অন্তিম যাত্রা

অন্তিম যাত্রা ভালোবাসাই মানুষকে বাঁচিয়ে রাখে। আমিও ভালোবেসেই বেঁচে থাকতে চাই।

04/02/2025

এখন মানুষ আর বই মেলায় যায় না কেন! যারা যায় ঘুরতে যায় বই কিনতে নয় কেনো!

YouTube: https://www.youtube.com/watch?v=563D-4ZQLZI

28/01/2025

কিভাবে বুঝবো কে আমার শত্রু বা কম্পিটিটর এবং কিভাবে তাঁদেরকে ম্যানেজ করবো।

YouTube link: https://www.youtube.com/watch?v=O-x6vpFj7hc

27/01/2025
টাকা নয় কাজকে ভালোবাসুন।
26/01/2025

টাকা নয় কাজকে ভালোবাসুন।

25/01/2025

দেশ এখনো সেনা শাসন মেনে নেবার জন্য প্রস্তুত নয়। তাই সেনা বাহিনী ঠিক এই মুহুর্তে এমন কিছু ভেবে থাকলে ভুল করবে।

তবে আমার ভবিষ্যৎবাণী দেশ দ্রুতই সেনা শাসনে ফিরছে। বিএনপি এবং বৈষম্য বিরুধি ছাত্ররা খুব দ্রুতই মুখোমুখি অবস্থায় যাচ্ছে। যেতেই হবে কারন অন্য কোনো উপায় নেই।

এই মুখোমুখি অবস্থায় এই সরকার দুর্বল হয়ে পরবে, এতে দেশের অবস্থা আরো খারাপের দিকে যাবে। কিছু কিছু জাগায় খবর চাউর হচ্ছে সেনা বাহিনীর কিছু কিছু ইউনিট সজাগ দৃষ্টি রাখছে এই ব্যাপারে এবং জনগনের পালস বুঝার চেস্টা করছে যে সেনা শাসন মেনে নেবার জন্য জনগণ এখনো প্রস্তুত কিনা।

আমি দেশের জনগণের খবের কথা এই মুহুর্তে বলতে চাচ্ছি না, তবে আমি ঠিক এই মুহুর্তে সেনা শাসন মেনে নেবার মত অবস্থায় নেই। যতক্ষন পর্যন্ত না দেশের অবস্থা খুব খারাপ হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি এই সরকারের উপরেই আস্থা রাখতে চাই।

25/01/2025

১৬ বছর শিক্ষায় সময় দেওয়া কি আসলেই সঠিক সিদ্ধান্ত কিনা?

YouTube Link:
https://www.youtube.com/

24/01/2025

নিটসে বলেছেন, কেউ তোমাকে আঘাত করলে তুমিও তাঁকে পাল্টা আঘাত কর । নিৎসের এই ফিলোসফির সাথে আপনি কতটুকু একমত?

19/01/2025

গৌতম বুদ্ধের দুঃখের ফিলোসফিটা নিয়ে কি আপনি কখনো ভেবেছেন?

18/01/2025

আচ্ছা বলেন তো ফিলোসফি আগে নাকি সাহিত্য বা বিজ্ঞান আগে।

09/01/2025

উত্তাল সমুদ্রে কেউ অবিশ্বাসী নয় ।

07/01/2025

আমার জীবনের প্রথম পদক্ষেপ হচ্ছে আমার আকাঙ্ক্ষা । তাহলে আকাঙ্ক্ষাই কি আমার মৃত্যুর জন্য দায়ি ।

টাকা, বাপ বা গ্লামারাস  হইলে এই দেশে সব জায়েজ।  সব মানে সব। গরিব বড়লোকদের লেজিটিমাইজ করে, কেন করে জানেন, কারন গরিব ও চায়...
05/01/2025

টাকা, বাপ বা গ্লামারাস হইলে এই দেশে সব জায়েজ। সব মানে সব। গরিব বড়লোকদের লেজিটিমাইজ করে, কেন করে জানেন, কারন গরিব ও চায় অমন কিছু করতে কিন্তু পারে না তাই তার হাতে থাকে দুইটা অপসন হয় বাহবা দাও অথবা হা হা দাও।

04/01/2025

লেনিন কেনো বিপ্লব পরবর্তি কার্ল মার্ক্সের ফিলোসফি থেকে কিছুটা বেড়িয়ে গিয়েছিলেন এবং নতুন দল গঠন করে শাসন ক্ষমতা গ্রহণ করেছিলেন ।

Address

Dhaka
1206

Alerts

Be the first to know and let us send you an email when অন্তিম যাত্রা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share