DTV Bangla

DTV Bangla Dtv Bangla Official Page
Known as “Dtv Bangla” is a 24-hour News Channel of Bangladesh. This page is the authorized page of Dtv Bangla.

Dtv Bangla is the most popular Bengali language News & Entertainment TV channel in Bangladesh.

***  নিষেধাজ্ঞায় ৩ পার্বত্য জেলা পর্যটকশূন্য; লোকসানে ব্যবসায়ীরা  ***
28/10/2024

*** নিষেধাজ্ঞায় ৩ পার্বত্য জেলা পর্যটকশূন্য; লোকসানে ব্যবসায়ীরা ***

***  গরমে কী পরিমাণে লিচু খাওয়া উচিত?  ***লিচুর সময় এসে গেছে। বাজার ছেয়ে গেছে এই মৌসুমি ফলে। প্যাচপেচে গরমে যে ফলগুলো খে...
08/06/2024

*** গরমে কী পরিমাণে লিচু খাওয়া উচিত? ***

লিচুর সময় এসে গেছে। বাজার ছেয়ে গেছে এই মৌসুমি ফলে। প্যাচপেচে গরমে যে ফলগুলো খেলে মন ভরে যায়, তার মধ্যে একটি লিচু। এই ফল আবার একটি, দু’টি খেলে ঠিক মনের শান্তি হয় না। টপাটপ লিচু মুখে না পুরলে আর খাওয়া হল কই! স্বাদে সেরা লিচু। গুণেও কিন্তু পিছিয়ে নেই। বিভিন্ন শারীরিক সমস্যা থেকে রূপচর্চা, লিচুতেই রয়েছে সমাধান।

লিচু যেহেতু খুব মিষ্টি, তাই খাওয়ার আগে মনটা কিন্তু কিন্তু করেই। লিচু খেলে ক্যালোরি বেড়ে যেতে পারে, এমন ধারণাও আছে অনেকের।

দিনে কখন ও কয়টা লিচু খাবেন?

একদম ভরা পেটে লিচু খাওয়া ঠিক নয়। ভারী খাবার খেয়ে উঠেই লিচু খাবেন না। কারণ, লিচুর রস হজমে বাধা দেবে। আবার একদম খালি পেটেও লিচু খাওয়া ঠিক নয়। দু’টি মিলের মাঝে লিচু খাওয়া যেতে পারে।

ডায়াবিটিস বা অন্য রোগ না থাকলে এক জন প্রাপ্তবয়স্ক দিনে ১০ থেকে ১৫টি লিচু অনায়াসেই খেতে পারেন। তবে ডায়াবিটিস থাকলে দিনে ৬টা থেকে ৮টা খাওয়াই ভাল। লিচুর ‘গ্লাইসেমিক ইনডেক্স’ ৫০। এর অর্থ হল, লিচু দুম করে রক্তে শর্করা বাড়িয়ে দেয় না। রক্তের গ্লুকোজ নিয়ন্ত্রণে থাকলে লিচু খাওয়া নিরাপদ। তবে কতটা খাচ্ছেন, তার উপরেই সব নির্ভর করবে। ডায়াবিটিসের রোগীরা লিচু খাওয়ার আগে চিকিৎসক ও পুষ্টিবিদেদের সঙ্গে পরামর্শ করে নেবেন।

লিচু খেলে কী কী উপকার পাবেন?

১) দেখতে ছোট হলেও লিচুর মধ্যে অন্তত ৮১ শতাংশই পানিতে পূর্ণ থাকে। তাই গরমে শরীরের পানির ঘাটতি পূরণ করতে হলে এই ফল একেবারই আদর্শ।

২) এই ফল শুধুমাত্র পুষ্টি সরবরাহ করে না, দেহে চিনির মাত্রাও বজায় রাখে। লিচু খেলে কোলেস্টেরল বাড়ে না।

৩) লিচুতে প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে, যা শরীরের রোগ প্রতিরোধ শক্তি বাড়ায়।

৪) কোষ্ঠকাঠিন্য থাকলেও লিচু খাওয়া যাবে। লিচুতে প্রচুর ফাইবার আছে, যা হজমের যে কোনও সমস্যা দূর করতে পারে।

৫) লিচু হার্টের জন্যও ভাল। এর পটাশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে।

০২/০৭ ২০২৩ ইং লিবিয়ার সাগর পাড় থেকে ওর মৃত্যু দেহ কিনারে ভেসে আসে ।  নরসিংদী  রায়পুরা, বড়চর গ্রাম নাম আবদুল নবী।পিতার না...
03/07/2023

০২/০৭ ২০২৩ ইং লিবিয়ার সাগর পাড় থেকে ওর মৃত্যু দেহ কিনারে ভেসে আসে । নরসিংদী রায়পুরা, বড়চর গ্রাম
নাম আবদুল নবী।
পিতার নাম হরযত আলী
মাতার নাম পরিষ্কার বেগম।
নিচের এই নাম্বারে যোগাযোগ করতে পারেন
ত্রিপোলি +218910011491
জওয়ারা +218918371224
বানি ওয়ালিদ +219813029329।
শেয়ার করে ছড়িয়ে দিন।

03/07/2023

ফুটবল বিশ্বের লিভিং লিজেন্ড আর্জেন্টিনার গোলরক্ষক বাংলাদেশ ফুটবল টীম ছাড়া মোটামুটি সবার সাথেই দেখা করছে।রাজনৈতিক জ্ঞ্যান আছে🙈🙉🙊

*** চাদা না পেয়ে হামলা সিসি ক্যামেরা ভাঙ্গচুর ও ফোনে হুমকি-ধামকি ***রাজধানীর সবুজবাগ এলাকার সুজন গলি এবং ব্যাংক কলোনির ম...
05/03/2023

*** চাদা না পেয়ে হামলা সিসি ক্যামেরা ভাঙ্গচুর ও ফোনে হুমকি-ধামকি ***

রাজধানীর সবুজবাগ এলাকার সুজন গলি এবং ব্যাংক কলোনির মাঝা-মাঝিতে শাপলাসিটির ডি,এম,ডি মো:নজরুল ইসলামের ক্রয়কৃত জমি (যাহার দাগ নং ৯২৫) উক্ত স্থানে এপার্টমেন্ট করার উদ্দেশ্যে বালু ভরাট করিলে ফারুকের নেতৃত্বে স্থানিয় একটি কু-চক্রি মহল এর নজরে আসে, অতপর তাহারা বিভিন্ন সময় ভয়-ভিতি দেখাইয়া খুনের হুমকি দিয়া বেশ কয়েকবার মোটা অংকের চাদা আদায় করে, এবং বিগত দিনেও তাহারা মোট প্রায় ১৫ লক্ষ টাকা চাদা নেয় ও আরো ৩০ লক্ষ টাকা দাবি করে, মালিক পক্ষ মো: নজরুল ইসলাম উক্ত টাকা দিতে অস্বীকার করলে তাকে মোবাইল ফোনে মেরেফেলার হুমকি দেয় এবং উক্ত জমি অবৈধ ভাবে জোর দখলের চেষ্টা করে এবং স্থানিয় মাদককারবারি ও একাধিক মামলার আসামি ১। মো:মিজানুর রহমান(৫০) পিতা: মো: লোকমান সাং-৯৩ পূর্ব বাসাবো থানা সবুজবাগ ২। লুৎফন নাহিদ খান রানা(৪৫) পিং আমিনুদ্দিন খান সাং ২০৯ দক্ষিনগাও কাচারীপাড়া থানা সবুজবাগ ও অজ্ঞাত নামা৬/৭ জন মিলিয়া উক্ত জমি জবরদখল করার উদ্দেশ্যে প্রাচির নির্মান করার লক্ষে পিলার নির্মান করছে এই সংবাদ পাইয়া মালিক পক্ষের ছেলে ফারহান আফসার উক্ত স্থানে গেলে তাকে মারধর ও অফিস কক্ষ ভাংচুর সিসি ক্যামেরা ভাংচুর সহ ক্যামেরার যন্ত্রাংশ তথা মুল ডিভাইস নিয়ে যায় যার মুল্য প্রায় ৩০ হাজার টাকা,এতে বাধা প্রদান করলে ঐ জমির কেয়ারটেকার নাসিরুদ্দিন কে এলোপাথাড়ি মারপিট করে ও তার স্ত্রী পারভিন আক্তার কে ও মারধর করে উক্ত বাউন্ডারি ভিতরের বাসা থেকে বের করে দেয় এবিষয়ে জমির মালিক মো: নজরুল ইসলাম সবুজবাগ থানায় একটি মামলা দায়ের করে যাহার নং ০১/৫৯ তারিখ ১ই মার্চ ২০২৩।

Address

Confidence Tower, Level:7/A, Building-2, Kha-9, Progoti Soroni, Shahajadpur, Gulshan
Dhaka
1212

Alerts

Be the first to know and let us send you an email when DTV Bangla posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to DTV Bangla:

Share