কোরআনের আলো

কোরআনের আলো - কোনো অভিযোগ
নেই আল্লাহ যা কিছু দিয়েছেন সবকিছুর জন্য.!✨

- আলহামদুলিল্লাহ ❤️🌸

07/01/2025

দারিদ্র্যতার
ভয়ে গরিব যোগ্য পুরুষের সাথেও সংসার করে না আজকাল নারী।
অথচ আলী (রা.) এর মতো দারিদ্র্যের ঘরে থেকেছে এমন নারী যে কিনা জান্নাতে মহিলাদের সর্দার।

29/12/2024

ও নারী!

তোমার পিরিয়ড চলাকালীন যেখানে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি কিংবা অফিসে তুমি একদিনও ছুটি পাও না। সেখানে আল্লাহ তা'আলা ওই সময়টাতে তোমার কষ্টের কথা ভেবে নামাজ, রোজাসহ অনা ইবাদত সমূহের ক্ষেত্রেও তোমাকে ছাড় দিয়েছে
ও নারী! তোমার রবের এই নিয়ামতের কথা কখনো ভেবে দেখেছো কি? আহা! তোমার রব তোমার প্রতি কত দয়ালু।

সুবহানআল্লাহ!..

25/12/2024

- গ্রামের মেয়েরা হয়তো বেশি স্টাইল জানে না.!😊

- তবে আযান শুনলে মাথায় কাপড় দিতে জানে.!👑

21/12/2024

শেষ জামানার মানুষ আমরা এটা তার প্রমান 💔
কেয়ামত খুবই নিকটে 😭😭
মৃ*ত ব্যক্তি কে সামনে রেখে তাঁরা খেলায় ব্যস্থ😭😭

24/11/2024

দিন ফুরিয়ে যাচ্ছে

ওপারে ফেরার সময় ঘনিয়ে আসছে

এত আনন্দ কোলাহল সুখের বাড়ি সব কিছু লিখে দিতে হবে। শুধু মাত্র একটি মৃত্যুর দলিলে!

22/11/2024

কালো যুবতীর চিন্তা বিয়ে নিয়ে, আর বেকার যুবকের চিন্তা রিজিক নিয়ে! অথচ কালো হওয়ায় কেউ অবিবাহিত থাকেনা আর বেকার থাকায় কেউ না খেয়েও মরে না!

নিশ্চয়ই আপনার সৃষ্টিকর্তা আপনার জন্য এই দুটি জিনিসই বরাদ্দ রেখেছেন।

21/11/2024

কোন এক মাঝরাতে

"তাহাজ্জুদের" সিজদাতে, ত্যাগ হোক আমাদের শেষ নিঃশ্বাস! এবং জিকির সিক্ত দিলে "রবের" সাথে হোক, আমাদের শেষ মুলাকাত।

আ-মীন..!♡

20/11/2024

দোয়া দেরিতে কবুল হওয়ার কারণ :

"যখন আল্লাহ তালার কোন বান্দা দোয়া করার জন্য হাত উঠায়, তখন আল্লাহ তাআলা ফেরেশতা জিব্রাইলকে (আ:) বলেন থামো। এখনই দিও না -সে যেন পুনরায় আমার কাছে প্রার্থনা করে। কারণ আমি তার আওয়াজকে খুব পছন্দ করি।

সুবহানাল্লাহ

[কানযুল উম্মান, হাদিস নং ৩২৬১]

স্ত্রী হবার যোগ্যতা সেই নারীই রাখেন, যিনি স্বামীর বিপদে তাকে খোটা দিয়ে নয়" ঢাল হয়ে পাশে দাড়ায়✊
19/11/2024

স্ত্রী হবার যোগ্যতা সেই নারীই রাখেন, যিনি স্বামীর বিপদে তাকে খোটা দিয়ে নয়" ঢাল হয়ে পাশে দাড়ায়✊

18/11/2024

এক বৃদ্ধ ব্যক্তিকে

প্রশ্ন করা হলো যে, ইবাদত করার জন্য সর্বোত্তম দিন কোনটি?

তিনি বললেন; 'মৃত্যুর আগের দিন'
প্রশ্নকারী হতভম্ব হয়ে বললো, মৃত্যুর সময় তো কারো জানা নাই..!
বৃদ্ধ ব্যক্তিটি বললেন, তাহলে জীবনের প্রতিটি দিনকেই জীবনের শেষ দিন মনে করো।

17/11/2024

হাদিস টার প্রেমে পড়ে গেলাম।

আর আমি তোমাদের কে সৃষ্টি করেছি জোড়ায় জোড়ায়। [সূরা নাবা: আয়াত-৮]

আপনাকে খুঁজতে হবে না আল্লাহ আপনার জীবন সঙ্গী সময় মতন আপনার কাছে পৌঁছে দিবেন!
-ইনশাআল্লাহ! শুধু শুধু হারাম রিলেশনে জরিয়ে মানসিক চাপ নেয়ার দরকার কি! যেখানে মহান রাব্বুল আলামিন আপনার আর আমার জন্য উত্তম জীবনসঙ্গী নির্ধারন করে রেখেছেন!

17/11/2024

রাতের বেলা শাড়ি পরে ছবি তুলে মেয়েটি ফেসবুকে প্রোফাইল পিকচার বা স্টোরি আপলোড করে ঘুমোলো। ঘুম ভেঙ্গে আবিষ্কার করবে শতশত লাইক কমেন্টের বন্যা। কিন্তু সকাল হতেই মেয়েটিকে কবরস্থানে পাঠানোর তোড়জোড় শুরু হলো। তার নিদ্রা ভাগ হলো কবরের নিচে মাটির সঙ্গে প্রথম গভীর আলিঙ্গন। ফেসবুকে অচেনা শুভাকাঙ্ক্ষীরা তখন তার শাড়ির ভাঁজ, দেহের খাঁজ নিয়ে প্রশংসায় মুখর। সাড়ে তিন হাত মাটির নিচে মেয়েটি বলছে। দোহাই লাগে তোমাদের আমার আযাব আর বাড়িও না! এই কবরের একটি মাত্র চাপ তোমাদের সকল হাঁসি নিঃশেষ করে দিতে যথেষ্ট।
ফেসবুকে নিজেদের শরীর প্রদর্শন আগে একবার চিন্তা করে দেখবেন প্রিয় মা-বোনেরা। যদি এই ঘটনা আপনার জীবনে সাথেও মিলে যায় তখন কী হবে!

আল্লাহ সবাইকে হেদায়েত দান করুক।
আমিন ছুম্মা আমিন

17/11/2024

তিনি রোজ আসেন কিন্তু আপনি জাগেন না ।

আল্লাহ তা'য়ালা শেষ রাতে দুনিয়ার একবারে নিকটবর্তী আসমানে চলে আসেন, শুধুমাত্র আপনার করজোড়ে করা ফরিয়াদ শুনবেন বলে,

15/11/2024

সূরা ইখলাসের অফুরন্ত ফজিলত।

সূরা ইখলাস প্রতিদিন ২০০ বার ওযুর সাথে অর্থাৎ ওযু অবস্থায় পড়ার ১০টি উপকার।

১. আল্লাহ তা'য়ালা তার রাগের ৩০০ দরজা বন্ধ করে দিবেন।

২. রহমতের ৩০০ দরজা খুলে দিবেন।

৩. রিজিকের ৩০০ দরজা খুলে দিবেন।

৪. মেহেনত ছাড়া গায়েব থেকে রিযিক পৌঁছে দিবেন।

৫.আল্লাহ তা'য়ালা নিজের জ্ঞান থেকে জ্ঞান দিবেন।আপন ধৈর্য্য থেকে ধৈর্য্য দিবেন।আপন বুঝ থেকে বুঝ দিবেন।

৬. ৬৬বার কুরআন খতম করার সাওয়াব দিবেন।

৭. ৫০ বছরের গুনাহ মাফ করে দিবেন।

৮.জান্নাতের মধ্যে ২০টি মহল দিবেন, যেগুলো ইয়াকুত মার্জান ও জমজমদের তৈরী।প্রত্যেক মহলে ৭০ হাজার দরজা থাকবে।

৯. ২০০০ রাকাত নফল নামায পড়ার সাওয়াব দিবেন।

১০.যখন তিনি মারা যাবেন ১,১০,০০০ ফেরেশতা তার যানাযায় শরিক হবেন।(সুবহানআল্লাহ)

আল্লাহ তা'য়ালা আমাদের সবাইকে যানার বুঝার এবং আমল করার তাওফিক দান করুক।আমিন-ইয়া রব।
আমিন।

(রেফারেন্সঃ রিয়াযুস স্বা-লিহীন সহীহুল বুখারীঃ৫০১৪, ৫৫৪৩, ৭৩৭৫ নাসায়ীঃ ৯৯৫ আবূ দাউদঃ১৪৬১ আহমাদঃ১০৬৬৯ সহীহ আল জামি আস সগীরঃ৬৪৭২)

14/11/2024

কোরআনের একটা আয়াত আমি পড়েছি এবং সেটার অর্থ হচ্ছে এইরকম:

আল্লাহ বলেছেন, "তুমি আমার কাছ থেকে দূরে চলে যাও, তুমি আমাকে ছেড়ে দাও। তুমি কি ভেবেছো আমি রেগে আছি তোমার উপর??? না। আমি আল্লাহ। আমি কথায় কথায় রাগ করি না। আমি তোমার সাথেই থাকি সবসময় কারণ আমি জানি তুমি আমার কাছে ফিরে আসবে। তুলি, বার বার, বার বার, হাজার বার, লক্ষ বার পথভ্রষ্ট হবে। কিন্তু আনি তোমাকে লক্ষ বার সুযোগ দিবো আমার কাছে ফিরে আসার। তোমার সমস্ত জীবনটাই সুযোগ। আমি অপেক্ষা করে আছি তোমার জন্য, আমার কাছে ফিরার। তুমি লক্ষ বার ভুল করে মাফ চাইবে, আমি লক্ষ বার তোমাকে মাফ করবো সুযোগ দিবো। আমি আল্লাহ। তোমার সৃষ্টিকর্তা

14/11/2024

যদি কাউকে কষ্ট দাও,আর সে চুপ থাকে,তবে তার নীরবতাকে ভয় করো। কারণ এর বিচার স্বয়ং আল্লাহ করবেন।
{হযরত আলী (রা.)}

14/11/2024

আগেকার নারী

রিজিক নিয়ে আসতো,

এখনকার নারী রিজিক দেখে আসে।

আগেকার পুরুষ উওম আখলাক খোঁজতো!

এখনকার পুরুষ সৌন্দর্য আর মেয়ের বাবার ভালো অবস্থান খুঁজে.!!

11/11/2024

ভালোবাসা কি?

হযরত আলী (রাঃ) একবার ৯০০ কেজি ওজনের দরজা একাই তুলে ফেলেন।

কিন্তু হযরত ফাতেমা (রাঃ) ইন্তেকাল করেন তখন আলী (রাঃ) বলেন ফাতিমাকে তুলতে আমাকে কেউ সাহায্য করো।
ভালোবাসার ওজন এতটাই বেশি।

Address

Kishoreganj
Dhaka

Telephone

+8801742008805

Website

Alerts

Be the first to know and let us send you an email when কোরআনের আলো posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to কোরআনের আলো:

Videos

Share