09/12/2024
আমেরিকার ভিজিট ভিসায় আবেদন করতে যে 185$ অর্থাৎ মাত্র ২২, ২৩ হাজার টাকা লাগে, কিছু মানুষ কে এটা বোঝাতেই পারলাম না ।
এদের একটাই প্রশ্ন, আমরা ২০-২৫ লাখ টাকা দিয়ে আবেদন করতে পারতেছি না, আর আপনি বলতেছেন মাত্র ২২ - ২৩ হাজার টাকা এম্বাসির ফি দিয়ে আবেদন করা যায় ?
আমরা ২০-২৫ লাখ টাকা নিয়ে বসে আছি , কেউ ভিসা করে দিলে আমরা ২০-২৫ লাখ টাকা দিয়ে দেব, আর আপনি এত কম টাকার কথা বলছেন ?
তাও এই ২২ ২৩ হাজার টাকা কাউকে দিতে হবে না, এই ফি দিতে হবে আমেরিকান এম্বেসি কে !!! কিভাবে সম্ভব !!!
ভাই যারা ভিজিট ভিসা সম্পর্কে একটু জানেন, এদেরকে একটু বোঝান যে, ভিজিট ভিসার জন্য শুধুমাত্র 185$ ডলার এম্বাসি ফি অর্থাৎ শুধু 22- 23 হাজার টাকা ফি লাগে ।
এম্বাসি ফি ইস্টার্ন ব্যাংকের মাধ্যমে জমা দিতে হয় । এছাড়া ভিসা হওয়ার আগে একটি টাকাও খরচ নেই ।
একজন তো আমাকে কমেন্ট করে বলেছে, ভিজিট ভিসা তে নাকি আমেরিকা যেতে ৫ কোটি টাকা লাগে । 😕😕
যাইহোক এ ধরনের সংগ্রামী জনতা আমার পোস্ট এড়িয়ে যাবেন । আপনারা আসলে নিজে থেকে মানুষকে টাকা দিতে চান এবং ধরা খান ।
কয়েকজন আমেরিকা প্রবাসী যারা অলরেডি আমেরিকাতে আছেন, এরা মেক্সিকো সীমান্ত পাড়ি দিয়ে আমেরিকা গিয়েছে, তারা কমেন্ট করেছে আমেরিকা যেতে নাকি 50 লাখ টাকা লাগে । 😧😧
কেউ কেউ আবার পানামা জঙ্গল দিয়ে, হন্ডুরাস কিংবা ব্রাজিল দিয়ে, কেউ আবার মেক্সিকো দিয়ে ৫০-৬০ লাখ টাকা খরচ করে আমেরিকা পৌঁছান,
কিন্তু নিজেরা জানার চেষ্টা করেন না, আসলে খরচ কত কম খরচে বৈধভাবে আবেদন করা যায় ।
যারা একটু স্মার্ট, তারা কিন্তু স্টাডি করেন, প্রকৃতপক্ষে খোঁজখবর নেন আবেদন করেন এবং সফল হন ।
ভিজিট ভিসায় আবেদন করতে শুধুমাত্র 185 ডলার লাগে এর বাইরে একটি টাকাও খরচ নেই ।
এই বিষয়ে আবেদন করতে কোন রকম একাডেমি যোগ্যতার প্রয়োজন নেই, কোনরকম ইংলিশ দক্ষতার প্রয়োজন নেই, বাংলা ইন্টারভিউ দেওয়া যায় ।
যেকোনো বয়সের মানুষ পরিবারসহ আবেদন করতে পারে। আমেরিকার পাঁচ বছরে এই মাল্টিপল ভিসা থাকলে আপনি পৃথিবীর অন্যান্য যে কোন দেশের ভিসাই খুব সহজে পাবেন ।
আমি আপনাদের জন্য একটি কোর্স রেডি করছি, সেখানে ভিজিট ভিসা, EB3 ভিসা, F1, E2 সহ আমেরিকার অন্যান্য ক্যাটাগরি নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে ।
আমি ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো স্টেপ বাই স্টেপ কিভাবে আবেদন করবেন ।
আশা করছি আমার এই কোর্সটি করলে আপনারা একা একা আবেদন করতে পারবেন ।
যারা আগ্রহী তারা এই পোস্টটি অবশ্যই শেয়ার করবেন, সর্বোচ্চ শেয়ারকারীদের আমার টিম B1/B2 ক্যাটাগরিতে সম্পূর্ণ ফ্রিতে আবেদন করে দেবে ইনশাল্লাহ ।
আপনি যদি আমার কোর্স টি করতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ।
পোস্টটি আপনার ফেসবুকে শেয়ার করে, নিচে কমেন্টে দেওয়া আমার প্রাইভেট ফেসবুক এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে থাকবেন । ধন্যবাদ ।