Misty Akther

Misty Akther Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Misty Akther, Digital creator, Dhaka.
(1)

☬❥~‌হয়তো সবার কাছে ভালো হতে পারিনি, তবে এতোটুকু বলতে পারি কখনো কারো খারাপ চাইনি..!!🍂
28/12/2024

☬❥~‌হয়তো সবার কাছে ভালো হতে পারিনি, তবে এতোটুকু বলতে পারি কখনো কারো খারাপ চাইনি..!!🍂

আমার কোনো দুঃখ নেই------     যা আছে সেটা অপূর্ণতার অভিযোগ              আর নিজের প্রতি                       এক আকাশ সমান...
27/12/2024

আমার কোনো দুঃখ নেই------
যা আছে সেটা অপূর্ণতার অভিযোগ
আর নিজের প্রতি
এক আকাশ সমান ঘৃণা".......🥺

কিছু মানুষ আপনাকে তখনই মিস করবে "    যখন আপনার মতো অন্য কাউকে খুঁজে পাবে না !
27/12/2024

কিছু মানুষ আপনাকে তখনই মিস করবে "

যখন আপনার মতো অন্য কাউকে খুঁজে পাবে না !

"""আজ বছরের শেষ জূম্মা,,,,,       হে আল্লাহ এই জূম্মার দিনের উসিলায়,,,,,!           নতুন বছরে তুমি সবার মনের ইচ্ছাগুলো,...
27/12/2024

"""আজ বছরের শেষ জূম্মা,,,,,
হে আল্লাহ এই জূম্মার দিনের উসিলায়,,,,,!
নতুন বছরে তুমি সবার মনের ইচ্ছাগুলো,,,,!!
___পূরণ করে দিও____
____আমিন_____🤲

নারী "!!!.... মেনে নিলে তুমি ভালো...না মানলে তুমি খারাপ,মুখ বুঝে সব সহ্য করলে... তুমি ভদ্র মুখের উপর জবাব, দিলই তুমি বেয...
27/12/2024

নারী "!!!....
মেনে নিলে তুমি ভালো...
না মানলে তুমি খারাপ,

মুখ বুঝে সব সহ্য করলে...
তুমি ভদ্র মুখের উপর জবাব,
দিলই তুমি বেয়াদব!!!...

- মনে তো পড়বেই আমায়,কারণ তুমি যাকে হারিয়েছো সে শুধু তোমাকেই ভালোবাসতো!'💔😌
27/12/2024

- মনে তো পড়বেই আমায়,কারণ তুমি যাকে হারিয়েছো সে শুধু তোমাকেই ভালোবাসতো!'💔😌

!!!জীবনে এমন একটা সম্পর্ক করা উচিত ─༅༎•🌺🌸༅༎• যার সাথে সকল কিছু শেয়ার করা যায়,,,,,,, রাগ করা যায়, ─༅༎•🌺🌸༅༎•অভিমান করা ...
25/12/2024

!!!জীবনে এমন একটা সম্পর্ক করা উচিত ─༅༎•🌺🌸༅༎• যার সাথে সকল কিছু শেয়ার করা যায়,,,,,,,
রাগ করা যায়, ─༅༎•🌺🌸༅༎•
অভিমান করা যায়, ঝগরা করা যায়; কিন্তু
তাকে কখনই ভুলে থাকা যায় না।…… !!!

25/12/2024

গর্ব তো তখন হয় ,যখন কেউ বলে আমি তোমার বাবাকে চিনি,ভীষণ ভালো মানুষ উনি।❤️🥰

যার কাছে তোমার অভিমানের কোনোমূল্য নেই, তার কাছে অভিমান প্রকাশ করাটাশুধূ বেমানানই নয় - লজ্জার, অমর্যদার আরঅপমানেরও!
25/12/2024

যার কাছে তোমার অভিমানের কোনো
মূল্য নেই, তার কাছে অভিমান প্রকাশ করাটা
শুধূ বেমানানই নয় - লজ্জার, অমর্যদার আর
অপমানেরও!

আপাতত একটাই চাওয়া~     নতুন বছরে পাথর হতে চাই..!এতোটাই পাথর-     যার কোনো অনুভূতি থাকবে নাখারাপ লাগা থাকবে না     আর হুট...
25/12/2024

আপাতত একটাই চাওয়া~
নতুন বছরে পাথর হতে চাই..!
এতোটাই পাথর-
যার কোনো অনুভূতি থাকবে না
খারাপ লাগা থাকবে না
আর হুটহাট কান্নাও আসবে না।

অন্য কারো প্রতি অভিযোগ রাখার চেয়ে নিজেকে বদলে নেওয়াটাই অনেক ভালো..!!❤️🥀
25/12/2024

অন্য কারো প্রতি অভিযোগ রাখার চেয়ে নিজেকে বদলে নেওয়াটাই অনেক ভালো..!!❤️🥀

___এখন আর কাউকে নিজের মনে করি না কারণ প্রয়োজন ছাড়া কেউ খোঁজ নেয় না।
23/12/2024

___এখন আর কাউকে নিজের মনে করি না কারণ
প্রয়োজন ছাড়া কেউ খোঁজ নেয় না।

---পৃথিবীটা এখন মিথ্যা মায়াতে ভরা.... 🙂💔-- তাই তো পৃথিবীর মানুষ এখন অভিনয়তে সেরা...🥀
19/12/2024

---পৃথিবীটা এখন মিথ্যা মায়াতে ভরা.... 🙂
💔-- তাই তো পৃথিবীর মানুষ এখন অভিনয়তে সেরা...🥀

একটা সময়ের পর মানুষ বুঝে যায় যে অকারণ তর্কে জড়ানোর কোনো মানে নেই। কারও ভাবনা বা মতামত তর্ক করে বদলানো যায় না। বরং চু...
19/12/2024

একটা সময়ের পর মানুষ বুঝে যায় যে অকারণ তর্কে জড়ানোর কোনো মানে নেই। কারও ভাবনা বা মতামত তর্ক করে বদলানো যায় না। বরং চুপচাপ নিজের কাজে মন দেওয়াই সবচেয়ে বুদ্ধিমানের কাজ।

সময় শেখায়, আশেপাশের মানুষ— এমনকি সবচেয়ে কাছের লোকজনও— সবসময় আপনার প্রত্যাশা অনুযায়ী চলবে না। মানুষ আপনাকে যতটুকু প্রয়োজন, ততটুকুই ভালোবাসবে বা গুরুত্ব দেবে। তাই নিজের চেয়ে বেশি ভালোবাসা বা স্বীকৃতি পাওয়ার চেষ্টা বৃথা।

একটা বয়সের পর মানুষ বুঝে যায়, কারও উপর কিছু চাপিয়ে দেওয়া কিংবা অতিরিক্ত ভালো হওয়ার চেষ্টাও অর্থহীন। প্রত্যাশা না করে নিজের ক্ষমতা অনুযায়ী ভালো থাকা আর বাকিটা আল্লাহর হাতে ছেড়ে দেওয়াই শান্তির পথ।

মানুষ তখন বুঝতে শেখে— অন্য কেউ কী ভাবল, কী বলল, তার কোনো গুরুত্ব নেই। প্রত্যেকেই নিজের চিন্তা ও জীবনের দৃষ্টিভঙ্গি নিয়ে চলে। চারপাশের শূন্যতা, জমে থাকা অভিমান আর নিরাশা একসময় দূরত্ব তৈরি করে ফেলে।

অবশেষে একসময় মানুষ নিজের সঙ্গেই সবচেয়ে সুখ খুঁজে পায়। নিজের সঙ্গে সময় কাটানো, নিজের শান্তি খুঁজে পাওয়া— এগুলোই হয়ে ওঠে জীবনের একমাত্র চাওয়া। তখন আর বাইরের কিছু তাকে টানে না; শুধু নিজের মতো করে ভালো থাকা আর শান্তি খুঁজে পাওয়াটাই যথেষ্ট।

___ Misty Akther ___
স্বপ্ন মানুষকে বাঁচতে শেখায়

~সমালোচনার শহরে বাস করি        বদনাম তো একটু থাকবেই নানান লোকের নানান কথা         কানে নিলেই মাথা ব্যাথা ...!!😊
19/12/2024

~সমালোচনার শহরে বাস করি
বদনাম তো একটু থাকবেই
নানান লোকের নানান কথা
কানে নিলেই মাথা ব্যাথা ...!!😊

19/12/2024

প্রতিদিন সকালে কল বা মেসেজ দেওয়ার মানুষ আছে তোমার ...???
Me:kew nai

__ আমি romantic post করি,   মানে আমি relation করি...🙂__ আমি Sad post করি,   মানে ছ্যাঁকা খাইছি... 💔  __ আমি Funny Post  ...
18/12/2024

__ আমি romantic post করি,
মানে আমি relation করি...🙂

__ আমি Sad post করি,
মানে ছ্যাঁকা খাইছি... 💔

__ আমি Funny Post করি,
মানে আমার মনে রঙ লাগছে...🫠

__ আমি Post করি না,
মানে আমি depression এ আছি...🤦‍♂️

__ কাউকে নিজে থেকে message দিছি,
মানে নিশ্চয়ই আমার প্রয়োজন হইছে ( স্বার্থপর) 🙄

__ কাউকে message দেই না,
মানে আমার দাম বাড়ছে...🙂

__ ভাই,, করতাম টা কি আমি তোরাই বল... 🙂😏🥺

_পরিবর্তন দেখতে চেয়েছিলে না? দেখো আমি আর আগের মতো তোমাকে ফোন দেই না,কোন কিছু খারাপ লাগলেও বলি না, তোমার এক লাইনের মেসেজ...
18/12/2024

_পরিবর্তন দেখতে চেয়েছিলে না? দেখো আমি
আর আগের মতো তোমাকে ফোন দেই না,
কোন কিছু খারাপ লাগলেও বলি না, তোমার
এক লাইনের মেসেজের অপেক্ষা করি না।

_আগে যখন তুমি আমার অনুপস্থিতিতে অন্য
কিছুতে সময় কাটাতে তখন ভেতরটা দুমড়ে
মুচড়ে যেত। আগে যেমন অধিকার দেখাতাম
রাগ দেখাতাম, খারাপ লাগলে বলে দিতাম,
এখন আর তা করি না.....!

_এখন ভিতরটা ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে গেলেও
চুপ থাকি। কোন কিছু খারাপ লাগলে ও
বলি না তোমাকে,
বুঝতে ও দি না..!
এটাই হয়তো পরিবর্তন।😅💝

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Misty Akther posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share