Marzana Dulali

Marzana Dulali who should i give my love to?my respect and my honour to?who should i pay good mind to?(allah&rasul)
(2)

অযত্নে বেড়ে উঠা লেন্টেনা 🌸
05/10/2023

অযত্নে বেড়ে উঠা লেন্টেনা 🌸

03/07/2023
বাংলাদেশ থেকে এভাবেই ইউরোপ আমেরিকায় গিয়ে উন্নয়ন করতে হয় নিজেদের।শিখে নিন, শেখার শেষ নাই 😎
15/06/2023

বাংলাদেশ থেকে এভাবেই ইউরোপ আমেরিকায় গিয়ে উন্নয়ন করতে হয় নিজেদের।

শিখে নিন, শেখার শেষ নাই 😎

17/05/2023

আমার ছেলের কিন্তু বুদ্ধি আছে।
তার কথার যুক্তি আছে।
❤️❤️❤️❤️❤️❤️

17/05/2023

জীবনে সফলতা সহজে আসে না।
🙂🙂😊😊😊

যেদিন নারকেল গাছটি লাগিয়ে ছিলাম, সেদিনই আমার ছেলেটির জন্ম হয়। জন্মের সময় তার মা মারা যায়। ছেলেটিকে নিয়ে বিড়ম্বনায় পড়ে যা...
10/05/2023

যেদিন নারকেল গাছটি লাগিয়ে ছিলাম, সেদিনই আমার ছেলেটির জন্ম হয়। জন্মের সময় তার মা মারা যায়। ছেলেটিকে নিয়ে বিড়ম্বনায় পড়ে যাই। সারাক্ষণ তার পেছনে লেগে থাকতে হত।

একদিন দেখি গাছটি পানির অভাবে মারা যাচ্ছে। আমার পরিস্কার মনে আছে যখন একটু পানি নিয়ে গাছটির কাছে গেলাম তখনি ছেলেটির কান্নার আওয়াজ কানে আসে। আমি তড়িঘড়ি করে পানি ফেলে দৌড়ে এসে বাচ্চার মুখে দুধের বোতল তুলে দেই।❤️

আসলে গাছটির উপর সেদিন বড় অবিচার করেছিলাম। সে ওসব মনে রাখেনি, আজও আমাকে নারকেল দেয়। এক জোড়া নারকেল চল্লিশ টাকা বিক্রি করে অনেকটা উপকার পাই। কিন্তু আদরের দুলালের কাছে চল্লিশটি পয়সাও চাওয়ার সুযোগ পাই না।

কথাগুলো মনে পড়লে গাছটির গোড়ায় বসে মন ভরে কেঁদে নিই। গাছটিকে জড়িয়ে ধরে চোখটাকে ঘষে মুছে নেই, বলি "নে আজ তোকে বড় মুল্যবান জল দিলাম, তুই দোয়া করিস তবুও যেন খোকা সুখে থাকে। কারণ আমিতো বাবা।"🙂

ভালো থাকুক পৃথিবীর সকল বাবা ।

-সংগৃহীত

কেউ একজন কোন বিবাহিতা ভদ্রমহিলাকে প্রশ্ন করেছিলেন আপনি হাউস ওয়াইফ না ওয়ার্কিং ওম্যান?   ভদ্রমহিলা খুব সুন্দর একটা মন ছ...
05/05/2023

কেউ একজন কোন বিবাহিতা ভদ্রমহিলাকে প্রশ্ন করেছিলেন আপনি হাউস ওয়াইফ না ওয়ার্কিং ওম্যান? ভদ্রমহিলা খুব সুন্দর একটা মন ছুঁয়ে যাওয়া উত্তর দিয়েছিলেন ----- তিনি বলেছিলেন আমি একজন পারফেক্টলি ওয়ার্কিং লেডি। আমি সকালের এলার্ম ক্লক, একজন কুক, একজন ওয়েটার, একজন সার্ভেন্ট, আমি একজন পার্ট টাইম টেলার এবং আমি ধোপারও কাজ করি।
প্রয়োজনে আমাকে বাসন ধুতে হয়, ঘর সাফ করতে হয়, বাচ্চাদের জন্য আমি একজন গৃহশিক্ষিকা, আর বাড়ির বয়স্কদের জন্য আমি একজন নার্স।
বাড়িতে আসা অতিথির জন্য আমি একজন রিসেপশনিস্ট, এবং সারাদিন বাড়িতে থাকা আমি একজন সিকিউরিটি গার্ড।
আমি ঘরে সেজে গুজে থাকারএকজন বউ।
আমার স্বামীর জন্য আমি একজন মিত্রা,
একজন প্রেমিকা এবং স্ত্রী।
বাচ্চাদের জন্য আমি যেন আলাদিনের চীরাগ,
না আমার কোন ওয়ার্কিং না আমার কোন বেতন
আছে, কোন প্রমোশনও নেই, কোন ইনক্রিমেন্টও
নেই, নেই কোন বোনাস।
তবুও প্রত্যেকে আমাকে জিজ্ঞাসা করেন যে আমি হাউস ওয়াইফ না একজন ওয়ার্কিং লেডি!

কারো বাসায় গেলে পাঁচ পদ নিয়ে যাওয়া এবং কেউ বাসায় এলে দশ পদ রান্না করার কালচার থেকে বের হতে না পারলে আত্মীয়-স্বজন এবং প্র...
03/05/2023

কারো বাসায় গেলে পাঁচ পদ নিয়ে যাওয়া এবং কেউ বাসায় এলে দশ পদ রান্না করার কালচার থেকে বের হতে না পারলে আত্মীয়-স্বজন এবং প্রতিবেশীদের মধ্যকার স্বাভাবিক সম্পর্ক রক্ষা করা কঠিন।

মধ্যবিত্ত পরিবারে এক কেজি আঙ্গুরের চেয়ে এক ডজন ডিমের প্রয়োজনীয়তা বেশি। জাপানিরা কারো সাথে দেখা করতে গেলে এক কেজি চাল নিয়ে যায় উপহার হিসেবে। ওদের প্রধান খাদ্য ভাত, আমাদেরও ভাত। তাহলে আমরা চাল নিয়ে গেলে সমস্যা কোথায়?

যিনি বা যারা বেড়াতে যাচ্ছেন তারা যদি ঐ বেলার বাজারটাই করে নিয়ে যান সবচেয়ে ভালো হয়। সেগুলোই রান্না হবে। মেহমান এবং গৃহস্থী কারোই সমস্যা হবে না, কষ্ট হবে না। বাসায় দুটো বাচ্চা থাকলে সাথে পাঁচ টাকা দামের দুটো চকলেট নিয়ে যান, কোনো সমস্যা নেই।

যারা দশ পদ রান্না করেন এবং যারা দশ পদের রান্না না দেখলে মনে করেন সমাদর করা হয়নি—সবারই মনে রাখা উচিত তৃপ্তি ভরে খাওয়া যায় দুই পদ। আরেকটা পদ যোগ হতে পারে আগে বা পরে সাপ্লিমেন্টারি হিসেবে।

এই কালচার প্রোমোট করার ক্ষেত্রে তরুণদেরকেই এগিয়ে আসতে হবে। যারা একটা কালচারে তাদের জীবন শেষ করে দিয়েছেন প্রায়, তাদের পক্ষে অন্য কিছু ভাবা সম্ভব নয়। সংগৃহীত

12/04/2023

মা ছেলের একা ইফতারি।😥
আহিলের রাগ দেখে তো আমি অবাক। 😱😱😱

(ভিডিও টা কিছু দিন আগের ভিডিও)
👍👍👍👍👍👍👍👍👍👍👍👍

গতকাল রাতেও যাদের উপর হজ্জ-যাকাত ফরয ছিল, আজকের অগ্নিকাণ্ডের পর তারা অনেকেই হয়ত যাকাতের হকদার হয়ে যাবেন🙂কারও লাখে, কারও ...
05/04/2023

গতকাল রাতেও যাদের উপর হজ্জ-যাকাত ফরয ছিল, আজকের অগ্নিকাণ্ডের পর তারা অনেকেই হয়ত যাকাতের হকদার হয়ে যাবেন🙂কারও লাখে, কারও কোটির অঙ্কে ক্ষতি হয়েছে। আল্লাহর দেয়া প্রতিটা পয়সা যে স্বয়ং ওনারই, এর চেয়ে স্পষ্ট উদাহরণ মানুষের জন্য আর কিছু হতে পারেনা...

যাদের এই রমজানে যাকাত ফরজ হয়েছে, দয়া করে কার্পন্য করবেন না! আল্লাহ আপনার সম্পদের মাত্র ২.৫% এর দাবি করেছেন --- চোখের সামনে মানুষকে সর্বহারা হতে দেখেও যদি এই ২.৫% আকড়ে ধরে বসে থাকেন, এর চেয়ে লজ্জার কিছু হতে পারেনা।
মুমিন হিসেবে আপনার আমার এটা মনে রাখা প্রয়োজন যে একজন মানুষের উপর আসা বিপদ কেবল তার একার জন্য পরীক্ষা নয়, তার আশেপাশে থাকা মুসলমানদেরও আল্লাহ এই বিপদ দ্বারা পরীক্ষা করেন।🤲🌸

24/03/2023
ধরুন, বাসের ভাড়া দিয়ে নেমে দেখলেন, ভাংতি হিসাবে হেল্পার আপনাকে যে বিশ টাকার নোটটা ধরিয়ে দিয়েছে সেটাতে তিনটা জোড়াতালি।আপন...
21/03/2023

ধরুন, বাসের ভাড়া দিয়ে নেমে দেখলেন, ভাংতি হিসাবে হেল্পার আপনাকে যে বিশ টাকার নোটটা ধরিয়ে দিয়েছে সেটাতে তিনটা জোড়াতালি।
আপনাকে নিতান্তই অসাবধান এবং সরল পেয়ে বেচারা হাসতে হাসতেই তার 'চালাতে না পারা' নোটখানা ধরিয়ে দিয়ে হাওয়া হয়ে গেছে।

বাস থেকে নেমে আপনি রিক্সায় উঠলেন। রিক্সা ভাড়া চল্লিশ টাকা। মোক্ষম একটা সুযোগ এলো আপনার হাতে— হেল্পারের ধরিয়ে দিয়ে যাওয়া ছিঁড়ে-ফাঁড়া বিশ টাকার নোটটাকে অন্য একটা বিশ টাকার নোট, কিংবা দুটো দশ টাকার নোটের সাথে মিশিয়ে দিয়ে রিক্সাওয়ালার কাছে আপনি তা অনায়েশে চালিয়ে দিতে পারেন। বেচারা টের পেলে তো পেলোই, না পেলে নির্বিঘ্নে আপদটা অন্যের ঘাঁড়ে উঠিয়ে দেওয়া গেলো!
কিন্তু, সেই ছেঁড়া-ফাঁড়া বিশ টাকার নোট অন্য নোটের সাথে মিশিয়ে রিক্সাওয়ালাকে গছাতে গিয়েও শেষ পর্যন্ত পারলেন না।

আপনি ভাবলেন— কেউ একজন আমার সাথে অন্যায় করেছে বলে সেই একই অন্যায় আমি অন্য একজনের সাথে করতে পারি? এমনও তো হতে পারে, এই ছেঁড়া নোট রিক্সাওয়ালাটা কোথাও চালাতে পারলো না। এই নোট চলবে না বলে তাকে দোকানদার চাল না দিতে পারে, ওষুধের দোকানদার ওষুধ না দিতে পারে, এমনকি, নিজের মেয়ের জন্য একটা খেলনা কিনতে গেলেও এই নোটের কারণে তাকে ফেরত আসতে হতে পারে।

মানিব্যাগ থেকে নোটটা বের করতে গিয়েও শেষ পর্যন্ত বের করা হলো না আপনার। রিক্সাওয়ালাকে চকচকে দুটো বিশ টাকার নোট দিয়ে ছেঁড়া নোটটাকে মানিব্যাগের অবহেলিত কোণটায় গুঁজে রাখলেন।

এই যে শেষ মুহূর্তের এই বোধ— এটা হলো তাকওয়া। এই কাজটার সাক্ষী কেবল আপনি আর আল্লাহ সুবহানাহু ওয়া'তায়ালা। দুনিয়ার আর কেউ এই ব্যাপারে জানে না। না আপনাকে ধোঁকা দিয়ে যাওয়া সেই বাসের হেল্পার, না ধোঁকায় ফেলতে গিয়েও ফেলতে না পারা রিক্সাওয়ালা— কেউ না।

হতে পারে, কেবল এমন একটা অতি-ক্ষুদ্র কাজের জন্য আখিরাতে আপনি জান্নাতে পৌঁছে যাবেন। হতে পারে আপনার সেদিনকার এই কাজটা আল্লাহ সুবহানাহু ওয়া'তায়ালার এতো পছন্দ হয়ে যায় যে— তিনি আপনার পূর্বের আর পরের সমস্ত গুনাহ হয়তো মাফ করে দেবেন।

কখনোই কোন ভালো কাজকে তুচ্ছ জ্ঞান করে এড়িয়ে যাবেন না সেটা যতো ক্ষুদ্র-ই হোক না কেনো। ওই কাজটাই হয়ে উঠতে পারে আখিরাতে আপনার নাজাতের চাবিকাঠি।

লেখা- মোঃ মাসুম

এটা কোনো কথা 😒বিদেশে থাকিস বলে এত দাম 🙄🙄
20/03/2023

এটা কোনো কথা 😒
বিদেশে থাকিস বলে এত দাম 🙄🙄

কুড়াল হারানো সেই সৎ কাঠুরে অনেকদিন পর তার স্ত্রীকে নিয়ে বনে বেড়াতে গেছে।কাঠুরের স্ত্রী সেই নদীটি দেখতে ইচ্ছা প্রকাশ ক...
06/03/2023

কুড়াল হারানো সেই সৎ কাঠুরে অনেকদিন পর তার স্ত্রীকে নিয়ে বনে বেড়াতে গেছে।

কাঠুরের স্ত্রী সেই নদীটি দেখতে ইচ্ছা প্রকাশ করলো।নদীর ধারে গিয়ে হঠাৎ তার স্ত্রী পানিতে পড়ে ডুবে গেল। কাঠুরে কান্না শুরু করেছে।

তার কান্না শুনে আবারও জলপরী এলো তারপর জলপরী অতি রূপবতী রাজকন্যার মতো এক
মেয়েকে পানি থেকে তুলে বলল, "এই কি তোমার স্ত্রী?"

কাঠুরে বলল, "জ্বি এই আমার স্ত্রী।" জলপরী বলল, "ভালো করে দেখে তারপর বলো।"

কাঠুরে বলল, "আর দেখতে হবে না। এই আমার স্ত্রী।"

জলপরী বলল, " আগের বার তোমার সততা দেখে মুগ্ধ
হয়েছিলাম। এখন তুমি এটা কী করলে? রূপবতী মেয়ে দেখে নিজের স্ত্রীকে ভুলে গেলে?"

তখন কাঠুরে বলল, "আমি বাধ্য হয়ে বলেছি এইটাই আমার স্ত্রী। যদি না বলতাম, আপনি এরচেয়ে একটু কম সুন্দর আরেকটা মেয়ে তুলতেন।

আমি যদি বলতাম এই মেয়ে না। আপনি সবশেষে আমার স্ত্রীকে তুলতেন এবং আগের বারের মতো তিনজনকেই আমাকে দিয়ে দিতেন।এই কারণে প্রথমবারই বলেছি এটা স্ত্রী।

আমি নিতান্তই গরিব মানুষ। তিন বউকে পালবো
কীভাবে?আর একটা বউকেই সামলাতে পারিনা, সেখানে তিনটা বউ হলে তো আমাকেই নদীতে ঝাপ দিয়ে আত্মহত্যা করতে হবে।

এবারও কাঠুরের সততা দেখে জলপরী মুগ্ধ হলো এবং পানি থেকে তুলে তিনটাকে তো দিলোই সাথে নিজেও তাকে বিবাহের প্রস্তাব দিলো! সৎ কাঠুরিয়া ৪ স্ত্রী নিয়ে ঘরে ফিরলো 🙂

পৃথিবীর সেরা একটা ছবি🤍🖤 ভাই বোনের সম্পর্ক ❤️‍🩹ভূমিকম্পের ধ্বংসস্তূপ থেকে ১৭ ঘন্টা পরে উদ্ধারের সময় দেখা যায় বোন তার ভাইক...
07/02/2023

পৃথিবীর সেরা একটা ছবি🤍🖤 ভাই বোনের সম্পর্ক ❤️‍🩹
ভূমিকম্পের ধ্বংসস্তূপ থেকে ১৭ ঘন্টা পরে উদ্ধারের সময় দেখা যায় বোন তার ভাইকে এভাবে আগলে রেখেছে।
মাশা-আল্লাহ ❤️❤️❤️❤️

06/02/2023

যারা মানুষের অশান্তির কারণ হবে............

ইনশাআল্লাহ 🤲🙂
05/02/2023

ইনশাআল্লাহ 🤲🙂

04/02/2023

Rang the noor tha.....
Jab kareeb tu tha....
🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰

02/02/2023

জীবনে এমন কাওকে খুঁজে বের করতে হবে।
🙂🙂🙂🙂

01/02/2023

আল্লাহ পাকের সব থেকে....
সুন্দর সৃষ্টি হচ্ছে.... মেয়েরা।🙂🙂🙂

31/01/2023

কাওকে তার যোগ্যতার চেয়ে বেশি ভালোবাসবেন না।
😞😞😞😞😞😞

27/01/2023

অন্যায় কারিদের যত খুশি.....
অবিচার করতে দাও।
😞😞😞😞

❤️Allah❤️
26/01/2023

❤️Allah❤️

সুবহানাল্লাহ 🤲🤲🤲
25/01/2023

সুবহানাল্লাহ 🤲🤲🤲

Masaallah
12/01/2023

Masaallah

- তবুও জীবন নিয়ে আমাদের কত অভিযোগ!!আলহামদুলিল্লাহ আল্লাহ... 🤲🤲🤲
04/01/2023

- তবুও জীবন নিয়ে আমাদের কত অভিযোগ!!
আলহামদুলিল্লাহ আল্লাহ... 🤲🤲🤲

31/12/2022

যদি সব ছেলে-মেয়ে...
তার বাবা-মা এর...
রাজকন্যা বা রাজপুত্র হত...!
তাহলে কি আর পথশিশু বলে কোন শব্দের ব্যবহার হত ????😞😞😞😢

26/12/2022

🖤মাশা-আল্লাহ🖤
🖤আলহামদুলিল্লাহ🖤
😘😘😘😘😘😘😘😘😘😘

Address

Dhaka
4000

Website

Alerts

Be the first to know and let us send you an email when Marzana Dulali posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Marzana Dulali:

Videos

Share

Nearby media companies


Other Digital creator in Dhaka

Show All