Resurrection of Sabbir

Resurrection of Sabbir Student & Immigration visa Consultant. Life & Career Coach. Farmer || Teacher
(1)

24/12/2024

এই অক্টোবর মাসে ২০ জন EB3 ক্যাটাগরিতে কোন দক্ষতা ছাড়াই বাংলাদেশ থেকে পরিবারসহ আমেরিকার গ্রিন গার্ড পেয়েছে । লিংক কমেন্টে ।

21/12/2024

হঠাৎ অসুস্থ হয়ে গিয়েছি। দোয়া করবেন । কোর্সের কাজ চলমান আছে । নতুন বছরের শুরুতেই পাবেন ইনশাআল্লাহ ।

এক মাসে ৪,০০৬ অ্যামেরিকান ভিসা !! বাংলাদেশ থেকে !! ( লিংক কমেন্টে দিলাম )  অক্টোবর মাসের ভিসার আপডেট প্রকাশ করেছে আমেরিক...
14/12/2024

এক মাসে ৪,০০৬ অ্যামেরিকান ভিসা !! বাংলাদেশ থেকে !! ( লিংক কমেন্টে দিলাম )

অক্টোবর মাসের ভিসার আপডেট প্রকাশ করেছে আমেরিকান এম্বাসি। এখানে B1-B2 ক্যাটাগরিতে ভিজিট ভিসা দিয়েছে 4006 জন কে ।
প্রতিদিন প্রায় 130 জনের বেশি ভিসা পেয়েছে । আমি বারবারই বলেছি প্রতিবছর প্রায় ২৫ হাজার থেকে ৪০ হাজারের বেশি মানুষকে আমেরিকা এই ক্যাটাগরি ভিসা দিয়ে থাকে ।

ভিজিট ভিসায় আবেদন করতে মাত্র ১৮৫ ডলার খরচ হয়, যা বাংলাদেশি টাকায় ২২ থেকে ২৩ হাজার টাকার বেশি না । এই ক্যাটাগরিতে যে কোন মানুষ আবেদন করতে পারে, যেকোন পেশার মানুষ আবেদন করতে পারে ।

বাংলা ইন্টারভিউ দেওয়া যায় । অর্থাৎ কেউ যদি পরিকল্পনা গ্রহণ করে এবং ধীরে ধীরে আগায় অবশ্যই আমেরিকার ভিসা পাওয়া সম্ভব ।

বছরে ৪০ হাজার মানুষের মধ্যেও আপনিও থাকবেন যদি আপনি পরিকল্পনা গ্রহণ করেন ।
ভিজিট ভিসায় গিয়ে বৈধভাবে F1, EB3 সহ বেশ কয়েকটি ক্যাটাগরিতে স্ট্যাটাস চেঞ্জ করে পার্মানেন্ট হওয়া যায় ।

আপনারা ইতিমধ্যে জেনেছেন, আমি আপনাদের জন্য ভিজিট ভিসাতে, কিভাবে আবেদন করবেন এই বিষয়ে একটি কোর্স ডিজাইন করছি , যেখানে ভিডিওর মাধ্যমে সবকিছু সহজভাবে দেখিয়ে দেওয়া হবে ।

যারা আমার আগের পোস্ট শেয়ার করেছিলেন, সেখান থেকে অলরেডি ২০ জনকে ফ্রিতে আবেদন করে দেওয়ার প্রক্রিয়া চলছে ।

আপনারা যদি আমার এই পোস্ট অনেক বেশি শেয়ার করেন তাহলে আপনাদের মধ্য থেকে ও একেবারে ফ্রিতে আবেদন করে দেওয়া হবে ইনশাল্লাহ ।

পোস্টটি শেয়ার করে কমেন্ট বক্সে দেওয়া ফেসবুক এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন করুন । এতে করে আমার কোর্স ডিজাইন শেষ হওয়া মাত্রই আবেদন করার লিংক এবং আমার ভিডিও দ্রুত পেয়ে যাবেন ।

আমরা একটা সুন্দর কমিউনিটি গড়ার চেষ্টা করছি, আপনি যদি আমাদের এই কমিউনিটিতে থাকেন তাহলে অনেক কিছু জানতে পারবেন যা আপনার লাইফে অনেক কাজে লাগবে ।
যাইহোক আমার কোর্সটি আপনারা করতে আগ্রহী কিনা কমেন্ট করে অবশ্যই জানাবেন ।
পোস্টে শেয়ার করে সাথে থাকুন ধন্যবাদ ।

13/12/2024

আপনি বর্তমানে কোন পেশাই আছেন ? কমেন্ট করুন ।
EB3 এর জন্য যোগ্য কিনা আমি জানাবো ।

13/12/2024

EB3 এর মাস্টার ক্লাসের জন্য কে কে ওয়েট করছেন ?

আমেরিকার ভিজিট ভিসায় আবেদন করতে যে 185$ অর্থাৎ মাত্র ২২, ২৩ হাজার টাকা লাগে,  কিছু মানুষ কে এটা বোঝাতেই পারলাম না ।এদের...
09/12/2024

আমেরিকার ভিজিট ভিসায় আবেদন করতে যে 185$ অর্থাৎ মাত্র ২২, ২৩ হাজার টাকা লাগে, কিছু মানুষ কে এটা বোঝাতেই পারলাম না ।

এদের একটাই প্রশ্ন, আমরা ২০-২৫ লাখ টাকা দিয়ে আবেদন করতে পারতেছি না, আর আপনি বলতেছেন মাত্র ২২ - ২৩ হাজার টাকা এম্বাসির ফি দিয়ে আবেদন করা যায় ?

আমরা ২০-২৫ লাখ টাকা নিয়ে বসে আছি , কেউ ভিসা করে দিলে আমরা ২০-২৫ লাখ টাকা দিয়ে দেব, আর আপনি এত কম টাকার কথা বলছেন ?

তাও এই ২২ ২৩ হাজার টাকা কাউকে দিতে হবে না, এই ফি দিতে হবে আমেরিকান এম্বেসি কে !!! কিভাবে সম্ভব !!!

ভাই যারা ভিজিট ভিসা সম্পর্কে একটু জানেন, এদেরকে একটু বোঝান যে, ভিজিট ভিসার জন্য শুধুমাত্র 185$ ডলার এম্বাসি ফি অর্থাৎ শুধু 22- 23 হাজার টাকা ফি লাগে ।

এম্বাসি ফি ইস্টার্ন ব্যাংকের মাধ্যমে জমা দিতে হয় । এছাড়া ভিসা হওয়ার আগে একটি টাকাও খরচ নেই ।

একজন তো আমাকে কমেন্ট করে বলেছে, ভিজিট ভিসা তে নাকি আমেরিকা যেতে ৫ কোটি টাকা লাগে । 😕😕

যাইহোক এ ধরনের সংগ্রামী জনতা আমার পোস্ট এড়িয়ে যাবেন । আপনারা আসলে নিজে থেকে মানুষকে টাকা দিতে চান এবং ধরা খান ।

কয়েকজন আমেরিকা প্রবাসী যারা অলরেডি আমেরিকাতে আছেন, এরা মেক্সিকো সীমান্ত পাড়ি দিয়ে আমেরিকা গিয়েছে, তারা কমেন্ট করেছে আমেরিকা যেতে নাকি 50 লাখ টাকা লাগে । 😧😧

কেউ কেউ আবার পানামা জঙ্গল দিয়ে, হন্ডুরাস কিংবা ব্রাজিল দিয়ে, কেউ আবার মেক্সিকো দিয়ে ৫০-৬০ লাখ টাকা খরচ করে আমেরিকা পৌঁছান,
কিন্তু নিজেরা জানার চেষ্টা করেন না, আসলে খরচ কত কম খরচে বৈধভাবে আবেদন করা যায় ।

যারা একটু স্মার্ট, তারা কিন্তু স্টাডি করেন, প্রকৃতপক্ষে খোঁজখবর নেন আবেদন করেন এবং সফল হন ।

ভিজিট ভিসায় আবেদন করতে শুধুমাত্র 185 ডলার লাগে এর বাইরে একটি টাকাও খরচ নেই ।

এই বিষয়ে আবেদন করতে কোন রকম একাডেমি যোগ্যতার প্রয়োজন নেই, কোনরকম ইংলিশ দক্ষতার প্রয়োজন নেই, বাংলা ইন্টারভিউ দেওয়া যায় ।

যেকোনো বয়সের মানুষ পরিবারসহ আবেদন করতে পারে। আমেরিকার পাঁচ বছরে এই মাল্টিপল ভিসা থাকলে আপনি পৃথিবীর অন্যান্য যে কোন দেশের ভিসাই খুব সহজে পাবেন ।

আমি আপনাদের জন্য একটি কোর্স রেডি করছি, সেখানে ভিজিট ভিসা, EB3 ভিসা, F1, E2 সহ আমেরিকার অন্যান্য ক্যাটাগরি নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে ।

আমি ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো স্টেপ বাই স্টেপ কিভাবে আবেদন করবেন ।

আশা করছি আমার এই কোর্সটি করলে আপনারা একা একা আবেদন করতে পারবেন ।

যারা আগ্রহী তারা এই পোস্টটি অবশ্যই শেয়ার করবেন, সর্বোচ্চ শেয়ারকারীদের আমার টিম B1/B2 ক্যাটাগরিতে সম্পূর্ণ ফ্রিতে আবেদন করে দেবে ইনশাল্লাহ ।

আপনি যদি আমার কোর্স টি করতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ।

পোস্টটি আপনার ফেসবুকে শেয়ার করে, নিচে কমেন্টে দেওয়া আমার প্রাইভেট ফেসবুক এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে থাকবেন । ধন্যবাদ ।

ইউরোপের ভিসাপ্রত্যাশীদের জন্য রয়েছে সুখবর। এখন থেকে ঢাকার সুইডেশ দূতাবাস থেকেই মিলবে বেলজিয়াম, ফিনল্যান্ড, আইসল্যান্ড, ...
08/12/2024

ইউরোপের ভিসাপ্রত্যাশীদের জন্য রয়েছে সুখবর। এখন থেকে ঢাকার সুইডেশ দূতাবাস থেকেই মিলবে বেলজিয়াম, ফিনল্যান্ড, আইসল্যান্ড, লাটভিয়া, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস, পোল্যান্ড ও সুইডেনের ভিসা। সব ঠিক থাকলে আগামী ১০ ডিসেম্বর থেকে এই কার্যক্রম শুরু হবে।

রোববার (৮ ডিসেম্বর) ঢাকার সুইডিশ দূতাবাস থেকে এক বার্তায় এ তথ্য জানানো হয়।
লিংক কমেন্টে।

08/12/2024

স্টুডেন্ট ভিসা অর্থাৎ F1 ক্যাটাগরি কি কোর্সে অন্তর্ভুক্ত করার প্রয়োজন আছে কি না ? কমেন্ট করে জানান ।

07/12/2024

কথা দিয়েছিলাম যারা আমার পোস্ট শেয়ার করেছেন, কয়েকজনকে সম্পূর্ণ ফ্রিতে apply করে দেব । শীঘ্রই দেখতে পাবেন ইনশাআল্লাহ।

আমেরিকার সবচেয়ে সহজ ভিসা হলো ভিজিট ভিসা !! এই ভিসা করতে জনপ্রতি খরচ হয় মাত্র ১৮৫ ডলার  যা বাংলা টাকায় 22-23 হাজার টাক...
07/12/2024

আমেরিকার সবচেয়ে সহজ ভিসা হলো ভিজিট ভিসা !!
এই ভিসা করতে জনপ্রতি খরচ হয় মাত্র ১৮৫ ডলার যা বাংলা টাকায় 22-23 হাজার টাকার মত ।

প্রতিবছর আমাদের দেশ থেকে আমেরিকার এই ক্যাটাগরির ভিসা হয় প্রায় 20000 থেকে 35 হাজার জনের । প্রতি দিন গড়ে 100 জনের বেশি মানুষ ভিসা পায় । কমেন্টে লিঙ্ক দিচ্ছি দেখে নিতে পারেন ।

পাঁচ বছরের মাল্টিপল এই ক্যাটাগরিতে আবেদের জন্য কোন অ্যাকাডেমির যোগ্যতা লাগেনা, কোন IELTS এর প্রয়োজন নেই । পুরো পরিবারসহ আবেদন করা যায় ‌।

সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আপনি বাংলায় ইন্টারভিউ দিতে পারবেন ।

আপনি যে পেশায় থাকেন না কেন সাথে আবেদন করতে কোন বাধা নেই । প্রচুর মানুষ এই ক্যাটাগরিতে প্রতিনিয়ত ভিসা পাচ্ছে ।

অবৈধভাবে আমেরিকা যাওয়ার কোন প্রয়োজন নেই, মাত্র ২২ থেকে ২৩ হাজার টাকা খরচ করে ভিজিট ভিসার জন্য আবেদন করতে পারবেন ।

বর্তমানে বাংলাদেশ থেকে ভিসা রেশিও অনেক বেশি । সঠিকভাবে আবেদন করলে এবং ভালোভাবে ইন্টারভিউ দিলে অন্যান্য ক্যাটাগরির চেয়ে ভিসা হওয়ার সম্ভাবনা অনেক বেশি ।

আমি আপনাদের জন্য একটি কোর্স রেডি করছি, সেখানে ভিজিট ভিসা, EB3 ভিসা, F1, E2 সহ আমেরিকার অন্যান্য ক্যাটাগরি নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে ।

আমি ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো স্টেপ বাই স্টেপ কিভাবে আবেদন করবেন ।

আশা করছি আমার এই কোর্সটি করলে আপনারা একা একা আবেদন করতে পারবেন ।

যারা আগ্রহী তারা এই পোস্টটি অবশ্যই শেয়ার করবেন, সর্বোচ্চ শেয়ারকারীদের আমার টিম B1/B2 ক্যাটাগরিতে সম্পূর্ণ ফ্রিতে আবেদন করে দেবে ইনশাল্লাহ ।

আপনি যদি আমার কোর্স টি করতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ।

পোস্টটি আপনার ফেসবুকে শেয়ার করে, নিচে কমেন্টে দেওয়া আমার প্রাইভেট ফেসবুক এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে থাকবেন । ধন্যবাদ ।

06/12/2024

যারা অপেক্ষা করছেন তারা ভালো কিছু পাবেন ইনশাআল্লাহ। এমন কিছু শেয়ার করা হবে যা খুবই কাজে লাগবে ।

ভিজিট ভিসায় আমেরিকা গিয়ে যেভাবে সেটেল হবেন !! অনেকেই আমাকে এই প্রশ্ন করেছেন কিভাবে ভিজিট ভিসায়  আমেরিকা গিয়ে সেটেল হ...
05/12/2024

ভিজিট ভিসায় আমেরিকা গিয়ে যেভাবে সেটেল হবেন !!
অনেকেই আমাকে এই প্রশ্ন করেছেন কিভাবে ভিজিট ভিসায় আমেরিকা গিয়ে সেটেল হওয়া যাবে ।

যেহেতু বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি ভিসা হয় আমেরিকার ভিজিট ভিসা । আমেরিকা প্রতিবছর আমাদের দেশ থেকে কমপক্ষে ২০০০০ থেকে ৩৫ হাজার ভিজিট ভিসা দিয়ে থাকে।

এই মাল্টিপল ভিজিট ভিসা পাঁচ বছরের জন্য প্রদান করে, অর্থাৎ আপনি পাঁচ বছর আমেরিকাতে যাওয়া আসা করতে পারবেন, কিন্তু একটানা ছয় মাসের বেশি থাকতে পারবেন না।

কিন্তু বেশ কিছু উপায় আছে যেগুলো অবলম্বন করলে, পার্মানেন্টলি আমেরিকাতে থাকতে পারবেন এবং গ্রীন কার্ড পাবেন ।

বেশ কয়েকটি উপায়ে আমেরিকাতে গিয়ে সেটেল হওয়ার সুযোগ রয়েছে । আজকের এই পোস্টে বেশ কয়েকটি উপায় আলোচনা করব ।

১। আমেরিকাতে ভিজিট ভিসায় গিয়ে আপনি যদি একটি জব ম্যানেজ করতে পারেন তাহলে EB3 গ্রীন কার্ড ক্যাটাগরিতে আপনার স্ট্যাটাস চেঞ্জ করতে পারবেন । অনেক এজেন্সি আছে যারা জব ম্যানেজ করে দেয় ।

EB3 এর আনিস্কিলড ক্যাটাগরিতে যে কেউ আবেদন করতে পারে উদাহরণস্বরূপ ওয়েটার, ফ্রুটপিকার, ডেলিভারি ম্যান, সেলসম্যান, রেস্টুরেন্টের কিচেন সহকারি, কেয়ার গিভার, বাগানের মালি এক কথায় যেকোনো আন স্কিল জব ।

তবে, আপনি যেহেতু টানা ছয় মাসে বেশি থাকতে পারবেন না, সুতরাং ছয় মাসের মধ্যে আপনি একটা জব ম্যানেজ করে আপনার লয়ারের সাথে কথাবার্তা বলে বাংলাদেশে চলে আসবেন ।

আপনার lawyer আপনার জন্য Perm lebour certificate, I - 140 অ্যাপ্রুভ করে রাখবে এবং আপনার স্ট্যাটাস চেঞ্জ করবে । যাইহোক, পরবর্তী পদক্ষেপ বাংলাদেশ থেকে নিতে পারবেন এবং EB3 হয়ে গেলে পরিবারসহ গ্রীন কার্ড নিয়ে চলে যেতে পারবেন । ( EB3 নিয়ে বিস্তারিত ভিডিও আকারে আসবে )

২। ভিজিট ভিসায় গিয়ে আপনি ইংলিশ ল্যাঙ্গুয়েজ কোর্স এ অথবা অন্য যেকোনো বিষয়ে আপনার যোগ্যতা অনুযায়ী ভর্তি হতে পারেন এতে করে আপনি ভিজিট ভিসার ক্যাটাগরি F1 ক্যাটাগরিতে পরিবর্তিত হবে এবং আপনি আমেরিকাতে থাকতে পারবেন ।
৩। আপনার যদি বাংলাদেশে থাকা নিরাপত্তা জনিত কারণে কঠিন হয় তাহলে, আমেরিকাতে ভিজিট ভিসায় গিয়ে রাজনৈতিক আশ্রয় নিতে পারেন, আপনি রাজনৈতিক আশ্রয়ের জন্য আবেদন করলেই বৈধভাবে আমেরিকাতে থাকতে পারবেন এবং কাজ করতে পারবেন ।
যে কেউ এই আবেদন করতে পারে এবং সহজ প্রসেস ।

আপনার পিটিশন সঠিক কিনা সেটা রায় আসতে ৭ থেকে ১০ বছর সময় লাগবে । ১০ বছর পরে আপনি যদি প্রমাণ করতে পারেন আপনি সঠিক ছিলেন তখন আপনাকে তারা পার্মানেন্টলি থাকার পারমিশন দেবে , আপনার পিটিশন ক্যানসেল হলে বাংলাদেশে ব্যাক করতে হবে ।

৪। আমেরিকার নাগরিক এমন করো নারী / পুরুষকে বিয়ে করতে পারেন । 😊😚

আরো অসংখ্য উপায় রয়েছে যেখানে বৈধভাবে থাকা যাবে, আমেরিকাতে গিয়ে নরমালি কেউ ফেরত আসে না ।

মাত্র ১৮৫ ডলার/ ২২ হাজার টাকা এম্বাসি ফি দিয়ে কিভাবে আমেরিকার ভিজিট ভিসা করবেন এই বিষয়ে ষ্টেপ বাই স্টেপ বিস্তারিত ভিডিও কোর্স তৈরি করা হচ্ছে । যেখানে আমি সরাসরি কয়েকটি অ্যাপ্লিকেশন করে দেখাবো ।

যারা এই পোস্ট সর্বোচ্চ সংখ্যক শেয়ার করবে, তাদের মধ্য থেকে কয়েকজনকে নিজ দায়িত্বে সম্পূর্ণ ফ্রিতে ভিজিট ভিসা অ্যাপ্লিকেশন করে দেওয়া হবে ইনশাল্লাহ।
কমেন্টে দেওয়া ফেইসবুক এবং টেলিগ্রাম গ্রুপে অবশ্যই জয়েন করবেন

তাহলে পরবর্তী ভিডিও কোর্স রেডি হওয়ার সাথে সাথেই পেয়ে যাবেন ।

আপনারা আমার ভিডিও কোর্স করতে চান কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন । অধিকাংশ কমেন্ট যদি ভিডিও কোর্স এর পক্ষে থাকে, তাহলে খুব দ্রুত ভিডিও কোর্স দিয়ে দিব ।
Resurrection of Sabbir

04/12/2024

USA এর সকল ক্যাটাগরি নিয়ে ভিডিও কোর্স টেলিগ্রামে দেওয়া হবে । যারা এখনো টেলিগ্রামে জয়েন করেননি দ্রুত জয়েন করতে পারেন ।

সরাসরি টেলিগ্রাম গ্রুপে যুক্ত থাকুন । লিংক :
https://t.me/+ZqtiDoPg_lU4Yzhl

আমেরিকা, কানাডায় কেয়ার গিভার ভিসা !! কেয়ার গিভার সম্পর্কে আইডিয়া আছে আপনাদের কারো ? কানাডা, ইংল্যান্ড, আমেরিকাতে এই ...
04/12/2024

আমেরিকা, কানাডায় কেয়ার গিভার ভিসা !!
কেয়ার গিভার সম্পর্কে আইডিয়া আছে আপনাদের কারো ?
কানাডা, ইংল্যান্ড, আমেরিকাতে এই কেয়ার গিভার এর ব্যাপক চাহিদা রয়েছে।

সহজ করে বলতে গেলে, আমেরিকা, কানাডা কিংবা উন্নত দেশে বয়স্ক ব্যক্তিদের দেখাশোনা করা, তারা ঠিক মতো ওষুধ খাচ্ছে কিনা, খাবার খাচ্ছে কিনা, টয়লেটে যাচ্ছে কিনা ইত্যাদি কাজ ।

EB3 গ্রীন কার্ড আন স্কিলড ক্যাটাগরিতে এই কেয়ার গিভার এর ব্যাপক চাহিদা রয়েছে ।

এই ক্যাটাগরিতে আবেদনের জন্য তেমন কোন অভিজ্ঞতার প্রয়োজন নেই । শুধুমাত্র বিনয়ী এবং সেবা করার মানসিকতা থাকাই যথেষ্ট ।

শুধু কেয়ার গিভার নয় EB3 এর তিনটা ক্যাটাগরি মিলিয়ে বছরে প্রায় ৪০ হাজার মানুষ আমেরিকার ভিসা পাচ্ছে ।

এই ক্যাটাগরিতে পরিবার নিয়ে যাওয়া যায়, এবং দুই মাসের মধ্যে গ্রীন কার্ড পাওয়া যায় । আমেরিকার সমস্ত গ্রীন কার্ডের ২৬ শতাংশ দিয়ে থাকে এই ক্যাটাগরিতে ।

EB3 এর আন-স্কিলড ক্যাটাগরিতে কিচেন সহকারি, বাগানের মালি, রেস্টুরেন্টের কিচেন সরকারি, কেয়ার গিভার, ড্রাইভার, ওয়েটার, সেলসম্যান ইত্যাদি কাজে আবেদন করতে পারবেন ।

বাংলাদেশ SSC/ HSC পাশ করলেই যথেষ্ট লাগবে না কোন IELTS. শুধুমাত্র এই আন স্কিল ক্যাটাগরিতে ১০ হাজার মানুষ প্রতি বছর আমেরিকার গ্রিন কার্ড পাচ্ছে ।

EB3 এর স্কিল ক্যাটাগরিতে গ্রাফিক্স ডিজাইনার, বিভিন্ন সেক্টরে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, সেইফ, নার্স, অর্থাৎ যাদের যে কোন একটা বিশেষ সেক্টরে ন্যূনতম এক থেকে দুই বছরের অভিজ্ঞতা আছে তাদের জন্য এই ক্যাটাগরি ।

EB3 এর প্রফেশনাল ক্যাটাগরি হচ্ছে ডাক্তার, ইঞ্জিনিয়ার, স্কুল, কলেজ, কিংবা বিশ্ববিদ্যালয় শিক্ষক ইত্যাদি ।

আমরা না জানার কারণে বাংলাদেশের মানুষ প্রতিনিয়ত পিছিয়ে যাচ্ছে, অথচ পৃথিবীর বিভিন্ন দেশ থেকে প্রতি বছর হাজার হাজার মানুষ এই ক্যাটাগরিতে আমেরিকার গ্রীন কার্ড পাচ্ছে ।

এই ক্যাটাগরির প্রচুর জবের অফার রয়েছে, যা নিজে নিজে ঘরে বসে আবেদন করতে পারবেন ।
এই ক্যাটাগরিতে ভিসা পেলে পরিবারসহ গ্রীন কার্ড নিয়ে যাওয়া যাবে ।

তবে কিভাবে আবেদন করবেন, সেটা নিয়ে বিস্তারিত একটা কোর্স ডিজাইন চলমান রয়েছে ।

কারা কারা EB3 এর আবেদন প্রক্রিয়া নিয়ে জানতে চাচ্ছেন কমেন্ট করে জানাবেন ।

নিচে আমার টেলিগ্রাম গ্রুপের লিংক দেওয়া আছে জয়েন করে রাখেন ।
যাতে কোর্স ডিজাইন কমপ্লিট হলে দ্রুত জানতে পারেন ।

এই পোস্ট অবশ্যই শেয়ার করে রাখেন । যারা পোস্ট শেয়ার করবেন তাদেরকে পরবর্তী ভিডিও কোর্স এ অগ্রা অধিকার দেওয়া হবে । আমার সাথে সরাসরি কথা বলতে পারবেন ।

03/12/2024

এতো মানুষের রেসপন্স পাবো ভাবিনি , আপনাদের জন্য USA এর সব ক্যাটাগরি নিয়ে সব আলোচনা করবো ।

Address

44/14, ( Samsung Building), Level/09, ( Opposite Of Samorita Hospital), Panthapath
Dhaka
1205

Alerts

Be the first to know and let us send you an email when Resurrection of Sabbir posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share