Personal Matter

Personal Matter Own Happiness
(2)

04/12/2024

নায়েব আলী স্যারের জুস ক্লাস

04/12/2024

�� #৪৭ তম BCS প্রিলি.সাবজেক্ট টেস্ট -১১ (গাণিতিক যুক্তি) এর সলভ ক্লাস। | �� #৪৭ তম BCS প্রিলি.সাবজেক্ট টেস্ট -১১ (গাণিতিক যুক্তি) এর সল্ভ ক্লাস।
�� তারিখ:০৪ ডিসেম্বর ,২০২৪,দুপুর -১২:০০টা।
BCS Confidence-... | By BCS Confidence- Raju

30/11/2024

কারক বিভক্তি নিয়ে টেনশন আর নয়।
সৌজন্য: Carrier map!!job Preparation # , # , # , # , # ,

30/11/2024

-তুমি সাদা পাঞ্জাবি পরে আসবা।
- আর আমি তরকারির ঝোল ফেলে দিয়ে বলবো "ভালোবাসি"।

29/11/2024

আল কুরআনের আজবের পাঁচ উদাহরণ
১০ শিক্ষা

13/11/2024

'পুরুষ মানুষ চিতায় উঠলেও যদি চোখ মেলার সুযোগ
পায়,তবে সেটা মেলবে মেয়ে মানুষের দিকে!

11/11/2024

হাসলে সবাইকেই সুন্দর দেখায়।
—হুমায়ূন আহমেদ

11/11/2024

"প্রচণ্ড রে'গে গেলে শরীরের রোগ জীবাণু মরে যায়। যারা ঘন ঘন রা'গে তাদের অসুখ বিসুখ হয় না বললেই চলে "
বই:হিমু #লেখক:হুমায়ূন আহমেদ

10/11/2024

কালো এবং অসুন্দর মেয়েদের জেদ কখনো থাকে না। এদের জীবন কাটাতে হয় একাকী।
—হুমায়ূন আহমেদ

বেশ‍্যা"কবিতাটি যখনই পড়তে যাই,আমার শরীরের প্রতিটা লোমকুপ শিরশির করে উঠে।বেশ্যা"বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামসাধুর নগরে ব...
09/11/2024

বেশ‍্যা"কবিতাটি যখনই পড়তে যাই,
আমার শরীরের প্রতিটা লোমকুপ শিরশির করে উঠে।
বেশ্যা"
বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম

সাধুর নগরে বেশ্যা মরেছে
পাপের হয়েছে শেষ,
বেশ্যার লাশ হবে না দাফন
এইটা সাধুর দেশ।
জীবিত বেশ্যা ভোগে তো আচ্ছা, মরিলেই যত দোস?
দাফন কাফন হবে না এখন
সবে করে ফোস ফোস।
বেশ্যা তো ছিল খাস মাল, তোদের রাতের রানী,
দিনের বেলায় ভুরু কোচ কাও?
মরিলে দেওনা পানি!
সাধু সুনামের ভেক ধরিয়া দেখালি দারুন খেলা,
মুখোশ তোদের খুলবে অচিরে
আসবে তোদের বেলা।
রাতের আধারে বেশ্যার ঘর স্বর্গ তোদের কাছে,
দিনের আলোতে চিননা তাহারে?
তাকাও নাকো লাজে!
চিনি চিনি ভাই সব সাধু রেই হরেক রকম সাজ,
সুযোগ পেলেই দরবেশী ছেরে দেখাও উদ্দাম নাচ!
নারী আমাদের মায়ের জাতি বেশ্যা বানালো কে?
ভদ্র সমাজে সতীর ছেলেরা খদ্দের সেজেছে?
গরীবের বৌ সস্তা জিনিস সবাই ডাকো ভাবি,
সুযোগ পেলেই প্রস্তাব দাও আদিম পাপের দাবি।
স্বামী যখন মরলো ভাবির দুধের শিশু কোলে,
ভদ্র দেবর সুযোগ খোঁজে সহানুভূতির ছলে,
দিনের মত দিন চলে যায়,
হয় না তাতে দোষ
মরা লাশের সুযোগ পেয়ে মোল্লার রোষ।
মোল্লা সাহেব নায়েবে রাসুল ফতোয়া ঝারিশা কয়,
পতিতা নারীর জানাজা কবর এই এলাকায় নয়।
শুধাই আমি ওরে মোল্লা জানাযায় যত দোষ,
বেশ্যার দান নিয়াছো ঝোলিয়ে তুমি বেটা নির্দোষ?
বেশ্যার তবু আছে পাপ বোধ নিজেকে সে ভাবে দোষী,
তোমরা তো বেটা দিন বেচে খাও হচ্ছেয় খোদার খাসি।
আল্লাহর ঘর মসজিদে ও আছে বেশ্যার দান -কলেমা পড়েছে সে ওতো তবে নামেতে মোসলমান!
বেশ্যা নারী ব্যবসায় নারী পুরুষরা পুরুষরা সব সৎ?
জানি মোল্লা খুলবে না মুখ চাকরি যাওয়ার পথ!
আর কতকাল থাকবি অমন মুখোশ ধারীর দল,
আসবো এবার মশাল নিয়ে ভাঙতে তোদের কল।
সত্যর আলো জলবে যখন চিনবে তোদের সবে,
লেবাশধারী মুখোশধারী মুখোশ উপরে যাবে।
এই ভাবে আর চালাবি কত ছল চাতুরীর খেলা।
আসবে তিনি, এবার তোদের বিদায় নেবার পালা।।।

কাজী নজরুল ইসলাম।

❝আমি কখনো চাইনি আমাদের মাঝে প্রেম হোক। কারণ প্রেম মানেই যে বি'চ্ছে'দ। আমি চেয়েছিলাম তুমি শুধুই ভালোবাসো আমাকে। ভালোবাসা...
09/11/2024

❝আমি কখনো চাইনি আমাদের মাঝে প্রেম হোক। কারণ প্রেম মানেই যে বি'চ্ছে'দ। আমি চেয়েছিলাম তুমি শুধুই ভালোবাসো আমাকে। ভালোবাসায় বি'চ্ছে'দ নেই।❞

____শরৎচন্দ্র চট্টোপাধ্যায়____

09/11/2024

মানুষ মরে গেলে পচে যায়, বেচেঁ থাকলে বদলায়, কারনে অকারণে বদলায়।
—মুনীর চৌধুরী

09/11/2024

অবহেলিত হতেই হবে
যদি তুমি অতিরিক্ত ভালোবাসা প্রকাশ করো!!

🐽হুমায়ুন আহমেদ🐽

09/11/2024

কখনো কখনো ক্ষুদ্রার্থে ইকা যোগ হয়। এসব স্ত্রী প্রত্যয় নয়, ক্ষুদ্রার্থক প্রত্যয়। যেমন:
নাটক নাটিকা
পুস্তক পুস্তিকা
মালা মালিকা
গীত গীতিকা
যেসব শব্দের শেষে 'অর্ক' রয়েছে সেসব শব্দের ‘অক' স্থলে 'ইকা' হয় যেমন:

পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গ পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গ
সেবক সেবিকা , নায়ক নায়িকা
গায়ক গায়িকা, পাঠক পাঠিকা

তীর ও তিরের মধ্যে পার্থক্য
09/11/2024

তীর ও তিরের মধ্যে পার্থক্য

একবার হলেও পড়ে রাখুন
09/11/2024

একবার হলেও পড়ে রাখুন

09/11/2024

Math solve class.Raju confidence

স্বরধ্বনির উচ্চারণের ছক
31/10/2024

স্বরধ্বনির উচ্চারণের ছক

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Personal Matter posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share