Copy_Paste&SHARE

Copy_Paste&SHARE Know the truth yourself and tell others

মনে হচ্ছে আয়না ঘর দৃশ্যপটের পট পরিবর্তন হয়েছে মাত্র, সারাংশ কিন্তু একই আছে।ক্লু নিয়ে কুলাঙ্গার গুলো শুধু বুয়েটেই থাক...
19/09/2024

মনে হচ্ছে আয়না ঘর দৃশ্যপটের পট পরিবর্তন হয়েছে মাত্র, সারাংশ কিন্তু একই আছে।

ক্লু নিয়ে কুলাঙ্গার গুলো শুধু বুয়েটেই থাকে না আর একবার তা প্রমান হলো।
বিশ্বজিৎ, আবরার ফাহাদ, তোফাজ্জলরা এভাবেই মারা যাবে?

ধিক্কার জানাই ওই সকল মেধাবীদের যারা শিক্ষিত হয়েছে কিন্তু মানবতা অর্জন করতে পারেনি।

07/08/2024

দেশে ভুয়া মুক্তিযোদ্ধা কিভাবে তৈরি হয়েছিল এখন বুঝতে পারতেছি। বর্তমান সময়ে অনেক নতুন প্রজন্মের ভুয়া মুক্তিযোদ্ধাও দেখা যাচ্ছে। যুদ্ধ না করেই যোদ্ধার ভাব ধরতেছে। দুঃখজনক👎।

05/08/2024

নতুন বাংলাদেশে স্বাগতম...♥️🇧🇩♥️
Welcome to New Bangladesh...♥️🇧🇩♥️

30/04/2024

ষাটোর্ধ একজন CEO অবসর নেয়ার আগে তার স্বনামধন্য কোম্পানীর উত্তোরাধিকার হিসেবে একজন সৎ ও যোগ্য CEO নির্বাচন করতে চাইলেন। তবে চিরায়ত নিয়মে তিনি তার পরিচালক পর্ষদ বা ছেলেমেয়েদের মধ্য থেকে কাউকে উত্তরাধিকার না করে ভিন্নধর্মী কিছু করার চিন্তা করলেন। তাই একদিন সকল এক্সিকিউটিভদের বললেন “আমি সিদ্ধান্ত নিয়েছি আপনাদের মধ্য থেকে একজন পরবর্তী CEO নিয়োগ করবো।

” শুনে তো সবাই হতবাক! তবে আবার খুশীও হল। CEO হওয়ার স্বপ্নে তাদের মন উৎফল্লিত হলো। তিনি বলে চললেন “আমি আপনাদের প্রত্যেককে একটি করে ‘বীজ’ দেব। এই বীজ আপনারা টবে রোপণ করবেন, পানি দিবেন, যত্ন করবেন আর ঠিক এক বছর পর তা আমার নিকট নিয়ে আসবেন। আমি তখন সেই বীজ থেকে বেড়ে ওঠা চারাগাছ দেখে বিচার করবো কে হবে পরবর্তী CEO ।”

সেইখানে অলিভার নামে একজন ছিল যে আর সবার মতই বীজ নিয়ে বাসায় ফিরলো। তার স্ত্রী একটি টব, মাটি ও সার জোগাড় করলো এবং সেই টবে অলিভার বীজটি রোপণ করলো। প্রতিদিন সে বীজটির খুব যত্ন করতে লাগল। নিয়মিত পানি দিল। সপ্তাহ তিনেক পর তার সহকর্মীরা এক অন্যের সাথে তাদের বীজ থেকে বেড়ে ওঠা চারাগাছ সম্পর্কে বলাবলি করতে লাগল।
কিন্তু হায় অলিভারের বীজ থেকে তো কিছুই জন্মাচ্ছে না। এভাবে তিন সপ্তাহ, চার সপ্তাহ করে পাঁচ সপ্তাহ পার হয়ে গেল। সে নিজেকে ব্যর্থ ভাবতে শুরু করলো। নিজের মনেই বলল “আমি বোধ হয় রোপণের সময় বীজটি নষ্টই করে ফেলেছি।” সে তার সহকর্মীদের সাথে লজ্জায় এ বিষয়ে কোন কথাও বললো না।
অবশেষে একটি বছর পার হলো। কোম্পানীর সব এক্সিকিউটিগণ তাদের বড় হয়ে যাওয়া চারা গাছটি তাদের CEO এর নিকট নিয়ে এলো।
এই খালি টব নিয়ে অলিভারের পক্ষে অফিস যাওয়া সম্ভব নয়। কিন্তু স্ত্রী তাকে যা ঘটেছে সে বিষয়ে সৎ থাকার পরামর্শ দিল এবং বললো যা সত্য তাই তোমার CEO কে বলবে। সে আজ খুবই বিব্রত হবে – এই দুশ্চিন্তায় অলিভার অসুস্থ বোধ করতে থাকলো। কিন্তু সে এও জানে তার স্ত্রী ঠিক কথাই বলেছে।
সে তার খালি টব নিয়ে বোর্ডরুমে ঢুকে দেখলো সকলের টবে কী সুন্দর সুন্দর গাছ! অলিভার তার টবটি রুমের মেঝেতে রাখল। অনেকেই হাসাহাসি করল, কেউ কেউ আবার দুঃখ প্রকাশও করলো।
CEO রুমে এসে সবাইকে শুভেচ্ছা জানিয়ে পুরো রুম পরিদর্শন করলেন। “ও মাই গড, আপনারা কী সুন্দর চারাগাছ ও ফুল জন্মিয়েছেন!” হঠাৎ তার চোখ গিয়ে পড়লো অলিভারের দিকে। অলিভার লজ্জায় পেছনে কোথাও লুকানোর চেষ্টা করলো। CEO তাকে সামনে আসতে বললেন।
অলিভার খুব ভীত হয়ে পড়লো। নির্ঘাৎ সে আজ তার চাকুরী হারাবে। CEO জিজ্ঞেস করলেন “কি ব্যাপার অলিভার, আপনার বীজের কী হয়েছে?” অলিভার তাকে সব খুলে বললেন। CEO সবাইকে বসতে বললেন, শুধু অলিভারকে বললেন দাড়িয়ে থাকতে। তিনি অলিভারের দিকে তাকিয়ে বললেন সবাই আমাদের নতুন CEO কে ভালো করে দেখুন, তার নাম অলিভার!
অলিভার নিজের কানকে বিশ্বাস করতে পারলো না! সে তো কোন চারাগাছের জন্মই দিতে পারে নি!
সবাই বলাবলি করলো “সে কিভাবে CEO হলো?”
CEO বললেন “এক বছর আগে আমি প্রত্যেককে যে বীজ দিয়েছিলাম তা সবই ছিল মৃত। কারণ সেগুলো ছিল সিদ্ধ করা। তাই কোন চারা অঙ্কুরিত না হতে দেখে হতাশ হয়ে আপনারা আমার দেয়া বীজটি ফেলে দিয়ে নতুন বীজ লাগিয়েছেন, শুধুমাত্র অলিভার সাহস ও সততার সাথে খালি টব নিয়ে এসেছে যে টবে আমার দেয়া বীজটিই রয়েছে। সবাই করতালি দিয়ে তাকে অভিনন্দিত করুন।”
“যদি সততা রোপণ করেন, তবে বিশ্বাসযোগ্যতা অর্জন করবেন”
“যদি সৎগুণ রোপণ করেন, তবে ভালো বন্ধুত্ব অর্জন করবেন”
“যদি কঠোর শ্রম রোপণ করেন, তবে সাফল্য অর্জন করবেন”
“যদি সুবিবেচনা রোপণ করেন, তবে আপনি যৌক্তিক দৃষ্টিভঙ্গি অর্জন করবেন”
তাই কী রোপণ করছেন সে বিষয়ে সতর্ক থাকুন, তা নির্ধারণ করে দিবে ভবিষ্যতে আপনি কী অর্জন করবেন।
জীবনকে আপনি যা দিবেন, জীবন আপনাকে তাই ফেরত দিবে।

" সততার বীজ "

কিছু প্রশ্ন না করেই পারলাম না,আল আকসা আজ মুসলমানদের কেবলা নেই বলেই কি মুসলিম বিশ্বের এই নিরবতা?""আজ ইরান সবথেকে বেশি ফিল...
23/10/2023

কিছু প্রশ্ন না করেই পারলাম না,

আল আকসা আজ মুসলমানদের কেবলা নেই বলেই কি মুসলিম বিশ্বের এই নিরবতা?
"
"
আজ ইরান সবথেকে বেশি ফিলিস্তিনকে সমর্থন দিচ্ছে বলেই কি এত নিরবতা?
"
"
মুসলিম ক্ষমতাধর রাষ্ট্রগুলোর নেতাদের সিংহাসন হারাবার ভয়ে কি এই নিরবতা?
"
"
আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামীন অন্তরজামি, সর্বদ্রষ্টা, সর্বজ্ঞানী, অতি উত্তম পরিকল্পনাকারী ও অতি উত্তম ফয়সালাকারী।
♥️
♥️
"আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকালাহু, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়ারাসুলূহু"

বর্তমান ভীতসন্ত্রস্ত শক্তিশালী ও ক্ষমতাধর মুসলিম রাষ্ট্র সমূহের উদ্দেশ্যে কিছু কথা না বললেই নয়। তারা (শক্তিশালী ও ক্ষমত...
20/10/2023

বর্তমান ভীতসন্ত্রস্ত শক্তিশালী ও ক্ষমতাধর মুসলিম রাষ্ট্র সমূহের উদ্দেশ্যে কিছু কথা না বললেই নয়। তারা (শক্তিশালী ও ক্ষমতাধর মুসলিম রাষ্ট্র) যদি মনে করে বর্তমান আমেরিকা ও তার পশ্চিমা মিত্ররা অপরাজেয়, আমি বলবো তারা ভুলে ভরা চিন্তা মগ্ন জগতে আচ্ছন্ন আছে। হয়তো ভাবছে নির্যাতিত মুসলিম ফিলিস্তিনিদের হয়ে প্রতিরোধ গড়ে তুললে হয়তো পৃথিবীতে আমেরিকা ও তার মিত্ররা ভয়াবহ আক্রমণ এমনকি পরমাণু হামলাও করতে পারে। একটা কথা স্পষ্ট করে বলতে চাই, আমেরিকা বা পশ্চিমাদের যদি এতই ক্ষমতা থাকতো তাহলে দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানে পরমাণু বোমা হামলার পর আরো অনেক যুদ্ধ সংগঠিত হয়েছে, এই যেমন কোরিয়া যুদ্ধ, ভিয়েতনাম যুদ্ধ, আফগান যুদ্ধ, ইরাক যুদ্ধ, সিরীয় যুদ্ধ সহ আরো অনেক যুদ্ধের কথা উদাহরণ হিসাবে দেয়া যাবে, যার একটিতেও আমেরিকা পরমাণু বোমা হামলা বা জয়ী হওয়ার কৃতিত্ব দেখাতে পারেনি। বরং ওই সমস্ত নিপীড়িত দেশের প্রতিবাদী ও প্রতিরোধকারী জনগন সেই সমস্ত আগ্রাসন রুখে দিয়েছে। তারা সবাই একা একাই এই প্রতিরোধ করেছে। একটা কথা মনে রাখতে হবে, "যত গর্জে তত কিন্তু বর্ষে না"। মুসলমান বীরের জাতি, যা ইতিহাস দ্বারা প্রমাণিত। তাই সেই বীরদের জাতিকে আর বলতে বা মনে করিয়ে দিতে চাই না, কি করার আছে বা কি করতে হবে। মরণ কামড় আসন্ন হওয়ার আগেই আল্লাহ্ রাব্বুল আলামীন যেন তাদের অন্তরের ঘুমন্ত গাজী হওয়ার প্রেরণা ও চেতনাকে জাগ্রত করে।
বীর ফিলিস্তিনি জাতি, ফি আমানিল্লাহি তায়ালা।
তাকবীর........ আল্লাহু আকবার ♥️🇧🇩🇧🇩🇯🇴🇯🇴♥️

English Translation:

Not to mention the current fearful and powerful Muslim states. If they (powerful and powerful Muslim states) think that the current US and its Western allies are invincible, I'd say they're in a delusional world. Maybe they think that if the oppressed Muslims resist for the Palestinians, maybe America and its allies can launch a terrible attack on the world and even a nuclear attack. I want to clarify one thing, if America or the West had so much power, many more wars would have been organized after the atomic bombing of Japan in the Second World War, such as the Korean War, the Vietnam War, the Afghan War, the Iraq War, the Syrian War, and many other wars. As can be stated, in none of which America could show the achievement of nuclear bomb attack or victory. Rather, the protesting and resisting people of those oppressed countries stopped all those aggressions. They all resisted this alone. One thing should be remembered, "No matter how loud, but not in the year". Muslims are a nation of heroes, as proven by history. So I don't want to tell or remind the nation of those heroes what to do or what to do. Before the death bite is imminent, may Allah Rabbul Alamin awaken the motivation and consciousness of being a sleeping Gazi in their hearts.
The heroic Palestinian nation, fi amanillahi ta'ala.
Takbeer........ Allahu Akbar ♥️🇧🇩🇧🇩🇯🇴🇯🇴♥️

17/08/2023

ভাঙ্গা ছাড়িয়ে ৬ লেনের এক্সপ্রেসওয়ে যাবে যশোর | Khulna Six Lane | Expressway | ...

08/07/2023


23/06/2023

Deep meanings............!

13/02/2023

" নিশ্চয়ই আল্লাহ্ রাব্বুল আলামিন উত্তম ফয়সালাকারী।"
ইসলামই নারীকে সর্বোচ্চ সন্মান ও মর্যাদা দান করেছে।
Shared by Copy_Paste&SHARE

06/02/2023

হাসবো? 😂😂কিভাবে হাসবো বুঝতে পারতেছি না।
Shared by Copy_Paste&SHARE

Address

Banani Residential Area
Dhaka
1213

Telephone

+8801621786878

Website

Alerts

Be the first to know and let us send you an email when Copy_Paste&SHARE posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Copy_Paste&SHARE:

Videos

Share