10/02/2024
বন্ধুরা পৃথিবীর সবথেকে অদ্ভুত প্রাণীর মধ্যে একটি হলো গিরগিটি। গিরগিটি এটি সরীসৃপ প্রাণী। আর গিরগিটি চিনে না এমন মানুষ পৃথিবীতে হয়তো একটিও নেই। গিরগিটি দেখতে কিছুটা টিকটিকির মত। যার বড় বড় চোখ এবং লম্বা একটি লেজ রয়েছে। গিরগিটি রক্তচোষা নামেও অতি পরিচিত। যদিও এরা রক্তচোষা কোন প্রাণী নয়। বিশেষ করে গিরগিটি তার শরীরের রং পরিবর্তনের ক্ষমতার জন্য বেশি পরিচিত।কিন্তু বন্ধুরা আপনারা কি জানেন এই অদ্ভুত রং পরিবর্তনকারী প্রাণী গিরগিটি জন্ম কিভাবে হয়। এরা কোন পরিবেশে অথবা কি খেয়ে বেঁচে থাকে ।