Hasib's Show

Hasib's Show Rumors Are Not Spread Here,
Humor Is Organized Here For Entertainment.

12/12/2024

৭১ নিয়ে আওয়ামীলীগ ব্যবসা করেছে বলেই ৭১ মিথ্যা হয়ে যায়নি।

যেমন ৪৭ নিয়ে মুসলিম লীগ ব্যবসা করেছিলো, হাসিনা আর ভারতের পোষা বুদ্ধিজীবীরা হাজার চেষ্টা করেও ৪৭ মুছতে পারেনি।

৭১ রাখা বা মুছে ফেলা সরকারের কাজ না। সরকারের কাজ হলো, ৭১ কে আওয়ামীমুক্ত করা।

৭১ কে হাসিনা গত ১৫ বছর ধরে বাপের সম্পত্তি বানাইয়া রাখছিলো। সেই সম্পত্তি এখন মানুষের কাছে ফেরত দেওয়ার সময় এসেছে।

৭১ এ কি ভারতের স্বার্থ ছিলো? থাকতেই পারে। যেমন ২৪ এর আন্দোলনেও মার্কিন সমর্থন ছিলো।সিরিয়ার বাশাদ বিরোধী আন্দোলনে তো তুর্কি সরাসরি অস্ত্র আর টাকা দিয়ে সাহায্য করেছে।

এইসব হলো ভূ রাজনৈতিক বাস্তবতা।

শত্রুর শত্রু আমার বন্ধু, এই মূলনীতি রেখেই ভারত আমাদের ৭১ এ সাহায্য করেছে।

সামনে ভারতের সাথে যদি কোনদিন যুদ্ধ লাগে, পাকিস্তান আর চীন আমাদের সাহায্য করবে, এটাও কোন অপরাধ হবে না। যুদ্ধ বা লড়াইটা তাতে মিথ্যা হয়ে যাবে না।

৭১ কে আমাদের অবশ্যই ওউন করতে হবে। বাংলাদেশের মানুষ যে চাড্ডি পাজিতদের আন্ডারে থাকতে চায় না, সেটার প্রমাণ ৪৭। বাংলাদেশের মানুষ যে মিলিটারি ডিকটেটরশিপ পছন্দ করে না, তার প্রমাণ ৭১। বাংলাদেশের মানুষ যে ফ্যাসিবাদ ঘৃণা করে, তার প্রমাণ ২৪।

এটা একটা ছাড়া আরেকটা অসম্পূর্ণ।

বাদ দেওয়ার কোন প্রশ্নই তাই আসবে না।

এতে কোন দলের সমস্যা হলে, তাদের হিপোক্রেসি আর শয়তানি বের হয়ে পড়লে, বরং তাদের সেটা ফিক্স করতে হবে।

২৪ কে আমেরিকার ষড়যন্ত্র বলে আওয়ামীলীগ ডিনাই করে যাইতেছে এখনই। বাট এইটা বললেই গণহত্যার রক্ত আওয়ামীলীগের হাত থেকে মুছে যাবে না।

ঠিক তেমনি ৭১ কে ভারতের ষড়যন্ত্র বলে ডিনাই করলেই ৭১ এর গণহত্যার রক্ত কারো হাত থেকে মুছে যাবে না।

বাংলাদেশের সংসদ, বাংলাদেশের বিচার ব্যবস্থা বা বাংলাদেশের প্রশাসনের মতো বাংলাদেশের ইতিহাসকেও আওয়ামীলীগ দখল করেছিলো অন্যায়ভাবে।

এখন সেই ইতিহাসটাকে আমাদের আওয়ামীলীগের দখলমুক্ত করতে হবে।

মেজর জিয়া, কর্ণেল তাহেল, খালেদ মোশাররাফ, এমএজি ওসমানী, তাজউদ্দীন আহমেদদের ইতিহাস আনতে হবে। মুজিবের ১ থেকে ২৫ শে মার্চের প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ঝাপের সত্যটা তুলে আনতে হবে।

মানুষের ইতিহাস মানুষের কাছে ফিরিয়ে দিলে মানুষ ৭১ কেও ধারণ করবে অন্তর দিয়ে।

মিথ্যা ইতিহাসকে প্রতিস্থাপন করতে হয় সত্য ইতিহাস দিয়ে।

ইতিহাস মুছে ফেলে না।

10/12/2024

Good Morning

07/12/2024

আপা আবার ক্ষমতায় আসতেছে ✌️✌️

🎩 Ladies and gentlement, 39 year old Cristiano Ronaldo has 50 GOALS/ASSIST in 2024. 😳📈
07/12/2024

🎩 Ladies and gentlement, 39 year old Cristiano Ronaldo has 50 GOALS/ASSIST in 2024. 😳📈

06/12/2024

এসব দেখলেই দাদাদের 🇮🇳 সমস্যা বেড়ে যাবে
💕💕🇵🇰🇵🇰

I'll be appearing as villain in Bollywood for the next 15 years. Wish me luck.
05/12/2024

I'll be appearing as villain in Bollywood for the next 15 years. Wish me luck.

দেশের প্রশ্নে কে হিন্দু, কে মুসলমান!  দেশটা তো সবার। দেশের অপমান তো মায়ের অপমান! নিজের অপমান। মোরা একি বৃন্তে দুটি কুসুম...
03/12/2024

দেশের প্রশ্নে কে হিন্দু, কে মুসলমান! দেশটা তো সবার। দেশের অপমান তো মায়ের অপমান! নিজের অপমান।

মোরা একি বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান।
মুসলিম তার নয়ন-মণি, হিন্দু তাহার প্রাণ!

-জাতীয় কবি নজরুল ইসলাম।

03/12/2024
02/12/2024

রিপাবলিক বাংলার ময়ুখের চট্টগ্রাম দখলের কথা তুলে হাসাহাসি করতেছিলাম।

ঠিক তখন বিসিএস প্রিপারেশান নেওয়া বন্ধু ভয়ঙ্কর একটা তথ্য দিলো।

চট্টগ্রাম দখলের ব্যাপারটা ভারতের ইউপিএসসি পরীক্ষাতেও আসে। এইটা নাকি ওদের ক্লাসে পড়ানো হয়।

ভারতের সমস্যার সমাধান হিসেবে ভারতের সিভিল সার্ভিসের লোকজন নাকি পরীক্ষার খাতাতে লেখে, চট্টগ্রাম দখল করতে হবে। রংপুর দখল করে ভারতের সমস্যা সমাধান করতে হবে।

ইভেন ওদের কোচিং এর মডেল টেস্টে প্রশ্ন আসে, বাংলাদেশকে কীভাবে কন্ট্রোল করা যায়? উত্তর শেখায়, সংখ্যালঘুদের ইউজ করতে হবে। সীমান্তে অস্থিরতা তৈরি করতে হবে।

এইগুলা অফিশিয়ালি ভারত তাদের কর্মচারীদের শেখায়। মানে ধরেন যে ভারতের পুলিশ হচ্ছে, ম্যাজিস্ট্রেট হচ্ছে, কূটনৈতিক হচ্ছে, সবাই পরীক্ষা আর ভাইবাতে বলতেছে চট্টগ্রাম দখল করতে হবে। বাংলাদেশ অস্থির করতে হবে।

আর আমাদের ছোটবেলা থেকে পড়ানো হয়, ভারত বাংলাদেশের অকৃত্রিম বন্ধু।

আমি রিপাবলিক বাংলার নিউজের নিচে ভারতীয়দের কমেন্ট পড়ি। ওখানে বাংলাদেশের লোকজন হাসাহাসি করলেও ভারতের কাউকেই আমি হাসতে দেখিনি। বরং ওরা সিরিয়াসলিই চট্টগ্রাম দখলের আলাপ করে।

আপনার কি মনে হয় ভারতের সব মানুষ স্টুপিড? এতো লেইম জিনিস দেখে ওরা সিরিয়াসলি নেয় কেন, প্রশ্নটা করতে মন চায়নি? কারণ, ওদের এসব অত্যন্ত সিরিয়াসলি পড়ানো হয়।

এই আলাপগুলো আমাদেরও আসলে সিরিয়াসলি করা উচিত।

ভারত তার কর্মচারীদের শেখাচ্ছে, বাংলাদেশ আনস্টেবল করো। সংখ্যালঘু কার্ড খেলো। আর বাংলাদেশ শেখাচ্ছে, সবাই আমাদের বন্ধু।কেউ কারো শত্রু না। সকলের সাথে বন্ধুত্ব, কারো সাথে শত্রুতা না।

এই যে ভারতের আমলা আর আফিশিয়ালরা এখন সিরিয়াসলি বাংলাদেশে সামরিক অভিযান নিয়ে আলোচনা করছে, কথা বলছে, রিসার্চ করছে, এগুলো একদিনে আসেনি।

ওদের এভাবেই তৈরি করা হয়েছে।

বাট আমরা কি নিজেদের ঐভাবে তৈরি করেছি?

কৃতজ্ঞতা Sadiqur Rahman khan

20/11/2024

বস্তিগুলার জন্য তিতুমীর কলেজের মান সম্মান গ্রহনযোগ্যতা সব হারাইয়া গেলো

03/11/2024

আমার এলাকার পরিচিত সম্পর্কে দাদা হয় উনি মুক্তিযোদ্ধা, ওনার ক্যান্সার হয়েছে।ওনার একটা অপারেশন হবে মঙ্গলবার ৫নভেম্বর । আগামীকাল ২ব্যাগ ব্লাড লাগবে আর অপারেশন এর দিনে ২ব্যাগ A+ ব্লাড লাগবে। পিজি হাসপাতাল শাহবাগ ঢাকা।

+8801931328930
মিলন
রোগির ছেলে

যাদের কাছে MRT Single Journey TICKET রয়েছে অনুগ্রহ করে সকলে স্টেশনের নির্দিষ্ট স্থানে জমা দিন। রাষ্ট্রীয় সম্পদ রক্ষা করা...
19/10/2024

যাদের কাছে MRT Single Journey TICKET রয়েছে অনুগ্রহ করে সকলে স্টেশনের নির্দিষ্ট স্থানে জমা দিন।
রাষ্ট্রীয় সম্পদ রক্ষা করা আমার-আপনার নৈতিক দায়িত্ব।

এই ছবিটা মুশফিক তার পেজে পোস্ট করেছিলো ১৬ জুলাই, যখন সবার ফিডে আবু সাঈদ রাহিমাহুল্লাহর চওড়া করে দাঁড়ানো ছবি বারবার আসতেছ...
19/10/2024

এই ছবিটা মুশফিক তার পেজে পোস্ট করেছিলো ১৬ জুলাই, যখন সবার ফিডে আবু সাঈদ রাহিমাহুল্লাহর চওড়া করে দাঁড়ানো ছবি বারবার আসতেছিলো। জুনিয়র ক্রিকেটাররা সাহস করে ফেসবুকে আন্দোলনের পক্ষে কথা বললেও আমাদের সিনিয়র ক্রিকেটারদের সে সাহস হয় নাই।
মাশরাফির বাবা ৩তারিখ নড়াইলে ছাত্রদের উপর হামলায় নিজে দাঁড়িয়ে নেতৃত্ব দিয়েছিলো, একই দিনে মাশরাফি আর তামিম গণভবনে গিয়েছিলো আপাকে সাহস দিতে।
সাকিবকে নিয়ে বলার কিছু নাই কিন্তু তার সাথে সাথে এদের বিরুদ্ধেও কথা বলা লাগবে।

মাশরাফি তামিম সামনে বিপিএলে খেলবে তাদেরকেও সেম ব্যবস্থা করতে হবে যেটা সাকিবের সাথে নেয়া হইছে আর মুশফিকের ব্যাপারে আপনারা যা মনে করেন।

আগেই ভালো ছিলোদের জন্য,৯০ টাকার পেট্রোল ১৩৫ টাকা এক রাতেই, সেটা ভালো ছিল,৮০ টাকার ডিজেল কেরোসিন ১২০ আগেই ভালো ছিল,১০০ টা...
18/10/2024

আগেই ভালো ছিলোদের জন্য,
৯০ টাকার পেট্রোল ১৩৫ টাকা এক রাতেই, সেটা ভালো ছিল,
৮০ টাকার ডিজেল কেরোসিন ১২০ আগেই ভালো ছিল,
১০০ টাকার সয়াবিন তেল ৬ মাসের মধ্যে ১৮০ টাকা হয়েছিল, আগেই ভালো ছিল,
৭০ টাকার চিনি ১৩০ টাকা হয়েছিল আগেই ভালো ছিল,
১২০ টাকার মুরগী ২৪০ /২৭০ হয়েছিল আগেই ভালো ছিল, ৫০ টাকার পেয়াজ ২০০ হয়েছিল আগেই ভালো ছিল,
৪০ টাকার চনার ডাল ৮০ টাকা হয়েছিল আগেই ভালো ছিল
৭০ টাকার মুসর ডাল ১৩০ হয়েছিল আগেই ভালো ছিল, ডিমের ডজন ১৭০ গেছিল আগেই ভালো ছিলো,
২০ টাকার আলু ৫০/৬০ হয়েছিল আগেই ভালো ছিল, লজ্জা করেনা এইসব বলতে!
আগে চুরির টাকা ছিল তাই দাম হলেও সমস্যা হয়নি, এখন কাজ করে কিনে খেতে হচ্ছে তাই সমস্যা হচ্ছে!

Address

Dhaka
1200

Alerts

Be the first to know and let us send you an email when Hasib's Show posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Hasib's Show:

Videos

Share

Category