মিথ্যা হাসি

মিথ্যা হাসি প্রতিটি কথা শুধু তোমাকে ঘিরে প্রিয় 💔😅
(49)

15/01/2025

দিনের শুরু হোক ফজরের নামাজ দিয়ে আলহামদুলিল্লাহ ❤

🖤🌸🥀
15/01/2025

🖤🌸🥀

হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল'অর্থাৎ : আমার জন্য আমার আল্লাহ'ই যথেষ্ট।💖আলহামদুলিল্লাহ 🌸
15/01/2025

হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল'
অর্থাৎ : আমার জন্য আমার আল্লাহ'ই যথেষ্ট।💖

আলহামদুলিল্লাহ 🌸

15/01/2025

যিনিই লিখুন, নাম পাইনি। অসম্ভব ভালো লিখেছেন। আমাদের ছেলেবেলার কথা-

ছোটবেলায় আমি অনেক ধনী ছিলাম। হালকা বৃষ্টির জমে থাকা জলে, আমারও তিন-চারটে নৌকা, জাহাজ জলে ভেসে বেড়াতো।

কাগজের হলে কি হবে? আকাশে আমারও বিমান উড়ে বেড়াতো। ছোটখাটো দূরত্বগুলো কাগজের প্লেনেই যাত্রা করতাম।

প্রাসাদ, অট্টালিকা আমিও বানিয়েছিলাম। হয়তো সেগুলো মাটি বা পাটকাঠি দিয়ে তৈরি ছিল, কিন্তু একেবারেই আমার ছিল।

ব্যবসা আমারও ছিল। নারকেলের মালা দিয়ে দাঁড়িপাল্লা বানিয়ে কাঁটায় কাঁটায় জিনিস কেনাবেচা করতাম।

তখন, আমিও বিজ্ঞানী ছিলাম। ফেলে দেওয়া পুরনো ইনজেকশনের সিরিঞ্জে জল ভরে বিভিন্ন গাছের শাখা-প্রশাখায় ইনজেকশন দিয়ে পরীক্ষা নিরীক্ষা করতাম।

এখন আর কোথায় পাব সেই বড়লোকী চাল?
শৈশবটাকে বড্ড বেহিসেবি খরচা করে ফেলেছিলাম।
তাই আজ গরীব বড়ো।
©

আগে তো শাড়ী পাঠাও 😒🥺
15/01/2025

আগে তো শাড়ী পাঠাও 😒🥺

15/01/2025

বেশিরভাগ সময় আমরা কোনো মানুষকে, খুব বেশি প্রায়োরিটি দিতে গিয়ে তাদের চোখে স'স্তা হয়ে যাই!'🙂

You ready 🥹🥹
15/01/2025

You ready 🥹🥹

বিষাদ বৃক্ষের যতো শত ফুল, তোমারে দেখিতে হইলো ব্যাকুল।🌼🦋© Sachin
15/01/2025

বিষাদ বৃক্ষের যতো শত ফুল, তোমারে দেখিতে হইলো ব্যাকুল।🌼🦋
© Sachin

ব্যাংকক সময় রাত ৩.০৩ মিনিটে আমাদেরকে সারাজীবনের মত একা করে চলে গেছে 😭 আমি পারি নি তাকে বাচিঁয়ে রাখতে 😭💔Sanvee's by Tony ...
15/01/2025

ব্যাংকক সময় রাত ৩.০৩ মিনিটে আমাদেরকে সারাজীবনের মত একা করে চলে গেছে 😭 আমি পারি নি তাকে বাচিঁয়ে রাখতে 😭💔
Sanvee's by Tony Tony

আল্লাহ উনাকে বেহেশত নসিব করুক, আপুটা অনেক করছিল লোকটার জন্যে :)

15/01/2025

'রিভেঞ্জ অফ ন্যাচার' বলে একটা
কথা আছে, যে যাই করুক না কেনো সময় মত তার ফল পাবে!❤

14/01/2025

লেখাটা অসম্ভব সুন্দর 🌸❤️

খুব বেশি প্রেম না থাকুক। যেটুকু থাকুক সবটা যেনো সত্যি হয়। অল্পটুকু ভালোবাসা থাকুক তবে তা যেনো চিরস্থায়ী হয়। হুট করে জীবনে এসে অনেক বেশি ভালোবেসে আবার হটাৎ করে হারিয়ে না যাক। মানুষটা আসুক ধীরে কিংবা দেড়িতে। তবে থেকে যাক শেষ অব্দি। রোজ ভালোবাসুক একটু একটু করে।

মিথ্যা হাসি

14/01/2025

সুন্দর হওয়ার চেয়ে সৎ হওয়া বেশি প্রয়োজন। মানুষ সৌন্দর্যের কদর করে কয়েক বছর। কিন্তু সততার সম্মান মৃ'ত্যু'র পরেও থাকে।🖤

চাউল বেচিয়া টিকেট কিনছি, সোনাবাইনু ক্যামেরাটা একবার ধরা 🤣🤣🤣
14/01/2025

চাউল বেচিয়া টিকেট কিনছি,
সোনাবাইনু ক্যামেরাটা একবার ধরা 🤣🤣🤣


সম্ভবত সবচেয়ে সুন্দর সম্বোধন হচ্ছে আপনি 🌸🖤
14/01/2025

সম্ভবত সবচেয়ে সুন্দর
সম্বোধন হচ্ছে আপনি 🌸🖤

গতো সপ্তাহে এদের ভিডিও টা দেখেছিলাম আমি, ছেলেটা মেয়েটাকে সারপ্রাইজ দেওয়ার জন্য চলে এসেছিলো। মেয়েটাও অপ্রস্তুত হয়ে পড়ে, ল...
13/01/2025

গতো সপ্তাহে এদের ভিডিও টা দেখেছিলাম আমি, ছেলেটা মেয়েটাকে সারপ্রাইজ দেওয়ার জন্য চলে এসেছিলো। মেয়েটাও অপ্রস্তুত হয়ে পড়ে, লুকিয়ে পড়ে। লজ্জায় পড়ে গিয়েছিলো।
ভিডিও টা মারাত্মক সুন্দর ছিলো কিন্তু কিছু মানুষ কমেন্ট করতেছিলো 'মেয়েটা আসলে তার এই মেকাপ ছাড়া চেহারা দেখাইতে চায় নাই দেখেই লুকাইছে!' কেউ বলতেছিলো 'শেষ! ছেলেটা আজকেই ব্লক দিবো বিদায় দিয়েই! যেই চেহারা!'

ছেলেটা সবাই কে 'চুপ' করে দিলো মেয়েটাকে 'বিয়ে' করে! ❤️

যে ভালোবাসে, সে আসলে 'চেহারা'র মধ্যেই পড়ে থাকেনা, সে মানুষ টা কে ভালোবেসে ফেলে। বাকি দুনিয়া যা ইচ্ছে বলুক,ভালোবাসলে দুনিয়া কে আর পাত্তা দেওয়ার মুড থাকেনা, দরকার হয় শুধুই ওই মানুষ টা কে! ভালোবাসার মানুষ টা কে❤️

©Ummed

Okay broooo🤣🤣
13/01/2025

Okay broooo🤣🤣

13/01/2025

নানু দিবসটা বেশি জরুরী ছিলো।

নারী মা রুপে যতোটা না মায়াময়, তারচেয়ে ১৪ গুন বেশি মায়া তারা নাতি-নাতনীদের জন্য জমিয়ে রাখে।

আমার আম্মুর কাছে আমার ১০৫ জ্বর সমান সমান তার যে কোনো নাতির মৃদু কাশি!!

এবং পৃথিবীর সকল নানু মনে করে তার কন্যা একটা বিশ্ব অলস। নাতিগুলার কোনো যত্ন তার কন্যা করতে পারছে না। আমি মাসে ২৮ দিন আমার মায়ের কাছে এই বিষয়ক গা/লি হাসি মুখে খাই।

কর্মজীবী ৯০% মা এখনো কর্মজীবী কারন বাড়িতে সন্তানের নানু আছে। ❤️

©️

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when মিথ্যা হাসি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share