Mohammad Abir Hasan

Mohammad Abir Hasan আসসালামু আলাইকুম 😇
মহান আল্লাহ তায়ালা বলেন প্রত্যেকটি ব্যক্তির জন্য জ্ঞান অর্জন করা ফরজ ।
(1)

06/11/2024

আল্লাহ সহজ করুক। 🤍

রাহিমাহুল্লাহ
21/08/2024

রাহিমাহুল্লাহ

বুদ্ধিমান লোকেরা নিজের বংশবৃদ্ধি ঠিকই করবে। আর আমাদের মগজে দেয় "দুটি সন্তানের বেশি নয়, একটি হলে ভালো হয়"।
24/06/2024

বুদ্ধিমান লোকেরা নিজের বংশবৃদ্ধি ঠিকই করবে। আর আমাদের মগজে দেয় "দুটি সন্তানের বেশি নয়, একটি হলে ভালো হয়"।

19/06/2024

Alhamdulillah

07/06/2024

সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 🖤

04/05/2024

❝ আল্লাহ ﷻ বলেনঃ আমার ভালোবাসা সেই সমস্ত লোকের জন্য ওয়াজিব হয়েছে, যারা আমার (সন্তুষ্টির) জন্য পরস্পর পরস্পরকে ভালোবাসে ❞

― (মুয়াত্তা ইমাম মালেকঃ১৭২১)

02/05/2024

বিয়েতে গান-বাজনা, নাচানাচি হারাম।
- আরে! একদিনই তো।

সারাবছর পর্দা করে ট্যুরে গিয়ে নিজেকে যাচ্ছেতাই করে মেলে ধরা!
- আরে! একদিনই তো।

জন্মদিন পালন করা হারাম।
- আরে! বছরের একদিনই তো।

সারা বছর পর্দা করলাম, কিন্তু কোন বিয়ে, সামাজিক অনুষ্ঠানে সেজেগুজে নিজেকে প্রদর্শন করলাম একটা হিজাব বাঁধলাম নামমাত্র।
- আরে! সারা বছর তো পর্দা করো, একদিন সাজলে কিছু হয় না।

সবসময় পর্দা করি, বিয়ের দিন স্টেজে ঠিকই পার্লারে পুতুল সেজে শোপিচ হলাম। (বিয়ের দিন অবশ্যই সাজগোজ করবে, তবে তা নিজস্ব মেয়েদের গণ্ডিতেই। তবে এক্ষেত্রে মোবাইল ক্যামেরা, ক্যামেরায় ছবির ব্যাপারে সতর্ক থাকতে হবে। কারণ একটা মোবাইলে ছবি তোলা মানে তা দশহাত ঘুরে শতজনের মোবাইলে ঘুরে বেড়াবে।)
- আরে! বিয়ে জীবনে একবারই তো। আজকেই যদি না সাজস! সবাই যদি বউ না দেখে, লোকে কি বলবে!

কনসার্ট আছে আজকে, চল।
- একদিনই তো যাবি, সারাবছর তো আর গান শুনতেছস না।

- র্যাগ ডে ৪ বছরে একবারই তো। একদিন পালন করলে, রং মারামারি করলে কিছু হয় না।

এভাবে বলতে থাকলে অনেকক্ষণ বলা হয়ে যাবে; তবুও 'আরে! একদিনই তো' এই ভাইরাস থেকে যাবে। আমরা সারাবছর ইসলাম মেনেও অনেককিছু করে ফেলি, একদিনই তো - এই জিনিসটা দিয়ে।

ওয়ালটন শুধু নাটকেই স্পন্সর করেনি, তারা বিকৃত*কা*মীকে তাদের জবও দিয়েছে।তাদের HR এর লোক যিনি ওপেনলি এক্টিভিস্ট হিসেবে পরিচ...
16/04/2024

ওয়ালটন শুধু নাটকেই স্পন্সর করেনি, তারা বিকৃত*কা*মীকে তাদের জবও দিয়েছে।তাদের HR এর লোক যিনি ওপেনলি এক্টিভিস্ট হিসেবে পরিচয়ও দিচ্ছে। এই মেয়েটি পুরুষ।

সুবহানাল্লাহ!  দুই দাড়িওয়ালার মধ্যে কত তফাৎ!
30/03/2024

সুবহানাল্লাহ! দুই দাড়িওয়ালার মধ্যে কত তফাৎ!

09/02/2024

আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়্যিনা মুহাম্মাদ ♡🥀

04/02/2024

যে ব্যক্তি রুকু থেকে মাথা উঠিয়ে সামি আল্লাহু লিমান হামিদা পরার পরে "রব্বানা লাকাল হামদ হামদান কাছিরন তাইয়্যিবান মুবারকান ফিহি" বলে ৩০জন ফেরেস্তাহ তার জন্য সওয়াব লেখার প্রতিযোগিতা শুরু করে
(বুখারী শরীফ:৭৬৩)

06/01/2024

১৪৫০ বছর আগের বলা কথা স্পষ্ট এবং জীবন্ত...

হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুল (সা.) বলেন ‘

ওই সত্তার কসম, যার হাতে আমার প্রাণ, পৃথিবী ওই সময় পর্যন্ত ধ্বংস হবে না, যতদিন না এ অবস্থা সৃষ্টি হবে যে, হত্যাকারী জানবে না, সে কেন হত্যা করছে আর নিহত ব্যক্তি জানবে না, কেন তাকে হত্যা করা হলো!’

সাহাবিরা জিজ্ঞাসা করলেন, এটা কীভাবে হবে?

রাসুল (সা.) বললেন হারাজ (অর্থাৎ কেয়ামতপূর্ব ফেতনার) কারণে।

(মুসলিম : ২৯০৮)

01/01/2024

রবের দিকে প্রত্যাবর্তনের মাধ্যমে শুরু হোক পথ চলা

01/10/2023

আল্লাহ কাছে ক্ষমা চাও 🥀
এখনো সময় আছে

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mohammad Abir Hasan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share