It's Emon

It's Emon it's Emon নিয়মিত পোষ্ট আপনার টাইম লাইনে পেতে ফলো করুন
আপনার কাছে থাকা যেকোন স্টোরি শেয়ার করতে পারেন

18/02/2025

এখন সময় রাত ২:২৫ মিনিট
রাস্তায় অনেক জ্যাম
এর নাম ঢাকা।

17/02/2025

রাত জেগে থাকা কারো শখ, কারো আবার রাত জেগে থাকাই কাজ।

17/02/2025

কাল সারাদেশে জামায়াতের বিক্ষোভ,
আওয়ামী লীগের হরতাল...😢

17/02/2025

এবারের রমজানে ও, এক গ্লাস শরবত খেতে পারবো না বউ এর হাতের বানানো।

ঢাকা সিটি তে গাড়ি যদি নিয়ম মেনে চলেতাহলে সবার জন্য ভালো।ঢাকা সড়ক রোড গুলা বিক্রি করে দেয়রোড গুলা মোটা টাকার বিনিময় কেউ ক...
17/02/2025

ঢাকা সিটি তে গাড়ি যদি নিয়ম মেনে চলে
তাহলে সবার জন্য ভালো।

ঢাকা সড়ক রোড গুলা বিক্রি করে দেয়
রোড গুলা মোটা টাকার বিনিময় কেউ কিনে নেয়
আর নিজের মত করে পরিচালনা করে শুধু হয় চাঁদাবাজি গাড়ি চলে কন্টাক এ
ড্রাইভার স্টাফ এর চিন্তা থাকে
গাড়ি নিয়ে বের হইছি জমা তো উঠাতে হবে।

এই ব্যাপার গুলা কেউ তুলে ধরে না
শুধু দেয় ড্রাইভার স্টাফ এর দোষ।

গাড়ি গুলা একটা নিয়ম এ চলবে
তাহলে মালিক ড্রাইভার স্টাফ সবার সাথে কথা বলার দরকার ছিলো
গাড়ি এখন নিয়ম এ চলবে সবাই নিয়ম মেনে চলতে হবে।

ড্রাইভার স্টাফ বেতন এতো ডিউটি এতো সময়
নিয়ম মেনে সুন্দর মত গাড়ি চালাতে হবে
আপনাদের কি কোন সমস্যা আছে?

ড্রাইভার স্টাফ এর ভালো মন্দ মতামত দিতো
যদি দেখে কথায় কাজে মিল আছে গাড়ি চালানো শুরু করো তাহলে।

আপনি একটা চাকরী করবেন
চাকরী বেতন কত ডিউটি কত সময়
এসব না জেনে কি চাকরী করবেন?

টিকিট এ গাড়ি চললে ড্রাইভার স্টাফ এর বেতন আছে
কোন চিন্তা নেই যাত্রী কম বেশি নেয়ার

গাড়ি তে যাত্রী কিছু ফেলে গেলে সেটা পাওয়ার চান্স থাকে কারণ টিকিট এ গাড়ির নাম্বার & যোগাযোগ করার নাম্বার থাকে।

গাড়ি কাউন্টার এ আসবে ব্রেক করবে যাত্রী উঠা নামা হবে চলে যাবে কত সুন্দর পরিবেশ।

রোড এ কিছু মানুষ থাকতে হবে
অনেক যাত্রী এসব মানবে না
তাদের সুন্দর ভাবে বোঝানোর জন্য
নয় তো গাড়ি তে হবে মারামারি।

কি ড্রেস রে দেখলে চিন্তা একটাই মনেনিচে কিছু আছে নাকি
17/02/2025

কি ড্রেস রে দেখলে চিন্তা একটাই মনে
নিচে কিছু আছে নাকি

রোজা ভাঙিয়ে কয়েদির স্ত্রীকে ধর্ষণের অভিযোগ র‌্যাব কর্মকর্তার বিরুদ্ধে কালবেলা প্রতিবেদক প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ০১...
17/02/2025

রোজা ভাঙিয়ে কয়েদির স্ত্রীকে ধর্ষণের অভিযোগ র‌্যাব কর্মকর্তার বিরুদ্ধে

কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ০১:১২ পিএম|অনলাইন সংস্করণ
অ- অ+
আলেপ উদ্দিন। ছবি : সংগৃহীত X
আলেপ উদ্দিন। ছবি : সংগৃহীত
আসামি ধরে নিয়ে গিয়ে তার স্ত্রীকে ভয় দেখাতেন ক্রসফায়ার দেওয়া হবে। তবে রেহাই মিলবে তার সঙ্গে শারীরিক সম্পর্ক করলে। এভাবে আসামিকে ক্রস ফায়ারের ভয় দেখিয়ে তার রোজাদার স্ত্রীকে ধর্ষণ করেন বলে অভিযোগ উঠেছে আলেপ উদ্দিন নামে তৎকালীন র‌্যাব কর্মকর্তার বিরুদ্ধে।

এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক তোলপাড় চলছে। সোমবার (১৭ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ সম্পর্কিত একটি পোস্ট শেয়ার করেছেন।

আলজাজিরার সাংবাদিক মউদুদ সুজন ফেসবুকে পোস্টটি লিখেছেন। সেই পোস্টে লেখা, গুম হওয়া স্বামী বলছেন, পবিত্র শবেকদরের দিন রোজা ভাঙিয়ে ধর্ষণ করা হয় তার স্ত্রীকে। এর আগেও প্রায় তিনবার ধর্ষণ করা হয়েছে স্বামীকে ক্রসফায়ারের ভয় দেখিয়ে। শেষবার ধর্ষণের পর স্ত্রীর মানসিক অবস্থার অবনতি হয় এবং কিছুদিন পরে মৃত্যুবরণ করেন।

সেই পোস্টে উল্লেখ করা হয়, ধর্ষক র‍্যাবের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা, নাম আলেপ। স্বামী সবকিছু হারিয়ে যখন আলেপকে বারংবার ফোন দিতে থাকে আলেপ রিপ্লাইয়ে জানান, বন্দি মেয়ে বা বন্দি পুরুষদের স্ত্রীদের সঙ্গে এমন আচরণ এখানে অলিখিতভাবে স্বীকৃত।

সেখানে উল্লেখ করা হয়, মানুষ কতটা নীচুতে নামলে নিজের মা/স্ত্রী/মেয়ে থাকা সত্ত্বেও একজন বন্দির স্ত্রীকে এমনভাবে ট্রিট করে! এই র‍্যাব কর্মকর্তা আলেপের বিচার সবার আগে হওয়া উচিত।

এ নিয়ে ফেসবুক পোস্ট করেছেন আলজাজিরার সাংবাদিক জুলকারনাইন সায়েরও। ৫ আগস্ট ২০২৪ পরবর্তী পরিস্থিতিতে এই আলেপ বেশ বহাল তবিয়তেই দিন কাটাচ্ছিল, এসবি থেকে বদলি হয় রংপুর মেট্রোপলিটন পুলিশে। পরে ২০ অক্টোবর ২০২৪ তার একটি পোস্টের পর যেন কর্তৃপক্ষের টনক নড়ে, আলেপকে বরিশাল পুলিশ লাইনে সংযুক্ত করা হয় এবং পরে সেখান থেকে গ্রেপ্তার দেখানো হয়।

এই আলেপের মতো খুনি, অপহরণকারী এবং জঘন্য সব কর্মকাণ্ডে লিপ্ত অনেকেই বিভিন্ন বাহিনীতে এখনো কর্মরত রয়েছে। তাদের চিহ্নিত করে যথাযথ পদক্ষেপ নেওয়া জরুরি বলেও মন্তব্য করেন সায়ের।

17/02/2025

রেলের দুর্নিতি নিয়ে কাকা কি বলে
#ট্রেন #দুর্নিতি #ভাইরাল #বাংলাদেশ

17/02/2025

ননভার্জিন মেয়েরাই উচ্চ কাবিন দাবি করে,কারন বিয়ের পরে সত্য প্রকাশ পাইলে তাদের সিকিউরিটির প্রয়োজন থাকে৷

17/02/2025

বসন্তের পাঞ্জাবী তো দূরের কথা...!
একটা হলুদ গামছা গিফট করারও কেউ নেই!😞

16/02/2025

স্বামীকে আ'ট'কের পর হ'ত্যা'র হু'মকি দিয়ে স্ত্রীকে ধ'র্ষ'ন করতো আলেপ৷ লিংক কমেন্টে৷

16/02/2025

পাসপোর্ট করতে পুলিশ ভ্যারিফিকেশন আর লাগবে না। এটা আমাদের নাগরিক অধিকার।

-ড. মুহাম্মদ ইউনুস

16/02/2025

আচ্ছা কমলার রং কমলা নাকি কমলার রং এর নাম কমলা নাকি কমলাই কমলার রং?

সরকার এর নাটক দেখায় যে আমরা কাজ করি  🤣নতুন নিয়ম এ সিএনজি চলবে জনগণ এর ভালো হবে এটা খুব ভালোতবে মিটার গুলা আপডেট করতে হবে...
16/02/2025

সরকার এর নাটক দেখায় যে আমরা কাজ করি 🤣

নতুন নিয়ম এ সিএনজি চলবে জনগণ এর ভালো হবে এটা খুব ভালো
তবে মিটার গুলা আপডেট করতে হবে।

সিএনজি চালক আর মালিক দের সাথে কথা বলতে হবে।
মিটার এ চললে কোন সমস্যা নাকি
যদি বলে সমস্যা তাহলে সমাধান করতে করার চিন্তা করতে হবে।

সরকার হবে জনগণ এর জনগণ এর মতামত নিয়ে ভালো কিছু করবে জনগণ এর সাপোর্ট পাবে।

মন চায় আর নিয়ম করে দেয়
আর রাস্তাঘাট এ ঝামেলা শুরু হয়ে যায়
কষ্ট হয় সাধারণ মানুষের।

সিএনজি চালক এর কথা
মিটার আপডেট করে নাই
মিটার এ গেলে জ্যাম দেখলে যাত্রী নেমে যায়
তখন অনেক সময় জ্যাম এ বসে থাকতে হয়
যাত্রী পাওয়া যায় না দিন পার ইনকাম হয় না।

যাত্রী টেনেই তাদের ইনকাম করতে হয়
জ্যাম এ বসে থেকে সময় নষ্ট হয়ে গেলে ইনকাম হয় না।

সিএনজি ভাড়া নিজের সংসার খরচ আছে
যা যাত্রী টেনেই যোগার করতে হয়।

বাংলাদেশ এর মানুষ নিজেদের চালাকি তে নিজেরা ধরা খায়
জ্যাম দেখলে নেমে যায় নিজের লাভ অন্যদের বাশ।

16/02/2025

নিজ বউকে আগের মত সুন্দরী লাগে না? এটা তখনই ঘটে, যখন অনলাইনের এবং রাস্তাঘাটের বেপর্দা মেয়েদের বেশি বেশি দেখা হয়।

15/02/2025

ওয়ালটনের ভ'য়াবহ কারবার!
😢

ফুল টা সুন্দর
15/02/2025

ফুল টা সুন্দর

15/02/2025

Shout out to my newest followers! Excited to have you onboard! Anayet Kabir, R Rubel, Arif Khan, Sabina Yasmeen, Md Kamal Hossain Khan, একা আমি একা আমি, Masudur Rahman Sabu, Sheikh Abdul Barik, Abdur Rahaman, মোঃমাহমুদুল হাসান প্রধান, MD Zahanggir Alam, MD Gelaney, মোহাম্মদ সজীব হাসান, Prianka Kundu, Nazrul Islam, Shapon Miya, Anwar Hossain, Md Shakil Khan, Md Abu Taher Taher, Methila Khan, Ataul Kabir, Islam Islam, Tuhin Habib, Zia Uddin, Ovi Gosh, Jamil Ahmad, Mahabub Alam Sheikh, Ibrahim Babu, শফিকুল কৃষি বীজ ভান্ডার, সাবিহা ইনতে জুওয়াইরিয়া, Rimjim Sishir, MD Sumon Hossen, Rahim Abdur, Md Sumon, মোঃ মহিন সাঈদী, Abdul Kuddus Miha, Sadiyatut Taiyeba, BD Sumon, Nirob Hossain, মায়াবী মন, Fazlul Haque, MD Surman Ahmad, Moni Khan, Sakib Patwari, Irfan Araf, Nabil Khan, Shafikuzzaman Bosunia, Md Nur, MD Taus Mia, S Murshida

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when It's Emon posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to It's Emon:

Videos

Share