নটিলাস - Nautilus

নটিলাস - Nautilus এক রোমাঞ্চকর যাত্রা

মেলার প্রকাশিত বইয়ের মধ্যে এই দু'টি বই নিয়ে আমরা সব্বোর্চ আশাবাদী৷ ডার্ক, হরর, সাইকোলজি সব কিছুর মিশেল হতে যাচ্ছে বই দুট...
15/01/2025

মেলার প্রকাশিত বইয়ের মধ্যে এই দু'টি বই নিয়ে আমরা সব্বোর্চ আশাবাদী৷ ডার্ক, হরর, সাইকোলজি সব কিছুর মিশেল হতে যাচ্ছে বই দুটো৷ সব কিছু ঠিক থাকলে সামনের সপ্তাহেই প্রি-অর্ডার শুরু হয়ে যাবে৷ তাই চোখ রাখুন নটিলাসের পেজে৷

এবারের মেলায় প্রকাশ পাচ্ছে লেখক ও পরিব্রাজক সঞ্জয় দে রচিত গ্রন্থ 'বলকানের বারুদ'। বইটি প্রথম প্রকাশ পায় ২০১৭ সালে৷ দীর্ঘ...
13/01/2025

এবারের মেলায় প্রকাশ পাচ্ছে লেখক ও পরিব্রাজক সঞ্জয় দে রচিত গ্রন্থ 'বলকানের বারুদ'। বইটি প্রথম প্রকাশ পায় ২০১৭ সালে৷ দীর্ঘদিন বইটি আউট অফ প্রিন্ট থাকার পর এবারের মেলায় প্রকাশ পাচ্ছে নটিলাস সংস্করণ৷ তাই তো পুরান মদ ফিরে এলো নতুন বোতলে৷
নতুন প্রচ্ছদটি করেছেন তানিয়া সুলতানা আপু৷ সব কিছু ঠিক থাকলে বইটি মেলার প্রথম সপ্তাহেই প্রকাশ পাবে৷

কাহিনি সংক্ষেপ -

বলকান- বুলগেরিয়ার বলকান শৈলশ্রেণির নামানুসারে যে অঞ্চলের নামকরণ, সেটি বিস্তৃত পূবের রুমানিয়া থেকে পশ্চিমের আলবেনিয়া অবধি। দক্ষিণপূর্ব ইউরােপের সুবিশাল এই অঞ্চলটি দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তরকালে আশ্রয় নেয় সমাজতন্ত্রের ছায়াতলে। তারপর প্রায় অর্ধ শতাব্দী পর গণতন্ত্রের বাঁধভাঙা জোয়ার এসে ভাসিয়ে নেয় সবকিছু। নতুন করে আশায় বুক বাঁধে মানুষ, প্রগতির আকাঙ্খায় বিভাের হয়। কিন্তু অচিরেই চারদিকে বেজে ওঠে যুদ্ধের দামামা, মাথাচাড়া দেয় নানামুখী জাতিগত দ্বন্দ্ব। রক্তক্ষয়ী সংঘাতে ভেঙে আট টুকরাে হয় বলকানের বৃহত্তম দেশ যুগােস্লাভিয়া, গৃহযুদ্ধের আগুনে একসময় দগ্ধ হয় আলবেনিয়া-ও।
এই যে শাসনতান্ত্রিক পালাবদল, হঠাৎ করে ভুস করে জেগে ওঠা বিদ্বেষের ডুবােচর- সেটি সম্পর্কে জানবার কৌতূহল-ই বলা চলে লেখককে বলকান অঞ্চলে দু-দুবার ভ্রমণ-রথ ছােটাতে উদ্বুদ্ধ করেছে। তবে সে কারণে কেও যদি এ-গ্রন্থটিকে কেবল রাজনৈতিক উপাখ্যান ভেবে বসেন তবে হয়তাে মস্ত বড় ভুল করবেন। কারণ, তাঁর গল্প কেবল রাজনৈতিক ইতিহাসের চোরাবর্তে ঘুরপাক খায়নি, বরং ইতিহাসকে তিনি পরিমিতরূপে ব্যবহার করেছেন কাহিনির প্রাসঙ্গিক অনুষঙ্গ হিসেবে লেখক আমাদের নিয়ে ছুটে বেরিয়েছেন- বলকানের রেস্তোরাঁ, পানশালা, সুনীল হ্রদ, গােপন বাঙ্কার, নগরের সৌকর্যপূর্ণ ভাস্কর্য কিংবা হয়তাে ঝমঝমিয়ে চলা ট্রামের মাঝে পরিচয় করিয়ে দিয়েছেন। বলকানের পথে কুড়িয়ে পাওয়া বন্ধুদের সাথে বইটির পাতায় ডুবে যেতে যেতে বলকানের জনপদ মানসপটে সুস্পষ্টরূপে প্রতিভাত হয়, রুমানিয়ার ড্রাকুলা দুর্গ কিংবা কসােভাের সবজি-বাজারকে দূরের কোন স্থান বলে মনে হয় না তখন।

পাঠকপ্রিয় বুকশপ বইনগরে চলছে নটিলাসের ধামাকা অফার৷ এই সুযোগ হেলায় হারালে কাঁদতে হবে আড়ালে।
13/01/2025

পাঠকপ্রিয় বুকশপ বইনগরে চলছে নটিলাসের ধামাকা অফার৷ এই সুযোগ হেলায় হারালে কাঁদতে হবে আড়ালে।

'রাসোমন' নিয়ে সুন্দর রিভিউটি দিয়েছেন আরিফ রায়হান আপু।যে সব দৃশ আমরা খুব মন লাগিয়ে দেখতে চাই সে সব দৃশ্য কখনো ভালভাবে দে...
12/01/2025

'রাসোমন' নিয়ে সুন্দর রিভিউটি দিয়েছেন আরিফ রায়হান আপু।

যে সব দৃশ আমরা খুব মন লাগিয়ে দেখতে চাই সে সব দৃশ্য কখনো ভালভাবে দেখতে পারি না সেই সব দৃশ্য অতি দ্রুত চোখের সামনে দিয়ে চলে যায়
জীবনের প্রয়োজনে জীবন নাকি জীবনের জন্য বেচে থাকার লড়াই। সত্য এবং মিথ্যা দুটো মাঝে মিল কোথায়। আবার সত্য কি সব সময় সত্য নাকি মিথ্যাও কখনও সত্য হয়ে দাঁড়ায়। কে বলতে পারে জীবনের মানে কি, অথবা জীবন কার কাছে কেমন। সে হতে পারে কঠিন আবার কারো কাছে সহজ। কে বলতে পারে কে কোথায় থেমে যাবে, আবার কারো শুরু হয়ত সেখান থেকেই হবে।
সভ্যতার শুরু থেকেই মানুষ তার জীবন কে নিজের মত করে দেখেছে। অবস্থান আর পরিবেশ বিবেচনা করে মানুষের কথা, স্বভাব ও আচরনের পরিবর্তন এসেছে। শুধু তাই নয় পরিবর্তন এসেছে মানুষের মনের। সব সময় নিজের প্রতি মানুষের অপরিসীম ভালবাসাও এর অন্যতম একটি কারণ।
গল্পের জীবন, নাকি জীবনের গল্প। দুটোই ঠিক অথবা দুটোই ভুল। আবার কোনটিই ঠিক নয়। মানুষ মুলত বেচে থাকে জীবনের গল্পে। কারণ জীবন থেকেই গল্পের শুরু। শেষটাও সেই গল্পের মাধ্যমেই। মাঝে শুধু কিছু দৃশ্যপটে আটকে থাকা কিছু স্মৃতি।
কালের আবর্তে অনেক গল্প, সাহিত্য হারিয়ে যায়, আবার কিছু কিছু গল্প থেকে যা মানুষের মাঝে চির সবুজ হয়ে। জাপানের রিয়ুনোসুলে আকুতাগাওয়া এমন একজন সাহিত্যিক যাকে জাপানের ছোট গল্পের পথিকৃৎ ধরা হয়ে থাকে।
তার লেখা শুরু থেকেই মানুষের মনে এবং সাহিত্যে জায়গা করে নিয়েছে। তা লেখা গল্প গুলোকে জাপানের ছোট গল্পের অন্যতম ধারকও বলা যায়। তার শুরুর দিকে লেখা “রাসোমন” সাহিত্যের এক অমর সৃষ্টি। এই সৃষ্টির মাধ্যমে তিনি অমর হয়ে গিয়েছেন বিশ্ব-সাহিত্যে।
বিখ্যাত চিত্র পরিচালক আকিরা কুরোসাওয়া তার গল্পে এতটাই অনুপ্রানিত হয়েছেন যে, তিনি এরপর তৈরি করেছেন বিখ্যাত সিনেমা “রাসোমন”। আকুতাগাওয়ার লেখা এবং গল্প বলার ধরন পুরোটাই ভিন্ন। তিনি গল্প বলার ধরনে দিয়েছেন আধুনিকতা। গল্প বলার ধরন এতটা আলাদা যে আপনার ভাবনা ও চিন্তাকে ভাবতে বাধ্য করবে যে গল্পে আপনিও একটা চরিত্র বহন করে চলেছেন।
নটিলাস প্রকাশনী থেকে প্রকাশিত “রাসোমন” বইটি অনুবাদ করেছেন বিখ্যাত অনুবাদ খালিকুজ্জামান ইলিয়াস। অনুবাদের প্রঞ্জলতা নিয়ে বলার কিছু নেই। তবে যদি বলতে হয় তবে মনে হয় বলতে হবে কিছু কিছু সংলাপ নিয়ে। যেখানে গ্রাম্য ভাষা ব্যবহার করা হয়েছে।
যদিও হয়ত বাংলার সহজতা বা ওই সময়ের হিসেবে কেমন হতে পারে সেটাকে নির্দেশ করেই হয়ত এভাবে সংলাপ গুলোকে সাজানো হয়েছে। তবে আমার কাছে কিছুটা দৃষ্টিকটু মনে হয়েছে। তবে এর জন্য অনুবাদে কোন সমস্যা হয়নি। বরং এক ঘেয়েমি কাটিয়ে কাহিনীর মধ্যে ডুবে যেতে পারা যায় সহজেই।
বইটির প্রোডাকশন নিয়ে বলার কোন অপেক্ষা রাখে না। দারূণ একটি প্রোডাকশন নিয়ে এসেছে। বলা যায় বইটি হাতে নেবার পর মনে হবে এটাও কোন ভারতীয় দামী প্রকাশণীর বই। সেক্ষেত্রে পকেটের দিকে তাকানো যাবে না। বইটি ক্রাউন সাইজের হবার পরও দাম বেশি। এটাকে যদি ধর্তব্যের ভেতর না নিয়ে আসেন। তবে বইটি বেশ মজাদার।
এই বইটি চিন্তাশীল পাঠকদের জন্য বা যারা ছোট গল্প বেশি পড়েন তাদের জন্য ভাল। কারণ গল্পের ভেতর কিছুটা গাম্ভীরতা বা একটি ভারি ভাব রয়েছে। আকুতাগাওয়ার এটি একটি বৈশিষ্ট্য বলা যায়। সমাজ, প্রহসন, ঠাট্টা কে তিনি একটু ভারি ভাবে প্রদর্শিত করেছেন। যদিও বুঝতে সমস্যা হবে না। কিন্তু যদি আপনি খুব বেশি চিন্তাশীল না হন বা ভাবনার জগতকে নাড়া দিতে না চান তবে বইটি আপনার জন্য নয়।

বইঃ রাসোমন
মুল লেখকঃ রিয়ানোসুলে আকুতাগাওয়া
অনুবাদঃ খালিকুজ্জামান ইলিয়াস
পৃষ্টাঃ ১৫৮
মুল্যঃ ৮০০/-
প্রকাশনীঃ নটিলাস প্রকাশনী

অনুবাদকের টাইম লাইন থেকে - বরফ ঢাকা শ্বাপদসংকুল পাহাড়, জঙ্গলের গল্প আমাকে সবসময় টানে। আর এই টানটা সৃষ্টি হয়েছে জ্যাক লন্...
11/01/2025

অনুবাদকের টাইম লাইন থেকে -

বরফ ঢাকা শ্বাপদসংকুল পাহাড়, জঙ্গলের গল্প আমাকে সবসময় টানে। আর এই টানটা সৃষ্টি হয়েছে জ্যাক লন্ডন, কাজী মাহবুব হোসেন আর কাজী আনোয়ার হোসেন এর লেখা পড়ে। সেবা থেকে বেরোনো দ্য কল অব দ্য ওয়াইল্ড, হোয়াইট ফ্যাঙ, আলেয়ার পিছে, আর কতদূর, মাসুদ রানা সিরিজের বইগুলো পড়তে পড়তে আমিও হারিয়ে যেতাম বরফ ঢাকা আলাস্কার বুনো প্রান্তরে। ভালুক, নেকড়ে, হায়েনা আর কয়োটিদের সাথে সেখান থেকেই বন্ধুত্ব।

সেকারনেই লেখক Ashik Sarwar ভাইয়ের পূর্ণাঙ্গ অনুবাদের অনুরোধ পেয়ে লুফে নেই। অ্যাডভেঞ্চার প্রিয় খুব কম বাঙালি পাঠক আছেন যারা জ্যাক লন্ডনের "দ্য কল অব দ্য ওয়াইল্ড" পড়েননি। আমাদের টার্গেট রিডার তারা নন। আমাদের লক্ষ প্রতি বছর বাংলা সাহিত্যে যেসব নতুন পাঠক যুক্ত হন তারা।

বইটা পড়তে পড়তে কিছুটা সময়ের জন্য তারা হারিয়ে যাবে এই ইট পাথরের যান্ত্রিক জীবন থেকে। এটা পড়লে আমাদের তরুণ পাঠক পাঠিকাদের কিছুটা হলেও দৃষ্টিভঙ্গি পাল্টাবে। টিকে থাকার জন্য জীবনে কিভাবে লড়তে হয় সে সম্পর্কে জীবনে প্রথমবার ভাবতে শিখবে তারা।

মূল ঊপন্যাসটা হয়ত অনেকের পড়া কিন্তু ছোট গল্পগুলো? সেগুলোও একেকটা মাস্টারপিস। শুধু ছোট গল্পের জন্যই অমর হয়ে থাকবেন জ্যাক লন্ডন।

টু দ্য ম্যান অন দ্য ট্রেইল
লাভ অফ লাই
টু বিল্ড আ ফায়ার সহ বেশ কয়েকটা টান টান উত্তেজনার অ্যাডভেঞ্চার গল্পের অনুবাদ যুক্ত করা হয়েছে এই বইয়ে।

এই মেলায় প্রকাশ পাচ্ছে জ্যাক লন্ডনের আরেকটি কাজ 'দ্য কল অভ দ্য ওয়াইল্ড অ্যান্ড দ্য সিলেক্টিভ স্টোরিজ'৷ অনুবাদে আছেন অনুব...
10/01/2025

এই মেলায় প্রকাশ পাচ্ছে জ্যাক লন্ডনের আরেকটি কাজ 'দ্য কল অভ দ্য ওয়াইল্ড অ্যান্ড দ্য সিলেক্টিভ স্টোরিজ'৷ অনুবাদে আছেন অনুবাদ জগৎতে প্রিয়মুখ আনোয়ার হোসেন ভাই৷ ব্যক্তিগত ভাবে আমি মনে করি এটা অনুবাদকের সেরা কাজ হতে যাচ্ছে৷ খুবই সাবলীল অনুবাদ৷ বইটি আমাদের গত বইমেলায় আসার কথা থাকলে বিভিন্ন কারণে আসেনি৷ এবার মেলায় গুলি মিস হচ্ছে না৷ সুন্দর এই প্রচ্ছদটি করেছে রুদ্র কায়সার৷ তো পাঠক অরণ্যের ডাকে আপনার সাড়া দিতে প্রস্তুত তো?

অবশেষে অমর একুশে বইমেলায় নটিলাস - Nautilus  এর স্টল বরাদ্দ হলো৷ আমরা আবেগে আপ্লূত৷ পাঠকের ভালোবাসা ও নির্ভরশীলতা আমাদের ...
10/01/2025

অবশেষে অমর একুশে বইমেলায় নটিলাস - Nautilus এর স্টল বরাদ্দ হলো৷ আমরা আবেগে আপ্লূত৷ পাঠকের ভালোবাসা ও নির্ভরশীলতা আমাদের এতদূর আসার মূল চালিকা শক্তি ছিল৷ এবার বাবুই পাখির মত আমাদের ছোট একটা বাসা হলো৷

মেলার স্টলের নাম্বার নিয়ে লটারি হবে ১৫-১৬ ই জানুয়ারি৷ এরপর স্টল নাম্বার জানিয়ে দেওয়া হবে। এবার থেকে তাহলে বলাই যায় পাঠক আপনাদের আমন্ত্রণ রইলো আমাদের স্টলে৷

মেলা উপলক্ষ্যে প্রকাশ পাওয়া আমাদের মেগা প্রজেক্টের মধ্যে অন্যতম 'চার্লস ডিকেন্স হরর স্টোরিজ'৷ লুৎফুল কায়সার ও অনিবার্ণ ভ...
09/01/2025

মেলা উপলক্ষ্যে প্রকাশ পাওয়া আমাদের মেগা প্রজেক্টের মধ্যে অন্যতম 'চার্লস ডিকেন্স হরর স্টোরিজ'৷ লুৎফুল কায়সার ও অনিবার্ণ ভট্টাচার্য্য জুটি আবার ফিরে আসছে এক সাথে এই বইয়ের মাধ্যমে৷ বইটির প্রি-অর্ডার শিগগির শুরু হবে৷ চোখ রাখুন নটিলাস - Nautilus এর পেজে৷

এদোগাওয়া রাম্পো'র লেখা আস্তে আস্তে ছড়িয়ে যাচ্ছে পাঠকের মাঝে৷ 'জাপানের অদ্ভুতুড়ে সব গল্প' দিয়ে যে যাত্রা শুরু হয়েছিল সে য...
08/01/2025

এদোগাওয়া রাম্পো'র লেখা আস্তে আস্তে ছড়িয়ে যাচ্ছে পাঠকের মাঝে৷ 'জাপানের অদ্ভুতুড়ে সব গল্প' দিয়ে যে যাত্রা শুরু হয়েছিল সে যাত্রা এখনও চলমান৷ এক বছরের না যেতেই রাম্পো তৃতীয় কোন বই আমাদের ব্যানার থেকে প্রকাশ পাচ্ছে। এবার সরাসরি জাপানি ভাষা থেকে অনূদিত করেছেন কাবিদ হাসান শিবলী ভাই৷

বইটি প্রকাশ পাবে অমর একুশে বইমেলায়৷

জুল ভার্নের সেট আপনার সংগ্রহে আছে তো? ২৪২৫৳ সেটটি সংগ্রহ করতে পারবেন মাত্র ১৫০০ টাকায়৷ পুরা সেট নিলে ডেলিভারি চার্জ ফ্রি...
08/01/2025

জুল ভার্নের সেট আপনার সংগ্রহে আছে তো? ২৪২৫৳ সেটটি সংগ্রহ করতে পারবেন মাত্র ১৫০০ টাকায়৷ পুরা সেট নিলে ডেলিভারি চার্জ ফ্রি৷

বইমেলা উপলক্ষ্যে যেসব বই নিশ্চিতভাবে প্রকাশ পাবে তার একটি তালিকা প্রদান করা হলো৷ সামনে আরও আপডেট হবে৷ মৌলিক - ১. বলকানের...
07/01/2025

বইমেলা উপলক্ষ্যে যেসব বই নিশ্চিতভাবে প্রকাশ পাবে তার একটি তালিকা প্রদান করা হলো৷ সামনে আরও আপডেট হবে৷

মৌলিক -

১. বলকানের বারুদ - সঞ্জয় দে
২. গোমুখ যাত্রা - সজল জাহিদ
৩. আমার শিকার স্মৃতি - বিজয়কান্ত সেন
৪. সিক্রেট প্রজেক্ট

অনুবাদ -

১. চার্লস ডিকেন্স হরর স্টোরিজ
অনুবাদ - লুৎফুল কায়সার ও অনির্বাণ ভট্টাচার্য্য

২. কল অভ দ্য ওয়াইল্ড এন্ড আদার সিলেক্টিভ স্টোরিজ - জ্যাক লন্ডন
অনুবাদ - আনোয়ার হোসেন

৩. হোয়াইট ফ্যাঙ - জ্যাক লন্ডন
অনুবাদ - নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়

৪. রক্তবিছা - এদোগাওয়া রাম্পো
অনুবাদ - কাবিদ হাসান শিবলী

৫. দ্য জাঙ্গল বুক এন্ড আদার স্টোরিজ - রাডিয়ার্ড কিপলিং
অনুবাদ - যোবায়ের মুহাম্মদ

৬. সিক্রেট প্রজেক্ট

আপাতত এই ১০টা বই কনফার্ম আসবে৷ মেলার আগে জুল ভার্নের কোন বইয়ের পান্ডুলিপি এখন পর্যন্ত জমা পড়েনি বিধায় এই সংক্রান্ত আপডেট দেওয়া সম্ভব হলো না৷

এই মাসেই প্রকাশ পেতে যাচ্ছে জ্যাক লন্ডন রচিত হোয়াইট ফ্যাঙ৷ বাংলা অনুবাদ সাহিত্যে হারিয়ে যাওয়া সব কাজ নিয়ে নিয়মিত আমাদের ...
03/01/2025

এই মাসেই প্রকাশ পেতে যাচ্ছে জ্যাক লন্ডন রচিত হোয়াইট ফ্যাঙ৷ বাংলা অনুবাদ সাহিত্যে হারিয়ে যাওয়া সব কাজ নিয়ে নিয়মিত আমাদের ব্যানারে কাজ হবে৷ আমাদের ভার্সনের অনুবাদক নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়৷ অনুবাদটি প্রথম প্রকাশ পায় ১৯৩৮ সালে৷

বলতে বাধ্য বাংলা অনুবাদ সাহিত্যের এক দূর্দান্ত কাজ৷ এত বছর আউট অফ প্রিন্ট থাকার পর লেখকের মেয়ে নূপুর লাহিড়ীর বন্দনায় আবার বইটি আলোর মুখ দেখছে৷ প্রিয় পাঠক নটিলাসের সব সময় ভালো সাহিত্য আপনাদের উপহার দেবার চেষ্টা করে৷ আশা করি এই ব্যাপারে আপনারা আশাহত হবেন না৷

নটিলাসের প্রকাশক যেহেতু মিশরে সেহেতু মিশরের কিছু স্থাপনার ছবি পাঠকের সাথে তো শেয়ার করাই যায়৷ দ্য গ্রেট পিরামিড অভ গিজা ও...
02/01/2025

নটিলাসের প্রকাশক যেহেতু মিশরে সেহেতু মিশরের কিছু স্থাপনার ছবি পাঠকের সাথে তো শেয়ার করাই যায়৷ দ্য গ্রেট পিরামিড অভ গিজা ও স্টেপ পিরামিডের এমন এক আর্কিটেকচারাল মাস্টার পিস যা পৃথিবী কে কেন অন্য গ্রহের প্রাণীকেও আকৃষ্ট করবে৷

নটিলাসের প্রকাশক হিসাবে আমি সিদ্ধান্ত নিয়েছি পেজের পাঠকদের জন্য আমার এই ২০ দিনের সফর নিয়ে নিয়মিত লিখে যাবো৷ নতুন রোমাঞ্চকর যাত্রার জন্য আপনারা প্রস্তুত থাকুন৷

আমাদের প্রকাশনার একমাত্র পেপারব্যাক বই৷ সংগ্রহে আছে তো আপনার?
02/01/2025

আমাদের প্রকাশনার একমাত্র পেপারব্যাক বই৷ সংগ্রহে আছে তো আপনার?

পাঠকে সংগ্রহে নটিলাসের বই৷
02/01/2025

পাঠকে সংগ্রহে নটিলাসের বই৷

আজ থেকে শতবর্ষে পূর্বে কোন বাঙালি সাইকেলে দাঁপিয়ে বেড়াচ্ছে বিশ্ব সেটা ভাবতে গেলে অবাক হতে হয় না৷ রামনাথ বিশ্বাস শুধু লিখ...
02/01/2025

আজ থেকে শতবর্ষে পূর্বে কোন বাঙালি সাইকেলে দাঁপিয়ে বেড়াচ্ছে বিশ্ব সেটা ভাবতে গেলে অবাক হতে হয় না৷ রামনাথ বিশ্বাস শুধু লিখেই যায়নি, বিশ্ববাসীর কাছে রেখে গেছেন তার দর্শণ ও জীবন দেখার দৃষ্টিভঙ্গি৷ শতবর্ষ পূর্বের বিশ্বটা কেমন ছিল তা জানতে চাইলে আর দেরি নয় সংগ্রহ করে ফেলুন রামনাথ বিশ্বাসের বই গুলো৷

নটিলাসের প্রকাশক হিসাবে যতটা পরিচিত ততটা কি পাঠকের কাছে লেখক হিসাবে পরিচিত? লেখক আশিক সারওয়ারের বই আপনাদের সংগ্রহ আছে তো...
02/01/2025

নটিলাসের প্রকাশক হিসাবে যতটা পরিচিত ততটা কি পাঠকের কাছে লেখক হিসাবে পরিচিত? লেখক আশিক সারওয়ারের বই আপনাদের সংগ্রহ আছে তো?

আমাদের প্রকাশনার দু'টি আন্ডাররেটেড প্রোডাক্ট৷ আপনার সংগ্রহে আছে তো?
02/01/2025

আমাদের প্রকাশনার দু'টি আন্ডাররেটেড প্রোডাক্ট৷ আপনার সংগ্রহে আছে তো?

Address

দোকান নং ১১৭, গিয়াসউদ্দিন বুক কমপ্লেক্স, , ৩৭ নর্থব্রুক হল রোড, বাংলাবাজার
Dhaka
১১০০

Telephone

+8801717448786

Website

Alerts

Be the first to know and let us send you an email when নটিলাস - Nautilus posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to নটিলাস - Nautilus:

Videos

Share

Category