15/02/2021
Full Setup 3999Tk
Contact Now 01915588919
ক্যাবল লাইনের যন্ত্রনায় আপনি কি অতিষ্ট?
আপনার টিভিতে ঝিরঝির অবস্থা টিভি চ্যানেলে বিরক্ত?
বড় স্ক্রিনের টিভি কিনেছেন অথচ টিভিতে ছবি পরিষ্কার নয়?
বিশ্বকাপ ফুটবল, ক্রিকেট কি এইচডি চ্যানেলে দেখতে চান নিখুঁতভাবে?
তাহলে এখনই লাগিয়ে নিন আকাশ ডিটিএইচ (ডাইরেক্ট টু হোম) সার্ভিস এর কানেকশন।
বেক্সিমকো চালু করেছে দেশের প্রথম ডাইরেক্ট টু হোম (ডিটিএইচ) সেবা, যার মাধ্যমে সরাসরি স্যাটেলাইট থেকে সিগন্যাল নিয়ে এইচডি কোয়ালিটিতে আপনি টিভি দেখতে পারবেন। এজন্য আপনার প্রয়োজন হবে আকাশের একটি সেট টপ বক্স বা রিসিভার এবং একটি ছোট সাইজের ডিস এন্টেনা। আকাশ আপনার টিভি দেখার অভিজ্ঞতাকে বদলে দেবে। সর্বোচ্চ মানের ছবি ও শব্দের নিশ্চয়তা দিয়ে প্রায় ১২০টি চ্যানেল ও ৪০টি হাইডেফিনেশন চ্যানেল নিয়ে সেবা চালু করছে আকাশ ডিটিএইচ। ভ্যাটসহ মাসিক ২৪৯/৩৯৯ টাকার এ সেবা উপভোগ করতে পারবেন গ্রাহক। শিগগিরই আরও নতুন চ্যানেল এবং ভিডিও অন ডিমান্ড ও প্রোগ্রাম রেকর্ডিংয়ের মতো নতুন সেবা-ফিচার যুক্ত করা হয়েছে। বিদ্যমান ফিচারগুলোর মধ্যে রয়েছে প্রোগ্রাম রিমাইন্ডার, ফেভারিট প্রোগ্রাম লিস্টিং ও প্যারেন্টাল কট্রোল।