Ibadat - ইবাদাত

Ibadat - ইবাদাত আসুন ইসলামের পথে চলি ইসলামের কথা বলি। ওমা তাওফিকি ইল্লাহ বিল্লাহ।
(2)

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহির রাজিউন। ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি বিমান দূর্ঘটনায় মারা গেছেন😥আল্লাহ তায়ালা যেন ...
20/05/2024

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহির রাজিউন।
ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি বিমান দূর্ঘটনায় মারা গেছেন😥
আল্লাহ তায়ালা যেন তার প্রিয় বান্দাকে জান্নাতের সর্বোচ্চ সু-মহান মর্যাদা দান করেন, আমিন।🤲

আর আল্লাহর উপরই তাওয়াক্কুল কর, যদি তোমরা মুমিন হও।[সূরা আল-মায়েদা:২৩] আল্লাহর উপর ভরসা রাখুন।যদি আল্লাহ আপনার জন্য কিছু ...
15/05/2024

আর আল্লাহর উপরই তাওয়াক্কুল কর, যদি তোমরা মুমিন হও।[সূরা আল-মায়েদা:২৩]

আল্লাহর উপর ভরসা রাখুন।যদি আল্লাহ আপনার জন্য কিছু নির্ধারিত করে থাকেন,তাহলে নিশ্চয় তা অন্য কারো কাছে যাবে না।সেটা যেভাবেই হোক আপনার কাছেই আসবে।

একটি গুরুত্বপূর্ণ হাদিস ❤️
13/05/2024

একটি গুরুত্বপূর্ণ হাদিস ❤️

13/05/2024
আজ এই দিনে ১১ই মে ২০১৬ সালে এক সড়ক দুর্ঘটনায় ইন্তেকাল করেছিলেন। [ড.খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর স‍্যার রাহি.] আল্লাহ তা...
11/05/2024

আজ এই দিনে ১১ই মে ২০১৬ সালে এক সড়ক দুর্ঘটনায় ইন্তেকাল করেছিলেন।

[ড.খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর স‍্যার রাহি.]

আল্লাহ তাকে বেহেশতের উচু মাকাম দান করুন। আমিন 🤲

Thanks for being a top engager and making it on to our weekly engagement list! 🎉 Sabbir Hossain, Srabani Islam
10/05/2024

Thanks for being a top engager and making it on to our weekly engagement list! 🎉 Sabbir Hossain, Srabani Islam

10/05/2024

প্রতিটি নেক আমলকে তিনভাবে পরিশুদ্ধ রাখুন।
❖ আমলের শুরুতেই নিজের নিয়তকে যাচাই করুন; স্রেফ আল্লাহর সন্তুষ্টি ব্যতীত কোনো উদ্দেশ্য (যেমন: আত্মতুষ্টি, প্রশংসা পাওয়া, দুনিয়াবি উপকারিতা ইত্যাদি) যেন তাতে না থাকে। হাদিসে এসেছে, ‘‘নিশ্চয়ই আল্লাহ্ ঐ আমল কবুল করেন না, যা তাঁর (সন্তুষ্টির) জন্য খালেস (একনিষ্ঠ) হয় না।’’ [নাসাঈ: ৩১৪০]
❖ আমল শুরু করে দিলে তাতে আল্লাহর উপর পরিপূর্ণ তাওয়াক্কুল (ভরসা) করুন। কুরআনে আল্লাহ্ বলেন, ‘‘অতপর যখন তুমি দৃঢ় সিদ্ধান্ত নিয়ে নেবে, তখন আল্লাহর উপর ভরসা করো।’’ [সূরা আ-লে ইমরান, আয়াত: ১৫৯]
আমলের মাঝখানে নিয়তের মধ্যে শয়তান বিরক্ত করলে নিয়তকে আবার নবায়ন করুন। এতে শয়তানই পরাজিত হবে। তবে, ওয়াসওয়াসা যাতে না আসে, খেয়াল রাখবেন। শয়তান প্ররোচনা দিলে বেশি করে আউযুবিল্লাহি....রাজীম পড়বেন।
❖ আমলটি শেষ করার পর ইস্তিগফার (আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা) করবেন। কারণ, আমরা কেউই সঠিকভাবে কোনো নেক আমল করি না। বিভিন্ন ভুল-ত্রুটি হয়েই থাকে। তাছাড়া নেক আমলের পর যেন মনের মধ্যে আত্মতুষ্টি এবং অহমিকা না আসে, সেজন্যও ইস্তিগফার জরুরি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শ্রেষ্ঠ আমল ছিলো মক্কা বিজয় ও আল্লাহর দ্বীনের পূর্ণতা দেওয়া। সেই কাজটির পরও তাঁকে ইস্তিগফার করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। সূরা নাসরের অনুবাদ পড়ুন। তাছাড়া, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের সালাম ফেরানোর পর প্রথমেই তিনবার ইস্তিগফার করতেন। [সহিহ মুসলিম]

একটি মুল্যবান হাদিস। ❤️❤️
28/04/2024

একটি মুল্যবান হাদিস। ❤️❤️

22/04/2024

আবু হুরায়রা (রা) থেকে মারফূ সূত্রে বর্ণিত,

"নিশ্চয় জান্নাতে (কোন) ব্যক্তির মর্যাদা (অনেক) বৃদ্ধি করা হবে। সে বলবে, আমার জন্য কিভাবে এটা হলো? অতঃপর তাকে বলা হবে, তোমার জন্য তোমার সন্তানের (ক্ষমা প্রার্থনা) ইস্তেগফার করার কারণে।"

- [ইবনু মাজাহ, আহমাদ, আস-সহীহা: ১৫৯৮]

হে আল্লাহ্ সবাইকে শাওয়াল মাসের রোজা রাখার তাওফিক দান করুন। আমিন।।🤲
21/04/2024

হে আল্লাহ্ সবাইকে শাওয়াল মাসের রোজা রাখার তাওফিক দান করুন। আমিন।।🤲

একটি গুরুত্বপূর্ণ হাদিস।
18/04/2024

একটি গুরুত্বপূর্ণ হাদিস।

🍁আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ ইযারের যে পরিমান টাখনুর নীচে যাবে,...
18/04/2024

🍁আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ ইযারের যে পরিমান টাখনুর নীচে যাবে, সে পরিমান জাহান্নামে যাবে।

আমিন 🤲❤️
17/04/2024

আমিন 🤲❤️

17/04/2024

আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত, তিনি রাসূলুল্লাহ (সা) কে বলতে শুনেছেন যে,

"নিশ্চয় মানুষ এমন (কিছু) বাক্যের দ্বারা কথা বলে, এর দ্বারা সে জাহান্নামের মধ্যে এমন এক দূরত্বে পতিত হয়, যার দূরত্ব হবে পূর্ব হতে পশ্চিম পর্যন্ত।"

- [মুসনাদে আহমদ, আস-সহীহা: ৫৪০]

ইবনু আব্বাস (রা) থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ (সা) বলেন:"ঐ ব্যক্তি (প্রকৃত) মুমিন নয়; যে পরিতৃপ্ত থাকে আর পাশে তা...
16/04/2024

ইবনু আব্বাস (রা) থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ (সা) বলেন:

"ঐ ব্যক্তি (প্রকৃত) মুমিন নয়; যে পরিতৃপ্ত থাকে আর পাশে তার প্রতিবেশী ক্ষুদার্থ থাকে।"

- [ইবনে আবী শায়বা, হাকিম, আস-সহীহা: ১৪৯]

16/04/2024

কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর যেনে রাখুন কাজে লাগবে।

সন্তানের দীনদারির জন্য দোয়া৷
15/04/2024

সন্তানের দীনদারির জন্য দোয়া৷

Address

Dhaka
1212

Alerts

Be the first to know and let us send you an email when Ibadat - ইবাদাত posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Ibadat - ইবাদাত:

Videos

Share

Category