16/11/2023
সবাই বলে না এই বয়সে তোর কিসের এতো চিন্তা? এখন কি চিন্তা করার বয়স নাকি?
কিন্তু ওদের কে বোঝায় যে, এই বয়সটাই তো চিন্তার। পড়াশোনার চিন্তা, চাকরির চিন্তা, ভবিষ্যতের চিন্তা, প্রয়োজনের তাগিদে নিজের শখগুলোকে প্রাধান্য না দিতে পারায় মন খারাপ, মা-বাবার বয়স হচ্ছে সেই চিন্তা, খুব কাছের বন্ধুদের হারানোর কষ্ট, আপন মানুষদের আসল রূপ দেখানো, মন ভাঙা-গড়ার গল্প। সব মিলিয়ে এই বয়সেই সমস্ত জিনিসগুলো বেশি ভাবায়, চিন্তা কেউ নিজের ইচ্ছায় করে না। নিজে থেকেই চিন্তা আসে মনে। ওই যে আমরা বলি ডিপ্রেশন, ফ্রাস্ট্রেশন.... এগুলো কিন্তু এমনি এমনি একটা মানুষের আসে না আর এগুলো এই বয়সটাতেই বেশি হয়...