Escape

Escape It's time to change with ESCAPE with premium men & boys clothing and accessories, which will definit

26/08/2023

ছোট খাটো একটা হাতি 🤣🤣
বলে প্রবাসীরা নাকি কামলা।🤣🤣

21/08/2023
প্রাচীন যুগে চীনারা যখন শান্তিতে বসবাস করার সিদ্ধান্ত নিল তখন তারা গ্রেট ওয়াল নির্মাণ করলো। চীনারা ভেবেছিল এটার উচ্চতার...
09/08/2023

প্রাচীন যুগে চীনারা যখন শান্তিতে বসবাস করার সিদ্ধান্ত নিল তখন তারা গ্রেট ওয়াল নির্মাণ করলো। চীনারা ভেবেছিল এটার উচ্চতার জন্য কেউ টপকে তাদের আক্রমণ করতে পারবে না।
গ্রেট ওয়াল নির্মাণের প্রথম একশো বছরের মধ্যেই চীনারা তিন বার আক্রান্ত হয়। আশ্চর্যের বিষয় কোনোবারই আক্রমণকারীদের দেওয়াল টপকানোর বা ভাঙার প্রয়োজন হয় নাই। কারণ প্রত্যেকবারই আক্রমণকারীরা দেওয়াল পাহারারত রক্ষীদের উৎকোচ দিয়ে সামনের গেট দিয়ে ঢুকে গেছে। চীনারা অনেক পরিশ্রম করে মজবুত দেওয়াল তৈরি করেছিল। কিন্তু তারা দেওয়াল পাহারা দেওয়া রক্ষীদের চরিত্র মজবুত করার জন্য কোন পরিশ্রমই করেনি।

তাহলে দেখা যাচ্ছে দেওয়াল মজবুত করার থেকে চরিত্র মজবুত করার প্রশ্নটিই আগে আসে। শুধু দেওয়াল মজবুত করার ফলাফল শূন্য।

তাই অনেক আগেই একজন প্রাচ‍্যদেশীয় দার্শনিক বলে গেছেন তুমি যদি কোন সভ্যতা ধ্বংস করতে চাও তাহলে তিনটি কাজ কর-

(ক) যে জাতিকে পদানত করতে চাও তার পারিবারিক গঠন আগে ধ্বংস করো। পারিবারিক গঠন ধ্বংস করতে হলে সংসারে মায়ের ভূমিকাকে খাটো করে দেখাও যাতে সে গৃহবধূ পরিচয় দিতে লজ্জাবোধ করে।

(খ) শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দাও। এটা করতে হলে শিক্ষককে প্রাধান্য দিও না। সমাজে তার অবস্থান নিচু করে দেখাও যাতে তার ছাত্ররাই তাকে উপহাস করে।

(গ) তরুণ সমাজ যেন অনুসরণ করার মত কোন রোল মডেল না পায়। তাই তাদের জ্ঞানীদের নানাভাবে অপমান কর। রোল মডেলদের নামে অসংখ্য মিথ্যা কুৎসা রটাও যাতে তরুণ সমাজ তাদের অনুসরণ করতে দ্বিধাবোধ করে।

(সংগ্রহ)

সবার প্রথমেই বলি পোস্ট টা নিজের টাইমলাইনে শেয়ার করে রাখুন!!Telegram bot বা AI generated কতটা ভয়াবহ এপস বুঝলেন আজ???  আজক...
05/08/2023

সবার প্রথমেই বলি পোস্ট টা নিজের টাইমলাইনে শেয়ার করে রাখুন!!

Telegram bot বা AI generated কতটা ভয়াবহ এপস বুঝলেন আজ??? আজকে নওরিন আফরোজ প্রিয়ার ছবি দিয়ে করা ফেইক নু*ড ভিডিও মজা করে দেখতেসেন! কয়দিন পর আপনার ছবি দিয়ে এডিট করে কিছু বের হবে না এভাবে তার গ্যারান্টি কি?
নওরিন আফরোজ পিয়ার ভিডিও নিয়ে যে কন্ট্রোভারসি চলছে তা পুরাই ফেইক। ভিডিওটি ai(artificial intelligence)এর মাধ্যমে বানানো যা তার মুখের ছবি দিয়ে বানানো হয়েছে তাই এটা নিয়ে সমালোচনা করার কোন অর্থ হয় না।

আমরা ভয়ংকর AI যুগে পৌঁছে গেছি, ফেইস এপ দিয়ে একটা মানুষের ফেইস কে অন্য মানুষের ফেইসে লাগিয়ে ভাইরাল করতেছে, খুবই দুঃখজনক।

মানুষ মানুষকে ক্ষতিগ্রস্ত করার জন্য এই প্রন্থাটা খুবই সহজ এবং জঘন্য!

কিছু ছোট ছোট টিন এজ এর ছেলেমেয়েদের দেখলাম এই জিনিসগুলো খুবই আনন্দের সাথে শেয়ার দিচ্ছে লিংক ভাইরাল করছে, একজন আরেকজনকে ভিডিও আদান প্রদান করছে, এরা এখন থেকে পারিবারিক শিক্ষা না পেলে ভবিষ্যতে আমাদের জন্য আরও ভয়ঙ্কর রূপ ধারণ করবে।

একটু চিন্তা করে দেখুন তো, এই জিনিসটা যদি আপনার মা বোনের ক্ষেত্রে হয় আপনার পরিস্থিতিটা কেমন হবে?

যেই ব্যাক্তিকে নিয়ে এমন টা হয় তার মনের অবস্থা টা একবার ভাবুন🙂

©

এটার ই ভয় 😢মস্তিষ্কের ধমনী বিস্ফোরণ...😔এমন কাজ করবেন না যাতে টেনশন হয়।।❌অতিরিক্ত রাগি মেজাজে কারো সাথে কথা বলবেন না।। ❌...
05/08/2023

এটার ই ভয় 😢
মস্তিষ্কের ধমনী বিস্ফোরণ...😔
এমন কাজ করবেন না যাতে টেনশন হয়।।❌
অতিরিক্ত রাগি মেজাজে কারো সাথে কথা বলবেন না।। ❌
চমকে গেলে বেশি বেশি তাসবীহ পাঠে ব্যস্ত থাকুন।।✅
অপ্রয়োজনীয় চিন্তায় ডুবে যেও না।
বিপি নিয়ন্ত্রণে রাখতে হালকা করে তরকারি-মাংস খান...✅

সবসময় ইতিবাচক ধারণা রাখুন এবং ইতিবাচক চিন্তা করুন।।✅

মানসিক অবস্থার উপর কোন কষ্ট বা চিন্তাকে ভারী করবেন না।। ❌

ঘন ঘন তিনশত বার সুবহানআল্লাহি ওয়া বিহামদিহি সুবহানআল্লাহিল আজিম পড়তে থাকুন।।✅

আল্লাহর কি অশেষ রহমত!! ৪০ টন ওজনের কন্টেইনার উলটে প্রাইভেট কারের উপর পড়ে চাপখেয়ে দুমড়েমুচড়ে গেলেও ভেতরে থাকা ৪ যাত্রী প্...
05/08/2023

আল্লাহর কি অশেষ রহমত!! ৪০ টন ওজনের কন্টেইনার উলটে প্রাইভেট কারের উপর পড়ে চাপখেয়ে দুমড়েমুচড়ে গেলেও ভেতরে থাকা ৪ যাত্রী প্রাণে বেঁচে গেছেন। তাদের মৃত্যু আসলে সেখানে লেখা নেই। সকাল ১০:৩০ টার দিকে বন্দর থেকে ছেড়ে আসা একটি ট্রেইলার ফোজদারহাঁট ক্যাডেট কলেজের সামনে উল্টে একটি প্রাইভেট কারের ওপর পড়লে এ দূর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের কর্মীরা ভেতরের ৪ জনকেই অক্ষত অবস্থায় উদ্ধার করেছে।
সুবাহানআল্লাহ!

Address

Nawabgonj
Dhaka
1325

Website

Alerts

Be the first to know and let us send you an email when Escape posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share