22/11/2025
বাঘা থানায় আলোচিত স্ত্রীকে আগুনে পুড়িয়ে হত্যা মামলার আসামি সুরুজ সহ গ্রেফতার ছয়
বাঘায় স্ত্রীকে ডিজেল ঢেলে আগুনে পুড়িয়ে হত্যা মামলার প্রধান আসামিসহ আটক ৬
রাজশাহীর বাঘায় (২১ নভেম্বর) নিয়মিত অভিযানে সাজা ওয়ারেন্ট ভুক্ত পলাতক আসামী জাফর আলী সরকার, পিতা- মোঃ আঃ সামাদ সরকার, সাং-চক ছাতারী, ০২টি সিআর ওয়ারেন্ট ভুক্ত আসামী কহিনুর রহমান, পিতা- মোঃ আঃ সামাদ, চক ছাতারী, এনজিআর ওয়ারেন্ট ভুক্ত আসামী তানজিলা আক্তার(৩০), পিতা- মোঃ জাকিরুল রহমান জাকাত, সাং-মনিগ্রাম, জিআর ওয়ারেন্টভুক্ত আসামী আঃ হান্নান পিতা-মৃত ওসমান মোল্ল্যা, সাং-চাঁদপুর, আসামী আশিক হোসেন ওরফে রকি, পিতা-মোঃ দুলাল হোসেন, সাং-তেতুলিয়া(হরিনা ফতিয়ারদার) এবং নারী নির্যাতন মামলার অভিযুক্ত সুরুজ আলী(৩০), পিতা- মোঃ শহিদুল ইসলাম, সাং- চকনারায়নপুর, সর্ব থানা-বাঘা, জেলা-রাজশাহী।
শনিবার(২২ নভেম্বর )সকালে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।