Mulla Mahmud

Mulla Mahmud পশ্চিমা অপসংস্কৃতির ভয়াল থাবা থেকে মুসলিম উম্মাহকে হেফাজতের লক্ষ্যে আমাদের পথচলা�
(1)

পরিচালক ঃ বাদশাগঞ্জ আল-কাউসার ইসলামী পাঠাগার
সাধারণ সম্পাদক ঃঃ নাসিহাতু লিলমুসলিমীন ঐক্য পরিষদ ধর্মপাশা সুনামগঞ্জ।

22/01/2024

নতুন একটি আই'ডি খোলতে হবে।
প্রিয় মুহিব্বিন ভালোবাসার মানুষ গুলো এড হবেন তো??
যারা আমাকে ভালোবাসেন এবং আমি যাদের ভালোবাসি আল্লাহর জন্য সবাইকে নতুন আই'ডি তে অগ্রিম স্বাগত জানাচ্ছি।।

22/01/2024

বাবরি মসজিদ শহীদ করা হলো।
সেই স্থানে মন্দির নির্মাণ করে উদ্বোধন করা হলো।
এরপরেও কি ভারতের বিরুদ্ধে জেহাদের ফতুয়া আসবেনা?
আসলে দেওবন্দী চেতনার মৃত্যু ঘটেছে।
শাহ আব্দুল আজিজ এর এলেম হারিয়ে গেছে।
মাহমুদ হাসান দেওবন্দীর জজবা খুঁজে পাওয়া যাচ্ছে না।
হাজী এমদাদুল্লাহ মুহাজেরে মক্কির ব্রিটিশ বিরোধী জিহাদের নমুনা কোথায় গেল?
শহীদ নূর মোহাম্মদ জাঞ্জনাভীর উত্তরসূরীরা ঘুমিয়ে আছে।
কোথায় সৈয়দ আহমদ বেরলবী ও ইসমাইল শহীদের সন্তানেরা?
এরা বাস করে আফগানিস্তানে।
এরা বাস করে ফিলিস্তিনে ।
এরা বাস করে সোমালিয়ায়।
আমরা সরকারি, দরবারী, পীর বুজুর্গ হয়ে গিয়েছি।
অস্ত্র হাতে জিহাদ করা এখন আমাদের শান মান ও আত্মমর্যাদার বিপরীত হয়ে গিয়েছে।
আর আমাদের জেহাদ তো পীরালির মাঝে, তাবলীগের মাঝে ও রাজনীতির মাঝে লুকায়িত আছে।
জিহাদের কথা যারা বলে তারা তো খারেজি।
যেমন একসময়ে দেওবন্দীরা ছিল খারেজি।
আল্লাহ তুমি আমাদেরকে প্রকৃত দেওবন্দিয়াতকে ধারণ করার তৌফিক দাও।

🖊️আব্দুল কাইয়্যুম হাফি. নেত্রকোনা

22/01/2024

আসো খেলা হবে

Ali Hasan Osama
ভার্চুয়াল ডিবেটের যেই চ্যালেঞ্জ শামিম মজুমদারকে দিয়েছি, একই চ্যালেঞ্জ ভূঁইফোড় সংগঠন 'মহিলা মাদরাসা ঐক্য পরিষদ নোয়াখালী'কেও দিচ্ছি। সৎসাহস থাকলে আর সমাধানে আগ্রহী হলে কাল এগারোটায় খালি ময়দানে গোল না দিয়ে ডিবেটে আসুন। যুক্তিতর্ক উপস্থাপন হোক।তারপর যারা দুর্বল, তারা নতি স্বীকার করুক। সহজ রাস্তা খোলা থাকতে অযথা জলঘোলা করার অর্থ হয় না।

আর হ্যাঁ, 'ভূঁইফোড় সংগঠন' শব্দটা ব্যবহার করলাম 'তথাকথিত মৌলবি' শব্দের বিপরীতে। আলোচনার দ্বার উন্মুক্ত করার পরও জলঘোলা করলে বোঝা যাবে, নিয়তে গড়মিল আছে এবং ফিতনা ভালোমতোই ঝেঁকে বসেছে।

22/01/2024

শেখ হা* সিনা রূপক অর্থে আমাদের আমিরুল মু'মিনীন ব
কারন আমাদের রাষ্ট্র রূপক অর্থে ইসলামীক রাষ্ট্র-ই শাসন ব্যবস্থাকে তা*গুত বলা যাবে না
👉বাণী: আকাবের
কিচ্ছু কইতাম না এহন

21/01/2024

শাইখ জসীমউদ্দিন রাহমানী হাফি এখন মুক্ত 🖤
আলহামদুলিল্লাহ

21/01/2024

শাইখ জসীমউদ্দিন রাহমানী হাফি এখন মুক্তি 🖤
আলহামদুলিল্লাহ

আজ বিকালে মুহতারাম শায়খ মুফতি Harun Izhar হাফিজাহুল্লাহ এর নেতৃত্বে নবনিযুক্ত শিক্ষামন্ত্রী মুহিবুল হাসান চৌধুরী নওফেল এ...
20/01/2024

আজ বিকালে মুহতারাম শায়খ মুফতি Harun Izhar হাফিজাহুল্লাহ এর নেতৃত্বে নবনিযুক্ত শিক্ষামন্ত্রী মুহিবুল হাসান চৌধুরী নওফেল এর সাথে সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে উলামায়ে কেরামদের একটি বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় নতুন শিক্ষা কারিকুলাম এবং ট্রান্সজেন্ডার নিয়ে মন্ত্রীর কাছে কয়েকশত পৃষ্ঠার লিখিত প্রতিবেদন/পর্যালোচনা পেশ করা হয়।

মন্ত্রী তার মন্ত্রিত্বকালীন সময়ে কোন বিতর্কিত শিক্ষা কারিকুলাম বাস্তবায়ন হবে না বলে উলামায়ে কেরামদেরকে আশ্বস্ত করেন এবং ট্রান্সজেন্ডারের চরম বিরোধিতা করে বলেন- ট্রান্সজেন্ডার আর হিজড়া এক নয়।

বৈঠকে হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও হাটহাজারী মাদরাসার মুহাদ্দিস মাওলানা আশরাফ আলী নিজামপুরী, যুগ্ম মহাসচিব মাওলানা নাসীর উদ্দিন মুনির, ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মাওলানা কামরুল কাসেমী, হাটহাজারী উপজেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা আসাদুল্লাহ আসাদ, মাওলানা জিহাদুল ইসলাম, মাওলানা জিয়াউর রহমান ফারুকী প্রমূখ ওলামায়ে কেরাম উপস্থিত ছিলেন।

আমাদের দারসুল কুরআন এর ভিডিও ও অডিও আলোচনা গুলো এই চ্যানেলে পাবেন। এবং আহলে হক উলামায়ে ইসলামের গুরুত্বপূর্ণ নাসীহা গুলো ...
19/01/2024

আমাদের দারসুল কুরআন এর ভিডিও ও অডিও আলোচনা গুলো এই চ্যানেলে পাবেন। এবং আহলে হক উলামায়ে ইসলামের গুরুত্বপূর্ণ নাসীহা গুলো পাবেন।।
দ্বীন বিজয়ের স্বপ্ন লালন কারীদেরকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে সংযুক্ত থাকার আহ্বান করছি।।

মোল্লা মাহমুদ

আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আ’স (রাঃ) হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার পক্ষ থেকে জনগণকে (আ.....

29/12/2023

পূর্ব পুরুষদের সদকা কৃত জমিতে একটি খানকাহ রয়েছে, ভাবছি পীর হয়ে যাবো।।
বিনা পূজিতেই ব্যবসা সফল 🤣
কেউ বায়াত হতে চাইলে চলে আসবেন আমি বায়াত দেবো...
🎙️আমি পীর বলছি

27/12/2023

হাফিজুর রহমান সিদ্দিকি রাসূল সাঃ সিরাত নিয়ে অপব্যাখ্যা করলো এর প্রতিবাদ না করে একদল অন্ধ জাহেলে মুরাক্কাব মুরিদ এই ইস্যুতেও উসামা সাহেবের বিরোধিতা করছে।।
এই পীর পূজক জাহেলদের তাওবা নসীব হবে কিনা আল্লাহ মা'লুম।

এই রেস্টুরেন্টকে বয়কট করুন ❌❌আমাদের স্বনামধন্য সিলেটের কাচ্চি  ডাইন। কোকাকোলা বা পেপসি কোম্পানির পানি ছাড়া অন্য কোন পান...
26/12/2023

এই রেস্টুরেন্টকে বয়কট করুন ❌❌

আমাদের স্বনামধন্য সিলেটের কাচ্চি ডাইন। কোকাকোলা বা পেপসি কোম্পানির পানি ছাড়া অন্য কোন পানি বিক্রি করে না😭😭
অনেক রিকোয়েস্ট করা সত্ত্বেও তারা অন্য কোন পানি প্রোভাইড করতে পারবে না, এমনকি বাহির থেকে কিনে আনতে চাইলাম তাও বাহির থেকে কিনে এনে এখানে পান করতে দিবে না😡😡
তারা সরাসরি ইজরা*ইলি পণ্যের সাপোর্টার ও ইজরা*ইলি পণ্য বিক্রেতা....
আমি একজন মুসলিম হিসেবে এখন থেকে কাচ্চি ডাইন কে বর্জন করলাম.... আপনি মুসলিম হিসাবে কী করবেন, সেটা আপনার ইচ্ছা??
©️কপি পোস্ট ...

25/12/2023

যারা ৫০০/১০০০ টাকায় তাগুতের কাছে বিক্রি হয়
তারা দাজ্জাল আসলে কি করবে??
এরাও তো বলে বেড়ায় ইমাম মাহদীর সৈনিক হবে, দু:খজনক।।
আবার হাস্যকরও বটে

24/12/2023

আলহামদুলিল্লাহ ❤️
বিজয় এক্সপ্রেস টিকিট কনফার্ম।
ময়মনসিংহ - চট্টগ্রাম।।
জার্নি :-২৪/১২/২৩ সময় ৯:৪০ pm

23/12/2023

চট্টগ্রাম লালখান বাজারে সফরের নিয়ত করেছি,ইনশাল্লাহ।
উম্মার দরদী রাহবার শাইখ হারুন ইজহার হাফি এর সাক্ষাতে।।
হুজুরের নাসীহা নিয়েই মাঠে ময়দানে কাজ করতে চাই।।

মাওলানা জুনায়েদ আল হাবিব, (কুমিল্লা)  খুব ভালো আলোচনা করেন তিনি।প্রিয় ভাই খুব ভালো মনের মানুষ। আজ শেরপুর প্রোগ্রাম শেষ হ...
22/12/2023

মাওলানা জুনায়েদ আল হাবিব, (কুমিল্লা) খুব ভালো আলোচনা করেন তিনি।
প্রিয় ভাই খুব ভালো মনের মানুষ।
আজ শেরপুর প্রোগ্রাম শেষ হয়েছে রাত ১ টায়, কিন্তু আমি পার্সনাল কোন গাড়ি নিয়ে যাই নি.. এমন একটা অবস্থা যে আমি ময়মনসিংহ আসবো কোন ব্যবস্থা নেই।।

প্রিয় তার গাড়িতেই নিয়ে আসলেন. জাযাকাল্লাহ 🖤🖤
ভালোবাসা রইলো 🖤

22/12/2023

ফরিদ উদ্দিন মাসউদ সাহেব কে দেখলাম ইন্টারফেইথের প্রোগ্রামে..
বুঝলাম না এব্যাপার গুলো নিয়ে উলামায়ে কেরামের কোন কার্যকরী ভূমিকা নেই।।

22/12/2023

আজকের প্রোগ্রাম শেরপুর।
নিরাপদ সফরের জন্য দোয়া চাই।
سبحان الذي سخرلنا هذا وما كناله مقرنين

18/12/2023

আমার গতকালের বয়ান কা*দিয়ানীর গুষ্টির কাছে পৌঁছেছে আলহামদুলিল্লাহ।।
সেলবরষ থেকে এদের সমস্ত কার্যক্রম বন্ধ করব ইনশাল্লাহ।।

ওলীপুরী তো ওলীপুরী!!চুক্তীবাদি বক্তাদের সাথে একই মঞ্চে হযরতকে দাওয়াত না দেওয়ার আহ্বান আল্লাহ হযরতের ছায়া আমাদের উপর দ...
18/12/2023

ওলীপুরী তো ওলীপুরী!!
চুক্তীবাদি বক্তাদের সাথে একই মঞ্চে হযরতকে দাওয়াত না দেওয়ার আহ্বান
আল্লাহ হযরতের ছায়া আমাদের উপর দীর্ঘায়িত করুক,আমীন।

17/12/2023

বক্তা খোঁজে টাকা 💥
কমিটি খোঁজে ভাইরাল বক্তা 💥
শ্রোতা খোঁজে সুর 💥
কেমনে আসবে ইহাতে হেদায়েতের নূর 💥

13/12/2023

কয়েকটি টাকা পেতে ইসলামী মাহফিল গুলোতে গনতান্ত্রিক নেতাদের নির্বাচনী ভোট চাওয়ার সুযোগ করে দেওয়া জঘন্যতম অপরাধ।।
👉ইমান সবার আগে।।

13/12/2023

রেললাইন কাটা এবং ট্রেন এক্সিডেন..
এই দায় পরোক্ষভাবে বলতে গেলে, সরকার দলের-ই....
বিরোধী রাজনৈতিক দল গুলোকে সন্ত্রাসের দিকে ঠেলে দিচ্ছে তারা..

এক কণ্ঠ ব্যবসায়ী ❌❌ইনি একজন কণ্ঠ ব্যবসায়ী এবং মূর্খ বক্তা। এদের উপদ্রবের কারণে ওয়াজের রূহানী ময়দান আজ বাঘাড়ে পরিণত হ'য়েছ...
12/12/2023

এক কণ্ঠ ব্যবসায়ী ❌❌

ইনি একজন কণ্ঠ ব্যবসায়ী এবং মূর্খ বক্তা। এদের উপদ্রবের কারণে ওয়াজের রূহানী ময়দান আজ বাঘাড়ে পরিণত হ'য়েছে।
নিজের জিহালত আর গলাবাজি নিয়ে আবার বিশাল গর্ববোধ করেন। তার মতে তাদের মতো কণ্ঠধারী ওয়ায়েজের জন্য নাকি কওমী সমাজের শ্রোতা বেড়েছে। অথচ ওয়াজের ময়দানে আসল লক্ষ্য হওয়া উচিত ছিল হিদায়াত। আজকালের বক্তারা শ্রোতা বৃদ্ধিকে সাফল্য মনে করে। নিজেদের সুরেলা হিসেবে প্রতিষ্ঠা করে বিশাল ওয়ায়েজ দাবি করছে আবার তার পক্ষে খুড়ো যুক্তিও পেশ করছে। আমাদের নবী স. থেকে নিয়ে সাহাবায়ে কেরাম কিংবা আয়েম্মা কেরামের ওয়াজের তরিকা নিয়ে জানাশোনার সময় এই মহাশয়ের হয়না। তিনি আসছে যুক্তি দিতে সমসাময়িক কয়েকজনের বিচ্ছিন্ন ওয়াজকে নিয়ে। জেনে রাখা ভালো যে, সুরেলা ওয়াজ আর মাওয়িজায়ে হাসানা এক নয়। নমনীয় কণ্ঠে ওয়াজ করা আর বানোয়াটি সুর এক জিনিস নয়—তা কে বুঝাবে এই জাহেলকে। আমাদের উচিত এই সমস্ত ব্যবসায়ীদের বয়কট করা।

08/12/2023

শাসকের সামনে পূর্বসুরী উলামায়ে কেরাম,যেভাবে বসতেন!

ইতিহাস খ্যাত সম্রাট তৈমুর লং।
পায়ে সমস্যা থাকায় দরবারের চেয়ারে বসার সময় এক পা সামনের লোকদের দিকে ছড়িয়ে বসত।
সে যুগের শ্রেষ্ঠ আলেম সাদ উদ্দিন তাফতাযানি (রহ:)
একবার সম্রাটের দরবারে যেতে বাধ্য হলেন।
তিনি এক পা সম্রাটের দিকে ছড়িয়ে বসলেন।
জিজ্ঞাসা করা হল,সম্রাট তো পায়ে সমস্যা থাকায় এভাবে বসেন থাকেন।আপনি কেন এভাবে বসলেন?

তিনি বললেন,আলেমদের মর্যাদা রক্ষায় আমি সম্রাটের দিকে পা ছড়িয়ে বসেছি।কেননা যে ব্যক্তি সম্রাটের সমস্যার কথা জানেনা,সে ভাববে সম্রাট আলেমের সামনে দম্ভ করে বসতেন,
ইতিহাস এভাবে লেখা হবে।

আজকাল শাসকের সামনে দরবারি আলেমদের মাথা নীচু/কাচুমাচু হয়ে বসে থাকতে দেখা যায় আবার কাউকে দেখা যায় হাত জোড় করে দাড়িয়ে থাকতে।
শত ধিক! এমন দরবারি আলেমদের প্রতি।

আল্লাহ এমন বেগায়রাত(আত্মমর্যাদাহীন)
আলেমদের খপ্পর হতে জাতিকে রক্ষা করুন।

Address

Dhaka

Telephone

+8801754549831

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mulla Mahmud posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mulla Mahmud:

Videos

Share


Other Social Media Agencies in Dhaka

Show All

You may also like