23/10/2022
- অনেকটা সময়, তাই না!
- হ্যাঁ, সতেরো বছর তিন মাস একুশ দিন।
- তুমি জানতে আমি ফিরবো?
- না। তবে এটা জানতাম আমার অপেক্ষার একদিন অবসান হবেই।
- জানো সুমিত, আমার একটা চার বছরের ছেলে আছে।
- তাই! কী নাম?
- সুমিত!
- সু…মিত!
- নামটা খুব সুন্দর তাই না?
- তুমি রেখেছ যখন তখন তো ভালোই হবে।
- তুমি বিয়ে করোনি?
- না। কখনও করবার ইচ্ছেও হয়নি।
- এতগুলো দিন তাও কেউ এলো না ?
- না, আমি আসতে দিইনি।
- এখনও ভালোবাসো আমাকে?
- জানি না। ভালোবাসা কি এখন তাও আর জানি না। আমি এখন শুধু স্মৃতিতে বেঁচে থাকা আর অপেক্ষা টুকুই বুঝি।
- এখনও কি সেই আগের মতই আছো? নাকি সাহস হয়েছে একটু!
- আর কখনও ওটা দেখানোর সুযোগ পাইনি।
- সেদিন যদি বাবাকে একটু সাহস করে বলে উঠতে পারতে তাহলে আজ আমাদের এইভাবে এখানে দাঁড়িয়ে কথা বলতে হতো না।
- থাক না ওসব পুরোনো কথা। ওগুলোতে একগাদা ধূলো জমে আছে। ওদেরকে ওইভাবেই থাকতে দাও।
- আর কতদিন তুমি এইভাবে নিজেকে কষ্ট দিয়ে রাখবে?
- তুমি তো জানোই আমি বরাবরই কষ্টে থাকতেই পছন্দ করি।
- আমায় ভালোবেসে নিজের জীবনটা তুমি এইভাবেই শেষ করে দেবে?
- শেষ থেকেই তো সব কিছু শুরু হয়। শেষ করলে মন্দ কি!
- কিন্তু এভাবে আর কতদিন?
- যতদিন না মুক্তি ততদিন!
- হাঁটতে হাঁটতে বেশ অনেকটাই রাত হয়ে গেল।
- হ্যাঁ। চলো তোমাকে আরেকটু এগিয়ে দি।
- এখনও আমার দিকে একবারও তাকিয়েও দেখবে না? কি হলো চুপ কেন?
- তুমি তো সবই জানো!
- বেশ।
- আরে কি…কি করছো!
- সেটাই করছি যেটা আমার অনেক আগেই করা উচিত ছিল।
- তুমি এখন বিবাহিত সুপর্ণা। একজন পর পুরুষকে জড়িয়ে ধরাটা মোটেই তোমার শোভা পায় না।
- জানি শোভা পায় না। তাও ইচ্ছে হলো ভীষণ। তোমাকে একবার শক্ত করে জড়িয়ে ধরি। তোমার হার্ট বিট এর আওয়াজ শুনি।
- আমি অপবিত্র জানো সে কথা বোধ হয় তুমি ভুলে গেছো। এবার তুমিও আমার সাথে অপবিত্র হয়ে গেলে!
- আমি তো সেদিন থেকেই চিরদিনের জন্য অপবিত্র হয়ে গেছি যেদিন আমার ফুলসজ্জার রাতটা একটা সম্পূর্ণ অচেনা মানুষের সাথে কেটে ছিল।
- সব কিছু তো নিজের ইচ্ছে মতো হয় না। একদিন খুব বলতে তাই না এই কথাটা!
- আমার হোটেল এসে গেছে। এবার আমি একা যেতে পারবো।
- প্রথমবার তোমাকে বিয়ের মন্ডপ পর্যন্ত পৌঁছে দিয়ে বিদায় জানিয়ে ছিলাম। আজ না হয় দ্বিতীয়বার রুম অবধি পৌঁছে দ্বিতীয়বারের জন্য বিদায়টা জানাবো। আশা করি আপত্তি নেই।
- বেশ। আমি কাল ভোরের ফ্লাইটেই ফিরে যাচ্ছি। আর হয়তো কখনও দেখা হবে না।
- আমার অপেক্ষারা অপেক্ষা করবে আবারও মৃত্যু পর্যন্ত। কোনো মিলন আর না হয় বিচ্ছেদের উপন্যাসে। চলি, ভালো থেকো।
ছবি -সংগৃহীত