Biography By Photography

Biography By Photography অধ্যাপক ডা. মোঃ হুমায়ূন কবীর বুলবুল মহাসচিব বাংলাদেশ ডেন্টাল সোসাইটি অধ্যক্ষ ঢাকা ডেন্টাল কলেজ

অধ্যাপক ডা. হুমায়ুন কবির বুলবুল। একজন প্রতিথযশা দন্ত বিশেষজ্ঞ।

১৯৬৭ সালের ২১ মে ফেনী জেলার পশ্চিম ছাগলনাইয়া গ্রামের আফজল মুন্সী বাড়ির সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। পাঁচ ভাই ও পাঁচ বোনের মধ্যে তিনি সবার বড়। পিতা মরহুম আমিনুল ইসলাম একজন সরকারি চাকরিজীবী ছিলেন। মা মরহুমা নূর নাহার একজন গৃহীনী।

স্ত্রী ফাহমিদা আক্তার স্বপ্না। একমাত্র কন্যা নূর ওয়ারিশা পূর্ণতাকে নিয়ে তাদের সু

খের সংসার।

শৈশব থেকেই ছোট গল্প লেখালেখিতে পারঙ্গম এ দন্ত বিশেষজ্ঞের দেশ-বিদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ জার্নালে দাঁত ও মুখের চিকিৎসাবিষয়ক বহু গবেষণাপত্র প্রকাশিত হয়েছে।

কিশোর বয়স থেকেই রাজনীতিতে সরব হুমায়ুন কবির বুলবুল। পাশাপাশি যুক্ত ছিলেন সামাজিক, সাহিত্য ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে। এর সুবাদে স্কুল জীবনে থেকেই সংগঠক হিসেবে আলো ছড়াতে থাকেন তিনি। আর এভাবে অনেক বিশিষ্টজনের নজর কাড়েন বহুমুখী প্রতিভার অধিকারী হুমায়ুন বুলবুল। এ পথ ধরে ১৯৮৭-৮৮ সালে ছাত্র লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য হন।

ছোটবেলা থেকেই তুখোর মেধাবী হুমায়ুন কবির বুলবুল ফেনী সরকারি পাইলট হাইস্কুল থেকে ১৯৮২ সালে ডিসটিংশনসহ প্রথম বিভাগে এসএসসি পাস করেন। ১৯৮৪ সনে ফেনী সরকারি কলেজ থেকে একাধিক বিষয়ে লেটার মার্কস নিয়ে উত্তীর্ণ হন এইচএসসি পরীক্ষায়।

চিকিৎসক হওয়ার তীব্র আকাঙ্ক্ষা থেকে অংশ নেন মেডিকেল ভর্তি পরীক্ষায় এবং রংপুর মেডিকেল কলেজে চান্সও হয় তাঁর। তবে রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় হওয়ার সে সময় তার পক্ষে ঢাকা ছাড়া সম্ভবপর হয়নি। একই কারণে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ফরেস্ট্রিতে পড়ার সুযোগও হাতছাড়া করেন বুলবুল। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায়ও মেধার স্বাক্ষর রাখেন তিনি।

তবে পিতা-মাতার ইচ্ছাতে ১৯৮৫ সালে ঢাকা ডেন্টাল কলেজ ভর্তি হন হুমায়ুন কবীর বুলবুল। সেখান থেকে ১৯৯১ সালে বিডিএস সম্পন্ন করেন।

তৎকালীন আইপিজিএমআর বর্তমান বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে স্মাতকোত্তর ডিগ্রি ডিডিএস সম্পন্ন করেন। এরপর দাঁত ও মুখের স্বাস্থ্যের ওপর উচ্চতর ডিগ্রি অর্জন করতে জাপানের হিরোশিমা বিশ্ববিদ্যালয়ে যান তিনি। সেখান থেকে ১৯৮৮ সনে ওরাল অ্যানেসথেশিয়ার ওপর ফেলোশিপ করেন ডা. বুলবুল।

উদ্ভাবনী গবেষণায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউট অব বায়োলজিক্যাল সায়েন্সেস থেকে ২০২০ ডেন্টিস্ট্রিতে পিএইচডি ডিগ্রি অর্জন করেন দেশের ডেন্টিস্ট্রি জগতের এ প্রাণপুরুষ।

হুমায়ুন কবির বুলবুল ১৯৯৫ সালে ১৫তম বিসিএস এ ডেন্টাল সার্জন হিসেবে সরকারি চাকরিতে যোগ দেন।

বর্ণাঢ্য কর্মজীবনে চট্টগ্রাম, রাজশাহী ও সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হয়ে ২০১৮ সালে ঢাকা ডেন্টাল কলেজের অধ্যক্ষ হন। এর পর থেকে সুনামের সঙ্গে এ দায়িত্ব পালন করে যাচ্ছেন তিনি।

একাডেমিক পাঠদানের পাশাপাশি রোগীদেরকেও সময় দেন সদা হাস্যোজ্জ্বল ও সদালাপী এ চিকিৎসক। পরম মমতায় কাছ থেকে জানার চেষ্টা করেন তাদের সমস্যার কথা।

ডেন্টালে ভর্তি হওয়ার পর থেকে ডেন্টিস্ট্রিকে গুরুত্বের কেন্দ্রে নিয়ে আসার লক্ষ্যে জাতীয় রাজনীতিতে সম্পৃক্ততা কমানোর পাশাপাশি ডেন্টালের উন্নয়ন-অগ্রগতি নিয়ে ভাবতে থাকেন। এরই ধারাবাহিকতায় পরবর্তীতে নিজেকে পেশাজীবী কর্মকাণ্ডে সক্রিয় করে তুলেন পরিশ্রমপ্রিয় ও উদ্যমী এ মানুষটি।

সুদীর্ঘ দুই যুগেরও বেশি সময় ধরে ডেন্টালের উন্নয়নে রেখে চলেছেন নিরলস ভূমিকা।

ভবিষ্যত পরিকল্পনার কথা তুলে ধরে প্রতিথযশা এ চিকিৎসক বলেন, গোটা পৃথিবীতে ডেন্টিস্ট্রি পেশা অত্যন্ত মর্যাদার। কিন্তু বাংলাদেশে তুলনামূলকভাবে তা অনেকটা অবহেলিত। তাই পেশার উন্নয়নে নিরবচ্ছিন্নভাবে কাজ করতে চান তিনি।

04/01/2024

আজ ছিলো ডাঃমাহমুদ হোসেন কল্লোল স্যারের শেষ কর্মদিবস
ঢাকা ডেন্টাল কলেজ কনজারভেটিভ ডিপার্টমেন্টের পক্ষ থেকে বিদায় আয়োজন ।এ সময় স্যারের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করেন অধ্যাপক ডাঃমোঃ Humayun Bulbul স্যার
অধ্যক্ষ
ঢাকা ডেন্টাল কলেজ
মহাসচিব
বাংলাদেশ ডেন্টাল সোসাইটি

আজ ছিলো ডাঃমাহমুদ হোসেন কল্লোল স্যারের শেষ কর্মদিবস ঢাকা ডেন্টাল কলেজ কনজারভেটিভ ডিপার্টমেন্টের পক্ষ থেকে বিদায় আয়োজনের ...
04/01/2024

আজ ছিলো ডাঃমাহমুদ হোসেন কল্লোল স্যারের শেষ কর্মদিবস
ঢাকা ডেন্টাল কলেজ কনজারভেটিভ ডিপার্টমেন্টের পক্ষ থেকে বিদায় আয়োজনের কিছু স্থির চিত্র।এ সময় স্যারের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করেন অধ্যাপক ডাঃমোঃ Humayun Bulbul স্যার
অধ্যক্ষ
ঢাকা ডেন্টাল কলেজ
মহাসচিব
বাংলাদেশ ডেন্টাল সোসাইটি

01/01/2024

HAPPY NEW YEAR 2024

HAPPY NEW YEAR 2024 CELEBRATION                         WithHonourable Prof.Dr.Md.Humayun Bulbul  SirPrincipal Dhaka Den...
01/01/2024

HAPPY NEW YEAR 2024 CELEBRATION
With
Honourable Prof.Dr.Md.Humayun Bulbul Sir
Principal
Dhaka Dental College
Secretary General
Bangladesh Dental Society

বাংলাদেশ ডেন্টাল সোসাইটি, ফেনী জেলার সায়েন্টিফিক সেমিনার :গতকাল সন্ধ্যায় বাংলাদেশ ডেন্টাল সোসাইটি, ফেনী জেলার সায়েন্টিফি...
30/12/2023

বাংলাদেশ ডেন্টাল সোসাইটি, ফেনী জেলার সায়েন্টিফিক সেমিনার :
গতকাল সন্ধ্যায় বাংলাদেশ ডেন্টাল সোসাইটি, ফেনী জেলার সায়েন্টিফিক সেমিনার স্হানীয় বেষ্ট ইন রেষ্টুরেন্টে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঢাকা ডেন্টাল কলেজের সম্মানিত অধ্যক্ষ,বাংলাদেশ ডেন্টাল সোসাইটির মহাসচিব অধ্যাপক ডাঃ মোঃ Humayun Bulbulস্যার।
বাংলাদেশ ডেন্টাল সোসাইটি, ফেনী জেলার সভাপতি ডা: কাজী মো: ইস্রাফীলের সভাপতিত্বে এতে গেষ্ট অব অনার হিসাবে উপস্থিত ছিলেন ফেনী বিএমএর সভাপতি অধ্যাপক ডাঃ সাহেদুল ইসলাম কাওসার। ডা: আকতার হোসেন তানসেন এর সঞ্চালনায় এতে আরো উপস্থিত ছিলেন ফেনীর সিভিল সার্জন ডা: মো: শিহাব উদ্দিন, ফেনী বিএমএর সেক্রেটারী অধ্যাপক ডাঃ বিমল চন্দ্র দাস।
এতে মূল প্রবন্ধ উপস্থাপনা করেন ডা: নীতিশ কৃষ্ণ দাস,
সহকারী অধ্যাপক(ওএমএস),
সোরওয়ার্দী মেডিকেল কলেজ,ঢাকা। স্পিকার হিসাবে আরো প্রবন্ধ উপস্থাপনা করেন ডা: মো: নজরুল ইসলাম,
বিভাগীয় প্রধান, ইউনাইটেড হাসপাতাল,ডেন্টাল বিভাগ।
এতে আরো উপস্থিত ছিলেন ডা: কৃষ্ণ পদ সাহা, ডা: আসিফ ইকবাল, ডা: জামাল উদ্দিন, ডা: ইলিয়াস, ডা: আব্দুল মতিন, ডা: সোহাগ, ডা: মুরাদ, ডা: রাসেল, ডা: শাম্মী আকতার, ডা: আরিফ, ডা: আবদুল্লাহ রিয়াদ, ডা: জুবায়ের, ডা: রাফি, ডা: রাজন, ডা: শিহাব, ডা: নিগার, ডা: তামান্না, ডা: দিশা, ডা: ইসমাইল,ডা: সৌরভ সহ প্রমূখ।

ঢাকা-১৩ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক ভাইয়ের নির্বাচনী প্রচারণায় বাংলাদেশ ছাত্রলীগ,ঢাকা...
25/12/2023

ঢাকা-১৩ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক ভাইয়ের নির্বাচনী প্রচারণায় বাংলাদেশ ছাত্রলীগ,ঢাকা ডেন্টাল কলেজ শাখার একাংশ এবং এসময় উপস্থিত ছিলেন

Prof. Dr. Md.Humayun Bulbul Sir
অধ্যক্ষ, ঢাকা ডেন্টাল কলেজ
মহাসচিব, বাংলাদেশ ডেন্টাল সোসাইটি

24/12/2023

Bangladesh Association of Dental Anatomy(BADA)
Speech of :
Professor Dr.Md.Humayun Bulbul Sir
Principal
Dhaka Dental College
Secretary General
Bangladesh Dental Society

22/12/2023

চ্যানেল নাইনের পর্দায়
২২.১২.২০২৩
শুক্রবার
সন্ধ্যা ৭:০০ মিনিটে
ডক্টর'স পয়েন্ট এই শুক্রবারের বিশেষ অতিথি
বাংলাদেশ ডেন্টাল সোসাইটির
অত্যন্ত প্রিয়, শ্রদ্ধেয় ও সমাদৃত ব্যাক্তিত্ব
প্রফেসর ডাঃমোঃ Humayun Bulbulস্যার
প্রিন্সিপাল, ঢাকা ডেন্টাল কলেজ
মহাসচিব, বাংলাদেশ ডেন্টাল সোসাইটি

“ডেন্টাল বিশ্ববিদ্যালয় সময়ের দাবী”

ডেন্টাল বিশ্ববিদ্যালয় সময়ের সাথে
দেশের রুপকল্পে
প্রয়োজন উদ্যোগের
উন্নয়নের রোডম্যাপে….

চ্যানেল নাইনের পর্দায় আগামীকাল (শুক্রবার) সন্ধ্যা ৭:০০ মিনিটে-ডক্টর'স পয়েন্ট এই শুক্রবারের বিশেষ অতিথি বাংলাদেশ ডেন্টাল ...
21/12/2023

চ্যানেল নাইনের পর্দায় আগামীকাল (শুক্রবার) সন্ধ্যা ৭:০০ মিনিটে-
ডক্টর'স পয়েন্ট এই শুক্রবারের বিশেষ অতিথি
বাংলাদেশ ডেন্টাল সোসাইটির
অত্যন্ত প্রিয়, শ্রদ্ধেয় ও সমাদৃত ব্যাক্তিত্ব
প্রফেসর ডাঃমোঃHumayun Bulbul স্যার
প্রিন্সিপাল, ঢাকা ডেন্টাল কলেজ
মহাসচিব, বাংলাদেশ ডেন্টাল সোসাইটি

“Teachers  Directory Unveiling” & Grooming Session for newly Graduated Dental SurgeonChairperson:Professor Dr.Md.Humayun...
20/12/2023

“Teachers Directory Unveiling” & Grooming Session for newly Graduated Dental Surgeon
Chairperson:
Professor Dr.Md.Humayun Bulbul Sir
Principal
Dhaka Dental College
Secretary General
Bangladesh Dental Society
Arranged By:
Dhaka Dental College Teachers‘ Association

অধ্যাপক ডাঃ হুমায়ুন কবীর বুলবুলের সভাপতিত্ত্বে ২০ ডিসেম্বর ২০২৩, বুধবার, ঢাকা ডেন্টাল কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হলো টিচার্স ডিরেক্টরির উম্মোচন এবং ফাইনাল বিডিএস পরীক্ষায় উত্তীর্ণ নব্য ডাক্তারদের গ্রুমিং সেশন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে অধ্যক্ষ মহোদয় জানান এবার ঢাকা ইউনির্ভাসিটির অধীনে অনুষ্ঠিত ফাইনাল পেশাগত পরীক্ষায় প্রথম স্থানসহ ১০ জনের ৬ জনই ঢাকা ডেন্টাল কলেজের।

এ সাফল্যে কলেজ কর্তৃপক্ষ, শিক্ষক ও ছাত্র ছাত্রী সকলেই গৌরববোধ করেছে। সাফল্যের কারণ হিসেবে অধ্যক্ষ মহোদয় বলেন, আমাদের শিক্ষক বৃন্দের নিরলস পরিশ্রম আর শিক্ষার্থীদের পড়াশোনার উপযোগী ক্যাম্পাস তৈরি হওয়ায় এমন সাফল্য। তিনি আরো বলেন শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ প্রদানে ২০১৯ সাল থেকে আমরা ‘প্রিন্সিপাল এওয়ার্ড’ চালু করি।যে সকল শিক্ষার্থী বিভিন্ন বিষয়ে অনার্স মার্ক এবং প্লেস করেছে তাদের এ পুরস্কার প্রদান করা হয়। এতে শিক্ষার্থীদের মধ্যে ভালো ফলাফল করার আগ্রহও সৃষ্টি হয়েছে।টির্চাস ডিরেক্টরি উন্মোচনে অধ্যাপক ডাঃ হুমায়ুন কবীর বুলবুল বলেন, অনেক দিনের প্রত্যাশায় আমরা এমন একটি মাধ্যম খুঁজছিলাম যার মধ্যে আমাদের সকল শিক্ষকের প্রয়োজনীয় তথ্য থাকে, এক নজরে ঐ শিক্ষক সম্পর্কে একটা ধারণা পাওয়া যায়। তারই প্রেক্ষিতে আমাদের এই টিচার্স ডিরেক্টরি বইটির আজ উন্মোচন হলো। টিচার্স ডিরেক্টরি বইটি হাতে পেয়ে সকল শিক্ষকবৃন্দ এর প্রসংশা করেন। বইটির সম্পাদনার দায়িত্ব পালন করেন ঢাকা ডেন্টাল কলেজ শিক্ষক সমিতির মহাসচিব ডা.মোরশেদ আলম তালুকদার। অত্যন্ত নিপুণভাবে কাজটি সম্পন্ন করেছেন তিনি। গ্রুমিং সেশন পরিচালনা করেন ডা. রাজিবুল হাসান, লেকচারার, অর্থোডন্টিকস এন্ড ডেন্টোফ্রেসিয়াল অর্থোপেডিক্সস। ক্যারিয়ার বিষয়ে অত্যন্ত গুছানো একটি সেশন উপভোগ করেন উপস্থিত সকলেই। সৌকয্যমন্ডিত ও নান্দনিক এ আয়োজন শিক্ষক,চিকিৎসক ও ছাত্র ছাত্রীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা সৃষ্টি করেছে, প্রতিনিয়ত এ ধরনের অনুষ্ঠান হওয়ার প্রত্যাশা রাখে সকলেই।

20/12/2023

“Teachers Directory Unveiling”
&
————————————————————————
Grooming Session for newly Graduated Dental Surgeons

Chairperson:
Professor Dr.Md.Humayun Bulbul Sir
Principal
Dhaka Dental College
Secretary General
Bangladesh Dental Society
Arranged By:
Dhaka Dental College Teachers‘ Association

১৬.১২.২০২৩মহান বিজয় দিবসে রুপায়ন জেড এ টাওয়ারে ঢাকা-৮ আসনের বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী জননেতা আ ফ ম বাহাউদ্দ...
19/12/2023

১৬.১২.২০২৩
মহান বিজয় দিবসে রুপায়ন জেড এ টাওয়ারে ঢাকা-৮ আসনের বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী জননেতা আ ফ ম বাহাউদ্দিন নাসিমের সাথে ….

ঢাকা ডেন্টাল কলেজের অধ্যক্ষ এবং বাংলাদেশ ডেন্টাল সোসাইটির মহাসচিব অধ্যাপক ডা. মোঃHumayun Bulbul স্যার , দেশের অন্যতম বৃহত্তম আবাসন পল্টন থানাধীন শান্তিনগর রূপায়ন জেড এ টাওয়ার ফ্ল্যাট মালিক কল্যাণ সমিতির সভাপতির ফুলেল শুভেচ্ছা বিনিময় কালীন কিছু মুহূর্ত।

আগামীতে এভাবেই জয়ের ধারা অব্যাহত থাকুক এই দোয়া ও শুভ কামনা রইলো ……

17/12/2023
বিজয় দিবস উপলক্ষে বঙ্গভবনে রাষ্ট্রপতির সংবর্ধনা              ------- রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও তার সহধর্মিণী ড. রেবেক...
17/12/2023

বিজয় দিবস উপলক্ষে
বঙ্গভবনে রাষ্ট্রপতির সংবর্ধনা
-------
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও তার সহধর্মিণী ড. রেবেকা সুলতানা মহান বিজয় দিবস উপলক্ষে বঙ্গভবনে সংবর্ধনার আয়োজন করেন।

শনিবার (১৬ ডিসেম্বর) বাংলাদেশের ৫৩তম বিজয় দিবস উপলক্ষে বঙ্গভবনের সবুজ লনে আয়োজিত সংবর্ধনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানা সেখানে যোগ দেন।

বিকাল ২টা থেকে ৪টা ৩০ মিনিট পর্যন্ত এ অনুষ্ঠানে কয়েক হাজার আমন্ত্রিত অতিথির মধ্যে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, প্রধান বিচারপতি ওবায়দুল হাসান, মন্ত্রিপরিষদ সদস্য, উপদেষ্টামণ্ডলী, বিভিন্ন দেশের কূটনৈতিক, সুপ্রিম কোর্টের বিচারক, তিন বাহিনী প্রধান, সংসদ সদস্য, সিনিয়র রাজনৈতিক নেতা, শিক্ষাবিদ, ব্যবসায়ী সম্প্রদায়ের নেতা, শিল্পী, বীর মুক্তিযোদ্ধা, বীরশ্রেষ্ঠ গ্যাল্যান্ট্রি অ্যাওয়ার্ড প্রাপকদের পরিবার এবং বিশিষ্ট নাগরিকরা উপস্থিত ছিলেন।

বেসামরিক ও সামরিক কর্মকর্তাদের পাশাপাশি সংবাদপত্রের সম্পাদক ও সাংবাদিক নেতারাও সংবর্ধনায় যোগ দেন।

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ উপলক্ষে একটি কেক কাটেন। এ সময় তারা আহত মুক্তিযোদ্ধা, গণ্যমান্য ব্যক্তিরা ও অতিথিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

বায়ান্ন বছর আগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে একটি স্বাধীন দেশ হিসেবে জন্ম নেয় বাংলাদেশ। ৩০ লাখ শহীদের সর্বোচ্চ আত্মত্যাগ ও দুই লাখ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে অর্জিত হয়েছে নতুন রাষ্ট্র বাংলাদেশ।

১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি দখলদার বাহিনী বাংলাদেশ ও ভারতের যৌথ বাহিনীর কাছে আত্মসমর্পণ করে। ৯ মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের অবসান ঘটিয়ে পূর্ব পাকিস্তান বাংলাদেশে পরিণত হয়।
-----------

মহান বিজয় দিবস ২০২৩বীর মুক্তিযোদ্ধা ও সকল শহীদের  প্রতি বিনম্র শ্রদ্ধাঞ্জলি ……আমরা তোমাদের ভুলবো না….
16/12/2023

মহান বিজয় দিবস ২০২৩
বীর মুক্তিযোদ্ধা ও সকল শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধাঞ্জলি ……
আমরা তোমাদের ভুলবো না….

12/12/2023

মুখের রোগের সাথে ডায়াবেটিস এর সম্পর্ক আছে কিনা???

অধ্যাপক ডাঃমোঃহুমায়ুন কবীর বুলবুল স্যার
অধ্যক্ষ
ঢাকা ডেন্টাল কলেজ
মহাসচিব
বাংলাদেশ ডেন্টাল সোসাইটি

“Consultative meeting for exchange of views with Expert Teacher for review and Update of BDS Curriculum”Place:DLT,Dhaka ...
10/12/2023

“Consultative meeting for exchange of views with Expert Teacher for review and Update of BDS Curriculum”
Place:DLT,Dhaka Dental College
Date:10/12/2023
Dhaka Dental College,Dhaka
&
Centre for Medical Education (CME),DGME

“অবসরোত্তর বিদায়ী শিক্ষকবৃন্দের সংবর্ধনা” অনুষ্ঠানআয়োজনেঃDhaka Dental Collegeসভাপতি অধ্যাপক ডাঃমোঃ Humayun Bulbul স্যার...
09/12/2023

“অবসরোত্তর বিদায়ী শিক্ষকবৃন্দের সংবর্ধনা” অনুষ্ঠান
আয়োজনেঃDhaka Dental College

সভাপতি
অধ্যাপক ডাঃমোঃ Humayun Bulbul স্যার
অধ্যক্ষ
ঢাকা ডেন্টাল কলেজ
মহাসচিব
বাংলাদেশ ডেন্টাল সোসাইটি

প্রাচীনতম ও ঐতিহ্যবাহী ঢাকা ডেন্টাল কলেজের অডিটোরিয়ামে গত ৯ ডিসেম্বর ২০২৩, শনিবার সকাল ১০ টায় অনুষ্ঠানটি শুরু হয় অধ্যক্ষ অধ্যাপক ডা: হুমায়ুন কবীর বুলবুলের সভাপতিত্বে।
স্বাগত বক্তব্যে তিনি বলেন অবসরপ্রাপ্ত শিক্ষকদের নিয়ে একটি সৌকর্য অনুষ্ঠান করার অভিপ্রায়টি বাস্তবায়নে সকল ফেকাল্টি,ছাত্র-ছাত্রী,কর্মকর্তা-কর্মচারীদের স্বতস্ফুর্ততা প্রমান করছে যে
সম্মান জানানোর বাংগালির সেই চিরায়ত সংস্কৃতি আমাদের মধ্যে এখনও বহমান রয়েছে।
উপস্থিতির প্রতিক্রিয়া হচ্ছে ,সাধারণত বক্তব্য খুব কমই শুনতে চায় সবাই, কিন্তু এই সকল শিক্ষকদের কথা সকল উপস্থিতি মনোযোগ সহকারে শোনেন।
সম্মানিত শিক্ষকবৃন্দ সকলেই তাদের কথায় আবেগ আপ্লূত হয়ে যায়। সকলের কথায় ঢাকা ডেন্টাল কলেজের প্রতি ভালো লাগা,ভালোবাসা ফুটে উঠে।
ডেন্টাল কলেজ তাদের একটা মায়া, তাদের ভালোবাসা।

ফুলেল শুভেচ্ছায় সিক্ত করে ক্রেস্ট,এক্সিকিউটিভ ব্যাগ,মুক্তিযুদ্ধের চেতনার স্মারক উত্তরীয় এবং আবহমান বাংলার সংস্কৃতি ও লোকশিল্পের অংশ নকশী কাঁথা প্রদান করে যাঁদের সম্মানিত করা হয়:
১.অধ্যাপক ডা. সালাহউদ্দিন আহমেদ
অধ্যাপক ও প্রধান, পেরিওডন্টোলজি এবং ওরাল প্যাথলজি বিভাগ

২. অধ্যাপক ডা. ফারহা নূর
অধ্যাপক ও প্রধান বিভাগ জেনারেল ও ডেন্টাল ফার্মাকোলজি

৩. ডা. ফজলে রাব্বি
সহকারী অধ্যাপক , চিল্ড্রেন প্রিভেন্টিভ এন্ড কমিউনিটি ডেন্টিস্ট্রি

৪.অধ্যাপক ডা. জালাল উদ্দিন মাহমুদ
অধ্যাপক ও প্রধান পেরিওডন্টোলজি এবং ওরাল প্যাথলজি বিভাগ

৫. ডা. মোহাম্মদ নাসিরুল ইসলাম
সহযোগী অধ্যাপক ও প্রধান, ডেন্টাল ইমপ্লান্টোলজি বিভাগ

৬. অধ্যাপক ডা. সাবরিনা হক
অধ্যাপক ডিপার্টমেন্ট অফ কনজারভেটিভ ডেন্টিস্ট্রি

৭. প্রফেসর ডা. এস এম ইকবাল হুসাইন
প্রাক্তন অধ্যক্ষ, অধ্যাপক, ডেন্টাল অ্যানাটমি বিভাগ

৮. ডা. খন্দকার মাহমুদুর রহমান
সহযোগী অধ্যাপক

৯. ডা. মুহাম্মদ মিজানুর রহমান
সহযোগী ও বিভাগীয় প্রধান, পেরিওডন্টোলজি এবং ওরাল প্যাথলজি বিভাগ

১০. ডা. জেসমিন হক
সহযোগী অধ্যাপক, ডিপার্টমেন্ট অফ কনজারভেটিভ ডেন্টিস্ট্রি

১১. অধ্যাপা ডা. উম্মে সালমা আব্দুল্লাহ
অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডিপার্টমেন্ট অফ চিলড্রেন প্রিভেন্টিভ অ্যান্ড কমিউনিটি ডেন্টিস্ট্রি।

১২. অধ্যাপক ডা. সালেহা পারভীন
অধ্যাপক ,বিভাগীয় প্রধান সাইন্স এন্ড ডেন্টাল মেটিরিয়াল

১৩. অধ্যাপক ডা. এ কে এম আজিজুল হক
অধ্যাপক ও বিভাগীয় প্রধান, ডিপার্টমেন্ট অফ প্রস্থডন্টিক্স

১৪. ডা. আ ফ ম সারোয়ার
ভাইস প্রিন্সিপাল, সহযোগী অধ্যাপক,
চিলড্রেন প্রিভেন্টিভ অ্যান্ড কমিউনিটি ডেন্টিস্ট্রি

১৫. অধ্যাপক ডা. মোঃ ফারুক
অধ্যাপক ও প্রধান, ডেন্টাল অ্যানাটমি বিভাগ

১৬. অধ্যাপক ডা. উম্মে কুলসুম
অধ্যাপক এবং বিভাগীয় প্রধান, কনজারভেটিভ ডেন্টিস্ট্রি

১৭. ডা. এবিএম ফরিদ উদ্দিন
সহকারী অধ্যাপক, প্রস্থোডন্টিক্স বিভাগ

১৮. প্রফেসর ডা. রেজিনা পারভীন
অধ্যাপক, মাইক্রোবায়োলজি ও প্যাথলজি বিভাগ

১৯. অধ্যাপক ডা. শরিফুল ইসলাম
অধ্যাপক এবং বিভাগীয় প্রধান, চিলড্রেন এন্ড প্রিভেন্টিভ ডেন্টিস্ট্রি

২০. ডা. মোহাম্মদ গোলাম সারোয়ার
সহযোগী অধ্যাপক,ডেন্টিস্ট্রি

২১. অধ্যাপক ডা. রওশান আক্তার
অধ্যাপক ডিপার্টমেন্ট অফ চিলড্রেন প্রিভেন্টিভ এন্ড কমিউনিটি ডেন্টিস্ট্রি

২২. অধ্যাপক ডা. আনোয়ারা হক
অধ্যাপক ও প্রধান, ডেন্টাল পাবলিক হেলথ বিভাগ

২৩. অধ্যাপক ডা. তারিন রহমান
অধ্যাপক এবং বিভাগীয় প্রধান, ওরাল ও ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি বিভাগ।

২৪. অধ্যাপক ডা. রাজিউদ্দিন খান
অধ্যাপক ও প্রধান, ডেন্টাল অ্যানাটমি বিভাগ

09/12/2023

“অবসরোত্তর বিদায়ী শিক্ষকবৃন্দের সংবর্ধনা” অনুষ্ঠান

সভাপতি অধ্যাপক ডাঃমোঃ Humayun Bulbul স্যার
অধ্যক্ষ
ঢাকা ডেন্টাল কলেজ
মহাসচিব
বাংলাদেশ ডেন্টাল সোসাইটি

06/12/2023

ঢাকা ডেন্টাল কলেজের সাবেক শিক্ষার্থীদের নিয়ে অ্যালামনাই এসোসিয়েশন গঠনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এ লক্ষ্যে (২ ডিসেম্বর) ঢাকা ডেন্টাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. Humayun Bulbul স্যারকে আহ্বায়ক ও ডা. মো. মোরশেদ আলম তালুকদারকে সদস্য সচিব করে আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। পাশাপাশি ঢাকা ডেন্টালে পড়াশোনা শেষ করে বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান হিসেবে কর্মরত সকলকে কমিটির সদস্য হিসেবে রাখা হয়েছে।
মঙ্গলবার (৫ ডিসেম্বর) অ্যালামনাই এসোসিয়েশনের নবগঠিত আহ্বায়ক কমিটির আহ্বায়ক ও সদস্য সচিব স্বাক্ষরিত বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা গেছে।

Dhaka Dental College Alumni Association
এর আহ্বায়ক,সদস্য সচিব এবং সংশ্লিষ্ট সবাইকে শুভেছা ও অভিনন্দন জানান…

-বাংলাদেশ ছাত্রলীগ,ঢাকা ডেন্টাল কলেজ শাখা॥

ঢাকা ডেন্টাল কলেজের সাবেক শিক্ষার্থীদের নিয়ে অ্যালামনাই এসোসিয়েশন গঠনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এ লক্ষ্যে (২ ডিসেম্বর) ...
06/12/2023

ঢাকা ডেন্টাল কলেজের সাবেক শিক্ষার্থীদের নিয়ে অ্যালামনাই এসোসিয়েশন গঠনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এ লক্ষ্যে (২ ডিসেম্বর) ঢাকা ডেন্টাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. Humayun Bulbul স্যারকে আহ্বায়ক ও ডা. মো. মোরশেদ আলম তালুকদারকে সদস্য সচিব করে আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। পাশাপাশি ঢাকা ডেন্টালে পড়াশোনা শেষ করে বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান হিসেবে কর্মরত সকলকে কমিটির সদস্য হিসেবে রাখা হয়েছে।
মঙ্গলবার (৫ ডিসেম্বর) অ্যালামনাই এসোসিয়েশনের নবগঠিত আহ্বায়ক কমিটির আহ্বায়ক ও সদস্য সচিব স্বাক্ষরিত বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা গেছে।

Dhaka Dental College Alumni Association
এর আহ্বায়ক,সদস্য সচিব এবং সংশ্লিষ্ট সবাইকে শুভেছা ও অভিনন্দন জানান…

-বাংলাদেশ ছাত্রলীগ,ঢাকা ডেন্টাল কলেজ শাখা॥

২.১২.২০২৩ ঢাকা ডেন্টাল কলেজ একাডেমিক কাউন্সিলের সভায় “ঢাকা ডেন্টাল কলেজ এ্যালুমনাই এসোসিয়েশন” গঠনের প্রয়াসে  আহবায়ক হিসে...
05/12/2023

২.১২.২০২৩
ঢাকা ডেন্টাল কলেজ একাডেমিক কাউন্সিলের সভায় “ঢাকা ডেন্টাল কলেজ এ্যালুমনাই এসোসিয়েশন” গঠনের প্রয়াসে আহবায়ক হিসেবে সম্মানিত অধ্যক্ষ
ডাঃHumayun Bulbul স্যার (পদাতিকার বলে) এবং সদস্য সচিব হিসেবে ডাঃমোরশেদ আলম তালুকদার স্যারের নাম সর্বসম্মতিতে গৃহিত হয় ।

অত্যন্ত উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়ে গেলো ঢাকা ডেন্টাল কলেজ ইতিহাসে প্রথম ঐতিহ্যবাহী “চাটগাঁইয়া মেজবানী উৎসব” ।সমসাময়িক...
04/12/2023

অত্যন্ত উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়ে গেলো ঢাকা ডেন্টাল কলেজ ইতিহাসে প্রথম ঐতিহ্যবাহী “চাটগাঁইয়া মেজবানী উৎসব” ।সমসাময়িক পদ্দোন্নতি প্রাপ্ত (সহযোগী অধ্যাপক + সহকারী অধ্যাপক) শিক্ষকদের ঐকান্তিক সদিচ্ছা এবং ঢাকা ডেন্টাল কলেজ অধ্যক্ষ অধ্যাপক ডাঃHumayun Bulbul স্যারের সার্বিক নির্দেশনায় কর্মচঞ্চল ক্যাম্পাসে সকল শিক্ষার্থীর অংশগ্রহণে এক আনন্দঘন আবহ তৈরি হয় ।যা ক্যাম্পাসে সৌহার্দ্য ,সহযোগিতা
ও সহমর্মিতার এক উজ্জ্বল দৃষ্টান্ত……

 #নষ্টালজিক_মেমোরি।১৬৯ মাস বয়সেই ১৯৮০ সালে বাংলাদেশ ছাত্রলীগের ফেনী পাইলট হাইস্কুল কমিটির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক Hu...
03/12/2023

#নষ্টালজিক_মেমোরি।

১৬৯ মাস বয়সেই ১৯৮০ সালে বাংলাদেশ ছাত্রলীগের ফেনী পাইলট হাইস্কুল কমিটির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক Humayun Bulbul ভাই ও প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক Adv Salehuddin Shimul ভাই। ছবি দুটি ১৯৮৫ সালের। বুলবুল ভাই তখন ডেন্টাল ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও শিমুল ভাই পশ্চিমবঙ্গের University of Kalyani কল্যাণী বিশ্ববিদ্যালয়ের ছাত্র। স্হানঃ ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর বাসভবন।
পোস্ট কার্টেসিঃ মোরশেদ আলম

মাননীয় শিল্প প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কামাল আহমদ মজুমদার এম.পি.কে উত্তরীয় অভিনন্দন জানানঅধ্যাপক ডাঃHumayun ...
03/12/2023

মাননীয় শিল্প প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কামাল আহমদ মজুমদার এম.পি.কে উত্তরীয় অভিনন্দন জানান
অধ্যাপক ডাঃHumayun Bulbul স্যার
অধ্যক্ষ
ঢাকা ডেন্টাল কলেজ
মহাসচিব
বাংলাদেশ ডেন্টাল সোসাইটি

📸 Look at this post on Facebook https://medivoicebd.com/article/28761?fbclid=IwAR0mhC6UMCqpuGfgUE4GLAuqZgc4CEBeJFnxUmYn6...
02/12/2023

📸 Look at this post on Facebook https://medivoicebd.com/article/28761?fbclid=IwAR0mhC6UMCqpuGfgUE4GLAuqZgc4CEBeJFnxUmYn6Z5zp6LFzpQhEzSxjbE_aem_AQ6c4-fCdcY5ZVZ_E1TKVx3rMpjV1SIo_iQl_dE5ZPq4P-7IfEhNS8tbiPD8dUXAJf4

চিকিৎসকের মৃত্যু, ঢাকা ডেন্টাল কলেজ, ডা. সৈয়দা কামরুন্নাহার উর্মি, ডা. সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ, আইসিইউ,

PGT Entrance Examination .——————-01.12.2024AtDhaka Dental College
01/12/2023

PGT Entrance Examination .
——————-
01.12.2024
AtDhaka Dental College

1st BSMMU ALUMNI পুনর্মিলনী -2023
28/11/2023

1st BSMMU ALUMNI পুনর্মিলনী -2023

BSMMU Alumni 1st Reunion আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে
27/11/2023

BSMMU Alumni 1st Reunion
আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে

২৬ শে নভেম্বর ‘২০২৩ঢাকা ডেন্টাল কলেজ আকস্মিক পরিদর্শনে আসেনমোঃআজিজুর রহমান সচিবস্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগস্ব...
26/11/2023

২৬ শে নভেম্বর ‘২০২৩
ঢাকা ডেন্টাল কলেজ আকস্মিক পরিদর্শনে আসেন
মোঃআজিজুর রহমান
সচিব
স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়

ঢাকা ডেন্টাল কলেজ ছাত্রীনিবাসে  পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের নেতৃত্ব দেনঅধ্যাপক ডাঃমোঃHumayun Bulbul স্যারঅধ্যক্ষ মহ...
25/11/2023

ঢাকা ডেন্টাল কলেজ ছাত্রীনিবাসে
পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের নেতৃত্ব দেন
অধ্যাপক ডাঃমোঃHumayun Bulbul স্যার
অধ্যক্ষ মহোদয়
ঢাকা ডেন্টাল কলেজ
মহাসচিব
বাংলাদেশ ডেন্টাল সোসাইটি
২৫.১১.২০২৩

ঢাকা ডেন্টাল কলেজ ক্যাম্পাসে দিনব্যাপী পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের নেতৃত্ব দেনঅধ্যাপক ডাঃমোঃHumayun Bulbul স্যারঅধ্...
22/11/2023

ঢাকা ডেন্টাল কলেজ ক্যাম্পাসে দিনব্যাপী
পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের নেতৃত্ব দেন
অধ্যাপক ডাঃমোঃHumayun Bulbul স্যার
অধ্যক্ষ মহোদয়
ঢাকা ডেন্টাল কলেজ
মহাসচিব
বাংলাদেশ ডেন্টাল সোসাইটি

21/11/2023
ORAL HYGIENE DAY 2023Organized By:Department of Periodontology & Oral PathologyDhaka Dental college20.11.2023
20/11/2023

ORAL HYGIENE DAY 2023
Organized By:
Department of Periodontology & Oral Pathology
Dhaka Dental college
20.11.2023

“Journal of Oral Health(online)”Publisher:Dhaka Dental CollegeCome into possession of Certificate of ISSN (International...
16/11/2023

“Journal of Oral Health(online)”
Publisher:Dhaka Dental College
Come into possession of Certificate of ISSN (International Standard Serial Number)
assignment by the ISSN international Center.
Special thanks to
Professor Dr.Humayun Bulbul Sir
Principal
Dhaka Dental College
Secretary General
Bangladesh Dental Society
Chairman
Editorial Board
Journal of Oral Health

16/11/2023

পাইওনিয়ার ডেন্টাল কলেজের ১৪তম ব্যাচের ছাত্রী ও স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের লাইন ডাইরেক্টর ডা. মো. মোশারফ হোসেন খ...

শোকবার্তাঃDr.Mosharraf Hossain Khandker  স্যার  এর স্ত্রী  ডাঃনাফিয়া শারমিন ইন্তেকাল করেছেন।ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলা...
15/11/2023

শোকবার্তাঃ
Dr.Mosharraf Hossain Khandker স্যার এর স্ত্রী ডাঃনাফিয়া শারমিন ইন্তেকাল করেছেন।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

16/08/2023

Address

Dhaka Dental College, Mirpur/14
Dhaka
1206

Telephone

+8801716039842

Website

Alerts

Be the first to know and let us send you an email when Biography By Photography posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Biography By Photography:

Videos

Share

Nearby media companies


Other News & Media Websites in Dhaka

Show All