30/12/2023
📚 সহজ কৌশলে বাংলা সাহিত্য :
আলোচিত সাহিত্যগুলোর যে কালজয়ী চরিত্রগুলো বিভিন্ন চাকরির পরীক্ষায় বারবার আসে
❇️ কালজয়ী চরিত্র :
=================
১) জয়গুন,হাসু= সূর্য দীঘল বাড়ি(আবু ইসহাক)
২)টুনি,মকবুল মন্তু=হাজার বছর ধরে(জহির রায়হান)
৩)মজিদ,জমিলা=লালসালু(সৈয়দ ওয়ালীউল্লাহ)
৪)অপু,দূর্গা= পথের প্যাচালী(বিভূতিভুষণ)
৫)ইমাম হোসেন,এজিদ=বিষাদসিন্ধু(মীর মশাররফ)
৬)কুবের,কপিলা,গনেশ=পদ্মানদীর মাঝি(মানিক বন্দ্যোপাধ্যায়)
৭)শর্মিলা, উর্মিলা=দুই বোন(রবীন্দ্রনাথ)
৮)মহেন্দ্র, বিনোদিনী =চোখের বালি(রবীন্দ্রনাথ)
৯)অমিত,লাবণ্য,শোভনলাল=শেষের
কবিতা(রবীন্দ্রনাথ)
১০)অমল=ডাকঘর (রবীন্দ্রনাথ)
১১)কাদম্বিনী=জীবিত ও মৃত (রবীন্দ্রনাথ)
১২)রাইচরন= খোকাবাবুর প্রত্যাবর্তন (রবীন্দ্রনাথ)
১৩)খুকী,রহমত=কাবুলীওয়ালা(রবীন্দ্রনাথ)
১৪)হৈমন্তী, গৌরিশঙ্কর, অপু=হৈমন্তী (রবীন্দ্রনাথ)
১৫)মৃন্ময়ী =সমাপ্তি (রবীন্দ্রনাথ)
১৬)রতন= পোস্ট মাস্টার (রবীন্দ্রনাথ)
১৭)দেবদাস,পার্বতী, চন্দ্রমুখী =দেবদাস(শরৎচন্দ্র)
১৮)সতিশ,সাবিত্রী, কিরনময়ী=চরিত্রহীন (শরৎচন্দ্র
)
১৯)সুরেশ, অচলা,মহিম=গৃহদাহ(শরৎচন্দ্র)
২০)শ্রীকান্ত, অভয়া,রাজলক্ষী=শ্রীকান্ত (শরৎচন্দ্র)
২১)হেমাঙ্গিনী,কাদম্বিনী, কেষ্টা=মেজদিদি(শরৎচন্দ্র)
২২)গফুর, মহেশ, আমিনা=মহেশ (শরৎচন্দ্র)
২৩)রোহিনী,গোবিন্দলাল=কৃষ্ণকান্তের
উইল(বঙ্কিমচন্দ্র)
২৪)কপালকুন্তলা,নবকুমার =কপালকুণ্ডলা (বঙ্কিম)
২৫)মেঘনাদ,প্রমিলা,রাবণ =মেঘনাদ বধ (মাইকেল মধুসূদন)
২৬)নিমচাঁদ =সধবার একাদশী(দীনবন্ধু)
২৭)নবীনমাধব=নীলদর্পণ (দীনবন্ধু)
২৮) ঠকচাচা=আলালের ঘরের দুলাল (প্যারিচাঁদ মিত্র)
২৯)পদ্মাবতী =পদ্মাবতী (আলাওল)
৩০)ঈশ্বর পাটনি =অন্নদামঙ্গল (ভারতচন্দ্র)।
[ সংগৃহীত ও সংশোধিত ]