09/11/2023
---আমার বাবা ধর্ষক! প্লিজ আপনি অন্য একটি নৌকায় বাসায় জান?
---ছি..বাবাকে ধর্ষক বানাই দিলেন। লজ্জা করেনা এমন বৃদ্ধ বাবা কে এই সব বলতে।
---দয়া করে আপনি বুঝার চেষ্টা করুন। আমি কোন মিথ্যা কথা বলতেছি না। আপনার আমি ভালো চাইতেছি।
---ঠিক সেই সময় রৌদ্রের বাবা সেখানে উপস্থিত হয়ে বলতে থাকে।
---রৌদ্র তুই আমাকে ধর্ষক বানাই দিলি। এটা কখনোই আশা করিনাই তোর কাছে। যা আমার মুখের সামনে থেকে চলে যা।
---হঠাৎ বাবা কে দেখেই চমকে উঠে রৌদ্র। আর সাথে সাথেই সেখানে থেকে ভয়ে পালিয়ে যায়।
---মা তুমি কোথায় যাবে বলো। ( রৌদ্রের বাবা )
---চাচা আমি সামনের ঘাটে যাবো। ওখানে আমার ফুফির বাসা। কিন্তু ওই ছেলেটা আপনার নামে এমন বাজে কথা বললো কেনো। ( কুহেলিকা ) মেয়েটির নাম কুহেলিকা!
---আসলে মা আমার ছেলেটার মাথায় একটু সমস্যা আছে। তাই কখন যে কি বলে ফেলে নিজেই জানেনা। যাক ওর কথা বাদ দাও। তুমি নৌকায় উঠে বসো। ( রৌদ্রের বাবা )
---আচ্ছা এই খেয়া ঘাটে আপনি কতো দিন ধরে নৌকা চালান জানতে পারি কি। ( কুহেলিকা)
---আমি ছোট্ট থেকে এই খেয়া ঘাটে নৌকা চালাই। এই ঘাটের সব কিছু আমার চেনা!
কুহেলিকা : ঠিক আছে!
---কথাটি বলেই কুহেলিকা নৌকায় উঠে পরে। আর সাথে সাথেই রৌদ্রের বাবা নৌকাটি চালাতে থাকে।
কুহেলিকা : চাচা আপনাকে একটি কথা বলি।
---হুমম বলো কি বলতে চাও।
কুহেলিকা : আপনার মৃত্যুর পরে কি আপনার সন্তান এই নৌকা চালাবে।
---হমম! কিন্তু আমার ছেলেটারে পরাশুনা করাচ্ছি দেখি পরবর্তীকালে কি হয়।
কুহেলিকা : ওহ আচ্ছা! কিসে পরে আপনার ছেলে।
---এইবার ssc পাশ করেছে। নতুন কলেজে ভর্তি হবে মনে হয়।
কুহেলিকা : বাহ্ আমি ও এইবার ssc পরিক্ষা দিয়েছি সামনের মাসে কলেজ ভর্তি হবো।
---তো এই ভাবে কথা বলতে বলতে নৌকাটি ঘাটের মাঝে পথে চলে আসে। যেখানে জায়গাটি নির্জন? আশে পাশে কোন নৌকা নেই।
---ঠিক সেই সময় রৌদ্রর বাবা কুহেলিকাকে বলে উঠে।
---এই তুমি না অনেক সুন্দর! আর তোমার শরীরের গঠন টাও লোভনীয়? যে কোন পুরুষ দেখলে পাগল হয়ে যাবে।
---কথাটি শুনেই কুহেলিকার মাথায় যেনো আকাশ ভেঙ্গে পরলো। কারন কি বলতেছে চাচা এই সব।
কুহেলিকা : ছি...ছি...চাচা কি বলতেছেন এই সব। আমি তো আপনার মেয়ের মতোই। আমাকে এই বলা কি আপনার সোভা পায়।
---মেয়ের মতো কিন্তু মেয়েতো না। ( কথাটি বলেই কুহেলিকার দিকে আসতে থাকে )
কুহেলিকা : আশ্চর্য আপনি নৌকা না চালিয়ে আমার দিকে আসতেছেন