজায় উষ্কখুষ্ক। মেরুদণ্ড বাঁকিয়ে মাথা নিচু করে হাঁটে। ওরা একটু অন্য রকম!

ওদের চোখে থাকে শীতল চাহুনি। ওরা যেমন নিজের সম্মানটা ধরে রাখে তেমনি পাশ দিয়ে হেঁটে যাওয়া মানুষটারও সম্মান করতে ওরা জানে। ওরা ছোটবেলা থেকে মাকে দেখেই শিখে নেয় নারীদের সম্মান করতে। তাই বাসের সিটটা, ছায়ার জায়গাটা ওরা ছেড়ে দেয় কোনো দ্বিধা ছাড়াই।

নিজের যত্ন না নিলেও ওরা সম্পর্কের যত্নটা বেশ ভালো করেই নিতে জানে। তাই প্রিয় মানুষগুলোকে ওরা খুব যত্ন করে নিজের কাছে রেখে দেয়। হারাতে দেয় না মোটেই।

হ্যাঁ ওদের সংখ্যা হয়তো খুব কমই। খুব মানে খুউউব। তবে একেবারে যে নাই তাও কিন্তু নয় একদমই। আর ওদের এই কম সংখ্যক থাকার কারণে আমার কিছুটা হলেও স্বস্তির সাথে চলতে পারি। নিশ্চিন্তে নিঃশ্বাস ছাড়তে পারি।

30/12/2024

একটা সম্পর্ক সেখানেই সুন্দর যেখানে বিশ্বাস,ভরসা, ভালোবাসা আর সম্মান আছে। আছে একে অপরের প্রতি, শ্রদ্ধাবোধ, যত্নশীলতা, দায়িত্বশীলতা। সম্পর্কের মানে এই নয় সবসময় একে অপরকে বুঝতেই হবে। মাঝে মাঝে ছাড় দিতেও শিখতে হয়। মূলত সম্পর্কের কদর করাটা ভীষণ জরুরি। একটা সম্পর্কে ভালোবাসার সাথে মান- অ'ভিমান হবে,কথা কা'টাকাটি হবে, হঠাৎ রা'গে দুরত্ব তৈরি হবে। কিন্তু এই দূ'রত্ব যত তাড়াতাড়ি সম্ভব ঘুঁ'চিয়ে নিতে হবে।

সম্পর্কে একে অপরকে ভালো রাখাটা যেমন মুখ্য বিষয়। তেমনি মানসিক শান্তির কারণ হওয়াটাও বিশাল ব্যাপার। প্রতিটি সম্পর্কে কথা ছো'ড়াছুড়ি হয়,অ'ভিযোগের ঝুড়ি নিয়ে বসে যাওয়া হয়। হয়তো ভালোবাসার কমতিতে এমনটা ঘটে। অধিকারের জায়গা থেকে অ'ভিযোগ আসে। এটুকু না ঘটলে অপরদিকের মানুষটা কি করে বুঝতে পারতো তার জন্য কতটা ভালোবাসা আছে প্রিয়জনের মনে! যে ভালোবাসার সামান্য কমতিতেই হু'লুস্থুল কান্ড পর্যন্ত বেঁধে যায়।

একটা সম্পর্ক শুধু সম্পর্কই হয়না। সেখানে আত্মিক টান থাকলে সম্পর্কটা অন্যরকম সুন্দর হয়। আর আত্মিক সম্পর্কগুলোতে ভালোবাসার গভীরতা সবসময়ই বেশি থাকে। এই সম্পর্কগুলো গড়ে ওঠে মূলত বিশ্বাসের জায়গা পাকাপোক্ত হলেই। তাই সম্পর্কের বোঝাপড়া দিন দিন বাড়তে থাকে। সামান্য ঝড় এই ভালোবাসার গল্প থামিয়ে দিতে পারেনা। যত দিন যায় ভালোবাসা তত বৃদ্ধি পায়, কমেনা।

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when কাঠগোলাপ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share