29/07/2025
আমি কেনো অন্যের র্যাবিট সে**ল করে দিতে চাইনা? গত দুদিন যা হলো আমার সাথে!
তো কাহিনি হচ্ছে এক পুরোনো ক্লাইন্ট আমাকে ৩.৫--৪মাস আগে দু পেয়ার র্যাবিট দেয় জোর করে সে**ল করে দেয়ার জন্য , আমার কাছে আসার পর দেখি সাইজ ছোট এবং অপুস্টিতে ভুগতেছে,আবার বয়স ও কম ,লোম জট বাধা , তো আমি তাকে বললাম ,এর পর আমার বানিদের সাথেই এক মাস + হ্যান্ড ফিডিং করলাম। এবং মোটামুটি হেলথ বানাতে আমার দু মাস লেগে গেলো, এর পর মার্কেট ও একটু খারাপ, আমি গত মাসে এক পেয়ার আমি ডান করে তাকে টাকা দিয়ে দিলাম , এই মাসে সে জানালো টাকা দরকার , তো আমার মা সিক হস্পিটালে , আমি বললাম এখন তো আমি কিছুই সে*-ল করছিনা , তো সে বলল সে**ল করছে আমি যেনো ডেলিভারি দেই তো আমি বললাম ঠিক আছে , তো তার যে এই বানি আমি হ্যান্ড ফিড করলাম রাখলাম আমার ফার্ম চার্জ তো আছে! সে আমাকে ২০০ সাধে 🤣 , একটা দুধ ই ৮৫০ টাকা ২০০গ্রাম , যাক আমি বললাম ১হাজার দিতে যদিও আমার এর ৩গুন বেশি গেছে, সে দিবেনা উল্টা গালাগালি , গেলো সেইটা।
পরদিন তার ক্লাইন্ট আমাকে নক দিলো শুরুতে ভালো কথা ,শেষ এ বলল যে ১ ই দিবে তো বললাম ঠিক আছে তাকে বলেন কাল্কের জন্য সরি বলতে আমি দিচ্ছি, সে সরি বলবেনা উল্টা তার ক্লাইন্ট আমাকে বলে কেন বলবে কথা সুনাইতেই পারে হেনতেন! আরে ভাই আমি কি ভাইসা আইসি! জোর করে বানি দিসেন আবার কথা সুনাইবেন! ঠেইকা গেসি নাকি , তো আমিও তেরামি ই করছি , সোজা হিসেব সরি না বল্লে ৫হাজার চার্জ ( দুধ প্যালেটস সব হিসেব করে) আর যদি সরি বলে তো নাম মাত্র সেই ১হাজার এই হবে। এখন তার ক্লাইন্ট আমাকে গালি দিচ্ছে হুমকি দিচ্ছে উল্টা পাল্টা কথা বলতেছে। এইদিকে খোজ নিয়া দেখি তার ক্লাইন্ট তো মিক্স ব্রিডার,কমের নাম করে সমানে মিক্স ধরায়🤭। যাইহোক সেসবে না যাই।
তো যাক মেজাজ মারাত্তক খারাপ হইছে। আমি সোজা বলে দিসি, যেহেতু মাফ চাবেনা আবার উল্টা দুই টাই খারাপ ব্যবহার করছে তো এখন সাইবার এ দিব মামলা ( তারা বলছে কি ছিড়তে পারি দেখবে)
আর এই বানি সে নিজে এসে আমাকে হিসেব দিয়ে নিয়ে যাবে নয়ত ৩দিন পর আমি এডপশন দিয়ে দিব।
এইবার বুঝতে পারসেন আপনাদের উপকার করলে কেমন চু**তিয়া বানান আপনারা ? আর কেনই বা আপনাদের কিছু সে*--ল এ হেল্প করতে চাইনা?