আজকের বাঘা

আজকের বাঘা রাজশাহী বাঘা থানার সকল নিউজ এখানে পাবেন। পেজটি ফলো দিয়ে পাশে থাকুন।

বাঘা থানায় আলোচিত স্ত্রীকে আগুনে পুড়িয়ে হত্যা মামলার আসামি সুরুজ সহ গ্রেফতার ছয়বাঘায় স্ত্রীকে ডিজেল ঢেলে আগুনে পুড়িয...
22/11/2025

বাঘা থানায় আলোচিত স্ত্রীকে আগুনে পুড়িয়ে হত্যা মামলার আসামি সুরুজ সহ গ্রেফতার ছয়

বাঘায় স্ত্রীকে ডিজেল ঢেলে আগুনে পুড়িয়ে হত্যা মামলার প্রধান আসামিসহ আটক ৬

রাজশাহীর বাঘায় (২১ নভেম্বর) নিয়মিত অভিযানে সাজা ওয়ারেন্ট ভুক্ত পলাতক আসামী জাফর আলী সরকার, পিতা- মোঃ আঃ সামাদ সরকার, সাং-চক ছাতারী, ০২টি সিআর ওয়ারেন্ট ভুক্ত আসামী কহিনুর রহমান, পিতা- মোঃ আঃ সামাদ, চক ছাতারী, এনজিআর ওয়ারেন্ট ভুক্ত আসামী তানজিলা আক্তার(৩০), পিতা- মোঃ জাকিরুল রহমান জাকাত, সাং-মনিগ্রাম, জিআর ওয়ারেন্টভুক্ত আসামী আঃ হান্নান পিতা-মৃত ওসমান মোল্ল্যা, সাং-চাঁদপুর, আসামী আশিক হোসেন ওরফে রকি, পিতা-মোঃ দুলাল হোসেন, সাং-তেতুলিয়া(হরিনা ফতিয়ারদার) এবং নারী নির্যাতন মামলার অভিযুক্ত সুরুজ আলী(৩০), পিতা- মোঃ শহিদুল ইসলাম, সাং- চকনারায়নপুর, সর্ব থানা-বাঘা, জেলা-রাজশাহী।
শনিবার(২২ নভেম্বর )সকালে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Shout out to my newest followers! Excited to have you onboard! Sakib Ansary, Sujon Mahmud, Roksana Parvin Jyoti, Mahabub...
05/11/2025

Shout out to my newest followers! Excited to have you onboard! Sakib Ansary, Sujon Mahmud, Roksana Parvin Jyoti, Mahabubul Alam, Zahedul Haque Prince, Naimur Rahman, আশরাফুল আলম আওয়াল, Hussain Ahmed Nayem, Md Nure Alom, Sumon Ahmed, Md Hanif Shonket, Kazi Alomgir, Rupkumar Sarkar, Bokul Husen Bokul, Shahin Alam, Muhammad Sabbir Ahmad, Sukanta Mondal, Bi J OY, Humayun Kabir, Md Nur Noby, আব্দুল হালিম বিপি, প্রিয় তমা, Amanul Islam, Dåzżliņğ Rajput, Prince Anwar, সাংবাদিক মুকুল, Sushanta Mondal, Md Anisur Rahman, Mahfuzur Rahman Rokon, Anika Anha, Dipu Sarker, এজাজ খন্দকার, Rasel Silkcity, Md Zinat Raihan, Md Akash, Aleya Siddika Lipi, Md Shafin Sheikh, Hosne Ara, Rik Kumar, Mohammad Abu Shama, Sohel Tanvir, Ashik Billah, Mostafigur Rahaman, Alom H C, A. Zaman, Md Raianur Rahman Rahen, আল আমীন, Md Ronju Ahmed, Md Shohidul Islam, Md Sojib

বাঘা উপজেলার নারায়ণপুর সরক ঘাটে গৃহ বধূকে পুড়িয়া হত্যা করেছে তার শশুর বাড়ির লোকজনেরাগত রাত ১ টার দিকে মনিরা নামের এক ...
01/11/2025

বাঘা উপজেলার নারায়ণপুর সরক ঘাটে গৃহ বধূকে পুড়িয়া হত্যা করেছে তার শশুর বাড়ির লোকজনেরা
গত রাত ১ টার দিকে মনিরা নামের এক গৃহবধূর গায়ে আগুন ধরিয়ে দেয়,,
পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্বাধীন অবস্থায় ৫ টার সময় মারা যায় মেয়েটা
ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

বাজু বাঘা ইউনিয়নের আরিফ পুর জামে মসজিদের কাজে বাধা দিয়ে জামায়াত/শিবির নেতার ২০হাজার টাকা চাঁদা দাবি, চাঁদার টাকা না প...
29/10/2025

বাজু বাঘা ইউনিয়নের আরিফ পুর জামে মসজিদের কাজে বাধা দিয়ে জামায়াত/শিবির নেতার ২০হাজার টাকা চাঁদা দাবি, চাঁদার টাকা না পেয়ে মসজিদে ভাঙচুর এবং ১২ কার্টুন টাইলস লুট করে নিয়ে যায়। ゚viralシalシ ゚viralシviralシfypシ゚viralシalシ ゚viralシviralシfypシ゚viral

নাটোরের লালপুর উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নের কাজীপাড়া(বালি পুকুর পাড়)এলাকার সুবাশের ছেলে মাসুদ(৩০)এর ৫ বিঘা জমির কলা ও তাহা...
23/10/2025

নাটোরের লালপুর উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নের কাজীপাড়া(বালি পুকুর পাড়)এলাকার সুবাশের ছেলে মাসুদ(৩০)এর ৫ বিঘা জমির কলা ও তাহার শ্বশুর সোহেল এর ১ বিঘা জমির লাউ কেটে ধ্বংস করেছে দুর্বৃত্তরা।বুধবার(২২শে অক্টোবর-২৫)দিবাগত রাতের কোন এক সময় এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে।এতে ৮-১০ লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে জানায় স্হানীয়রা।এ বিষয়ে থানায় জিডি/অভিযোগের প্রস্তুতি চলছে বলে জানান মাসুদের পরিবার।

23/10/2025
বাঘার আড়ানী ডিগ্রী কলেজে অভিভাবক সদস্য পদে নির্বাচন সম্পন্ন।বাঘা উপজেলা  প্রতিনিধি: রাজশাহীর বাঘা উপজেলার ঐতিহ্যবাহী আড়া...
11/10/2025

বাঘার আড়ানী ডিগ্রী কলেজে অভিভাবক সদস্য পদে নির্বাচন সম্পন্ন।

বাঘা উপজেলা প্রতিনিধি: রাজশাহীর বাঘা উপজেলার ঐতিহ্যবাহী আড়ানী ডিগ্রী কলেজে গভর্নিং বডির অভিভাবক সদস্য পদে নির্বাচন উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। শনিবার (১১ অক্টোবর) সকাল সাড়ে ৮টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

কলেজ প্রাঙ্গণে ভোটগ্রহণ শুরুর আগেই ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। সকাল থেকেই ভোটারদের দীর্ঘ সারি দেখা যায়। নির্ধারিত সময়ে ভোটগ্রহণ শেষে বিকেলে ভোটগণনা সম্পন্ন হয়।

নির্বাচনে মোট ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে শামসুল ইসলাম বাবুল (প্রতীক: দেয়াল ঘড়ি) ১২০ ভোট, আবদুর রশিদ (প্রতীক: টেবিল ফ্যান) ১০৩ ভোট এবং শামসুল ইসলাম (প্রতীক: ফুটবল) ৯১ ভোট পেয়ে নির্বাচিত হন।

অন্যদিকে পরাজিত প্রার্থীরা হলেন— সামসুজ্জোহা (প্রতীক: গোলাপ ফুল) ৭১ ভোট, জালাল উদ্দিন (বই) ৫৮ ভোট, আসাদুল ইসলাম (গ্লাস) ৩৯ ভোট, শহিদুল ইসলাম (দোয়াত) ২৪ ভোট এবং আনোয়ার হোসেন (কলম) ১৭ ভোট।

নির্বাচনে একজন অভিভাবক তিনটি করে ভোট প্রদান করেন। মোট ভোটার সংখ্যা ছিল ২০২ জন। ভোটগ্রহণে দায়িত্ব পালন করেন কলেজের শিক্ষক-কর্মচারীরা এবং প্রার্থীদের সমর্থকরা সার্বিক সহযোগিতা করেন।

ভোটগ্রহণ চলাকালীন কলেজ ক্যাম্পাসে আইনশৃঙ্খলা রক্ষায় স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।

আড়ানী ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নাসরিন আক্তার বলেন, “নির্বাচন সুন্দর, শান্তিপূর্ণ ও স্বচ্ছভাবে সম্পন্ন হয়েছে। শিক্ষক, শিক্ষার্থী, প্রার্থী এবং ভোটারদের আন্তরিক সহযোগিতায় কোনো প্রকার অনাকাঙ্ক্ষিত ঘটনা ছাড়াই ভোটগ্রহণ শেষ করতে পেরেছি।

স্থানীয়রা জানান, কলেজের অভিভাবক সদস্য পদে নির্বাচনটি এলাকায় যথেষ্ট আগ্রহের সৃষ্টি করেছিল। নির্বাচনের মাধ্যমে অভিভাবক প্রতিনিধিদের অংশগ্রহণে কলেজ পরিচালনা পর্ষদ আরও গতিশীল হবে বলে আশা প্রকাশ করেন তারা।

08/10/2025

ধন্যবাদ বাঘা বাসী

19/09/2025

"জন দুর্ভোগের আরেক নাম বাঘা বাজার"

বাঘা বাজারে ট্রাক নষ্ট হয়েছে গতকাল কিন্তু আজ পর্যন্ত রাস্তার ওপর থেকে

গাড়ি সরানোর কোন ব্যবস্থা নেই। ব্যস্ততম রাস্তায় চরম জন দুর্ভোগে পড়েছে সাধারনত জনগন।

বাঘায় দু’টি বিদেশী পিস্তল ও ম্যাগজিন-গুলি সহ যুবক আটকরাজশাহীর বাঘায় দু’টি বিদেশী পিস্তল , চারটি ম্যাগজিন ও আট রাউন্ড গুল...
01/09/2025

বাঘায় দু’টি বিদেশী পিস্তল ও ম্যাগজিন-গুলি সহ যুবক আটক

রাজশাহীর বাঘায় দু’টি বিদেশী পিস্তল , চারটি ম্যাগজিন ও আট রাউন্ড গুলি-সহ এক যুবককে আটক করেছে পুলিশ। আটককৃত যুবকের নামে নয়ন হোসেন। তার বাড়ী কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার বাংলাবাজার গ্রামে। সোমবার (১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১ টার সময় উপজেলার চকছাতারী এলাকার পাকা রাস্তা থেকে তাকে আটক করা হয়।



বাঘা থানা পুলিশের একজন মুখপাত্র জানান, সোমবার সকাল ১১ টায় রাজশাহী-ঈশ্বরদী মহাসড়কের চকছাতারী এলাকায় বিভিন্ন গাড়ী তল্লাশীর জন্য পুলিশের চেকপোষ্ট বসানো হয়। ঘটনার এক পর্যায় সকাল সাড়ে ১১ টার সময় একটি ব্যাগ-সহ ভ্যান যোগে ঐ রাস্তা দিয়ে পাশ্ববর্তী চারঘাট যাচ্ছিল নয়ন হোসেন(১৬) নামে এক যুবক। এ সময় পুলিশ সন্দেহ বসত: তার ব্যাগ তল্লালী করলে ফ্রিজে জমানো মাছের ব্যাগের মধ্যে পলিথিনে মোড়ানা অবস্থায় দুটি বিদেশী পিস্তাল, চারটি ম্যাগজিন ও আট রাউন্ড গুলি উদ্ধার করা হয়। তখন ঐ যুবক দৌড়দিয়ে পালানোর চেষ্টা করলে পুলিশ তাকে হাতে-নাতে আটক করে থানায় নিয়ে আসেন।



স্থানীয় লোকজন জানান, সোমবার সকাল ১১ টার দিকে বাঘা থানা পুলিশ উপজেলার চকছাতারী এলাকার জনৈক মামুনের বাড়ির সামনে চেকপোস্ট বসিয়ে মোটর সাইকেলের কাগজ পত্র-সহ বিভিন্ন পরিবহন তল্লাশী করছিল। তখন ভ্যানযোগে চলমান এক যুবকের ব্যাগ তল্লাশী করতে গেলে বেরিয়ে আসে দুটি অবৈধ পিস্তল-সহ অন্যান্য সামগ্রী। যা আমরা স্বপ্নেও কল্পনা করিনি। লোকজন এ ঘটনায় পুলিশকে ধন্যবাদ জ্ঞাপন করেন। একই সাথে বিষয়টি নিয়ে এলাকায় তোলপাড় সৃষ্টি হয়।



বাঘা থানা অফিসার ইনচার্জ(ওসি) আ.ফ. ম. আসাদুজ্জামান জানান, এ ঘটনায় অস্ত্র আইনে মামলা হবে। আমরা ধৃত আসামীকে জিজ্ঞাসাবাদ শেষে আগামীকাল মঙ্গলবার সকালে আদালতে প্রেরণ করবো।

31/08/2025

শুভ রাত্রি

পারিবারিক দ্বন্দ্বে আহত হয়েও ‘জুলাই যোদ্ধা’ গেজেটে নাম পেলেন বাঘার জাহিদ! সরকার পতনের আন্দোলনে নয়, পারিবারিক বিরোধের জের...
29/08/2025

পারিবারিক দ্বন্দ্বে আহত হয়েও ‘জুলাই যোদ্ধা’ গেজেটে নাম পেলেন বাঘার জাহিদ!

সরকার পতনের আন্দোলনে নয়, পারিবারিক বিরোধের জেরে আহত হয়েছিলেন বাঘার ছেলে জাহিদ হাসান (২২)। অথচ সরকার পতনের আন্দোলনে অংশগ্রহণের দাবি করে ‘জুলাই যোদ্ধা’ হিসেবে গেজেটভুক্ত হয়েছেন তিনি। এমন ঘটনায় প্রকৃত আন্দোলনকারীরা চরম ক্ষোভ প্রকাশ করছেন। জাহিদ রাজশাহীর বাঘা উপজেলার চন্ডিপুর এলাকার রবিউল ইসলামের ছেলে।

সুত্র বলছে, ঢাকায় চাকরি করতেন জাহিদ। গত বছরের ১ আগস্ট ঢাকার চাকরি ছেড়ে নিজ গ্রামে ফেরেন। তখন দেশে সরকার পতনের এক দফা দাবিতে আন্দোলন চলছিল। গ্রামে ফেরার পর জাহিদ সেই আন্দোলনকে পুজি করে পূর্বের পারিবারিক শত্রু মুস্তাক আহমেদ নামের এক স্কুলে শিক্ষককে হুমকি ধামকি দিতে থাকে। কারন তার পরিবারের সাথে মুস্তাক পরিবারের দীর্ঘদিনের জমি সংক্রান্ত দ্বন্দ্ব ছিল। পরে অর্থাৎ ২৪ সালের ৫ আগষ্ট সেই স্কুল শিক্ষকের পরিবারের সঙ্গে সংঘর্ষে জড়ান জাহিদ। এতে পাল্টা হামলার শিকার হয়ে সামান্য আহতপ্রাপ্ত হয়েছিলেন জাহিদ। পরে তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়।

পরবর্তীতে জাহিদের বাবা রবিউল ইসলাম এঘটনায় পূর্বশত্রুতার জের উল্লেখ করে বাঘা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। যেখানে ৮-১০ জনকে আসামি করা হয়েছে। পরবর্তীতে এই ঘটনার রেস ধরে জাহিদপক্ষের লোকজন প্রতিপক্ষের ওপর হামলা চালায়। এমন পরিস্থিতিতে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফিরোজ আহমেদ রঞ্জুর সমঝোতায় ৬ লাখ টাকার বিনিময়ে উভয় পক্ষের মধ্যে আপোষে মিমাংসা করে দেন। অথচ সেই চিকিৎসার কাগজপত্র উপস্থাপন করে জাহিদ নিজেকে সরকার পতনের আন্দোলনে আহত হিসেবে ‘জুলাই যোদ্ধা’ তালিকায় নাম অন্তর্ভুক্ত করেন এবং গেজেটপ্রাপ্ত হন। তার গেজেট নম্বর ৮৩৪। মেডিকেল কেস নাম্বার ৫৯৯০। এঘটনায় হাসপাতালের রিলিজপত্রের কপি, ঐ ঘটনার মামলার কপি এবং ৬ লক্ষ টাকার আপোষ মিমাংসার কপি গণমাধ্যমের নিকট সংরক্ষিত রয়েছে।

এ বিষয়ে মামলার বাদী ও জাহিদের বাবা রবিউল ইসলামের সাথে কথা বললে প্রথমে তিনি দ্বিধাদ্বন্দে পড়েন। পরে স্বীকার করেন, “জাহিদকে স্থানীয় কিছু আওয়ামী লীগ সমর্থক লোকজন মেরেছিল। তবে আন্দোলনে সে অংশ নিয়েছিল কিনা তিনি জানেন না।” পরে তিনি জাহিদের সাথে কথা বলতে বলেন। তারপর কথা হয় জাহিদের সাথে। শুরুতে তিনি প্রতিবেদকের উপর চড়াও হন। এরপর দীর্ঘক্ষণ কথা হয় জাহিদের সাথে। তিনি আন্দোলনে অংশগ্রহণের দাবি করলেও তেমন কোনো প্রমাণ দিতে পারেননি।
পরে জাহিদের হামলার ঘটনা নিয়ে কথা হয় বিবাদী নয়নের সাথে। তিনি জানান, জাহিদের পরিবারের সাথে জমি নিয়ে তাদের দীর্ঘদিনের শত্রুতা রয়েছে। ৫ আগষ্টে জাহিদ দেশীয় অস্ত্র নিয়ে তাদের মারতে এসেছিলেন। কিন্তু উল্টো সে আহত হয়ে ফিরে যায়। এঘটনায়তাদের বাপ চাচাদের উপর মামলা করেছে জাহিদ পরিবার। পরে রঞ্জু চেয়ারম্যানের মাধ্যমে ৬ লাখ টাকার বিনিময়ে মিমাংসা করে নিয়েছে। তারপরও জাহিদ দলবল নিয়ে তেদের বাড়িতে হামলা চালিছে বলে দাবি করেছেন। নয়নের দাবি, জাহিদ সাবেক প্রতিমন্ত্রী সাহরিয়ার আলম এমপির আস্থাভাজন আওয়ামী নেতা ও বাঘা পৌরসভার সাবেক প্যানেল মেয়র শাহিনুর রহমান পিন্টু ক্যাডার হিসেবে কাজ করত। সেই ক্ষমতা এখনও দেখাতে চাই। সে এখন ছাত্রদলের রাজনীতির পরিচয় দিচ্ছে।

এঘটনায় চন্ডিপুর গ্রামের একজন বাসিন্দা বলেন: “আমরা সবাই জানি ৫ আগস্ট দুপুরের পর থেকে আওয়ামী লীগ নেতা-কর্মীরা এলাকায় ছিল না। তাই ওই দিন রাতে আওয়ামী সমর্থকরা কাউকে মারতে পারে এটা বিশ্বাসযোগ্য নয়। প্রতারণার মাধ্যমে কেউ আন্দোলনকারীর স্বীকৃতি পেলে প্রকৃত যোদ্ধাদের প্রতি বড় অবিচার হবে।”
কৃষক রহিম নামের এক কৃষক বলেন: “যারা সত্যিকারের আন্দোলন করেছে, তারা এখনও গেজেট পায়নি। অথচ কিছু মানুষ মিথ্যা কাগজপত্র দিয়ে গেজেট পাচ্ছে। এটা শুধু দুর্নীতি নয়, জনগণের সাথে রীতিমত প্রতারণা।”

স্থানীয় এক শিক্ষক বলেন: “জুলাই আন্দোলন একটি ঐতিহাসিক অধ্যায়। সেখানে অংশগ্রহণ না করেও কেউ যদি ভুয়া প্রমাণ দেখিয়ে গেজেট পায়, তবে আন্দোলনের মর্যাদা ক্ষুণ্ন হবে। প্রশাসনকে অবশ্যই বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নিতে হবে। এই ধরনের মিথ্যা দাবির মাধ্যমে রাষ্ট্রীয় সুবিধা নেওয়া মানে জনগণের টাকা চুরি করা।”

বিষয়টি নিয়ে নাম প্রকাশে অনিচ্ছুক রাজশাহীর জেলা প্রশাসনের এক সিনিয়র সহকারি কমিশনার এর সাথে কথা হলে তিনি বলেন, “এমন অভিযোগ আমরা পেয়েছি। তদন্তও করা হয়েছে। তদন্ত প্রতিবেদন হাতে পেয়েছি। আপনার অভিযোগের সত্যতা মিলেছে। আমরা জাহিদের ব্যাপারে রিপোর্ট মন্ত্রণালয়ে পাঠিয়েছি, সিদ্ধান্ত সেখান থেকে আসবে। এমন প্রতারণার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রাহন করা হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, মন্ত্রণালয় গেজেট বাতিল করলে পরবর্তীতে আইনি পদক্ষেপ নেওয়া হবে।

এমন ন্যক্কারজনক ঘটনায় প্রকৃত আন্দোলনকারীরা ক্ষোভ প্রকাশ করে বলছেন, “যারা সত্যিকারের আন্দোলনে অংশ নিয়েছেন, তারা এখনও স্বীকৃতি পাননি। অথচ ভুয়া পরিচয় দিয়ে অনেকে সুবিধা নিচ্ছে। এর উৎকৃষ্ট উদাহরন আজকের এই জাহিদ হাসান।

Address

Dhaka
1341

Alerts

Be the first to know and let us send you an email when আজকের বাঘা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share