23/09/2024
উপদেষ্টা ফরিদা আন্টি বলেছিল "ভারতে আর ইলিশ যাবেনা, আগে বাংলাদেশীরা ইলিশ খাবে। 🌋
এমন অগ্নীবাণী শুনে দীর্ঘদিনের সংকুচিত থাকা কলিজাটা মুহূর্তে তানদুরি রুটির ন্যায় ফুলে উঠলো 🫁। যাক' এবার মনে হয় দেশের মানুষ একটু কমদামে ইলিশ 🐟খেতে পারবে। তাই গলা ছেড়ে বলতে ইচ্ছে করে 📣 - আবরার ফাহাদ ভাই, শুনছো; আগে তোমার দেশের মানুষ ইলিশ খাবে, তারপর অন্যদেশের কথা.....
উপদেষ্টাদের কঠিন 🤛 শপথের মাসখানেক যেতে ফেণী ভিতরের মাছ বাজারে ৪জন মাছ ব্যবসায়ীর উপস্থিতি দেখে একটু অবাক হলাম😮। কারণ, পূর্বে এক থেকে দুইজন ইলিশ ব্যবসায়ী ছিলো। এখন যখন চারজন দুই টুকরি করে আট টুকরি নিয়ে বসে আছে, নিশ্চয় ইলিশের দরপতন হয়েছে।
🤔মনে মনে ভাবছি, যদি ইলিশের দরপতন হয়, ক'কেজি বাড়িয়ে নিবো। তবুও নাকেনা ক্রেতার মতো দূরত্ব রেখে বলি- 🥺 - ভাই, ইলিশের দাম কত?
দোকানি- 😕 -১৬৫০/- টাকা, কত কেজি দিতাম!
😲 এক কেজির দাম শুনে গলা শুকিয়ে গেলো, আবার কত কেজি! 😇
দোকানির কথার উত্তর না দিয়ে সরে গেলাম। মনে মনে ভাবছি, 🤔 দেশে সোনার ভরি চলছে ১লক্ষ ২০হাজার, সেখানে ১কেজি রূপা বা রূপালী ইলিশের দামতো খুব বেশি না।
আসলে আমি নিজেই কিপটে, তা না হলে যেখানে দেশের মানুষ ৯শত টাকা দরে গরুর মাংশ খেতে ফেটে যাচ্ছে, সেখানে দ্বিগুণ দামে ইলিশ কেনা কৃপণতার বহিঃপ্রকাশ নয় কী?
যেদেশে গোটা ১টা বা কেজি দরে ইলিশ খাওয়া মানুষ মাছের দাম জিজ্ঞেস করতে সংকোচবোধ করে। আবার কোন দেশে ১পোয়া বা খন্ডে কেনা রাজা বাবুরা নাকি ৫হাজার টাকা দরে ইলিশ খায়? হদুল সাংঘাতিকরা নিউজ করে।
🫕🍲 খা!
ফরিদা আন্টি সব পাঠিয়ে দেন, আমাদের ইলিশ লাগবে না। তবুও যদি বিদ্যুৎ বিলের বকেয়া পরিশোধ হয়।
আমরা কচুর ছড়ার সাথে সাগরের লবণপানিতে থাকা
নারকেলী মাছ 🦈দিয়ে ইলিশের ওমেগা'র স্বাদ নিবো।😋
প্রশ্নউত্তর: গরুর মাংশের বাজারে সিন্ডিকেট নাই। খামারীদের খচর বেশি, কর্মচারী ও ফিডের দাম বেশি।
🌊🛥️ সমুদ্রে ইলিশের খাবার দেওয়া রক্ষণাবেক্ষণ করে কোন শা * লা * য়?🤕