It'z urmi

It'z urmi লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ (সাঃ)❤️🥰

01/11/2024
21/01/2024

রাসুল (সাঃ) বলেছেন ........
তুমি জানো ,তুমি সঠিক, তবুও তর্কে যেও না!! 🌸🖤

31/12/2023

ইয়া আল্লাহ"
"থার্টি ফার্স্ট নাইটের মতো অ'শ্লী'ল বেহায়াপনা দিবস থেকে গোটা মুসলিম জাতি কে আপনি হেফাজত করুন!..
Ameen 🤲

31/12/2023

আবদুল্লাহ (রাঃ) থেকে বর্ণনা করেন যে,

এক ব্যাক্তি বলল, ইয়া রাসুলাল্লাহ! আল্লাহর কাছে সর্বাপেক্ষা বড় গুনাহ কোনটি? তিনি বললেন, তুমি আল্লাহর জন্য সমকক্ষ সাব্যস্ত করবে অথচ তিনই তোমাকে সৃষ্টি করেছেন। সে বলল, তারপর কোনটি? তিনি বললেনঃ তুমি তোমার সন্তানকে এ আশঙ্কায় হত্যা করবে যে, সে তোমার আহারের সঙ্গী হবে। সে বলল, তারপর কোনটি? তিনি বললেনঃ তোমার প্রতিবেশীর স্ত্রীর সাথে ব্যভিচারে লিপ্ত হবে! এ উক্তির সমর্থনে আল্লাহ তাঁআলা নাযিল করেনঃ আর তারা আল্লাহর সঙ্গে কোন ইলাহকে ডাকে না, আল্লাহ যার হত্যা নিষেধ করেছেন, যথার্থ কারণ ছাড়া তাকে হত্যা করে না এবং ব্যভিচার করে না। যে ব্যাক্তি এগুলো করে, সে শাস্তি-ভোগ করবে।

সহীহ মুসলিম, ৮৬

01/12/2023

মেয়েদের পড়ার অনুরোধ রইল !!!

-মেয়ে,,
⭕নামাজ পড়ো ,

2 মিনিটে নামাজ শেষ করে পরপুরুষের সাথে কথা ও বলো।
কোনো লাভ নেই।
বরং তুমি নামাজের সাথে ঠাট্টা করছো।

⭕বোরকা পড়ো,....!

সাথে পারফিউম মেখে বাহিরে যাও,
কোনো লাভ নেই।
বরং তুমি ব্যভিচারীর পরিচয় দিচ্ছ।

⭕কোরআন তিলাওয়াত করো,..!

সাথে গান বাজনায় DJ পার্টি করো ,
কোনো লাভ নেই।
বরং তুমি পবিত্র গ্রন্থ কে অসম্মান করছ।

⭕বিয়ের আগে প্রেম হারাম জেনে প্রেম করো না,

অথচ চ্যাটলিস্টে ছেলে দিয়ে ভর্তি।
কোনো লাভ নেই!
বরং তুমি শয়তান কে জিতিয়ে দিচ্ছ।

⭕স্বামীকে বলো ভালবাসি,

সাথে পরপুরুষের সাথে ফোনালাপ করো,
কোনো লাভ নেই!
বরং তুমি ব্যভিচারিনীর পরিচয়ে পরিচিত হচ্ছ।

⭕মেয়ে,,
ফুল পর্দা করো , আবার মাথায় ফুলকপির বোঝা বাঁধো ,
কোনো লাভ নেই!
বরং তুমি জাহান্নামে যাওয়ার রুলসকে আপন করছো।

⭕হারাম কোনটা, হালাল কোনটা সব ই বোঝো
তবুও কেন হারাম ছাড়ছো না???

এতে অন্য কারোর ক্ষতি হবে না ।
একটু ভেবে দেখো তোমার নিজের ক্ষতি তুমি নিজেই করছো।
-
সমাজের সাথে আজ নিজেকে মানাতে গিয়ে যে চির শান্তির স্থান জান্নাত তুমি হারাচ্ছো এটা কি মাথায় আছে বোন???
-
কেউ একজন হারাম টা ধরাই দিলে বলো
এটা না করলে আমার Prestige থাকবে না।

⭕একবার ভেবে দেখো হাশরের মাঠে যখন তোমাকে অপমানজনক লাঞ্ছনা করা হবে তখন তোমার এই Prestige কোনো কাজে আসবে কি না।
কত ই না নিকৃষ্ট আর যন্ত্রণাদায়ক হবে সেই শাস্তি!!!!

Reminder বোন সময় থাকতে নিজেকে শুধরে নাও
ইসলাম মেনে জীবন চালাও।
ইনশাল্লাহ জয় তোমার হবে,

আল্লাহ আমাদের আমল করার তৌফিক দান করুন
❤আমিন।❤

29/11/2023

পিছনে বদনাম করে, সামনে এসে আন্তরিকতা দেখানো মানুষগুলো, থেকে দূরে থাকাই উত্তম এরা প্রকাশ্য শত্রুর চাইতেও ভয়ংকর.!

28/11/2023

জান্নাতের জাতীয় সংগীত হবে সূরা "আর রহমান" সূরাটি স্বয়ং আল্লাহ্‌ নিজে জান্নাতে শোনাবেন !😍
~সুবহানআল্লাহ্🌸

26/11/2023

~𝐁𝐞𝐚𝐮𝐭𝐲 𝐢𝐬 𝐧𝐨𝐭 𝐢𝐦𝐩𝐨𝐫𝐭𝐚𝐧𝐭 _🥀
__𝐁𝐮𝐭
𝐁𝐞𝐚𝐮𝐭𝐢𝐟𝐮𝐥 𝐡𝐞𝐚𝐫𝐭 𝐢𝐬 𝐦𝐨𝐬𝐭 𝐢𝐦𝐩𝐨𝐫𝐭𝐚𝐧𝐭✓🥀🌺

~সৌন্দর্য্য জরুরী নয়,কিন্তু সুন্দর হৃদয় সবচেয়ে গুরুত্বপূর্ণ 💜
シ︎

23/11/2023

রাসূল (সাঃ) বলেনঃ

নিশ্চয়ই আল্লাহ তোমাদের সৌন্দর্য ও সম্পদের দিকে তাকাবেন না, বরং তিনি দেখবেন তোমাদের আমল ও অন্তর।♡ ̆̈

সহীহ মুসলিম হাদিস: ২৫৬৪

💙
19/11/2023

💙

Boycott korun shobai
18/11/2023

Boycott korun shobai

17/11/2023

আপনার পিছনে যারা আপনাকে নিয়ে সমালোচনা করে, তাদেরকে আপনার পিছনেই থাকতে দিন। কারণ তারা আপনার সামনে যাওয়ার যোগ্যতা রাখে না !🖤

17/11/2023

জান্নাতে বিচ্ছেদ নেই। মৃ'ত্যু নেই। ঘুম নেই। হিংসা-বিদ্বেষ নেই। ক্লান্তি নেই। কান্না নেই। রোগবালাই নেই। জান্নাতে নবীজি সা.-কে দেখা যাবে। রব্বে কারীমকে দেখা যাবে। সুবহানাল্লাহ!🖤🌸

- শায়েখ আতিকউল্লাহ হাফি!❤️

💚💙
17/11/2023

💚💙

17/11/2023

Aslamu Alikum Wua Rahmatullah💙

🕋Jummmah Mubarak🕋

16/11/2023

বৃহস্পতিবার রাতের চেয়ে সুন্দর রাত আর নাই! দেরি করে ঘুমালেও কোনো প্যারা নাই, সকালে ঘুম থেকে তারাতাড়ি উঠার ও কোনো প্যারা নাই! শান্তি মতো ঘুমানো যায়! মূলত বৃহস্পতিবার রাত ই হচ্ছে আসল শুক্রবার! স্কুল জীবনে এই বৃহস্পতিবার এর জন্য অপেক্ষা করতাম, দিন গুলো অদ্ভুত সুন্দর ছিলো! বৃহস্পতিবার রাত আসলেই বিশেষ হলিডে শুরু হয়ে যেতো!

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when It'z urmi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to It'z urmi:

Share