রংধনু Bookশপ

রংধনু Bookশপ বইয়ের রাজ্যে স্বাগতম। সাহিত্যজগতের সব বই পাবেন রংধনুতে।
(356)

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রিমিয়াম প্রিন্ট বইগুলো পাচ্ছেন প্রতিটি মাত্র ৯৯৳ করে।📕 বিষবৃক্ষ - ৳৯৯📕 মৃনালিনী - ৳৯৯📕 ইন্...
14/01/2025

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রিমিয়াম প্রিন্ট বইগুলো পাচ্ছেন প্রতিটি মাত্র ৯৯৳ করে।

📕 বিষবৃক্ষ - ৳৯৯
📕 মৃনালিনী - ৳৯৯
📕 ইন্দিরা - ৳৯৯
📕 আনন্দমঠ - ৳৯৯
📕 দুর্গেশনন্দিনী - ৳৯৯
📕 ইন্দিরা - ৳৯৯
📕 রজনী - ৳৯৯
📕 দেবী চৌধুরানী - ৳৯৯
📕 কপালকুণ্ডলা - ৳৯৯
📕 কৃষ্ণকান্তের উইল - ৳৯৯
📕 চন্দ্রশেখর - ৳৯৯

১১ টা বই একত্রে নিলে পাচ্ছেন মাত্র ৮৯৯ টাকায়।

অর্ডার করতে ইনবক্স করুন।

"ফ্রাঙ্কেস্টাইন" শব্দটা ইংরেজি সাহিত্যে এতোটা পরিচিত যে ইংরেজি ভাষার একটি ক্রিয়া বিশেষণ হিসেবেও ব্যবহার করা হয়। সেই ক্রি...
14/01/2025

"ফ্রাঙ্কেস্টাইন" শব্দটা ইংরেজি সাহিত্যে এতোটা পরিচিত যে ইংরেজি ভাষার একটি ক্রিয়া বিশেষণ হিসেবেও ব্যবহার করা হয়। সেই ক্রিয়ার অর্থ কী তা অনেকের কাছেই রহস্য । মেরি শেলির বিখ্যাত এই উপন্যাস থেকে তৈরি হয়েছে চলচ্চিত্র, টিভি সিরিজ, অডিও বুক ছাড়াও বিভিন্ন এডাপটেশন। তেমন-ই জুঞ্জি ইতো যাকে কিনা বলা হয় জাপানিজ হরর মাঙ্গার একচ্ছত্র অধিপতি, তিনিও মেরি শেলির এই অমর হরর উপন্যাসের প্রতি সম্মান রেখে এডাপটেশন করেছেন ফ্রাঙ্কেস্টাইন মাঙ্গার। এমনকি এটি ২০১৯ এর এইন্সটার এওয়ার্ডও পেয়েছে এডাপটেশন হিসেবে। মাঙ্গাতে মেরি শেলির গল্প এবং জুঞ্জি ইতোর পেন্সিলের জাদুতে যে কারো রক্ত হিম হতে বাধ্য। আসুন, পাঠক আপনাকে নিয়ে যাই "ফ্রাঙ্কেস্টাইন" ক্রিয়ার রহস্য উদঘাটনে।

📚বই: ফ্রাঙ্কেস্টাইন (মাংগা/কমিক/গ্রাফিক নভেল)
লেখক: জুনজি ইতো
অনুবাদ: আহমেদ সাদ
জনরা: ক্লাসিক হরর
মলাট মূল্য: ৫০০৳
ডিসকাউন্ট মূল্য : ২৭৫৳

প্রিয় প্রকাশের ৭ টা চিরায়ত বই একত্রে সীমিত সময়ের জন্য পাচ্ছেন ৬০% ফ্ল্যাট ডিসকাউন্টে।❌ একত্রে মূদ্রিত মূল্যঃ ৳১৯৫৫✅ ৬০% ...
14/01/2025

প্রিয় প্রকাশের ৭ টা চিরায়ত বই একত্রে সীমিত সময়ের জন্য পাচ্ছেন ৬০% ফ্ল্যাট ডিসকাউন্টে।

❌ একত্রে মূদ্রিত মূল্যঃ ৳১৯৫৫
✅ ৬০% ডিসকাউন্টে মূল্যঃ ৳৭৮৫

একত্রে না নিয়ে আলাদাও নিতে পারবেন। আলাদা নিলে পাবেন ৫০% ডিসকাউন্ট।

মূদ্রিত মূল্যঃ
১) ঘরে বাইরে ২৮০ টাকা
২) মরণের ডঙ্কা বাজে ২৭০ টাকা
৩) দেবী চৌধুরানী ২৬০ টাকা
৪) বিপিনের সংসার ২৮৫ টাকা
৫) বউ ৩০০ টাকা
৬) চাঁপাডাঙার বউ ২৭০
৭) শহরতলি ২৯০ টাকা

👉 অফার চলবে ১৫ই জানুয়ারি পর্যন্ত।

তাই অর্ডার করতে চাইলে ১৫ তারিখের মধ্যেই করুন। ১৫ তারিখ রাত ১১.৫৯ এর পরে এলেও আর এই অফার পাবেননা।

👉ডি. হিলের হত্যাকাণ্ডঃখুন হয়ে গেছে পুরোনো বইয়ের দোকানের মালকিন৷ গলা টিপে খুন করা হয়েছে তাকে৷ তার সারা দেহে আঁচড়ের দাগ৷  ...
14/01/2025

👉ডি. হিলের হত্যাকাণ্ডঃ
খুন হয়ে গেছে পুরোনো বইয়ের দোকানের মালকিন৷ গলা টিপে খুন করা হয়েছে তাকে৷ তার সারা দেহে আঁচড়ের দাগ৷ ভয়ানক ব্যাপার হচ্ছে মৃতদেহটা আবিষ্কার করেছে স্বয়ং আকেচি৷ তার চেয়েও অদ্ভুত ব্যাপার, এই মহিলার খুনি কীভাবে দোকানে ঢুকল তা কেউ কোনোভাবে উদ্ধার করা যাচ্ছে না৷
সন্দেহের তীর ধেয়ে আসলো আকেচির দিকে৷ কিন্তু সে নিজেও তো বসে নেই৷ যখন রহস্যের যবনিকাপাত ঘটে, তখন পাঠক অবাক হতে বাধ্য৷

👉কালো হাতের সংঘঃ

ব্ল্যাক হ্যান্ড গ্যাং নামটা শুনলেই আতঙ্কিত হচ্ছে নগরবাসী৷ তাদের পাল্লায় পড়লে আর রক্ষা নেই৷ শিকারের কাছের কাউকে অপহরণ করে মুক্তিপণ চাওয়াতেও তাদের চেয়ে সাহসী কেউ হয় না।
আর এমনই এক বিপদে পড়ল মি. এক্স৷ মেয়েকে অপহরণ করেছে ব্ল্যাক হ্যান্ড গ্যাং৷ মুক্তিপণ দেয়ার পরও ফিরে পাওয়া যাচ্ছে না তাকে৷ এ সময়ই ঘটনাপটে উপস্থিত হলো কোগোরো আকেচি৷ কিন্তু আকেচি এখানে পাচ্ছে আরো গভীর কোনো ষড়যন্ত্রের গন্ধ৷ জড়িয়ে আছে কি পরিচিত কেউ? মুক্তিপণ নিতে আসা লোকটার পায়ের ছাপ কেন পড়ে না মাটিতে? এবার কি তবে মেয়েকে হারাতে হবে সারা জীবনের জন্য?
আকেচি সকল কূল রক্ষা করে যখন রহস্যটার সমাধান করবে, পাঠক মুগ্ধ না হয়ে পারবে না৷

👉প্রেতাত্মার প্রতিশোধঃ

হিরাতা আর সুজিদো আজীবনের শত্রু৷ নিজে মরে গিয়ে হলেও একে অন্যকে বিনাশ করতে বদ্ধ পরিকর৷ হঠাৎ জানা গেল সুজিদো মারা গেছে৷ হিরাতার জীবনে নিশ্চয়ই আনন্দ নেমে আসার কথা৷
কিন্তু মৃত্যুর আগে আগে সুজিদোর লেখা চিঠি এলো হিরাতার ঠিকানায়৷ চিঠি পড়ে রক্তশূন্য হয়ে পড়ল হিরাতার মুখ৷ শুধু তা-ই নয়, অসম্ভব সব জায়গায় সে দেখতে শুরু করল সুজিদোর অবয়ব৷ তবে কি প্রেতাত্মা হয়ে প্রতিশোধ নিতে এসেছে সে? সবরকম খোঁজখবর করেও দিশেহারা হিরাতা৷ সে কি এবার মারা পড়তে যাচ্ছে?
ঘটনাক্রমে তখনই দৃশ্যপটে উদয় হলো আকেচি কোগোরো৷ হিরাতার সাথে কথা বলে সে কি দেখতে পেল? এই রহস্যের উদঘাটন এবার কীভাবে করবে আকেচি? প্রেতাত্মার সাথে কি পাঞ্জা লড়া যায়?

👉দৈবাঙ্গ বামনঃ

কোয়ায়শি মনজো টাল মাতাল অবস্থায় এক রহস্যময় বামনকে অনুসরণ করে। কৌতূহল বশত এ-ই অনুসরণ থেকেই বামনের জীবনের আরো গভীরে প্রবেশ করে অনুধাবন করে এক অন্ধকার জগতের৷ যেখানে আছে গোপনীয়তা, বিকৃত ইচ্ছা ও বাস্তবতাকে হুমকি দেয়ার মতো সব ঘটনা যা বাস্তব ও পরাবাস্তবের মধ্যকার সীমারেখা ঝাপসা করে দিবে। গল্পটি পড়ে আপনি একইসাথে সমাজের অন্ধকার দিক, এ-র সাথে পাল্লা দিয়ে আমাদের তৈরি নীতির বিরুদ্ধে এবং মানবতার প্রকৃতি সম্পর্কে প্রশ্ন জাগবে।

📖 দ্য আরলি কেসেস অভ আকেচি কোগোরো
মূলঃ এদোগাওয়া রাম্পো
অনুবাদঃ লুৎফুল কায়সার, শুভঙ্কর শুভ ও তাসফিয়া প্রমি
পৃষ্টাঃ ২২৪

⭕⭕⭕⭕⭕⭕

“রাম্পো হলেন জাপানি রহস্য সাহিত্যের প্রথম দিকের একজন অসাধারণ লেখক।”
-দ্য জার্নাল অফ এশিয়ান স্টাডিজ

রাম্পোর লেখা মানেই অদ্ভুত কিছু রহস্য। সাধারণ ব্যাপার থেকেও যে মানুষকে রহস্যের এক অদ্ভুত চাদরে ঢেকে ফেলা যায় তা এই লেখকের লেখা না পড়লে বোঝা সম্ভব না। পূর্ব আর পশ্চিমের রহস্য সাহিত্যের এক অদ্ভুত মেলবন্ধন ঘটিয়েছেন রাম্পো।
তার গল্পে উন্মাদনা রয়েছে, অদ্ভুত কিছু মানসিক চিন্তাধারা রয়েছে, ঠান্ডা মাথার খুনি রয়েছে, প্রতিহিংসা রয়েছে… আছে আরো অনেক কিছুই... নয়টি গল্পের প্রতিটিতেই ভিন্ন ধাঁচের রহস্যের স্বাদ পাবেন পাঠকেরা।
তাই আর দেরি না করে পড়তে শুরু করুন বইটি।

বই - জাপানের অদ্ভুতুড়ে সব গল্প
লেখক - এদোগাওয়া রাম্পো
অনুবাদ - লুৎফুল কায়সার, অনির্বাণ ভট্টাচার্য্য
পৃষ্টা - ১৬০

উপস! সরি আপুরা।বইঃ জনম জনম✒️ হুমায়ূন আহমেদ
13/01/2025

উপস! সরি আপুরা।
বইঃ জনম জনম
✒️ হুমায়ূন আহমেদ

প্রিয় প্রকাশের ৭ টা চিরায়ত বই একত্রে সীমিত সময়ের জন্য পাচ্ছেন ৬০% ফ্ল্যাট ডিসকাউন্টে।❌ একত্রে মূদ্রিত মূল্যঃ ৳১৯৫৫✅ ৬০% ...
13/01/2025

প্রিয় প্রকাশের ৭ টা চিরায়ত বই একত্রে সীমিত সময়ের জন্য পাচ্ছেন ৬০% ফ্ল্যাট ডিসকাউন্টে।

❌ একত্রে মূদ্রিত মূল্যঃ ৳১৯৫৫
✅ ৬০% ডিসকাউন্টে মূল্যঃ ৳৭৮৫

একত্রে না নিয়ে আলাদাও নিতে পারবেন। আলাদা নিলে পাবেন ৫০% ডিসকাউন্ট।

মূদ্রিত মূল্যঃ
১) ঘরে বাইরে ২৮০ টাকা
২) মরণের ডঙ্কা বাজে ২৭০ টাকা
৩) দেবী চৌধুরানী ২৬০ টাকা
৪) বিপিনের সংসার ২৮৫ টাকা
৫) বউ ৩০০ টাকা
৬) চাঁপাডাঙার বউ ২৭০
৭) শহরতলি ২৯০ টাকা

👉 অফার চলবে ১৫ই জানুয়ারি পর্যন্ত।

তাই অর্ডার করতে চাইলে ১৫ তারিখের মধ্যেই করুন। ১৫ তারিখ রাত ১১.৫৯ এর পরে এলেও আর এই অফার পাবেননা।

বইয়ের প্রুফ দেখা কাকে বলে এবং তা কত প্রকার ও কি কি, সেগুলো বুঝিয়ে দিয়ে গেছেন ঔপন্যাসিক জেমস জয়েস। আর জয়েসের প্রুফ প্রেসে...
13/01/2025

বইয়ের প্রুফ দেখা কাকে বলে এবং তা কত প্রকার ও কি কি, সেগুলো বুঝিয়ে দিয়ে গেছেন ঔপন্যাসিক জেমস জয়েস। আর জয়েসের প্রুফ প্রেসে আসছে শুনলে প্রুফ-সংশোধনকারীরা বসে বসে কান্না শুরু করতো (দেখুন প্রথম চিত্র)। আর আর বই পড়া হয় কিভাবে তারও একটি চিত্র দেয়া হোলো (দেখুন দ্বিতীয় চিত্র)। আর এই পাঠক হচ্ছেন বিখ্যাত মার্কিন সমালোচক-তাত্ত্বিক ও গণবুদ্ধিজীবী সুজান সন্ট্যাগ (১৯৩৩--২০০৪)।

দারুন এই বইগুলো না নিলেই নয়😏
13/01/2025

দারুন এই বইগুলো না নিলেই নয়😏

বাংলা সাহিত্যের কালজয়ী কিছু উপন্যাস❤️
13/01/2025

বাংলা সাহিত্যের কালজয়ী কিছু উপন্যাস❤️

Well In That Case😏
12/01/2025

Well In That Case😏

৫৫% ডিসকাউন্টে নিয়ে নিন দারুন এই ট্রিলজিটি।✅ দ্য চাইল্ড ফ্রম দ্য সিক্রেট সিটি ট্রিলজি৫৫% ছাড়ে বিক্রয় মূল্য মাত্র ৪০০৳গোপ...
12/01/2025

৫৫% ডিসকাউন্টে নিয়ে নিন দারুন এই ট্রিলজিটি।

✅ দ্য চাইল্ড ফ্রম দ্য সিক্রেট সিটি ট্রিলজি

৫৫% ছাড়ে বিক্রয় মূল্য মাত্র ৪০০৳

গোপন শহরের রহস্যময় শিশুর সাথে সাক্ষাৎ করতে প্রস্তুত তো আপনি? কিংবা ভীষণ হৃদয়হীন এক লুসিফারের পুত্রের সাথে? কে মানুষ আর কে শয়তান তা কী বাহিরের রূপ দেখে জানা যায়?
সুন্দরের আড়ালের নৃশংস কদর্য রূপ কজন চিনতে পারে?
চারপাশে রোজ হাজারো অন্যায় অবিচারে শয়তান লুসিফারের দায় কতটা, আর আপনার আমার মতো মানুষের দায় কতটা?

এই সব প্রশ্নের অনেকটাই জবাব হয়তো পেয়ে যাবেন
দ্য চাইল্ড ফ্রম দ্য সিক্রেট সিটিতে।
তবে আপনি যদি প্রাপ্ত বয়স্ক শক্ত হৃদয়ের কেউ না হন তবে এটা আপনার জন্য নয়। দূর্বল চিত্তের কেউ শয়তান লুসিফারের পুত্রের সাথে সাক্ষাৎ করার অভিজ্ঞতা হয়তো নিতে পারবে না।

১.শয়তান লুসিফারের পুত্র
২.সাবধান লুসিফার
৩.মুখোমুখি লুসিফার।

দ্য চাইল্ড ফ্রম দ্য সিক্রেট সিটি ট্রিলজির সিরিজ কমপ্লিট।

ছবি : The Book Hunter

ক্রেতা ৫০% ছাড়ে পীর-এ-কামিল অর্ডার করেছিলেন। বই হাতে পেয়ে তিনি খুশি।
12/01/2025

ক্রেতা ৫০% ছাড়ে পীর-এ-কামিল অর্ডার করেছিলেন। বই হাতে পেয়ে তিনি খুশি।

হ্যারি পটার প্রিমিয়াম প্রিন্ট (English)
12/01/2025

হ্যারি পটার প্রিমিয়াম প্রিন্ট (English)

খালেদা জিয়াকে নিয়ে একটি উপন্যাস লেখা যায়। তবে তাতে রাজনীতি আসবেই। মুশকিল হলো, এ দেশে অনেকেই ব্যক্তিপূজায় অভ্যস্থ।তাঁরা চ...
12/01/2025

খালেদা জিয়াকে নিয়ে একটি উপন্যাস লেখা যায়। তবে তাতে রাজনীতি আসবেই। মুশকিল হলো, এ দেশে অনেকেই ব্যক্তিপূজায় অভ্যস্থ।
তাঁরা চান প্রিয় নেতাকে নিয়ে একটি বন্দনাগীতি। অথচ রাজনৈতিক প্রতিপক্ষের চোখে তিনি দানব, তাঁর সবটাই মন্দ। এই দুই ধারার পাঠকের মধ্যে পড়ে হিমশিম খেতে হয়। কেউ কেউ প্রশ্ন করেন- এই যে তথ্য দিলেন, এর সূত্র কী? অর্থাৎ কিছু লিখলে সঙ্গে সঙ্গে এটাও নিশ্চিত করতে হবে যে এই তথ্য নির্ভুল।
এটা মনগড়া কেচ্ছা নয়। সেজন্য ব্যবহার করতে হয় সূত্র। আর সূত্র ব্যবহার করলে উপন্যাসের মেজাজ থাকে না। নিজেকে সুরক্ষা দিতে তাই রেফারেন্স-কণ্টকিত একটি রচনা লিখতে হলো। এটি খালেদা জিয়ার রাজনৈতিক জীবনের আখ্যান।

খালেদা
by মহিউদ্দিন আহমদ
বিক্রয় মূল্যঃ ৭০০৳ (১০০০)

📸 মহিউদ্দিন আহমেদ (ছবির মডেল লেখকের কমরেড)

শ্রীকান্ত শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত একটি জীবনচরিত মূলক উপন্যাস। তিনি এই উপন্যাসটি মোট চার খণ্ডে সমাপ্ত করেন। চারটি খণ...
12/01/2025

শ্রীকান্ত শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত একটি জীবনচরিত মূলক উপন্যাস। তিনি এই উপন্যাসটি মোট চার খণ্ডে সমাপ্ত করেন। চারটি খণ্ড একসাথে লেখেন নি। যথাক্রমে ১৯১৭, ১৯১৮, ১৯২৭ এবং ১৯৩৩ সালে চারটি খণ্ড লেখা শেষ করেন।
শ্রীকান্ত উপন্যাসে প্রধান চরিত্র শ্রীকান্ত। এছাড়া এখানে অসংখ্য নরনারীর সমাবেশ ঘটেছে। উপন্যাসের মূল চরিত্র শ্রীকান্ত-রাজলক্ষ্মী। শ্রীকান্ত-রাজলক্ষ্মীর পাশাপাশি শ্রীকান্তের সঙ্গে সম্পর্কিত প্রথম পর্বের ইন্দ্রনাথ ও অন্নদাদিদি, দ্বিতীয় পর্বের অভয়া, তৃতীয় পর্বের ব্রজানন্দ ও সুনন্দা এবং চতুর্থ পর্বের গহর ও কমললতার হার্দিক ও সামাজিক সম্পর্কের বহু বর্ণিল বিষয় এতে চিত্রিত হয়েছে। সেই সঙ্গে তৎকালীন বাংলার আর্থ-সামাজিক অবস্থারও একটি বাস্তবানুগ চিত্র এতে অঙ্কিত হয়েছে। শ্রীকান্ত চরিত্রটির মধ্য দিয়ে লেখকের ব্যক্তিজীবন বহুলাংশে প্রতিফলিত হয়েছে বলে গবেষকদের ধারণা।

🔥বিক্রয় মূল্যঃ ৩২৫৳ (মলাট মূল্যঃ ৬৫০)

ভাই কালা লাইনটায় সমস্যা হইছে😉
12/01/2025

ভাই কালা লাইনটায় সমস্যা হইছে😉

তারাশঙ্করের দারুন তিনটি বই যেগুলো সব বইপ্রেমীদের সংগ্রহে থাকা উচিত।📕 গণদেবতা - ২০০৳📕 ধাত্রীদেবতা - ২৪৫৳📕 পঞ্চগ্রাম - ২০০...
12/01/2025

তারাশঙ্করের দারুন তিনটি বই যেগুলো সব বইপ্রেমীদের সংগ্রহে থাকা উচিত।

📕 গণদেবতা - ২০০৳
📕 ধাত্রীদেবতা - ২৪৫৳
📕 পঞ্চগ্রাম - ২০০৳

রান্নাঘর শব্দটিই এখন প্রায় হারিয়ে গেছে। রান্নাঘর হয়ে উঠেছে কিচেন। কিচেনে রেসিপি অনুসারে ডিশ কুক করা হয়। পদ রান্না করা হয়...
12/01/2025

রান্নাঘর শব্দটিই এখন প্রায় হারিয়ে গেছে। রান্নাঘর হয়ে উঠেছে কিচেন। কিচেনে রেসিপি অনুসারে ডিশ কুক করা হয়। পদ রান্না করা হয় না।
রান্নাঘরের গালভরা নাম ছিল রসুইঘর। সেখানে বাড়ির গিন্নিরা রান্না করতেন। শাশুড়ি ঠাকরুণের তত্ত্বাবধানে, বাড়ির বড়, মেজো, ছোট বউমা, ননদিনিরা, বিধবা কিংবা নাইয়রী মাসি-পিসি এই রান্নাঘর জুড়ে রসিয়ে রসিয়ে গল্প বুনতেন আর সপ্তব্যঞ্জন রান্নার জোগান দিতেন। কেটে, বেটে রেঁধে খাবার বেড়ে খাওয়াতেন বাড়ির পুরুষদের, কখনো কখনো অতিথি নারায়ণকে। সে এক উজ্জ্বল সংস্কৃতি ছিল বাঙালির। আয়োজনের প্রাণস্পর্শে সেই খাবার হয়ে উঠত ‘অমৃত’।
জমির দীঘা ধানের চাল, পালংশাক, লালশাক, পাটশাক, মানকচু সেদ্ধ, পুঁই চচ্চড়ি, মুগ, মসুর, মাষকলাইয়ের ডাল, খিচুড়ি, কচুরি, পুরি, বেগুনভাজি, নলা মাছ, লাউয়ের ঘণ্ট, নলেন গুড়, সদ্য ভাজা মুড়ি, রসপুলি, সরষে ইলিশ, কই মাছের পাতুরি, ইচামাছ, নাড়ু, মোয়া, পায়েস, পিঠা যেন রূপকথার জগৎ থেকে নেমে আসা সব খাবার। খাবারের মানুষগুলো। আর তাদেরকে ঘিরে একান্নবর্তী পরিবার, পাড়া-প্রতিবেশী, আত্মীয়স্বজন মিলেমিশে একসময় এক ঘরে পাত পড়ত। ঋতু বদলের সঙ্গে সঙ্গে খাবারেরও রূপ বদল হতো। সঙ্গে যুক্ত হতো ছড়া, শোলোক, গান, ব্রতকথা আর রূপকথা। ধীরে ধীরে এসব এখন স্মৃতিকথা হয়ে গেছে। আরও কিছুকাল পরে হয়তো স্মৃতি থেকেও উধাও হয়ে যাবে। হারিয়ে যাবে আমাদের রসুইঘর আর তাদের একান্নবর্তী রোয়াকের মানুষগুলো।
স্মৃতি ভদ্র গল্পকার। তিনি লেখেন গল্পের ভঙ্গিতে। তাই নিতান্ত খাদ্যখাবারও হয়ে ওঠে গল্পের মতো ঘটনাপূর্ণ মনোহর। তাঁর হাতে রয়েছে এক রূপভাষ্য। সবকিছু ছবি হয়ে ফুটে ওঠে পাঠকের চোখের সামনে। হারানো স্মৃতিকেই তিনি ফিরিয়ে আনেন। মর্মে গেঁথে দেন অনায়াসে।
স্মৃতি ভদ্র এক জাদুকরী শৈলীতে এক বালিকার চোখে দেখা রসুইঘরের রোয়াকের সঙ্গে সঙ্গে বাঙালির হাজার বছরের শান্ত, স্নিগ্ধ, সুখী গার্হস্থ্য গাথা বলেছেন এই গ্রন্থে।
বইটি অবশ্যপাঠ্য হয়ে উঠেছে।

রসুইঘরের রোয়াক সিরিজ 🌼🌼

📕 ১ম খন্ড ৪৫৫৳ (৬৫০)
📕 ২য় খন্ড ৩৮৫৳ (৫৫০)

Address

37, Northbrooke Hall Road, Banglabazar
Dhaka
1214

Telephone

+8801794149055

Website

Alerts

Be the first to know and let us send you an email when রংধনু Bookশপ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to রংধনু Bookশপ:

Videos

Share