09/08/2022
ফেসবুক লাইভ শপিং ফিচার বন্ধ করে দেয়ার একটি ঘোষণা আসার পর থেকে এটা নিয়ে কিছু ভুল ধারণার প্রচার শুরু হয়েছে, আসুন জেনে নেই বিস্তারিত।
ফেসবুক লাইভ শপিং ফিচার আর ফেসবুক লাইভ ফিচার এক নয়। ফেসবুক লাইভ শপিং ফিচার শুরু হয় ২০১৮ সালে থাইল্যান্ড থেকে (TechCrunch) এরপর ট্র্যায়াল বেসিসে অন্যান্য দেশেও বেটা টেস্ট করা হয়। এই ফিচারের মাধ্যমে আপনার ফেসবুক পেইজে যদি শপ সেটাপ করা থাকে, এবং ফেসবুক শপের ভেতর থেকেই চেকআউট অপশন থাকে অর্থাৎ পেমেন্ট করে অর্ডার কনফার্ম করার ব্যবস্থা থাকে, তাহলে লাইভ চলাকালীন শপ নাও অপশন থেকে আপনার কাস্টমাররা শপিং করতে পারবে। যাদের ফেসবুক শপ নেই, ফেসবুক শপের মাধ্যমে চেকআউট অপশন নেই তাদের ক্ষেত্রে এই ফিচার কোন কাজে আসবে না। আমাদের দেশে কোন ফেসবুক পেইজে লাইভ শপিং অপশন ছিল কিনা আমার জানা নেই। আমাদের দেশে নরমাল ফেসবুক লাইভ থেকে স্ক্রিনশট নিয়ে কমেন্ট বা ম্যাসেজ করার মাধ্যমে কাস্টমারের শপিং এক্সপেরিয়েন্সটা হয়ে থাকে। তাই লাইভ শপিং অপশন বন্ধ করলেও নরমাল লাইভ করা, সেখান থেকে অর্ডার নেয়া, পেইজ থেকে অর্ডার কনফার্ম করার মধ্যে কোন বাঁধা বা সমস্যা হবে না, সব আগের মতই চলবে।
অনেকে মনে করছেন এখন আর লাইভ থেকে সেল করা যাবে না বা লাইভে প্রোডাক্ট প্রচার করা যাবে না, বিষয়টা মোটেই এরকম নয়। সব আগের মতই থাকছে, শুধু যাদের লাইভ থেকে ডিরেক্ট শপ নাও ফিচারটা ছিল সেটা আর থাকছে না। ফেসবুক শর্ট ভিডিও অর্থাৎ রিলস এর দিকে বেশী মনোযোগ দিচ্ছে, এবং এই ফিচারটা সেখানে কার্যকর হবে।
আশা করি ব্যাপারটা এখন পরিষ্কার হয়েছে।