Public Opinion News Agency

Public Opinion News Agency খবর, সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ
(3)

10/05/2024

স্ত্রীর সাথে সন্ধ্যায় তুমুল ঝগড়া হয়েছে।রাতে খুব আদর পেতে ইচ্ছে করছে।ওকে ভয়ে কিছু বলতেও পারছি না।হঠাৎ চেঁচিয়ে বললাম

" ঝগড়া করেছো ভালো কথা,খবরদার যদি আমায় টাচ করেছো তো! "

কথাটা বলতেই পাশে শুয়ে থাকা স্ত্রী সাপের মতো ফোঁস করে উঠলো।বললাম

" গায়ে গা লাগাবে না বলে দিলাম "

স্ত্রী এবার হুঙ্কার দিয়ে বললো " গা লাগালে কি করবে? "

" লাগিয়েই দেখো,কি অবস্থা করি "

স্ত্রী আমার পে"টে হাত রেখে বললো " এইযে টাচ করলাম।কি করবে? "

" পে"টে টাচ করা তো নরমাল।কাছ ঘেঁসে শুবে না "

সঙ্গে সঙ্গে স্ত্রী গা ঘেঁসে শুলো।বললাম " আমি ভালো জন্য এখনো কিছু বললাম না।জ"রিয়ে ধরলে আর কোনো ক্ষমা করবো না "

স্ত্রী জ"রিয়ে ধরলো।এইতো, ওষুধে কাজ হচ্ছে।বললাম " বউ জন্য এই অপরাধটাও ক্ষমা করে দিলাম।বাবা মা যদি শোনে জ"রিয়ে ধরছো জন্য তোমার নাক ফা"টিয়ে দিছি তাহলে উল্টো আমাকেই মা"রবে।আর আদর করার কথা যদি কখনো মাথায় আনছো,তাইলে আজ ফাটাফাটি হয়ে যাবে।আমায় তো চিনো নাই এখনো "

স্ত্রী রাগে গিজগিজ করতে করতে আমার ঠোঁ'টে গাঢ় একটা চু"মু খেলো।অতঃপর যা হবার তাই হলো।

সবশেষে স্ত্রীকে খোঁচা দিতে বললাম " এমন বেলজ্জা মেয়ে জীবনে দেখিনাই।নিজেই ঝগড়া করে আবার নিজেই আদর করতে আসে।আমি হলে তো অন্য ঘরে ঘুমাতাম "

স্ত্রী হকচকিয়ে বললো " আমি আগে আদর করতে এসছি? "

" হ্যা।জ"রিয়ে কে ধরছে?চু"মু কে আগে খাইছে? "

স্ত্রী মুখ ভোতা করে বসে রইলো।ওর বোকা বোকা মুখ দেখে হাসিতে পেট ব্যথা ধরে গেলো।

গল্প

11/04/2024

নাথান বমের স্ত্রীকে বান্দরবান থেকে লালমনিরহাটে বদলি

বিস্তারিত কমেন্টে...

06/04/2024

বাবার কাপড় ছিড়ে যায় মেয়ের কাপড় যোগাতে

মেয়ে কাপড় খুলে দেখায় ফলোয়ার বাড়াতে🥀💔😔

ধর্মীয় শিক্ষার বড়ই অভাব

05/04/2024

লালমনিরহাটের মহেন্দ্রনগরে পরিবারের ৪ সদস্যের একসাথে ইসলাম ধর্ম গ্রহণ।

04/04/2024

শিক্ষামূলক গল্প: শখের ঘোড়া

এক কৃষকের শখ বিভিন্ন জাতের ঘোড়া সংগ্রহ করা। তার সংগ্রহ সম্পুর্ন করতে এখন শুধু এক ধরনের ঘোড়ার প্রয়োজন, যেটা তার প্রতিবেশীর কাছেই রয়েছে। কিন্তু প্রতিবেশী সেটা বিক্রি করতে ইচ্ছুক নয়। তারপরও সে প্রতিদিন তাকে বিরক্ত করেই যাচ্ছে ঘোড়াটি বিক্রি করার জন্য। শেষ পর্যন্ত সে তার প্রতিবেশীকে রাজি করাতে সক্ষম হয়, কিন্তু তার এই আনন্দও বেশি দিন সইল না। এর এক মাস পরেই ঘোড়াটি অসুস্থ হয়ে পড়ল।

পশু ডাক্তার এসে ঘোড়াটিকে দেখে বলল, এটি একটি মারাত্মক ক্ষতিকর ভাইরাসে আক্রান্ত। সে কিছু ওষুধ লিখে দিয়ে বলল, এগুলো তিন দিন ধরে খাওয়াতে হবে। এর মধ্যে সুস্থ না হলে তিন দিন পরে ঘোড়াটিকে মে/ রে ফেলতে হবে।

ডাক্তার আর কৃষকের কথাগুলো এর মধ্যে একটি ছাগল আবার মনোযোগ দিয়ে শুনছিল। কিছুক্ষণ পরে কৃষক এসে ঘোড়াটিকে ওষুধ খাইয়ে আবার নিজের কাজে গেল। তখন ছাগলটি এসে ঘোড়াটিকে বলল, শক্ত হও বন্ধু, তোমাকে সুস্থ হতেই হবে, তা না হলে ওরা তোমাকে মেরে ফেলবে।

দ্বিতীয় দিনও কৃষক ঘোড়াটিকে ওষুধ খাইয়ে যাওয়ার পর ছাগলটি ঘোড়াটিকে বলল, উঠো বন্ধু, তোমাকে কষ্ট করে হলেও হাঁটতে হবে, আসো আমি তোমাকে সাহায্য করছি।

তৃতীয় দিন কৃষকের সঙ্গে আবার সেই পশু ডাক্তার এলো, ওষুধ খাওয়ানোর পরে ডাক্তার বলতে লাগল, নাহ আর কিছু করার নেই, কালকে ঘোড়াটিকে মে/ রে ফেলতে হবে, না হলে তোমার অন্য ঘোড়াগুলোও সংক্রমিত হতে পারে, কোনো সুযোগ নেওয়া ঠিক হবে না। কৃষকও নিরুপায় হয়ে তাতে সায় দিল। এবার তারা চলে যাওয়ার পর ছাগলটি এসে ঘোড়াটিকে বলল, আজকেই শেষ সুযোগ বন্ধু, উঠে দাঁড়াও, তোমাকে পারতেই হবে, দৌড়াতে হবে, এই তো এই তো হচ্ছে, তুমি পেরেছ, আর একটু, চমৎকার, তুমি পারবেই। অবশেষে ঘোড়াটি দৌড়াতে শুরু করল।

এমন সময় হঠাৎ কৃষক এসে দেখতে পেল ঘোড়াটি দৌড়াচ্ছে, সে আনন্দে আত্মহারা হয়ে বলতে লাগল, 'অবিশ্বাস্য, আমার ঘোড়া সুস্থ হয়ে গেছে, কোথায় সবাই, এই আনন্দে আজকে পার্টি হবে, এই কে আছিস, ছাগলটাকে নিয়ে আয়। আজকে ছাগল কে জবাই করে পাটি হবে!

শিক্ষা: কিছু মানুষ কখনই জানতে পারে না প্রকৃত সাফল্যের পেছনে আসলে কারা থাকে, কারা পুরস্কৃত হয়, আর কারা অন্যের মঙ্গলে নিজেদের উৎসর্গ করে দেয়।
(সংগৃহীত)

28/03/2024

মিয়ানমারে বি স্ফো র ণ/

সেন্টমার্টিন-শাহপরীর দ্বীপে ভেসে আসছে বিকট শব্দ, সীমান্তে আতঙ্ক

28/03/2024

বাংলাদেশের বিলুপ্তপ্রায় দশটি পেশা -

১. পালকি বেহারা:
পালকি ছিল এক সময়ে বাংলাদেশের ঐতিহ্যবাহী ও প্রাচীন বাহন। মানুষ বহন করার কাজেই এর ব্যবহার হতো। সাধারণত ধনীগোষ্ঠী এবং সম্ভ্রান্ত বংশের লোকেরা এর মাধ্যমে এক স্থান থেকে অন্য স্থানে ভ্রমণ করতেন। বিয়েতে ব্যবহৃত হতো পালকি। কিন্তু এখন তা প্রায় পুরোপুরি বিলুপ্ত।

২. ধুনারি:
তুলা ধুনা একটি অতি প্রাচীন পেশা। তুলা ধুনা করা পেশাজীবীরা লেপ, বালিশ ও তোষক প্রস্তুত করতেন। অতীতে তারা গ্রামে-শহরে বাড়িতে বাড়িতে গিয়ে তুলা ধুনা এবং লেপ, বালিশ ইত্যাদি তৈরির কাজ করতেন। বর্তমানে ঢাকা শহরে এই পেশা বিলুপ্ত হয়ে গেছে। তবে, তারা এখন লেপ-তোষক ইত্যাদি তৈরির বড় বড় দোকানে শ্রমিকের কাজ করে থাকেন। ঢাকা শহরের ধুনারিরা, যারা মুসলমান তারা বিহার থেকে এসেছেন বলে জানা যায়।

৩. গোয়ালা:
এক সময় ঢাকা শহরে গোয়ালাদের বসবাস ছিল। তারা গরু লালন-পালন করত এবং শহরবাসীর নিকট দুধ সরবরাহ করত। দুধ সরবরাহ ছাড়াও তারা দুধ দিয়ে ঘি, দই,ছানা তৈরি করত। ঢাকার মিষ্টি তৈরিকারকরা দুধের জন্য গোয়ালাদের উপর দারুণভাবে নির্ভরশীল ছিল। ১৮৩০ সালের আদমশুমারি থেকে জানা যায় যে,তখন ঢাকায় ৩৮২ ঘর হিন্দু গোয়ালা বাস করত।

৪. সাপুড়ে:
মোগল ঢাকা তো বটেই, ব্রিটিশ আমল পর্যন্ত ঢাকায় জলা-জঙ্গলের অভাব ছিল না। ফলে সাপও ছিল প্রচুর। সাপুড়েও ছিল। তবে মূল শহর থেকে এই পেশা হারিয়ে গেছে। তাদের কাজ ছিল বাড়ি থেকে সাপ বের করা। বিশেষ করে গ্রামে বর্ষার শেষে সাপের প্রকোপ বেড়ে যেত। এসময় বাড়ত তাদের কদর। তবে রাস্তা ঘাটে ছোটো ছোটো বক্স হাতে সাপ আছে বলে ভয় দেখিয়ে এখন যারা টাকা তোলে তাদের সাপুড়ে বললে ভুল হবে। বরং তাদের পরিচয় 'বেদে' হিসেবে।

৫. বাইজি:
বিশেষ ধরনের জীবনযাপন, কঠোর পর্দার মধ্যে বসবাস এবং প্রহরীদের প্রহরায় ঘোড়াগাড়িতে যাতায়াত করতেন বাইজিরা। এ কারণে সাধারণ মানুষের মধ্যে বাইজিদের সম্পর্কে অনেক কৌতূহল ছিল। পাটুয়াটুলীর বাইজিরা সঙ্গীদের নিয়ে হেঁটে খুব সকালে বুড়িগঙ্গা নদীতে গোসলে যেতেন। তখন বুড়িগঙ্গা নদীর পানি ছিল খুবই স্বচ্ছ ও সুপেয়। গোসল পর্ব শেষে বাইজিরা যখন ফিরতেন তখন লোকজন গলির মুখে দাঁড়িয়ে থেকে সিক্ত বসনা বাইজিদের দেখে পুলকিত হতেন। কারণ এছাড়া সাধারণ মানুষের পক্ষে বাইজিদের দেখার আর কোনো সুযোগ ছিল না।

ইংরেজ শাসন স্থায়ী হওয়ার পর বাইজি পেশায় ধীরে ধীরে ধস নামে। ঢাকার বাইজি পাড়ায়ও লাগে এর হাওয়া। নবাব, জমিদারদের

28/03/2024

নাস্তিকতা নিয়ে লজিকাল ব্যাটেল:

বুয়েটে থাকার সময়, আমার অনেক ফ্রেন্ড ছিলো যারা নাস্তিক আবার কেউ কেউ ছিল সংশয়বাদী(তারা অনেকেই এখনও আমার ভালো ফ্রেন্ড) । তারা বিভিন্ন প্রকারের যুক্তি দিত, অনেক লজিক দিয়ে ব্যাখ্যা করে বুঝানোর চেষ্টা করতো সৃষ্টিকর্তা বলে কেউ নাই।
তাদের মেইন প্রশ্ন ছিল, সবকিছুর জন্য যদি স্রষ্টার দরকার হয়, তাহলে সৃষ্টিকর্তাকে কে সৃষ্টি করেছে?

এর বিপরীতে আমি তাদের একটা লজিক দিতাম, সেটা শেয়ার করছি।

আমি তাদের প্রশ্ন করতাম , তোমরা লজিক দিয়ে উত্তর দাও, "মানুষ কোথা থেকে সৃষ্টি হল"

তারা উত্তর দিত ,বিভিন্ন প্রকারের বিবর্তনে মানুষ আসছে।

আমি আবার প্রশ্ন করতাম, তাহলে প্রথম প্রাণী কোথা থেকে আসল?

তারা উত্তর দিত, উত্তপ্ত পৃথিবীতে নিউক্লিক..... এর মাধ্যমে প্রাণের সৃষ্টি হয়েছে।

আমি আবার প্রশ্ন করতাম, তার আগে কী ছিল?
তারা আরো একটা জবাব দিত।

আবার একই প্রশ্ন করতাম তার আগে কী ছিল? তারা একের পর এক জবাব দিতেই থাকত।

আবার একই প্রশ্ন করতেই থাকতাম।

একসময় শেষ পর্যন্ত বলত, আর বলা যাচ্ছে না, সবচেয়ে আগে কী ছিল।

আমি তখন বলতাম,তোমরা উত্তর দিতে পারছ না। অর্থাৎ তোমাদের লজিক/ জানার বাহিরেও অনেক কিছু আছে।

এখানেই কথা শেষ হয়ে যেত না।কারণ এইবার তাদের পালা।

তারা আমাকে জিজ্ঞেস করত, আমাদের কে সৃষ্টি করল?

আমি বলতাম , আল্লাহ। তাদের পাল্টা প্রশ্ন, আল্লাহ এর আগে কী ছিল,বা আল্লাহ কোথা থেকে আসল?

আমার উত্তর, আমি জানিনা। এতে তারা খুশি হত।তারা বলত, তুমিও শেষ পর্যন্ত বলতে পারলা না।

আমি বলতাম, এত খুশি হওয়ার কিছু নেই।
বরং আমি জানিনা , এর মধ্যেই সৃষ্টিকর্তার প্রমাণ পাওয়া যায়।

বিষয়টা বুঝিয়ে বলি:

আমি বলতাম , " মনে কর তুমি একটা রোবট তৈরি করলে।তুমি সব টাইপের ফাংশন দিলে, তাই রোবটটি সব টাইপের লজিকাল সলুউশন দিতে পারছে।

কিন্তু যদি এমন হয়, রোবটের মধ্যে তুমি ইনপুট দিলেনা যে , তাকে কে বানিয়েছে ,অর্থাৎ তাকে যে বানিয়েছে তার সম্পর্কিত কোনো জ্ঞান রোবটের মধ্যে ইনপুট দিলে না। তাহলে রোবটের পক্ষে কখনই বিষয়টি বের করা সম্ভব নয় বোরটের স্রষ্টা কোথা থেকে আসল।"

আমার মতে, আল্লাহর আগে কী ছিল- এই প্রশ্নের আমি যে উত্তর দিতে পারছি না, কারণ আল্লাহ আমাদের মাঝে এই জ্ঞানের ইনপুট দেননি(রোবটের মত)।

এখন কথা হল, আমি কেন জানি না এটার লজিক তো আমি দিলাম।

কিন্তু তুমি নাস্তিক , তুমি কেন জাননা সবচেয়ে আগে কী ছিল। তোমার লজিক কী?

28/03/2024

ফাইনাল পরীক্ষার দুই কি তিন সপ্তাহ বাকী। এমন সময় কোন ছাত্রকে ইউনিভার্সিটি থেকে দেশে যাবার ভিসা দেবার নিয়ম নেই।
কিন্তু একটা ছাত্র আসলো ভিসার জন্য। বাড়ি ব্রিটেন। তাকে অস্থির লাগছিলো। প্রয়োজনে সে ইউনিভার্সিটিতে আর পড়বেনা। তাও তার ভিসা লাগবে।
আমি তার অস্থিরতা দেখে একবাক্যে "নিয়ম নেই" বলে তাড়িয়ে দিলাম না। আমি সমস্যার কথা শুনতে চাইলাম। কি এত প্রয়োজন।
সে জানালো, তার বাবা হাসপাতালে মৃত্যু শয্যায় আছে, কিন্তু তিনি মুসলিম নন।। তাই সে ইমারজেন্সী দেশে যেতে চাচ্ছে বাবাকে ইসলামের দাওয়াত দেয়ার জন্য। সে বললো, আমি গিয়ে একটু চেষ্টা করতে চাই, হতে পারে আল্লাহ্ আমার বাবাকে হিদায়াত দান করবেন।
আমি একটু নড়েচড়ে বসি। মদীনা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাই হয়েছে পৃথিবীর নানা দেশ থেকে ছাত্র এনে তাদের দায়ী বানিয়ে পাঠানোর জন্য। যাতে পৃথিবীব্যাপী ইসলামের দাওয়াহ ছড়িয়ে যায়।
আর সেখানের একজন ছাত্র তার জন্মদাতা বাবাকে দাওয়াত দিতে যেতে চাচ্ছে, আর পারবেনা সেটা হতে পারেনা।
আমি ইউনিভার্সিটির নিয়মের বাইরে গিয়ে সেদিনই তার ভিসা নামিয়ে দিলাম। এবং সে ফ্লাইটে চড়ে।
সম্ভবত দিনটা ছিলো সোমবার। পরে জানতে পারি দু'দিন পর বৃহস্পতিবারে তার বাবা মৃত্যুবরণ করেন এবং মৃত্যুর আগে ছেলের দাওয়াতে ইসলাম কবুল করেন।
তিনি এতো অন্তিম মুহুর্তে ইসলাম কবুল করেছিলেন যে এক ওয়াক্ত সালাতও আদায় করতে পারেননি মৃত্যুর আগে। আমি দেখলাম আমি যদি তাকে নিয়মের মারপ্যাঁচ দেখিয়ে ভিসাটা একদিন পরেও দিতাম তাহলে আমি আল্লাহর কাছে কি জওয়াব দিতাম।
"আল ওয়ালা ওয়াল বারাআ" এর আলোচনায় ড. ফাহাদ আল আরজানী এভাবেই আমাদের বুঝালেন যে, একজন কাফেরের প্রতি তোমার রাগ থাকবে আল্লাহর জন্য। কিন্তু তার জন্য তোমার ভালোবাসার একটা একটা টান থাকবে তাকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য। আর এটাও আল্লাহর জন্যই।
মাদীনা বিশ্ববিদ্যালয়ের তাওহীদ ক্লাস হতে...
মাহদী মাহ্দী ফয়সাল ভাইয়ের লেখা...

27/03/2024

বুকে অসহ্য ব্যথা, পেটে ছুরি ঢুকিয়ে রিকশাচালকের আত্মহত্যা

27/03/2024

"আগামীকাল আপনি মৃত্যুবরণ করবেন, খবরটি পেলে কী করবেন?"

- একটা ভাইভা বোর্ডের প্রশ্ন ছিল।
জবাবে বলেছিলাম-

"বেছে বেছে আমার শত্রুদের সাথে সাক্ষাৎ করব।"
জবাব শুনে ভাইভা বোর্ডের লোক অবাক হয়ে ব্যাখ্যা চাইলেন।

কারণ হিসেবে বলেছিলাম-

"যারা আমার আপন মানুষ তাদের সাথে আর মায়া বাড়ানোর মানে হয় না, এতে তাদের আর আমার কষ্ট বাড়বে। বরং আমার প্রতি যাদের ক্ষোভ তাদের সাথে একটু ভালো সম্পর্ক করে গেলে তারাও হয়তো আমার জন্য শুভ কামনা করবে।"

জ্বি, ব্যাপারটা গুরুত্বপূর্ণ।

আপনার সব কাজ যেন আপনদের জন্য না হয়, কিছু কাজ শত্রুর কথা ভেবেও করবেন, তাতে আপনারই লাভ হবে।
যে লোকটা আপনার লেখায় বানান ভুল ধরে সে লোকটা আপনার লেখার প্রশংসাকারীর চেয়ে গুরুত্বপূর্ণ।
তাকে আনফ্রেন্ড না করলে লাভ আপনারই। তার ভয়ে সঠিক বানান লিখুন।
প্রতিটা অর্জনের পেছনে শত্রু থাকলে সেটার দ্রুত ফিডব্যাক দ্রুত পাওয়া যায়, তবে সেটা কঠিনও বটে।
তবে মনে রাখবেন আপনার শত্রুরা আপনার জন্য গুরুত্বপূর্ণ তাই তাদেরকে ভালোবাসুন।
একটা মানুষ যখন আপনাকে গালি দেয় তখন সে গালির মেসেজটা সেন্ড করেই আপনার কাছ থেকেও একটা গালি শোনার অপেক্ষা করে।
আপনি গালি দিয়ে দিলেন তো শেষ, ব্যাপারটা
নোংরা হলে সে সফল হলো। আর যদি গালির জবাবে হাসি মুখে তার জন্য দোয়া সেন্ড করেন আপনার সম্পর্কে সে ভিন্নভাবে ভাববে, বিশ্বাস করুন সে আপনাকে নতুন করে দেখবে।
ডু সামথিং ডিফরেন্ট।

তর্কে জয়লাভ করা মানেই বিজয় নয়। কখনো কখনো অন্যের যুক্তি সুন্দর ভাবে মেনে নেয়াই বিজয়।
আমি কিছু লিখলে সহমত কমেন্টের চেয়ে কেউ যৌক্তিক দ্বিমত দিলে বেশি খুশি হই।

ফার্স্ট হওয়া মানেই সফলতা নয়, সুখী হওয়া মানেই সফলতা। আপনি কিসে সুখী সেটা না খুঁজেই শুধু ফার্স্ট হতে দৌঁড় দিবেন না।
নিজেকে আবিষ্কার করুন।
সবাইকে ভালোবাসুন, দিন শেষে আপনার শত্রু আপনাকে নিয়ে ভাবতে বসে যাবে।
এটা পরীক্ষিত। প্রত্যেক শত্রুই আপনার জন্য এক একটা সতর্কতা, আর সতর্কতা সফলতার জন্য দরকারি!
কেউ নেতার চাচা বলে পাওয়ার দেখালে সেখানে আপনি নেতার মামা পরিচয় না দিয়ে তাকে সালাম দিয়ে চলে আসুন। আপনি ছোট হবেন-না, বরং বড় হবেন।

সংগৃহীত পোস্ট 🥰

27/03/2024

ব্রাজিল না পারলেও তিন গোলের সঙ্গে জয়টাও পেল আর্জেন্টিনা

27/03/2024

ভারতীয় পণ্য বর্জনের ডাকে যুক্ত হতে চায় না বিএনপি

27/03/2024

২০২৫ সাল থেকে শনিবার স্কুল খোলা রাখা হতে পারে

27/03/2024

রাজধানীর মগবাজারে ওষুধ কিনতে না পেরে আ'ত্ম'হ'ত্যা করেছেন এক রিকশা চালক

27/03/2024

ঈদের ছুটিতে দিনে রাজধানী ছাড়বে ৩০ লাখ মানুষ, সক্ষমতা ২২ লাখ

27/03/2024

১ গোল হজম করে কোস্টারিকার জালে ৩ গোল দিলো আর্জেন্টিনা

27/03/2024

২৬/০৩/২৪
২৬+০৩+২৪ = ৫৩।
স্বাধীনতার ৫৩ বছর পূর্তি !

26/03/2024

পিটিয়ে পা ভাঙা হলো বীরশ্রেষ্ঠ হামিদুরের ভাগ্নের, গ্রেপ্তার তিন

26/03/2024

প্রেমের টানে নববধূ হয়ে ভাঙ্গায় মালয়েশিয়ান তরুণী....

26/03/2024

‘এক কাপড়ে দাঁড়ায়ে আছি, ক্যামনে বাঁচমু"

26/03/2024

স্বাধীনতা ঘোষণার পাঠক কখনও ঘোষক হতে পারে না: ওবায়দুল কাদে..

26/03/2024

আর্জেন্টিনায় মেসির পর দি মারিয়াও পেলেন মৃত্যুর হুমকি

26/03/2024

জুড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের ৫ জনের মৃত্যু

26/03/2024

আবহাওয়ার খবর: ঝড়ো হাওয়াসহ শিলা বৃষ্টির পূর্বাভাস

26/03/2024

ঢাকায় নিয়োগ দেবে ব্যাংক এশিয়া, ৪২ বছরেও আবেদন

26/03/2024

মেম্বারের ই'য়া'বা সেবনের ছবি ফেসবুকে

26/03/2024

প্রেমের টানে নববধূ হয়ে ভাঙ্গায় ছুটে এলেন মালয়েশিয়ান তরুণী

26/03/2024

৭ হাজার টাকার সুদ ১১ মাসে দাঁড়াল ৩৭ হাজার

26/03/2024

বীর মুক্তিযোদ্ধার স্বীকৃতি/

টাকা ছাড়া মেলে না গেজেট-সম্মানি, পদে পদে হয়রানি

Address

Dhaka
1100

Telephone

+8801789537791

Website

Alerts

Be the first to know and let us send you an email when Public Opinion News Agency posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Public Opinion News Agency:

Videos

Share

Nearby media companies


Other News & Media Websites in Dhaka

Show All