10/03/2022
🔸বয়সের বাঁকবদলে ফ্যাশনধারা।
বয়স! বয়সের নির্মম সত্য হল এটা বাড়ে, কিন্তু তপস্যা করলেও কমে না। তাই বলে কি সবকিছু থেমে যাবে? একেবারেই না! ফ্যাশন মানুষকে বাঁচার অনুপ্রেরণা দেয়। সেটা নারী হোক আর পুরুষ। ধরুন আপনার বয়স চল্লিশ পেরোলো, তাই বলে কি ভাবনা-চিন্তায় জীবনটাকে ধূসর করে ফেলবেন!
▫️কথায় আছে, নারী কুড়িতেই বুড়ি। আসলে কি তাই? দিন যত যাচ্ছে এসব ভ্রান্ত ধারণা বদলাচ্ছে। এখন নারী ঘরে-বাইরে দাপিয়ে বেড়াচ্ছে সমানতালে। ফ্যাশন ডিজাইনার নাহিন বলেন, ‘আমার কাছে ফ্যাশনে বয়স কোনো বাধাই নয়। নারীর ফ্যাশন লিমিটলেস। আগের দিনে মা, দাদি, নানি, ফুপু মানেই শাড়ি পরা, ঘোমটা দেয়া এক নীরব অবয়ব। কিন্তু এখন মা, দাদি, নানি তাছাড়া বাড়ির বয়োজ্যেষ্ঠরা কিন্তু ফ্যাশন বোঝেন এবং ক্যারিও করছেন অনায়াসে। তবে হ্যাঁ, একটা বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে। আমাকে কোনটা মানাচ্ছে। কিংবা আমি এখন কোন পরিবেশে যাচ্ছি সেটা বুঝে নিলেই কিন্তু হয়।’
▫️নাহিন আরও বলেন, ‘মাঝ বয়সে শরীরের গঠনে একটু পরিবর্তন আসে সেজন্য পোশাকের কাটিং জরুরি বিষয়। আপনি যদি টাইট ফিটের কিছু পরেন তাহলে আপনার কমফোর্টের জায়গাটা ঠিক থাকছে কিনা আবার আপনার ক্যারি করতে অসুবিধা হচ্ছে কিনা এগুলো দেখে পোশাক নির্বাচন করা ভালো। তবে মধ্যবয়সে ঢিলেঢালা, তাঁত, সুতি, লিনেন এগুলো বেছে নেয়া যায়। আমাদের দেশের কাপড় কিন্তু অনেক আরামদায়ক আবার অনেক বেশি ট্রেন্ডি। আপনি একটা পালাজোর সঙ্গে কুর্তি এবং একটা কাপড়ের ব্যাগ নিয়ে নিলেন এতে আপনাকে দেখতে খুব স্মার্ট লাগবে আবার বয়স কোনো বাধা হবে না।’
▫️বর্তমানে নানা ধরনের এক্সেসরিজের ফ্যাশন বেশি চোখে পড়ছে। মধ্যবয়সি নারীরাও এগুলো ক্যারি করতে পারেন অনায়াসে। কাঠ, কাপড়, পুঁতি, কড়ি, মাটি এসবের সংমিশ্রণে তৈরি এক্সেসরিজগুলো এলেও ভিন্নমাত্রা এনে দিয়েছে ফ্যাশন জগতে। এগুলো ইকো ফ্রেন্ডলিও বটে। বয়সের সীমাবদ্ধতা কাটিয়ে তুলতেও এসব বাহারি কানের দুল, গলার মালা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, বললেন নাহিন।
▫️বয়সের কোঠরে সাজের দরজা কি বন্ধ? একদম নয়, তবে কিছু বিষয় বিবেচনায় রাখতে হবে, বললেন রূপ বিশেষজ্ঞ আফরোজা পারভীন। তিনি আরও বলেন, মধ্যবয়সের এ ধাপটা বেশ গুরুত্বপূর্ণ। এ সময় নিজের প্রতি অনেক বেশি যত্নশীল হতে হয়। স্কিন ট্রিটমেন্ট খুব জরুরি হয়ে পড়ে। ৪০-এ মেকআপের বেজটা আসল। ত্বক বুঝে ফাউন্ডেশন, কনসিলার, ফেস পাউডার, ব্লাশন সঠিক উপায়ে লাগাতে হবে। চোখের সাজটা খুব বেশি ভারি না করলেও চলে। তবে ডার্ক কালারের লিপস্টিক লাগান যেতে পারে। কিন্তু নিত্যদিনের জন্য হালকাটাই মানানসই হবে। চুল ফেস বুঝে ইউ কিংবা লং লেয়ার করা যেতে পারে। অনুষঙ্গ হতে পারে পার্লের গয়না পোশাক বুঝে, সঙ্গে ক্লস ব্যাগ।
▫️মধ্যবয়সের সাজ নিয়ে রূপবিশেষজ্ঞ রাহিমা সুলতানা বলেন, ‘নারীর মধ্যবয়সে ইস্ট্রোজেন হরমোনের সক্রিয়তা কমে যায়। মেনোপজ হওয়ার আগের লক্ষণগুলো দেখা দেয়। চেহারায় তার ছাপ পড়তে থাকে, এতে ভেঙে পড়ার কিছু নেই। নিজের ওপর আস্থা রাখতে হবে। সংসারের নানা দায়িত্বের চাপে নিজেকে হারাতে দেবেন না। সময় নিন, যত্ন করুন নিজেকেও। শপিং করুন, সিনেমা দেখুন, আড্ডা দিন প্রিয়জনদের সঙ্গে। চারপাশের জগৎ সম্পর্কে নিজেকে আপডেট রাখুন। পরিবারের সঙ্গে সুন্দর সময় কাটান। রিলাক্স করতে শিখুন। রাতে পর্যাপ্ত ঘুম অনেক জরুরি এ বয়সের জন্য। হেলদি ডায়েট বেশি প্রয়োজন।’