Maya's vlog.

Maya's vlog. If you want,,,you can following my page.
(23)

- সারা বিশ্বের বিস্ময় তুমি আমার অহংকার! 🇧🇩🖤
15/12/2023

- সারা বিশ্বের বিস্ময় তুমি আমার অহংকার! 🇧🇩🖤

পেঁয়াজ ছাড়া তরকারি রান্নার বিষয়ে আলোচনা চলছে 🧅🧅
11/12/2023

পেঁয়াজ ছাড়া তরকারি রান্নার বিষয়ে আলোচনা চলছে 🧅🧅

 #ঠান্ডা আসার  পর থেকে কে কতদিন গোসল করেন নাই সাহস থাকলে বলে জান দেখি..... ।🥶 দেখি কে কতটুকু সত্যবাদী?😏
07/12/2023

#ঠান্ডা আসার পর থেকে কে কতদিন গোসল করেন নাই সাহস থাকলে বলে জান দেখি..... ।🥶

দেখি কে কতটুকু সত্যবাদী?😏

02/12/2023

এই মাত্র ভুমিকম্প হলো ঢাকা তে।
কে কে ফিল করছেন😓।।

27/11/2023

You will also pray to allah for my brother,🥰🥰☺️☺️

14/11/2023

এমন একটা ছোট বোন থাকলে,
বড় আপুদের জীবন তেজপাতা😆

I took some Photoshort on the roof......👉.Mahin khan... 📸
10/11/2023

I took some Photoshort on the roof.....
.👉.Mahin khan... 📸

04/11/2023

মাহিন সিনহা পানি দেখলে এতো ভয় পায়... 🫤🫤

28/10/2023

আফতাবনগর মেলায় viral Roller Fruit Ice-cream এর সাথে দেখা মিললো আমাদের। 🫣....

25/10/2023

অনেকদিন পরে আইসক্রিম পার্লারে গিয়ে আইসক্রিম খেলাম 🍨🍦...🤤

Bangladesh

Happy Birthday লাড্ডু.....☺️ থুক্কু.... 😑Happy Birthday  মাহিন 😬...
24/10/2023

Happy Birthday লাড্ডু.....☺️
থুক্কু.... 😑
Happy Birthday মাহিন 😬...

16/10/2023

আমার ছোট আম্মুটার এক মাস বয়স উপলক্ষে একটুখানি আয়োজন ☺️......

Salim Khan

15/10/2023

1months Birthday celebration for my little ammu....🥰🥰
.... I pray to God that you grow up...🤲

ধর্ম যার যার, নাড়ু সবার।....😝 বুঝছো নি??? নাকি আরও বুঝানো লাগবে😕
15/10/2023

ধর্ম যার যার, নাড়ু সবার।....😝
বুঝছো নি??? নাকি আরও বুঝানো লাগবে😕

12/10/2023

#বিয়েটা করেই ফেললাম 🤭

আপনাদের দাওয়াত দেওয়ার সুযোগ পেলাম না😒....

11/10/2023

যার বার্থডে তাকে দিয়ে কেক বানিয়ে আবার তাকেই সারপ্রাইজ দিলাম।🤣

কিন্তু সে কিছুই জানে না।..... কাহিনী কি? 🤔...

SA MU...

04/10/2023

সাজতে সাজতেই সন্ধ্যা বানিয়ে ফেললাম😒 কাশফুলে গিয়ে কি পিক তুলবো আর।।।। 😝😏

কাশফুলের রাজ্য।😊ঘুরা ফেরা আর ফুসকা খাওয়া।
01/10/2023

কাশফুলের রাজ্য।😊
ঘুরা ফেরা আর ফুসকা খাওয়া।

27/09/2023

facebook~পেইজের কিছু গুরুত্তপূর্ণ তথ্য।। 😊

Bangladesh ..

সামান্য কথা কাটাকাটির জের ধরে রাউজানের কদলপুরের একটি মুরগীর খামারে কর্মরত কয়েকজন যুবক সেই খামারের ম্যানেজার শিবলী সাদিক ...
14/09/2023

সামান্য কথা কাটাকাটির জের ধরে রাউজানের কদলপুরের একটি মুরগীর খামারে কর্মরত কয়েকজন যুবক সেই খামারের ম্যানেজার শিবলী সাদিক হৃদয় নামে একজন তরুণকে নৃ*শংসভাবে হ*ত্যা করেছে। আমি যতটুকু জানতে পেরেছি, এলাকার সকলের কাছে একজন ভালো ছেলে হিসেবে পরিচিত ছিল হৃদয়। অত্যন্ত বর্বরোচিত এই ঘটনা চট্টগ্রাম সহ সারাদেশকে কাঁপিয়ে দিয়েছে। কাঁদছে বাংলাদেশের মানুষ। কাঁদছে হৃদয়ের পরিবার৷

ছবিতে যাকে দেখতে পাচ্ছেন, সে হল মুরগীর খামারে কর্মরত সহকর্মীদের একজন। যে কিনা হৃদয়কে হ*ত্যা করার পর তার শরীর থেকে মাংস তুলে তার কং*কাল ও হাড়টি গর্বের সাথে ধরে দেখাচ্ছে।

এ ধরনের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে দিয়ে হয়তো গুনাহের কাজ করছি। কিন্তু এই মানুষগুলোকে বাংলার মানুষের কাছে পরিচয় করিয়ে দেওয়া দরকার। যাতে আমরা জানি ও বুঝি যে, সমাজে মানুষের ছদ্মবেশে অনেক অমানুষও বাস করে। শারীরিকভাবে অসুস্থ হওয়ার কারণে বর্তমানে আমি একটি হাসপাতালে চিকিৎসাধীন আছি৷ আমার এমন অবস্থার মধ্যেও গত কয়েকদিন ধরে আমার বাবাকে অনেক দুশ্চিন্তার মধ্যে কাটাতে দেখেছি। কখনো সেনাবাহিনী, কখনো র‍্যাব বা কখনো পুলিশের সাথে যোগাযোগ করতে দেখেছি। আবার বান্দরবানের বিভিন্ন নেতৃবৃন্দের সাথেও তিনি যোগাযোগ করেছেন। বাবার এমন বিচলিত অবস্থা আমি বসে বসে দেখছিলাম। হৃদয়কে অপহরণের পর বান্দরবানের একটি দুর্গম এলাকায় নিয়ে গিয়ে তার হৃদয়ের বাবার কাছ থেকে মুক্তিপণ আদায় করা হয়েছিল। তাই বান্দরবানের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের সাথেও আমার বাবা যোগাযোগ করেছিলেন।

এরপরও হৃদয়কে হ*ত্যার পর কেটে টুকরো টুকরো করা হয়েছে। তবে পুলিশ, র‍্যাব ও সেনাবাহিনী সাথে না থাকলে দুর্ধর্ষ খুনিদের গ্রেফতার করা কখনো সম্ভব ছিল না, তা আমি নিজের চোখে দেখেছি।

পুলিশের গাড়ীতে করে যখন আসামীদের ধরে নিয়ে আসা হচ্ছিল, তখন উত্তেজিত জনতা আর নিজেদের থামিয়ে রাখতে পারে নি৷ দেশের আইন ভঙ্গ করে পুলিশের উপর আক্রমণ করে পুলিশের গাড়ি ভাংচুর করে হৃদয়ের হত্যাকান্ডের সাথে জড়িত একজন আসামীকে ছিনিয়ে নিয়ে এমনভাবে মেরে ফেলেছে যে তার শরীরের কোন অংশ অক্ষত অবস্থায় নেই৷

এ ঘটনার প্রেক্ষিতে স্বাভাবিকভাবেই পুলিশ বাদী হয়ে জনতার বিরুদ্ধে মামলা করেছে। এই মামলা গুলোর মধ্যে রয়েছে পুলিশের উপর হামলা, পুলিশের গাড়ী ভাংচুর ও আসামী ছিনিয়ে নিয়ে হ*ত্যা করার মামলা। আমি দেশের আইনের প্রতি শ্রদ্ধাশীল। পুলিশ ভাইদের অনুরোধ স্বরূপ জানাতে চাই, আপনাদের উপর হামলার ঘটনায় সাধারণ জনতার পক্ষ থেকে আমি দুঃখ প্রকাশ করছি। সেই সাথে সাধারণ জনতার বিচার করার সময় একটু সুনজর দেওয়ার আহবান করছি। আইন সবকিছুর ঊর্ধ্বে, তবে অনেক সময় মানুষের আবেগও অনেক বড় একটি বিষয় হয়ে দাঁড়ায়। আইন তার নিজস্ব গতিতে চলবে। সাধারণ মানুষও তার কর্মব্যস্ত জীবনে ফিরে যাবে। এই পৃথিবী হয়তো কিছুদিন পর আরো নির্মম কোন ঘটনার কারণে এই হৃদয়কে ভুলে যাবে। তবে হৃদয়ের পরিবারের হৃদয় থেকে এই নির্মম হ*ত্যাকান্ডের কষ্ট কখনো মুছে যাবে না।

আমি শারীরিকভাবে সুস্থ হওয়া মাত্রই হৃদয়ের পরিবারের পাশে দাঁড়াবো। হয়তো এখন আর কিছুই করতে পারবো না। কারণ আমরা হৃদয়কে বাঁচাতে ব্যর্থ হয়েছি। তবে সন্তান হারানো সেই মায়ের কাছ থেকে কিছু কথা শুনে যেন তার কষ্টটা একটু হালকা করতে পারি, সেই দোয়াই মহান আল্লাহ রাব্বুল আলামীনের কাছে কামনা করছি।
😥😥

04/09/2023

ক্যারামেল পুডিং... ... 🍮

For the first time but.... Allhamdulilla...🍮☺️

Bangladesh Maya's fun club

মানিকগঞ্জের উদ্দেশ্য রওনা হলাম😊....
28/08/2023

মানিকগঞ্জের উদ্দেশ্য রওনা হলাম😊....

26/08/2023

কি পরিমানে আলসিতে ধরলে মানুষ friday এর ভিডিও Saturday up দেই🥴😕😏(Friday vlog)

Bangladesh

20/08/2023

🤧

12/08/2023

কদম ফুলের মমো's।।।। 🫣🫣👌

Bangladesh

11/08/2023

..আমি পারি না..... ...আর পারি না....😑.....আমি কেনো মরি না. 🥹......আজরাইল কি দেখে....না..🎶.🥲

06/08/2023

কলেজে প্র্যাকটিক্যালের সবাইকে নিয়ে ছোট্ট একটি অনুষ্ঠান 😊

04/08/2023

সবাই মিলে কেন এতগুলো কাঁচা বাজার কেনাকাটা করলাম🤔

02/08/2023

Sinha's Birthday vlog...☺️

Bangladesh

31/07/2023

আসলে... সেলিব্রেটি হইলে যা হয় 🥴

😒

27/07/2023

SSC রেজাল্টদের বর্তমান অবস্থা যেমন চলতেছে☹️

16/07/2023

গ্রামের বাড়িতে গিয়ে সব আন্ডা বাচ্চা নিয়ে পিকনিক করলাম😇

04/07/2023

Bottle flip~এর নামে বান্ধবিদের কিলানোর সুবর্ণ সুযোগ পেলাম🤭😝

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Maya's vlog. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category